class 9 physical science 3rd chapter padather gathan / নবম শ্রেণী ভৌত বিজ্ঞান পদার্থের গঠন ও ধর্ম অধ্যায় অনুশীলনী প্রশ্ন উত্তর - Online story

Friday, 27 May 2022

class 9 physical science 3rd chapter padather gathan / নবম শ্রেণী ভৌত বিজ্ঞান পদার্থের গঠন ও ধর্ম অধ্যায় অনুশীলনী প্রশ্ন উত্তর

 

 


  প্রথম পর্ব

  নবম শ্রেণী

 ভৌত বিজ্ঞান

 পদার্থের ধর্ম ও গঠন অধ্যায়
বিভাগ ক বহুবিকর্ভিত্তিক প্রশ্ন (00)
1. উয়তা বৃদ্ধি পেলে ইয়ং গুণাঙ্কের মান
® বৃদ্ধি পাবে
b)  হ্রাসপাবে
© প্রথমে বৃদ্ধি পাবে, পরে হ্রাস পাবে
প্রথমে হ্রাস পাবে, পরে বৃদ্ধি পাবে
উত্তর-b) হ্রাস পাবে

2. একটি তারের ইয়ং গুণাঙ্ক y । প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একক হলে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে বল লাগবে
A ) y (B) y² (C) 2y D )y/2
উত্তর-(C) 2y

3. কোনাে পদার্থের ঘনত্ব 8000 kg/m³ হলে অপেক্ষিক ঘনত্ব হবে


A )6 b)16 c)4 d)8

উত্তর d)8 এখানে একক লেখা হলো না কারণ আপেক্ষিক ঘনত্বের একক নেই


4। সংকট উতায় তালের পৃষ্ঠটান
(A)শূন্য হয়।
(B)সর্বোচ্চ হয়
(C)100 dyn/cm
(D) 200 dyn/cm
উত্তর-(A)শূন্য হয়


s, উত্তাল সমুদ্রে তেল ঢালা হলে সমুদ্র শান্ত হয় কারণ
A)|সান্দ্রতা B) পৃষ্ঠটান C)প্লবতা (D) কোনােটিই না।
উত্তর-A)|সান্দ্রতা



6. বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ে কারণ

A)সান্দ্রতা ৪) পৃষ্ঠটান C) প্লবতা
(D) কোনােটিই না।
উত্তর-৪) পৃষ্ঠটান



7. তীব্র ঝড়ে ঘরের চাল উড়ে যাওয়া আমরা ব্যাখ্যা করতে পারি কীসের সাহায্যে ?
@ স্টোক্স-এর সূত্র (B) বানৌলির নীতি
© নিউটনের সূত্র (D) কোনােটিই নয়।

উত্তর-(B) বানৌলির নীতি


৪. স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রানীচের কোন্ রাশির সঙ্গে সমান?
(A) বল (8) ভরবেগ © পীড়ন b) ত্বরণ

উত্তর-© পীড়ন


9. একটি ধাতু খভের বায়ুতে ওজন 200 gf ও জলে পূর্ণ নিমজিত অবস্থায় ওজন 150 gf । ধাতুর আপেক্ষিক গুরুত্ব হল

A 3 (B) 5 (C) 6 (D) 4

উত্তর-(D) 4 এখানে একক লেখা হইল না কারণ আপেক্ষিক গুরুত্বের কোন এক থাকেনা


10. দুটি তরলের ঘনত্ব যথাক্রমে 1.6 g/cm³ ও 2 g/cm³ | তরল দুটিকে সম আয়তনে মিশ্রিত করলে মিশ্রণের ঘনত্ব g/cm³ এককে হবে
Ą 1.65 Ⓡ 1.7 (C) 1,8 (D) 1.9
উত্তর-Ⓡ 1.7

11. একই উপাদান নির্মিত দুটি তার A ও B। এর দৈর্ঘ্য B অপেক্ষা বেশি। A ও B -এর ইয়ং গুণাঙ্ক যথাক্রমে Y,Aও YB
a)YA = YB
b)YA > YB
C)YA < YB
D) বলা সম্ভব নয়

উত্তর-b)YA > YB

 

   পরের পর্ব দেখুন এখানে ক্লিক করে