class 9 physical science 3rd chapter question answer/ নবম শ্রেণী ভৌত বিজ্ঞান তৃতীয় অধ্যায় পদার্থ গঠন ও ধর্ম অনুশীলনী প্রশ্ন উত্তর - Online story

Wednesday, 11 May 2022

class 9 physical science 3rd chapter question answer/ নবম শ্রেণী ভৌত বিজ্ঞান তৃতীয় অধ্যায় পদার্থ গঠন ও ধর্ম অনুশীলনী প্রশ্ন উত্তর

 





      পদার্থ: গঠন ও ধর্ম |
অনুশীলনী
(MCQ):

1 তরলের চাপ-ক) তরলের গভীরতার ওপর নির্ভর করে

 (খ) তরলের আয়তনের ওপর নির্ভরকরে

(গ) তরালের সান্দ্রতার নির্ভর করে (ঘ) তরলের ঘনত্বের ওপর নির্ভরকরে।

উত্তর-ক) তরলের গভীরতার ওপর নির্ভর করে
2. তোমাকে তিনটি বেলুন A, B, C দেওয়া হল। তুমি তিনটি বেলুনকে ফুঁ দিয়ে ফোলালে। আকৃতিতে A সবচেয়ে বড়াে ও B সবচেয়ে ছােটো অবস্থায় থাকল। বেলুনের মুখ বেঁধে দিলেন
(ক) A বেলুনের ভিতরের বায়ুর চাপ বেশি
(খ) ৪ বেলুনের ভিতরের বায়ুর চাপ সবচেয়ে বেশি
(গ)C বেলুনের ভিতরের বায়ুর চাপ
সবচেয়ে বেশি
(ঘ) A, B, সেমন্ত বেলুনের ভিতরের বায়ুৱচাপসমান।


উত্তর-ক) A বেলুনের ভিতরের বায়ুর চাপ বেশি

3. মেছো মাকড়সা জলের ওপর দিয়ে হেঁটে যেতে পারে-
(ক) জলের সান্দ্রতার তার জন্য
(ঘ) জলের ব্যতিক্রান্ত প্রসারণের জন‍্য
(গ) জলের পৃষ্ঠটানেরজন্য
(ঘ) জলেরউপরিপৃষ্ঠসমতল বলে।

উত্তর-গ) জলের পৃষ্ঠটানেরজন্য

4. তােমার জল খাওয়ার বােতলের মুখে সাবান জলের এক ফিল্ ম তৈরি করে বােতলের গায়ে হালকা চাপ দাও।দেখবে সাবান
জলের একটি গ্লোব তৈরি হয়েছে। এরকারণ—ক) পৃষ্ঠটান
খ) সান্দ্রতা
(গ) সাবানজলের ধর্ম
 (ঘ) বায়ুর ধর্ম।

উত্তর-খ) সান্দ্রতা


5 বার্নেলির উপপাদ‍্যে
নীচে কোন টিসংরক্ষিত থাকে—
ক) ব্রৈখিক ভরবেগ
(খ) কৌণিক ভরবেগ
(গ) শক্তি
ঘ) এদের কোনােটিই নয়।

উত্তর-(গ) শক্তি

৪. অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রায় (VSAQ) ।

(a) একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও :

1 রবার ও ইস্পাতের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক?
উত্তর-ইস্পাত

 2. ঝড়ের সময় বাড়ির ছাউনি ভেঙে ঘরে পড়ে না বাইরে পড়ে?

উত্তর-বাইরে পড়ে

3. তরলের উন্নতাবাড়লে পৃষ্ঠটান বাড়ে না কমে?
উত্তর-কমে


4. একটি পাত্ৰে তরল আছে।তরলের চাপ খাড়া দেয়ালে বেশি না তলায় বেশি?

উত্তর-তলায়

5. আর্কিমিডিসেরনীতি কোন ক্ষেত্রে প্রযােজ্য হয় না? তরলের সমােচশীলতা ধর্মের ব্যাবহারিক প্রয়ােগ কী?
উত্তর- যেখানে বস্তুর ওজন শূন্য সেখানে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় না।

তরলের সমোচ্চশীলতা ধর্মের ব্যবহারিক প্রয়োগ হলো -শহরে জল-সরবরাহ।

(b) শূলধান পূরণ করে
1.ভাসমান বস্তুর আপাত ওজন –।
উত্তর-কমে

2 প্লবতা ওবস্তুর ওজন পরস্পর – দিকে ক্রিয়া করে

উত্তর-বিপরীত

4. 4℃ উতায় জলের ঘনত্ব– 1
উত্তর- সর্বাধিক


5. উয়তাকমলে তরলের পৃষ্ঠটান–

উত্তর-কমে

(c) সত্য/মিথ্যা নির্ধারণ করাে।
1. বস্তুকে যত গভীরে নিয়ে যাওয়া যায় ক্রিয়াশীল প্লবতার মান তত বাড়ে।

উত্তর-ঠিক

2 আর্কিমিডিসের সূত্র কাজে লাগিয়ে অসম বস্তুর আয়তন নির্ণয় যায়।

উত্তর-ঠিক

 3. পৃষ্ঠটানেরজন্য ছােটো ছােটো তরল বিন্দু গােলকাকার ধারণ করে।
উত্তর-ঠিক

4. উদ্ভূতা বাড়লে তরলের সান্দ্রতা
বাড়ে।
উত্তর-কমে

5. সান্দ্রতা শুধুমাত্র তরলের বৈশিষ্ট্য।

উত্তর-ভুল (প্রবাহীর বৈশিষ্ট্য)



c সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্ৰয় (SAQ):


1. তরলের মধ্যস্থিত কোনাে বিন্দুতে চাপ কোন কোন বিষয়ের ওপর নির্ভরকরে?
বাকি উত্তরগুলি শীঘ্রই দেওয়া হইবে

 2. তরলের সমােচ্চশীলতা ধর্ম বলতে কি বােঝাে? এর একটি প্রাকৃতিক দৃষ্টান্ত উল্লেখ করাে।


3. ভাসমান বস্তুর ওজন শূন্য’ব্যাখ্যা করাে।

 

 4 সাইফন ক্রিয়ার শর্তগুলি উল্লেখ করে।


5. বস্তুর ওজনের আপাত হাস বলতে কী বােঝাে?



D, দীউত্তরভিত্তিক প্রশ্ন (LAQ) !
(2226-3)
1.তরলমধ্যস্থিত কোনাে বিন্দুতে চাপের রাশিমালা প্রতিষ্ঠাকরাে।


2.সাইফনের কার্যনীতি ব্যাখ্যা করো।3.একটি সহজ পরীক্ষার সাহায্যে তরলের সমােচ্চশীলতা ধর্মপ্রমাণ করাে।


4.ব্যারােমিটারের সাহায্যে কীভাবে আবহাওয়ার পূর্বাভাস জানা যায়?

 5. একটি পরীক্ষার সাহায্যে আমিডিসের নীতি প্রমাণ করাে।

E.গাণিতিক সমস্যা
1.1 মিটার দৈর্ঘ্য,1মিটার প্রস্থও 1মিটার উচ্চতা বিশিষ্ট জলাশয়ের তলায় কত ঘাত পড়বে? [জলের ঘনত্ব = 0-99456 গ্রাম/
সসি/উত: 974668 N)


2. 10m গভীর একটি পরিষ্কার হদের জলের তলদেশে চাপের পরিমাণ কত? [ বায়ুর চাপ 76=cmপারদস্তম্ভের চাপেরসমান ও পারদের ঘনত্ব = 13-6 গ্রাম/সিসি][উত্তর : 1.9929 x 10 N/m]

3. জলের ঘনত্ব = 0-9954s
এমসিসি। সােনারঘনত্ব 19.3এম/সিসিহলে সােনারআপেক্ষিকঘনত্ব নির্ণয়করাে।(উত্তৰ:19-388]


 4. একটিবস্তুরবায়ুতে ওজন
52গ্রাম ও জলে নিমজ্জিত অবস্থায় ওজন 40গ্রাম।বটির ওপরক্রিয়াশীল প্লবতানির্ণয় করাে।[উত্তর : 12 গ্রাম ভ]


5.5 মিটার দৈর্য একটি তারের প্রান্তে ভরচাপানাের ফলে এর দৈর্ঘ্য 1মিলিমিটার বৃদ্ধি পেল।তারটির বিকৃতিনির্ণয় করাে। (উত্তৰ:2x10-4]