shekhar setu class 4 bengali part 7 panta buri/ শেখার সেতু চতুর্থ শ্রেণি বাংলা সপ্তম পর্ব পান্তা বুড়ি - Online story

Sunday 29 May 2022

shekhar setu class 4 bengali part 7 panta buri/ শেখার সেতু চতুর্থ শ্রেণি বাংলা সপ্তম পর্ব পান্তা বুড়ি

     






                    পানতাবুড়ি
              যোগীন্দ্রনাথ সরকার
লেখক পরিচিতি : জন্ম: ২৮ অক্টোবর; ১৮৬৬ মৃত্যু : ২৬ জুন ১৯৩৭
লেখক বাংলা শিশুসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ছড়াকার হিসেবে সম্মানিত হন। তাঁর লেখা ছোটোদের মনে এক করুন
তৈরি করে। তাঁর রচিত ৩০টি গল্প, ছড়ার বই-এর মধ্যে 'হাসির গল্প', 'গল্পসায’, ‘শিশু চয়নিকা' উল্লেখযোগ্য এবং তাঁর
জনপ্রিয় বইটি হলো 'হাসিখুশি'।
গাঁয়ে এক খুব গরীব বুড়ি ছিল। ভিক্ষার চাল দিয়ে ভাত রেঁধে রাতের বেলা একটু খেতো, বাকিটুকু পরদিন পন্য

খাবে বলে জল দিয়ে রাখত। তার নাম ছিল পানতাবুড়ি।
এক চোর বুড়ির পানতার সন্ধান পেয়ে রোজ রোজ তাই খেয়ে যেত।
একদিন বুড়ি রাজার কাছে নালিশ করতে চলল।


পথে দেখা হল বেল, শিঙি মাছ, ছুরি, সূচ এবং কুমিরের সঙ্গে। তারা বলল ফেরার সময় বুড়ি যেন তাদের
যায়।

রাজা শিকারে গিয়েছিলেন বলে বুড়ির আর নালিশ করা হলো না।

বুড়ি বেল, শিঙি মাছ, ছুরি, সূচ এবং কুমিরকে নিয়ে বাড়ি ফিরল।
শিঙি বলল আমায় পানতার হাঁড়িতে রাখো। বেল বলল আমায় আগুনের ভিতর রাখো। সূচ বলল দেয়াছে।
রাখো। ছুরি বলল ঘাসে গুঁজে রাখো। কুমির বলল ঘাটে বেঁধে রাখো।
রাতে চোর এসে পানতার হাঁড়িতে হাত দিতেই শিঙি মাছের কাঁটা খেল।
উনানের ধারে যেতেই বেল ফেটে চোখ অন্ধ।
কাদায় পা পিছলে দড়াম, দেয়াল ধরে উঠতে যেতেই সূচ বিঁধে রক্তারক্তি।
উঠান দিয়ে পালাতে গিয়ে ছুরিতে পা কেটে খানখান।
ঘাটে নামতেই একেবারে কুমিরের মুখে।
চোর ধরা পরল। রাজা তাকে খুব শাস্তি দিলেন।
পড়তে পড়তে ভাবি-
যার পিঠে কথা দিয়ে তৈরি হয় 'কথোপকথন' বা 'সংলাপ'। আর সেই সংলাপ গেঁথে গেঁথে তৈরি করে ফেলা যায় গোটা এ
হিনী। এই বিশেষ ধরনের কাহিনীকে বলা হয় চিত্রনাট্য এবং এই গল্প যদি মঞ্চে অভিনয় করা হয় তবে তাই হয়ে ওঠে নাট
লা মজুমদারের লেখা 'আলো' নাটকটা তো তোমরা পড়বেই। তার আগে এই পানতাবুড়ির গল্পটা পড়ে দেখো তো সবাই মিলে একটু অভিনয়ের মকশো করে নেওয়া যায় কিনা?


ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও :

উত্তর-
       ক             খ
     বুড়ি-   পানতা ভাত
    শিঙি মাছ- পানতাভাত হাঁড়ি
      বেল-    উনান
       কুমির     -ঘাট


কার্য কারণ সম্পর্ক লেখো :
(১) বুড়ির সাথে রাজার দেখা হয়নি।
উত্তর- রাজা গিয়েছিলেন শিকারে। তাই বুড়ির সঙ্গে রাজা দেখা হয়নি


২) শিঙি মাছ, বেল, সূঁচ, ছুরি, কুমির –এরা সবাই বুড়ির সাথে তার বাড়ি যেতে চেয়েছিল।
কারণ-

উত্তর- বুড়ির পান্তা ভাত খাওয়া চোরকে সকলে মিলে ধরে দেওয়ার জন্য
৩) চোরের হাত কেটেছিল।
কারণ
(এখানে প্রশ্নটিই একটু সমস্যা আছে চোরের হাত কাটিনি। পা কেটে ছিল)
চোর যখন উঠান দিয়ে পলাতে চেয়েছিল তখন চোরের পা ছুরিতে কেটে গেয়েছিল।


৪) বুড়ি রাজার কাছে নালিশ করতে গিয়েছিল।কারণ-

উত্তর -বুড়ি রাজার কাছে নালিশ করতে গিয়েছিল কারণ চোরে বুড়ির পান্তা ভাত খেয়ে নিয়েছিল।


এই নাটকে বুড়িকে অনেকে সাহায্য করেছিল। তুমি কীভাবে তোমার বাবা-মাকে সাহায্য করো, পাঁচটি বাক্যে লেখো :

উত্তর- আমি বাবার জামা কাপড় গুলো তুলে রাখি ।
বাবার ফোন এলে বাবার হাতে ফোনটা দিই।
মা খেতে বসলে জল এনে দিই।
বাবা বাড়ি ফিরলে দরজা খুলে দিই।
মায়ের রান্নার কাজে সাহায্য করি।


তোমার পছন্দের যেকোনো একটি গৃহপালিত পশু সম্পর্কে পাঁচটি বাক্য লেখো :

উত্তর-
আমার পছন্দে গৃহপালিত পশু হলো গরু। গরুর চারটি পা , দুটি শিং , একটি লেজ থাকে। গরুর পায়ের ক্ষুর গুলি চেঁরা। গাভী গরু আমাদের দুধ দেয়। বলদ গরু আমাদের গাড়িটা টানে। এবং চাষের কাজে সাহায্য করে। গোবর থেকে জ্বালানি পাই। গরু বিভিন্ন রঙের হয়ে থাকে যেমন কালো, সাদা ,পেয়ালা ইত্যাদি ।গরুর গা লোমে ঢাকা থাকে। লেজের আগায় এক গোছা চুল থাকে।


তোমার বাবা তোমাকে পাঁচটি ডিম আনতে দোকানে পাঠিয়েছেন। তোমার ও দোকানদারের কথোপকথন (কথাগুলি লেখো:

তুমি- কাকু আমাকে পাঁচটা ডিম দাও।

দোকানদার :- (কাকু পাঁচটা ডিম প্যাকেটের মধ্যে ভরে )নাও।
.
তুমি- (নিয়ে)কাকু, কত দাম দেব?

দোকানদার : ৩০ টাকা দাও।

তুমি :(৩০টাকা দোকানদার কাকুর হাতে দিয়ে) নাও ।

দোকানদার :- সাবধানে নিয়ে যাবে।


নীচের প্রশ্নগুলির উত্তর দু-একটি বাক্যে লেখো :
১) শিঙি মাছের মতো আর একটি আঁশবিহীন মাছের নাম লেখো।
উত্তর-মাগুর

২) কুমির জলেও থাকে আবার ডাঙায়ও থাকে। এরকম আরো দুটি প্রাণীর নাম লেখো।


উত্তর-ব‍্যাঙ

৩) বেল ফলের বাইরেটা শক্ত কিন্তু ভেতরটা নরম। এরকম আর একটি ফলের নাম লেখো।


উত্তর তরমুজ ।

৪) এই নাটকটিতে চোর নানাভাবে শাস্তি পেয়েছে। সে কেন শাস্তি পেয়েছে, নিজের ভাষায় লেখো।

চোর যখন পান্তাভাত চুরি করতে পান্তা ভাতে হাত দিয়েছিল, তখন শিঙি মাছ কাঁটার এক খোঁচা দিয়েছিল। যন্ত্রণায় চোর আগুনের তাপ নেবার জন্য উনুনের ধারে গিয়েছিল সেখানে ছিল বেল ।বেলফেটে চোরকে অন্ধ করে দিয়েছিল। চোর হাতড়াতে হাতড়াতে দরজার কাছে যখন গিয়েছিল ,অমনি কাদায় পড়ে পিছলে গিয়ে ছিল। দেয়াল ধরে যখন উঠতে যাবে ,তখন দেয়ালে থাকা সুচ রক্তারক্তি করে দিয়েছিল ।উঠোন দিয়ে যখন পালাতে যাবে অমনি চোরের  পা কেটে খানখান হয়ে গিয়েছিল  ঘাটে নেমে যেই পা ধুতে গিয়েছিল তখন সে কুমিরের মুখে পড়ে গিয়েছিল এইভাবে চোর শাস্তি পেয়েছিল।



ছবির প্রাণীটির নাম কী? তার সম্পর্কে দুটি বাক্য লেখো :
 


ছবি প্রাণীটির নাম কুমির ।
কুমির একটি উভচর প্রাণী ।
জলে এবং স্থলে বাস করে।
 কুমির স্তন্যপায়ী প্রাণী

 


   নিচের লিংকে ক্লিক করে দেখে নিন।

 মেঘের মুলুক'- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

জুঁই ফুলের রুমাল –কার্তিক ঘোষ

নদী –শক্তি চট্টোপাধ্যায়

নৌকা যাত্রা– রবীন্দ্রনাথ ঠাকুর

 অঞ্জনা নদীর তীরে– রবীন্দ্রনাথ ঠাকুর

ঢেউয়ের তালে তালে -পিনাকী রঞ্জন চট্টোপাধ্যায়

মন কেমনের গল্প- নবনীতা দেব সেন


শব্দকল্পদ্রুম – সুকুমার রায়

 পান্তা বুড়ি -যোগীন্দ্রনাথ সরকার