অংকের নতুন নতুন ম্যাজিক পর্ব-২/math manik -part 2 - Online story

Wednesday, 22 June 2022

অংকের নতুন নতুন ম্যাজিক পর্ব-২/math manik -part 2

 



আগের পর্ব দেখুন
পরের পর্ব দেখুন এই লিংকে ক্লিক করে

 
তিন বন্ধু 10 টাকা করে দিয়ে একটি বলে দোকানে গেল  একটা বল কেনার জন্য।
 দোকানের মালিক ছিল না ।দোকানের কর্মচারী 30 টাকা দাম নিয়ে বল টি বিক্রি করল। কিছুক্ষণ পর দোকানের মালিক এলে দোকানের কর্মচারী ওই ঘটনার কথা বলদ। মালিক বলল বলতো 25 টাকা দাম।
 তুমি 5 টাকা ফেরত দিয়ে এসো।

কর্মচারী তিন বন্ধুকে টাকাটা ফেরত দিতে এসে বললো বল টির দাম 25 টাকা। তোমরা পাঁচ টাকা ফেরত নাও। ছেলেগুলি বলল আমাকদের ভাগে মিলবে না ।আমাদের এক টাকা করে দাও।আর  তুমি দু -টাকা নিয়ে নাও । কর্মচারী তাই করল।

এখন আমার প্রশ্ন হচ্ছে তিন বন্ধু তাহলে মোট  টাকা দিল 9 × 3 =27 টাকা।
কর্মচারী 2 টাকা নিয়েছে। তাহলে মোট টাকা হলো।27 + 2 = 29 টাকা
তাহলে আর এক টাকা গেল কোথায়?


এর উত্তর সলভ করতে হলে অংকটি শেষ থেকে শুরু করতে হইবে।

বল টির দাম 25 টাকা।
 কর্মচারী টাকা নেয় দু টাকা। মোট 27 টাকা।

তিন বন্ধু 27 টাকায় দিয়েছিল।

পরের পর্ব এই লিংকে ক্লিক করে