সপ্তম শ্রেণি বাংলা প্রশ্ন প্রথম পরীক্ষা 2022
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন - ২০২২
শ্রেণী - সপ্তম
বিষয় - বাংলা
সমय
।
৪০ মিনিট
পূর্ণমান – ১৫
১। নীচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও : (যে কোন পাঁচটি)
ক) সেই ধন্য নরকুলে - কোন মানুষ নরকূলে ধন্য হন ?
খ) ‘মধুহীন কোরো না গো’ - মধু শব্দটি কোন দুটি অর্থে প্রযুক্ত হয়েছে ?
গ) “পাখি সব করে রব” - উদ্ধৃতাংশটি কার লেখা কোন কবিতার অংশ ?
ঘ) কী কী দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন ?
ঙ) কোন সম্রাট ‘অশোক স্তম্ভ’ কে দিল্লী নিয়ে এসেছিলেন ?
চ) “গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে” - গণেশ কাদের মুখশ্রী ভুলে গেছে ?
২। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ :
ক) ‘পাগলা গণেশ’ একটি (বিজ্ঞান / কল্পবিজ্ঞান / রূপকথা) বিষয়ক গল্প ।
খ) লালবর্ণের পদ্মকে বলে (লালিমা / কোকনদ / পুন্ডরীক্ষ)।
গ) রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের (কামারপাড়া / কুমোরপাড়া / পটুয়াপাড়া)।
ঘ) কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য যিনি মিনার গড়তে চেষ্টা করেছিলেন তিনি হলেন -
(রাজা আহমেদ / আলাউদ্দিন খিলজি / স্যার সৈয়দ আহমেদ)।
ঙ) খোকন বড় হয়েছে সে এখন কোন ক্লাসে পড়ে - (অষ্টম / নবম / দশম)।
ক) তৎসম শব্দ বলতে কি বোঝ ?
খ) চাঁদ কী ধরণের শব্দ ?
গ) দুটি জাপানী শব্দের নাম লেখ ।
ঘ) মহোৎসব > মোচ্ছব মোচ্ছব কী ধরণের শব্দ ?
ঙ) দুটি মিশ্র শব্দের নাম লেখ ।
৩। নীচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও :