class 3 shekhar setu poribesh nomuna prosno answer/তৃতীয় শ্রেণীর শেখার সেত পরিবেশ সকল নমুনা প্রশ্নের উত্তর - Online story

Thursday 2 June 2022

class 3 shekhar setu poribesh nomuna prosno answer/তৃতীয় শ্রেণীর শেখার সেত পরিবেশ সকল নমুনা প্রশ্নের উত্তর

 


 





        তৃতীয় শ্রেণি
        শেখার সেতু
 পরিবেশ শরীর অধ্যায়
 নমুনা প্রশ্ন উত্তর
সহ
  6 পাতা


नमूना প্রশ্ন

১ ঠিক উত্তরটি বেছে নাও :

আঙুলে কাঁটা ফুটলে ব্যথা বুঝতে পারা যায় যে ইন্দ্রিয়ের সাহায্যে সেটি হলো –ক)চামড়া (খ) কান (গ) চোখ (ঘ) নাক
উত্তর-চামড়া(ক)



শূন্যস্থান পূরণ করো
:
কানের ভেতর একটা পাতলা-------আছে।
"উত্তর-পর্দা

ঠিক বাক্যের পাশে '√ আর ভূল বাক্যের পাশে 'x' চিহ্ন দাও:
সাঁতার কাটলে একসঙ্গে শরীরের অনেক জায়গার ব্যায়াম হয়।√
উত্তর-√


একটি বাক্যে উত্তর দাও :
ব্লেড দিয়ে নখ কাটতে গেলে কী বিপদ হতে পারে?
উত্তর ব্লেড দিয়ে নখ কাটতে গেলে , আঙ্গুল কেটে যেতে পারে।


একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৫.১ সাঁতার কাটার উপকারিতা কী কী?

উত্তর সাঁতার কটার উপকারিতা-
 1 .শরীরের সব জোড় ভালো থাকে।
2 .ফুসফুস ভালো থাকে
3.শরীরের সকল অঙ্গের জোর বাড়ে।


৫.২ দাঁত ভালো রাখতে কী কী অবশ্যই করা উচিত।
উত্তর-দাঁত ভালো রাখতে হলে দিনে দুবার দাঁত মাজা উচিত। একবার খাওয়ার আগে। অন্যবার খাওয়ার পর ।এবং তাতে উপর থেকে নিচে পর্যন্ত ভালো করে ব্রাশ করা দরকার।

                    7পাতা
             খাবার
কোন খাবারে কেমন স্বাদ লেখ-

উত্তর-
১. রসগোল্লা- মিষ্টি
২. কাঁচালঙ্কা- ঝাল
কাঁচা আম -টক
৪. নিমকি -নোনতা


খাবার বলতে কী বোঝায় ?
খাবার বলতে বুঝায় যা খেয়ে হজম করা সম্ভব অর্থাৎ হজম করা যায়।

খাবার-          প্রধানত কী দিয়ে তৈরি হয়
১.চানাচুর- ডাল ও চিনেবাদাম
২. নিমকি-ময়দা
৩. চিপস -আলু
৪. পিঠেভাজা-চালের গুঁড়ো


13 পাতা


ঠিক উত্তরটি দেছে নিয়ে লেখ-
১.১ ধানের যে অংশটি মানুষের খাদ্য সেটি হলো -- (ক) বীজ (গ) খোদা (গ) কান্ড (খ) পাতা।
উত্তর-বীজ(ক)


১.২ একটি পুষ্টিকর খাদ্য হলো – (ক) নিমকি (গ) চানাচুর (গ) মুগ () তেলেভাজা।

উত্তর-(গ) মুগ



4. শূন্যস্থান পূরণ করো।

২.১পেঁয়াজকলি হলো----বোঁটা
উত্তর-কুঁড়ির
.২.২- কমলালেবুর মানুষের -------খাদ্য নয়।
 উত্তর -খোসা


৩. ঠিক বাক্যের পাশে 'এ' আর ভুল বাক্যের পাশে 'x' চিহ্ন দাও:


৩. নদীর কাছে ঘরবাড়ি করলে খাবার জল পেতে সুবিধা হতো।



৩. ধান হলো গাছের বীজ।



একটি বাক্যে উত্তর দাও :


৪.১ আগুনের ব্যবহার শেখার পর মানুষ কীভাবে মাংস খেতো?

উত্তর- আগুন ব্যবহার শেখার পর মানুষ মাংস আগুনে পুড়িয়ে খেতো।

৪. কুমোর কীসের সাহায্যে মাটির হাঁড়ি তৈরি করেন।

উত্তর- কুমোর চাকার সাহায্যে মাটির হাঁড়ি তৈরি করেন।

একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৫. জিভের কাজ কী?
উত্তর - জিভের কাজ খাবারের স্বাদ গ্রহণ করা এবং খাদ্যবস্তুকে গিলতে সাহায্য করা।

৫.২ চানাচুর তৈরি করতে কী কী লাগে?
উত্তর-ডাল ও চিনেবাদাম

৫.৩ অন্য দেশ থেকে এদেশে এসেছে এমন দুটো খাবারের নাম লেখো।
উত্তর- আলু ,আনারস ,টমেটো ,লঙ্কা।

      14 পাতা

প্রশ্নপত্র ১
খাবারের স্বাদ বুঝতে পারে যে ইন্দ্রিয়ের সাহায্যে সেটি হলো-
(ক)চোখ (খ)কান (গ) জিভ (ঘ) নাক।
উত্তর-(গ) জিভ


ঠিক বাক্যের পালে আর ভুল বাক্যের পাশে 'x' চিহ্ন মাও:

৩.১ ব্যায়াম করলে শরীরের হাড়ের জোড়ের নাড়া চাড়া হয়।
৩.২ লোহার বাসন তৈরি করতে কুমোরের চাকা লাগে।× (কুমোর লোহার বাসন তৈরি করে না।)


একটি বাক্যে উত্তর দাও।
(8) গন্ধ কোন ইন্দ্রিয়ের সাহায্যে বুঝতে পারো?
উত্তর -নাক

৪.২ “কিছু গাছের রসও আমাদের খাদ্য"- একটি উদাহরণ দাও।

উত্তর খেজুর ,তাল ,আখ।

একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৫.১ কিভাবে দাঁত মাজা উচিত মাজা উচিত।
উত্তর- নিচের তলার দাঁত থেকে উপরের দিকে। আর ওপরে দাঁতের উপর থেকে নিচের দিকে ব্রাশ টানতে হবে।

৫.২ ফল খেলে কি কি  উপকার পাওয়া যায় ?

উত্তর- ফল খেলে শরীরে জলের চাহিদা মেটে। পেটের সমস্যা দূর হয় ।শরীরে অন্যান্য চাহিদা মেটে।


৬. দৃষ্টি বা তিনটি বাক্যে উত্তর দাও
:
৬.১ ব্যাডমিন্টন খেললে শরীরের কোন কোন হাড়ের জোড়ের নাড়াচাড়া হয়?


উত্তর- হাত ও পায়ের জোড়ের নাড়া চাড়া হয়।



       19পাতা
১. শূন্যস্থান পূরণ করো :
ভেড়ার লোম থেকে-----তৈরি হয়।
উত্তর-উল


২. ঠিক বাক্যের পাশে ''√আর ভুল বাক্যের পাশে '× চিহ্ন দাও:



২.১ হাসপাতালে ডাক্তার খাঁকি রঙের জামা পরেন।
উত্তর-×
২.২ খেলার সময় খেলোয়াড় জার্সি পরেন।
উত্তর-√

৩. একটি বাক্যে উত্তর দাও :
বর্ষাকালে বৃষ্টির হাত থেকে বাঁচতে ছাতা ছাড়া আমরা কোন বিশেষ ধরনের পোশাক ব্যবহার করি ?
উত্তর - বর্ষাতি।

8. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
মানুষ যখন আগুন জ্বালাতে শেখেনি তখন তারা কী পোশাক পরতো?

উত্তর- পশুর চামড়া শুকিয়ে পড়তো।

25 পাতা
নমুনা প্রশ্ন
১. ঠিক উত্তরটি বেছে নাও :
মানচিত্রের উপরের দিকটি হলো – (ক) উত্তর (খ) দক্ষিণ (গ) পূর্ব (ঘ) পশ্চিম

উত্তর-(ক) উত্তর

২. শূন্যস্থানটি পূরণ করো :
একরকম পাতা সাজিয়ে ঘরের----তৈরি করা হয়।
উত্তর-চাল

৩. ঠিক বাক্যের পাশে আর ভুল বাক্যের পাশে 'x' চিহ্ন দাও :

গুহা বা বন-জঙ্গল বাঘ-সিংহদের থাকার জায়গা।-
উত্তর-√

৪. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৪.১ যাযাবর জীবন কী?

উত্তর- খাবারের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ানো মানুষদের যাযাবর বলা হয়।
৪.২ পুরোনো দিনের মানুষেরা কোথায় থাকতেন?
উত্তর- পুরনো দিনের মানুষেরা গুহায় থাকতো।

       26 পাতা
নমুনা প্রশ্নপত্র ২
কঞ্চির বেড়া তৈরি করে তার উপর মাটি লেপে তৈরি হয়। - (ক) দরমা বেড়ার দেয়াল (খ) ছিটে বেড়ার দেয়াল(গ) ইটের দেয়াল  (ঘ) মাটির দেয়াল
উত্তর-(খ) ছিটে বেড়ার দেয়াল


২. শূন্যস্থান পূরণ করো
২.১ পুরোনো দিনের মানুষেরা পশুনের চামড়া জুড়ে---- তৈরি করত
উত্তর-পোশাক

২.২ সুতো দিয়ে----কাপড় তৈরি হয়।
উত্তর-সুতির


৩. ঠিক বাক্যের পাশে √ আর ভুল বাক্যের পাশে × চিহ্ন দাও :
৩.১বাড়ির অনেক রকমের দেয়াল ও ঢাল হয়।
উত্তর-√
৩.২ পুরোনো দিনের মানুষেরা যাযাবর জীবনযাপন করত।√
উত্তর√
৩.৩ রাস্তায় ট্রাফিক পুলিশ বৃতি-পাঞ্জাবি পরে যান নিয়ন্ত্রণ করেন।×
উত্তর×


৪. একটি বাক্যে উত্তর দাও।
৪.১ পাকা ঘর তৈরি করতে কী কী প্রয়োজন?
উত্তর-পাকা ঘর তৈরি করতে বালি সিমেন্ট ইট রড ইত্যাদি লাগে।

৪..২ শীতকালে সোয়েটার পরা হয়?

উত্তর- শীতকালে শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সোয়েটার পড়া হয়।

৫একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৫.১- ইস্কুলে দেখতে পাও এমন দুটি জিনিসের নাম লেখ- চক ,ডাস্টার ,মানচিত্র।


৫.২ হাসপাতালে নার্সদের রোগী ও রোগীর আত্মীয়পরিজন থেকে আলাদা করে কীভাবে চেনা যাবে?

উত্তর- হাসপাতালে নার্সরা সাদা রঙের পোশাক পড়ে থাকেন আর রোগীরা রোগীর আত্মীয় পরিজন সাধারণ পোশাক পড়ে থাকেন পোশাক দেখে চেনা যায়।


৬. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :


৬.১ গৃহাতে বসবাসের সময় মানুষের সমস্যা কী ছিল?

উত্তর- গুহাতে বসবাসের মানুষের নানান সমস্যা ছিল যেমন গুহার মধ্যে সর্বত্র আগুন জ্বালিয়ে রাখতে হতো ।গুহার মধ্যে অন্য পশুদের আক্রমণের ভয় ছিল।

২.২ বিভিন্ন পেশার লোকেরা বিভিন্ন ধরনের পোশাক কেন পরেন উদাহরণ দিয়ে বুঝিয়ে লেখো।


উত্তর-পুলিশরা খাঁকি পোশাক পরেন ।
নার্সরা সাদা শাড়ি বা স্কার্ট  পড়েন‌ ডাক্তারবাবুরা অ্যাপ্রান পোশাক পরেন।
খেলোয়াড়েরা জার্সি পড়েন কারণ তাদেরকে সহজে চেনা যায়।


সমাপ্ত

অন্য বিষয় চোখ রাখুন