shekhar setu about class 3 bengali part -9/ তৃতীয় শ্রেণি শিক্ষক সেতু পাওয়ার পাঠ কৌশল ৯ বাংলা
পাঠ প্রকৌশল – ৯
বিদ্যাসাগরের কথা
নিজের হাতে নিজের কাজ
ভাবমূলগতভাবে
(প্রচলিত)
(দ্বিতীয় শ্রেণি)
(প্রচলিত)
(তৃতীয় শ্রেণি)
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে অনেক অনেক গল্প প্রচলিত আছে। এইসব গল্প লোকের মুখে মুখেও ফেরে। এইরকমই একটি
গল্প হল— ‘বিদ্যাসাগরের কথা।' এই গল্পটা পড়ে বুঝতে পারবে বিদ্যাসাগর খুব ছোটো বয়স থেকেই খুব বুদ্ধিমান ছিলেন।
দ্বিতীয় শ্রেণির ‘বিদ্যাসাগরের কথা’ পাঠটিতে আমরা ঈশ্বরচন্দ্র
সাগরের রাস্তার পাশে মাইলফলক দেখে ইংরেছি।
সংখ্যা চেনার ঘটনার কথা জানতে পারি।
‘নিজের হাতে নিজের কাজ' গল্পটাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরই গল্প, যা পড়লে জানতে পারবে বিদ্যাসাগর অত্যন্ত উদার
এবং বিনয়ীও ছিলেন।
পড়তে পড়তে ভাবি
বিদ্যাসাগরের আরেক নাম ‘করুণার সাগর’ বা ‘দয়ার সাগর’ কারণ তিনি অত্যন্ত দয়ালু মানুষ ছিলেন। তাঁর দয়ার গল্প
দিদিমণির কাছে শুনে নিও।
●
বিদ্যাসাগরের মতো অন্যান্য মণীষীদের কথাও দিদিমণির কাছ থেকে জেনে নিও।
১। নীচের প্রশ্নগুলির উত্তর প্রথমে মুখে বলি, তারপর লিখি:
(ক) বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি'।
‘বাবা’ ও ‘ছেলে’-র পরিচয় দাও।
উ:- বাবা- ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়।
ছেলে- ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর।
(খ) বাবা কীভাবে ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন?
উ:- বাবা রাস্তার মাইলফলকের ইংরেজি লেখা দেখিয়ে ছেলেকে ইংরেজি চেনালেন।
(গ) বাবা অবাক হলেন কেন?
উঃ- বাবা অবাক হয়েছিলাম কারণ তার ছেলেকে মাইলফলকে ইংরেজি লেখা জিজ্ঞাসা করেছিল ছেলে প্রতিবারই নির্ভুল উত্তর দিয়েছিল।
(ঘ) ছোট্ট ঈশ্বরকে নিয়ে বাবা কোথায় আসছিলেন?
উ:- ছোট্ট ছেলে ঈশ্বরকে নিয়ে বাবা কলকাতায় আসছিলেন।
২। যুক্তব্যঞ্জন আছে, এমন ৫টি শব্দ পাঠটি থেকে খুঁজে নিয়ে লিখি :
৩। বর্ণ বিশ্লেষণ করি :
উদাহরণ : সন্দেহ → স্+অ+ন্+দ+এ+ হ্+অ
আন্দাজ →আ+ ন্+ দ্ +আ+ জ্ +অ
ঈশ্বরচন্দ্র →ঈ +শ্+ ব্+ অ+ র্+ অ+ চ্+ অ+ ন্ +র্+ দ্ +অ
শিক্ষাজগৎ →শ্+ ই+ ক্+ ষ্ +আ+ জ্+ গ্ + অ +ৎ
৪। বর্ণগুলিকে জুড়ে শব্দ তৈরি করি :
অ+ প্+এ+ক্+ষ্ + আ = অপেক্ষা
অ + স্+আ+ +আ+র্+অ+ ণ্ + অ = অসাধারণ
প্ + অ + র্ + ঈ + ক্ + ষ্ + আ = পরীক্ষা
উ+জ্ + জ্+ব্ + অ + ল্ + অ = উজ্জল
শ্ + ই + ক্ + ষ্ + আ + জ্+অ+গ্+অ+ৎ= শিক্ষা জগৎ
৫। নীচের শব্দগুলির অর্থ লিখি :
নির্ভুল-সঠিক
স্মরণ →মনেকরা
দিকপাল –দিকের অধিপতি।( হিন্দু মতে অগ্নি, )
৬। নীচের শব্দগুলির বিপরীত অর্থের শব্দ লিখি :
উদাহরণ : নির্ভুল → ভুল
অসাধারণ →সাধারণ
উজ্জ্বল → অনুজ্জ্বল
৭। বাক্য বাড়াই :
উদাহরণ : বাবা বুঝলেন। (কী বুঝলেন?)
বাবা বুঝলেন যে, ছেলের মেধার কোনো তুলনা হয় না।
বাবা তো অবাক। (কেন?)
উত্তর- বালক নির্ভর উত্তর দিয়েছিল তাতে বাবা অবাক হয়েছেন।
বাবার সন্দেহ হয়েছিল? (কী?)
উত্তর-বাবার সঙ্গে হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে।
পরের পর্ব 10 দেখুন