অষ্টম শ্রেণী বিজ্ঞান অন্তঃক্ষরা তন্ত্র ও বয়সন্ধি অধ্যায় ইস্কুল পরীক্ষা সহ ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষা /class 8 science question answer
অষ্টম শ্রেণীর বিজ্ঞান
অন্তঃক্ষরা তন্ত্র ও বয়সন্ধি অধ্যায়
ইস্কুল পরীক্ষা সহ
ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষা
প্রশ্ন উত্তরসঠিক উত্তরের পাশে টিক (/) চিহ্ন দাও :
■ একটি লোকাল হরমোন হল - (a)অ্যাড্রিনালিন
(b)স্টেস্টোরেন
উঃ-(b)স্টেস্টোরেন
■. জীবদেহে রাসায়নিক সমন্বয়ক রূপে কাজ করে-
(a) ভিটামিন
(c) উৎসেচক
(b) হরমোন
(d) স্নায়ু
উঃ-(b) হরমোন
■ কোন্টি এন্ডোক্রিন বা অন্তঃক্ষরা গ্রন্থি ?
(a) লালাগ্রন্থি
(c) থাইরয়েড গ্ৰন্থি
উঃ-c) থাইরয়েড গ্ৰন্থি
■ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় —
(a) ইনসুলিন
(b)স্টেস্টোরেন
উঃ-(a) ইনসুলিন
■ যে হরমোন একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে অপর কোনো অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে তাকে বলে-
(a) ট্রফিক হরমোন
(b) আপৎকালীন হরমোন।
উঃ-ট্রফিক হরমোন
■ যে সকল হরমোন উৎস গ্রন্থির মধ্যে কাজ করে তাদের বলে-
(a) আদর্শ হরমোন
(b) লোকাল বা স্থানীয় হরমো
উঃ-(b) লোকাল বা স্থানীয় হরমোন
■ অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে—
(b) STH
(a) GTH
(c) ACTH
(d) TSH
উঃ-(c) ACTH
■ BMR বৃদ্ধিকারী হরমোনটি হল-
(a) অ্যাড্রিনালিন
(c) অক্সিন
(b) থাইরক্সিন
(d) টেস্টোস্টেরন।
উঃ-(b) থাইরক্সিন
■ উল্লিখিত অন্তঃক্ষরা গ্রন্থিগুলির ভিতর কোন্টি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়?
(b) শুক্রাশয়
(d) পিটুইটারি।
(a) থাইরয়েড
(c) অ্যাড্রিনাল
উঃ-(a) থাইরয়েড
■ নীচের কোন্ গ্রন্থি থেকে ACTH ক্ষরিত হয়?
(a) থাইরয়েড
(b) অ্যাড্রিনাল
(c) পিটুইটারি
(d) অগ্ন্যাশয়
উঃ-(c) পিটুইটারি
■ কোন্ হরমোনের অভাবে ডায়বেটিস মেলিটাস বা মধুমেহ রোগ হয়?
(a) থাইরক্সিন
(b) অ্যাড্রিনালিন
(c) গ্লুকাগন
(d) ইনসুলিন।
উঃ-d) ইনসুলিন
■ টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয়-
(a) ডিম্বাশয় থেকে
(b)শুক্রাশয় গ্ৰন্থি থেকে
উঃ-(b)শুক্রাশয় গ্ৰন্থি থেকে
■ নীচের কোন্টি মনের পরিবর্তন হয়?
(a) রাগ হওয়া
(b) অভিমান হওয়া
উঃ-(b) অভিমান হওয়া
■ বয়ঃসন্ধিকালে (Puberty) ছেলেমেয়েদের কোন তন্ত্রটির বৃদ্ধি পরিলক্ষিত হয়।
(a) রেচন তন্স
(b) জননতন্দ্র
উঃ-b) জননতন্দ্র
■ পুরুষের যৌনাঙ্গের বৃদ্ধি ও গোঁফ-দাড়ি বিকাশের সঙ্গে সম্পর্কযুক্ত হরমোনটি হল-
( a)থাইরক্সিন
(c) টেস্টোস্টেরন
উঃ-(c) টেস্টোস্টেরন
■ নীচের কোন্টি সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত নয়।
(a) ছবি আঁকা
(B) এলোমেলো চিন্তা করা
উ- (b )এলোমেলো চিন্তা করা
■ ঝুঁকিপূর্ণ আচরণের প্রতি প্রবণতা জন্মায়--
(a) বয়সকালে
(b) বয়সন্ধিকালে
উঃ-b) বয়সন্ধিকালে
■ নীচের কোন্টি পুরুষের যৌগ যৌন বৈশিষ্ট্য।
(a) গলার চর ভারী
(b) গোঁফ দাড়ির বিকাশ
উঃ-(b) গলার চর ভারী
■ কত বছর বয়স পর্যন্ত সময়কে বয়ঃসন্ধিকাল হিসেবে ধরা হয়?
(a) 5-6 বছর
(b) 10-19 বছর
উঃ-(b) 10-19 বছর,
■ বয়ঃসন্ধিকালে শরীর ও মনের পরিবর্তন ঘটায়-
(c) ভিটামিন
b)হরমোন
উঃ- b)হরমোন
■ বয়ঃসন্ধিকালে মেয়েদের শরীরের বৃদ্ধি ছেলেদের
(a) ধীরে ঘটে
(b) ড্রুত ঘটে
উঃ-(b) ড্রুত ঘটে
■ বয়ঃসন্ধিকালে ছেলেদের মুখমণ্ডলে যে লক্ষণটি দেখা
(a) নাক লম্বা হওয়া
(b) গোঁফের রেখা।
উঃ-(d) গোঁফের রেখা
■ অন্যের সমস্যার সঙ্গে নিজেকে সামিল করে তার অনুভূতি গুলোকে
বোঝা ও প্রকাশ করা হল-
(a) আত্মসচেতনতা
(b) সমানুভূতি
উঃ-(b) সমানুভূতি
■- কোন্ গ্রন্থি নিঃসৃত হরমোন দৌড়ানোর সময় বাড়তি শক্তির যোগান দেয়?
(a) অগ্ন্যাশয়
(b) অ্যাড্রিনাল
উঃ-(b) অ্যাড্রিনাল
■ কোন হরমোনের অধিক ক্ষরণে মুখমন্ডল গোলাকার হয় ও মুখ ফুলে যায়?
(a) অ্যাড্রিনালিন
(b)থাইরক্সিন।
উঃ-(b) থাইরক্সিন
■ নীচের কোনটি বয়ঃসন্ধিকালের পরিবর্তন নয়?
(a) ভারী কন্ঠস্বর
(b) চামড়া কুচকে যাওয়া
উঃ-(c) চামড়া কুচকে যাওয়া
■ রক্তে চিনির পরিমাণ বেড়ে গেলে ঘটে—
(a) ঘুম বেশি পায়
(b)) হৃৎপিন্ডের কাজে বিঘ্ন ঘটে
উঃ-(b) হৃৎপিন্ডের কাজে বিঘ্ন ঘটে
■ নীচের কোনগ্রন্থি নিঃসৃত হরমোনগুলি শরীর ও মনের
দ্রুত পরিবর্তন ঘটায়
(a) পিটুইটারি
(B) গোনাড/যৌনগ্রন্থি
উঃ-(B) গোনাড/যৌনগ্রন্থি