অষ্টম শ্রেণীর পঠন সেতু গণিত পর্ব 2
অষ্টম শ্রেণি
পঠন সেতু
গণিত পর্ব-2
নিজে করি :
11 পাতা
(1) যেকোনো একটি কোণ অঙ্কন করে তার নাম দিই।
উ-
(2) দুইটি সমকোণকে যুক্ত করলে যে কোণ পাবো তা কোন ধরনের কোণ?
উঃ-সরলকোণ পাবো।
(3) 50° কোণের পূরককোণ কত হবে লিখি।
উঃ-30°
(4) 150° কোণের সম্পূরক কোণের মান কত হবে লিখি।
উঃ-30°
(5) দুটি সন্নিহিত কোণ অঙ্কন করি ও তাদের পরিমাপ মেপে লিখি।
নিজে করি :
/_2 = 60° হলে _/_ 1, /_ 3 /_4
কোণগুলির মান নির্ণয় করার চেষ্টা করি।
উঃ/_ 1= 60°
/__3 = 120
/_ 4=120
(2) দুটি পরস্পর লম্বছেদী সরলরেখা আঁকি, বিপ্রতীপ কোণগুলি চিহ্নিত করি, তাদের পরিমাপ লিখি।
উঃ--/_1 বিপরীত কোণ/_2
/_3 এর বিপরীত কোণ /_4
16 পাতা
ছবিতে উৎপন্ন একাত্তর কোণ ও অনুরুপ কোণগুলি চিহ্নিত
করি।
(1) উঃ-অনুরূপ কোণ /_ XUB = /_ UVD
/_ BUV = /_ DVY
/_ XUA = /_ CVU
/_ CVU = /_ UVD
একান্তর /_ AUV = /_ DVU
/_ BUV = /_ CVU
AB || CD, XY উহাদের ছেদক এবং ZDVY = 110
(1) উঃ-অনুরূপ কোণ /_ XUB = /_ UVD
/_ BUV = /_ DVY
/_ XUA = /_ CVU=110
/_ CVU = /_ UVD=110
এ
হলে, বাকি কোণগুলির মান নির্ণয় করি।
চিত্র থেকে x ও y-এর মান নির্ণয় করি।
x =60"
y =10"
এগুলো বিপ্রতীপ কোণের মান হইবে
নিজে করি :
(1) নিম্নের ত্রিভুজগুলির ক্ষেত্রে x-এর মান নির্ণয় করি না মেপে
উঃ-(¡) 60° +50 ° =110°
180°-110° =70°
(¡)) 60"!°+ 30° =90°
180° - 90° = 90°
(2) নীচের ত্রিভুজগুলির নাম লিখি :
(1) সমদ্বিবাহু ত্রিভুজ অথবা সূক্ষ্মকোণী ত্রিভুজ
(¡¡) বিষমবাহু ত্রিভুজ অথবা স্থূলকোণী ত্রিভুজ
দুটি ত্রিভুজের একই দাগচিহ্ন বিশিষ্ট বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাপ সমান।
(3) (¡) সমকোণী ত্রিভুজ অথবা বিষমবাহু ত্রিভুজ
(¡¡) সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ
4. সদৃশকোণী ত্রিভুজ