নবম শ্রেণী ভূগোল তৃতীয় অধ্যায় পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় অনুশীলনী প্রশ্ন উত্তর - Online story

Sunday 26 June 2022

নবম শ্রেণী ভূগোল তৃতীয় অধ্যায় পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় অনুশীলনী প্রশ্ন উত্তর


  চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর দেখুন এই লিংকে ক্লিক করে
প্রথম অধ্যায় দেখুন এই লিংকে ক্লিক করে
,
             নবম শ্রেণীর ভূগোল
                তৃতীয় অধ্যায়
 পৃথিবীপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়    
          অনুশীলন প্রশ্নের উত্তর


● বিভাগ-'' (বহুবিকল্পভিত্তিক প্রশ্ন) (MCQ):
১. বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে
লখ:
[প্রশ্নের মান-১]
১.১ গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়ি হল—
(ক) ব্যারোমিটার
(খ) অ্যানিমোমিটার
(গ) হাইড্রোমিটার
(ঘ) ক্রোনোমিটার

উঃ–(ঘ) ক্রোনোমিটার



১২ অক্ষরেখাগুলি –
(ক) রৈখিক
(খ) অর্ধবৃত্তাকার
(গ) পূর্ণবৃত্তাকার
(ঘ) উপবৃত্তাকার

উঃ–(গ) পূর্ণবৃত্তাকার

১.৩ আন্তর্জাতিক তারিখরেখার দু-পাশে সময়ের পার্থক্য—
(ক) ১২ ঘণ্টার
(খ) ০ ঘণ্টার
(গ) ২৪ ঘণ্টার
(ঘ) ১০ ঘণ্টার।
উঃ–গ) ২৪ ঘণ্টার


১.৪ মহাবৃত্ত বলা হয়-
(ক) মূলমধ্যরেখাকে
(খ) কর্কটক্রান্তি রেখাকে
(গ) মকরক্রান্তি রেখাকে
 (ঘ) নিরক্ষরেখাকে।
উঃ–(ঘ) নিরক্ষরেখাকে


১.৫ কলকাতার প্রতিপাদ স্থানের দ্রাঘিমাংশ-

(ক) ১১৩০ পশ্চিম
 (খ) ৯১°৩০′ পূর্ব
(গ) ৮৮°৩৯′পশ্চিম
(ঘ) ২২°৩৪′ দক্ষিণ।

উঃ–(গ) ৮৮°৩৯′পশ্চিম


১.৬ গ্রিনিচের সাথে ভারতের সময়ের পার্থক্য—
(ক) ৫ ঘণ্টা ২৪ মিনিট (খ) ৫ ঘণ্টা ৩০ মিনিট
(গ) ৭ ঘণ্টা ৩০ মিনিট (ঘ) ৫ ঘণ্টা ৪৫ মিনিট।
উঃ–খ) ৫ ঘণ্টা ৩০ মিনিট


১.৭ নিরক্ষরেখার অপর নাম-

(ক) মূলমধ্যরেখা
(খ) দেশান্তর রেখা
(গ) বিষুবরেখা
(ঘ) কর্কটক্রান্তি রেখা।
উঃ–গ) বিষুবরেখা

১.৮ নিরক্ষরেখায় ১° অন্তর দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব প্রায়-
(ক) ১১১ কিমি
(খ) ১১৫ কিমি
(গ) ১৫ কিমি
(ঘ) ১১৭ কিমি।

উঃ–(ক) ১১১ কিমি

১.৯ মূলমধ্যরেখার পূর্ব বা পশ্চিমে অবস্থিত স্থানের কৌণিক দূরত্ব হল—
(ক)প্রতিপাদ স্থান
(খ) দ্রাঘিমা
(গ) অক্ষাংশ
(ঘ) আন্তর্জাতিক তারিখরেখা
উঃ–খ) দ্রাঘিমাংশ


১.১০ পৃথিবীর প্রমাণ সময় ধরা হয়—
(ক) ০° দ্রাঘিমার স্থানীয় সময়কে
(খ) ৮২°৩০' দ্রাঘিমার স্থানীয় সময়কে
(গ) ১৮০° দ্রাঘিমার স্থানীয় সময়কে
(ঘ) ৯০° দ্রাঘিমার স্থানীয় সময়কে।

উঃ–(ক) ০° দ্রাঘিমার স্থানীয় সময়কে


১.১১ একই অক্ষাংশযুক্ত স্থানগুলির সংযোজক রেখা-
(ক) দেশান্তর রেখা
(খ) সমাক্ষরেখা
(গ) মূলমধ্যরেখা
(ঘ) দ্রাঘিমারেখা।
উঃ–(ঘ) দ্রাঘিমারেখা


১.১২ পরস্পর দুটি প্রতিপাদ স্থানের দ্রাঘিমার ব্যবধান—
(ক) ১৮০°
(খ) ১০০°
(গ) ৯০°
(7) 0°

উঃ–ক) ১৮০°

১.১৩ ধ্রুবতারাকে একেবারে মাথার উপর দেখা যায়—
(ক) ৯০° দক্ষিণে
(খ) ২৩°৩০′ উত্তরে
(গ) ৬৬°৩০′ উত্তরে
(ঘ) ৯০° উত্তরে।
উঃ–(ঘ) ৯০° উত্তরে


১.১৪ PM-এর অন্তর্ভুক্ত
-
(ক) সকাল ৭টা
(খ) সকাল ৯টা
(গ) সকাল ১১টা
(ঘ) দুপুর ১ টা। --

উঃ–ঘ) দুপুর ১ টা। --

বিভাগ-‘খ’ (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন)
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো : [প্রশ্নের মান-১]

২.১.১ সম্পদ আহরণের জন্য সম্পদের সঠিক ‘অবস্থান’ জানা প্রয়োজন।
উঃ–শুদ্ধ

২.১.২ নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষাংশের মান কমতে থাকে।

উঃ–অশুদ্ধ (ঠিক উত্তর হবে বাড়ে)

২.১.৩ অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত।


উঃ–শুদ্ধ


২ ১.৪  23°30-66°৩০′ উত্তর ও দক্ষিণ পৃথিবীপৃষ্ঠ উয়ুমণ্ডলের অন্তর্গত।

উঃ–অশুদ্ধ( ঠিক উত্তরটি হবে নাতিশীতোষ্ণ মন্ডল)

২.১.৫ গ্রিনিচ শহরের মান মন্দিরের ওপর দিয়ে ১৮০° দ্রাঘিমা রেখাটি বিস্তৃত।


উঃ– অশুদ্ধ? ঠিক উত্তর 😢 হবে ০°)

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :
[প্রশ্নের মান-১]


২.২.১ পৃথিবীর কোনো স্থানের মেরু ও আয়ত স্থানাঙ্কের সাহায্যে ওই বিন্দুর, ------জানা যায়।
উঃ– আপেক্ষিক অবস্থান

২.২.২. দক্ষিণ গোলার্ধে------  হল মেরু নক্ষত্র
উঃ– হ্যাডলির অকট্যান্ট
২.২.৩ কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের কোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ ও উচ্চতা নির্ণয়ের পদ্ধতিকে

উঃ–G P S
২.২.৪ ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান

উঃ–82°30' পূর্ব

২.২.৫ পরস্পর বিপরীত দ্রাঘিমারেখা দুটি যোগ করলে পাওয়া যায়।
উঃ–

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও : [প্রশ্নের মান-১]


২.৩.১ ‘সেক্সট্যান্ট’ শব্দটির অর্থ কী?


উঃ–সোয়া ছয় ( ল্যাটিন শব্দ)

২.৩.২ সেক্সট্যান্ট ছাড়া সূর্যের উন্নতি পরিমাপের অপর একটি যন্ত্রের নাম করো।


উঃ– ট্রানজিট থিওডোলাইট

২.৩.৩.পৃথিবী পৃষ্ঠের ওপর মোট অক্ষরেখার সংখ্যা কয়টি?

উঃ–১৭৯ টি
(সুমেরুএবং কুমেরু দুটি বিন্দু ওখানে লেখা পাওয়া যায় না।)

২.৩.৪ স্থানীয় সময় কীসের সাহায্যে নির্ধারিত হয়?

উঃ– সৌর ঘড়ির সাহায্যে

১.৩.৫ অক্ষরেখা ও দ্রাঘিমারেখার জালিকাকে কী বলে?

উঃ– ভৌগলিক জালক বলে।

২৪ বামদিকের সাথে ডানদিক মিলিয়ে লেখো:

[প্রশ্নের মান-১]
বামদিক।               ডানদিক
২.৪.১ পরিকল্পনা   (১) মধ্যাহ্নরেখা
২.৪.২ মেরুনক্ষত্র।  (২) হিমমণ্ডল
২.৪.৩ দেশাস্তর।    (৩) সমান দুটি খণ্ড
২.৪.৪ ৬৬°৩০-১০° উত্তর ও (৪) অবস্থান
দণ
২.৪.৫ মহাবৃত্ত।          (৫) ধ্রুবতারা


উঃ–বামদিক।               ডানদিক
     
২.৪.১ পরিকল্পনা   –অবস্থান
২.৪.২ মেরুনক্ষত্র   -   ধ্রুবতারা
      দেশাস্তর।    –    মধ্যাহ্নরেখা
   ৬৬°৩০-১০° উত্তর –হিমমন্ডল
         ও দক্ষিণ
   মহাবৃত্ত         –  সমান দুটি খণ্ড



পরের পর্ব দেখুন