অষ্টম শ্রেণি বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায় প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ স্কুল পরীক্ষা ও কলারশিপ পরীক্ষার জন্য - Online story

Tuesday 28 June 2022

অষ্টম শ্রেণি বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায় প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ স্কুল পরীক্ষা ও কলারশিপ পরীক্ষার জন্য

 


 

 অষ্টম শ্রেণি

 বিজ্ঞান প্রশ্ন উত্ত

প্রাকৃতিক ঘটনা

ও তার বিশ্লেষণ অধ্যায়
  মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন অধ্যায়ের প্রশ্ন উত্তর দেখুন এই লিংকে ক্লিক

সঠিক উত্তরের পাশে টিক (/) চিহ্ন দাও :
1. ইলেকট্রন কণার আধানটি হল—
(a) ধনাত্মক
( b)ঋনাত্মক

উঃ-a)ঋনাত্মক


2. বজ্রপাত বেশি দেখা যায়—

(a) গ্রীষ্মকালে
(b) শীতকালে

উঃ-(a) গ্রীষ্মকালে

3. তড়িৎস্ফুলিঙ্গ সৃষ্টি হয়-
(a) কাঁচিতে শান দেওয়ার সময়
(b) বজ্রপাতের সময়

উঃ-b) বজ্রপাতের সময়


4. পরমাণু সাধারণভাবে-
(a) ধনাত্মক আধানযুক্ত
(b) ঋণাত্মক আধানযুক্ত
(c) তড়িৎবিহীন

উঃ-(c) তড়িৎবিহীন


5. ঝড়ের মেঘে যে জলকণাগুলি নীচে নামে
সেগুলিতে জনা হয়-
(a) ধনাত্মক আধান
(b) ঋণাত্মক আধান
উঃ-(b) ঋণাত্মক আধান

6. প্রোটন চার্জ বোঝানো হয়-

(a) X চিহ্ন দিয়ে
(c) +চিহ্ন দিয়ে

উঃ-(c) +চিহ্ন দিয়ে

7. প্রোটন কণার আধান টি-
(a)ধনাত্মক
(b)ধনাত্মক


উঃ-(b)ধনাত্মক



8. প্রবাহমান আধান সৃষ্টি করে-
(a) তড়িৎ
(b) প্রবাহমাত্রা

উঃ-প্রবাহমাত্রা



9. পরমাণুর মোট আধান-
(a) 0
(b) 1
(d) 3

উঃ-(a) 0

10. যদি কোনো কারণে পরমাণুতে প্রোটনের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা সমান না থাকে, তাহলে সেরকম পরমাণুকে বলে-

(a) আয়ন
(b) মূলক


উঃ-a) আয়ন

11 .চারটি ড্রাই সেলের দুই প্রান্তের বিভবপ্রভেদ-
(a) 4 ভোল্ট
(b) 6 ভোল্ট

উঃ-(b) 6 ভোল্ট

12. দুটি পাতের মধ্যস্থ ড্রাইসেলটি খুলে নিলে পাত দুটির মাঝের বিভব পার্থক্য-
(a) কিছুক্ষণ থাকবে
(b) অনেকক্ষণ থাকবে

উঃ-(a) কিছুক্ষণ থাকবে


13. 4 লক্ষ ভোল্ট বিভবপার্থক্য সৃষ্টি করতে হলে ড্রাইসেল লাগে-

(a) 26000
(b) 290000
উঃ-(b) 290000


14. ভারী জলকণাগুলি নীচে নামে-
(a) স্থির তড়িতের জন্য
(b) মাধ্যাকর্ষণের টানে


উঃ-(b) মাধ্যাকর্ষণের টানে


15. একটি ব্যাকটেরিয়াঘটিত রোগ/
(a) আমাশয়
(b) যক্ষ্মা।
উঃ-(b) যক্ষ্মা

16. বেশি ফ্যাটজাতীয়, তেলমশলা যুক্ত বাইরের খাবার খেলে যে সমস্যাটি হয়-

(a) ওবেসিটি
(b) ডায়াবেটিস

উঃ-(a) ওবেসিটি


17. ম্যালেরিয়া রোগের কারণ হল-
(a) ভাইরাস
(b) প্রোটোজোয়া
উঃ-(b) প্রোটোজোয়া



18. সারা পৃথিবী জুড়ে রোজ ঝড় বৃষ্টি হয়-
(a) 30000
(b) 40000

উঃ-(b) 40000

 19. পঞ্চাশ কিলোমিটার উপরের আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য হল-
(a) 2 লক্ষ
(b) 4 লক্ষ

উঃ-b) 4 লক্ষ

20. বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন, যে বিজ্ঞানী তাঁর নাম-
(a) পাস্তুর
(b) জেনার


উঃ-(b) জেনার



21. আহিত চিরুনি কিছুক্ষণ পরে তার আকর্ষণ ধর্ম হারায়।এই ঘটনাকে বলে-
(a) আহিতকরণ
(b) তড়িৎ ক্ষরণ

উঃ-(b) তড়িৎ ক্ষরণ


22. প্রাকৃতিক তড়িৎকোশ হল—
(a) বজ্রপাত
(b) বৃষ্টি পাত


উঃ-(b) বৃষ্টি পাত


23. বজ্রপাত ও বজ্রনাদ সৃষ্টি হয়-

(s) বজ্রনাদ আগে বজ্রপাত পরে
(b) একই সময়ে
উঃ-(b) একই সময়ে


24. ভিন্ন আধানের মেঘ আলাদা আলাদা অঞ্চলে জমা হয়।কারণ ভূপৃষ্ঠ ও আকাশের মধ্যে—
(a) বায়ু আছে
(b) বিভবপার্থক্য আছে
উঃ-(b) বিভবপার্থক্য আছে


25. বজ্রপাতের সময় খোলা মাঠে থাকতে হলে-
(a) সোজা দাঁড়িয়ে থাকতে হবে
(b)হাঁটু মুড়ে মাথা নীচু করে বসতে হবে

উঃ-(b)হাঁটু মুড়ে মাথা নীচু করে বসতে হবে

26. বজ্রপাতের সময়
(a) শব্দ ও আলো উৎপন্ন হয়
(b) শুধু শব্দ উৎপন্ন হয়।

উঃ-(a) শব্দ ও আলো উৎপন্ন হয়
 

 27. বজ্রপাতের সময় বিভিন্ন তড়িৎ যন্ত্রের সংযোগ
(a) খুলে রাখা উচিত
(b) খুলে রাখতে হবে না

উঃ-(a) খুলে রাখা উচিত

28. বজ্রপাতের সময়-
(a) পাকাবাড়িতে থাকা নিরাপদ
(b) মাটির বাড়িতে থাকা নিরাপদ

উঃ-(a) পাকাবাড়িতে থাকা নিরাপদ

29 বজ্রনিরোধকের মাধ্যমে তড়িৎপ্রবাহ-

(a) মাটিতে চলে যায়
(b) বজ্রনিরোধক জমা থাকে
উঃ-(a) মাটিতে চলে যায়



30. দুটি মেঘের ঘর্ষণে-
(a) স্থির তড়িৎ উৎপন্ন হয় না।
(b) প্রবাহমাত্রার সৃষ্টি হয়

উঃ-a) স্থির তড়িৎ উৎপন্ন হয় না।


31. বজ্রনিরোধক দন্ডটি তড়িতের—
(a) সুপরিবাহী
(b) কুপরিবাহী

উঃ-(a) সুপরিবাহী


32. ম্যালেরিয়া রোগ ছড়ায়-

(a) পুরুষ অ্যানোফিলিস মশা
(b) স্ত্রী অ্যানোফিলিস মশা


উঃ-(b) স্ত্রী অ্যানোফিলিস মশা

33.. কলেরা রোগের জন্য দায়ী জীবানুর নাম কি?

( a )ভিব্রিও কলেরি
(b) প্লাসমোডিয়াম।
উঃ-( a )ভিব্রিও কলেরি

34. বিষক্রিয়াজনিত মহামারি মিনামাটা রোগের জন্য দায়ী
ধাতুটি হল-

(a) ক্যাডমিয়াম
(b) পারদ
উঃ-(b) পারদ


35. যে রোগটি রক্ত দ্বারা বাহিত নয়, সেটি হল—
(a) এইডস
(b)কলেরা


উঃ-(b) কলেরা


36. নীচের কোন রোগটি, ইঁদুর থেকে মানুষের দেহে সংক্রামিত হয় ?
(a) প্লেগ
(c) কালাজ্বর

উঃ-a) প্লেগ


37.. ভোপাল গ্যাস ট্র্যাজেডি হল-
(a) সাধারণ উৎস মহামারি
(b) চক্রাকার মহামারি

উঃ-a) সাধারণ উৎস মহামারি


38. কলেরা রোগের জীবাণু বহন করে—
(a) আরশোলা
(b) মাছি


উঃ-(b) মাছি

39. ডেঙ্গুজ্বর একপ্রকার-
(a) ব্যাকটেরিয়াঘটিত রোগ
(b) ভাইরাস ঘটিত রোগ

উঃ-b) ভাইরাস ঘটিত রোগ

40. সংক্রামক মহামারি নয়-

(a) কারোনারি হার্ট ডিজিজ
(b) বসন্ত।

উঃ-a) কারোনারি হার্ট ডিজিজ

41. যে রোগটি রক্ত দ্বারা বাহিত হয় সেটি হল--
· (a) টাইফয়েড
  (b)হেপাটাইটিস B

উঃ-(b)  (b)হেপাটাইটিস B

42. প্লেগ রোগের টীকা আবিষ্কার করেন-
(a) জোনাস
(b) ভালডেমার হাফকিন

উঃ-(b) ভালডেমার হাফকিন



43. অসংক্রামক মহামারি নয়—

(a) করোনারি হার্ট ডিজিজ
(b) হাম


উঃ-(b) হাম


44. নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোন্‌টি বায়ু বাহিত নয়
(a) হাম
(b)  আমাশয়

উঃ-(b)  আমাশয়



45. নীচের কোন রোগটির আর এক নাম 'দমদম জ্বর'?
(a) ঘুম রোগ
(b) কালাজ্বর

উঃ-(b) কালাজ্বর



46. কোন রোগটি ছোঁয়াচে নয়—

(a) ইনফ্লুয়েঞ্জা
(b) ম্যারাসমাস

উঃ-(b) ম্যারাসমাস

47. সাধারণ হেপাটাইটিস (A, E) যে ধরনের রোগ তা হল-
(a) জলবাহিত
(b) বায়ুবাহিত

উঃ-(a) জলবাহিত



48. কোন্ রোগটি মানুষের ফুসফুসকে আক্রমণ করে?
(a) যক্ষ্মা
(b) ম্যালেরিয়া

উঃ-(a) যক্ষ্মা


49. চক্রাকারে আবর্তিত মহামারি হল-

(a) ইনফ্লুয়েঞ্জা
(b) যক্ষ্মা
উঃ-a) ইনফ্লুয়েঞ্জা



50. কাঁপুনি দিয়ে জ্বর আসে—
(a) কলেরা রোগে
(b) ম্যালেরিয়া রোগে

উঃ-b) ম্যালেরিয়া রোগে


অষ্টম শ্রেণি বিজ্ঞান প্রশ্ন উত্তর






51. পেটের তথা পরিপাকতন্ত্রে
(a) বর্ষাকালে
(c) গ্রীষ্মকালে
(b) ম্যালেরিয়া রোগে
(d) প্লেগ রোগে।
(a) দ্রুত সংক্রমণ
(c) প্রবাহিত হাওয়া

উঃ-(d) প্লেগ রোগে

52. মহামারি আকার ধারণ করে-
(a) ম্যালেরিয়া
(c) রক্তাল্পতা

উঃ-a) ম্যালেরিয়া

53. ম্যালেরিয়া কথার অর্থ হল-
সমক্রমণ বেশি ঘটে?
(b) শীতকালে
(d) গ্রীষ্ম ও বর্ষাকালে।
হল-
(a) ডিপথেরিয়া
(c) জলবসত্ত
(b) খারাপ বায়ু
(d) গরম হাওয়া
উঃ-(b) খারাপ বায়ু


54. কোন্ রোগে অনুচক্রিকার সংখ্যা ভীষণভাবে কমে
যায়-
(b) রাতকানা
(d) কোনোটিও না
(a) কালাজ্বর
(b) ডেঙ্গুজ্বর
(c) ম্যালেরিয়া জ্বর
(d) দমদম জ্বর।

উঃ-(b) ডেঙ্গুজ্বর


.55. ঋতুপরিবর্তনের সঙ্গে সম্পর্কিত একটি মহামারি রোগ
a ডিপথেরিয়া
(b) কালাজ্বর
(c) জলবসন্ত
(d) ডেঙ্গু।
উঃ-(c) জলবসন্ত



56. রক্তক্ষরণ যে রোগের প্রধান উপসর্গ সেটি হল-
(a) ম্যালেরিয়া
(c) প্লেগ
(b) ডেঙ্গি
(d) কালাজ্বর।
উঃ-(b) ডেঙ্গি



57. কোন্ রোগে লসিকাগ্রন্থি ফুলে ওঠে ও মারাত্মক
যন্ত্রণা হয়?
(a) কলেরা
(c) প্লেগ
(b) যা
(d) কালাজ্বর।
উঃ-(c) প্লেগ


58. শ্বাসনালীর ওপর সংক্রমণের ঘটনা বেশি ঘটে-
(a) গ্রীষ্মকালে
(c) শীতকালে
(b) হেমন্তকালে
(d) বর্ষাকালে।
উঃ-(c) শীতকালে


59. হাঁচি, কাশি, কফের মাধ্যমে সংক্রামিত হয়-
(a)ফ্লু
(c) ম্যালেরিয়া
উঃ-a)ফ্লু



60. SARS রোগটি প্রথম কত সালে দেখা যায়-
(a) 2003
(c) 2005
উঃ-(a) 2003



61. জলবাহিত রোগটি হল—
(b) ডায়ারিয়া
(d) তেশি।
(a) জলবসত্ত
(c) কালাজ্বর
(b) 2010
(d) 2000
(a) ম্যালেরিয়া
(b) কলেরা
(c) ডেঙ্গি
(d) প্লেগ।
উঃ-(b) ডায়ারিয়া


62. জেনপসিল্লা চেঅপসিস (Xenopsylla Cheopsis) হল একপ্রকার-
(a) কীট
(c) ছত্রাক
উঃ-(a) কীট


63. নীচের কোন রোগটি “রেড প্লেগ” নামে পরিচিত?
(b) গুটি বসন্ত
(b) কাঁট
(d) ভাইরাস।
Science
(d) ডেঙ্গুজ্বর
উঃ-b) গুটি বসন্ত



64. প্রাণীবাহিত একটি রোগ হল-
(a) টাইফয়েড
(b) সর্দিকাশি
(c) হাম
(d) কোনোটিও না
উঃ-a) টাইফয়েড


65. ইয়ারসিনিয়া পেসটিস (Yersinia Pestis) হল
একপ্রকার-
(b) ভাইরাস
(d) ব্যাকটেরিয়া।
(a) ছত্রাক
(c) প্রোটোজোয়া
উঃ-(d) ব্যাকটেরিয়া

66. দেহে অম্ল ক্ষারের সাম্যাবস্থা ও লবণের ভারসাম্য নষ্ট হয়-
(a) কলেরা রোগে
(b) দমদম জ্বর
উঃ-(a) কলেরা রোগে


67. সারা পৃথিবী জুড়ে ম্যালেরিয়া রোগে মৃত মানুষের
সংখ্যা হল-
(a) 60
(b) 6 লক্ষ 60 হাজার
(c) 2 লক্ষ 90 হাজার
(d) কোনোটিও না
উঃ-(b) 6 60 হাজার


68. মাছি দ্বারা সংক্রামিত একটি রোগ হল-
(a) ম্যালেরিয়া
(b) কলেরা

উঃ-(b) কলেরা

69. হেপাটাইটিস ভাইরাস মানবদেহের কোন অঙ্গকে আক্রমণ করে?
(a) যকৃত
(b) হৃদপিন্ড
(c) ফুসফুস
(d) বৃe।
উঃ-(a) যকৃত



70. 'ব্ল্যাকডেথ' বলা হয় যে রোগকে তা হল-
(a) প্লেগ
(b) যক্ষা

উঃ-(a) প্লেগ



71. এডিস মশা বাহিত রোগ হল
(a) ফাইলেরিয়া
(b) ভেঙ্গি।
উঃ-(d) ভেঙ্গি



72. নীচের কোনটি অসংক্রামক রোগ ঘটিত মহামারি?
(a) ভায়াবেটিস
(b) জ্বর
উঃ-(a) ভায়াবেটিস

73.জেনার স্মল পদ্মের টীকা
আবিষ্কারের জন্য যে ভাইরাস কাজে লাগান সেটি
(a) গুটি বসন্ত
(b)গো-বসন্ত
উঃ-(b)গো-বসন্ত



74. এডিস মশার বিজ্ঞানসম্মত নাম-

(a) এডিস ইজিপ্ট (Aedes Aegypti)
(B) কিউলেক্স ফ্যাতিগাস (Culex Fatigans)

উঃ-(a) এডিস ইজিপ্ট (Aedes Aegypti)

75. কোন রোগ নিরাময়ে DOTS পদ্ধতি অনুসৃত হয় ?
(a) যক্ষ্মা,
(b) গো বসন্ত

উঃ-(a) যক্ষ্মা,


76. কালাজ্বরে প্রতি বছর সারা পৃথিবীতে মানুষ মারা যায়-
(a) প্রায় 59 হাজার
(c) 42 হাজার
উঃ-(a) প্রায় 59 হাজার



77. লিশম্যানিয়া (Leishmania) নামক প্রোটোজোয়ার বাহक হল-

(a) স‍্যাণ্ড ফ্লাই
(b) অ্যানোফিলিস মশকী।

উঃ-a) স‍্যাণ্ড ফ্লাই

78. কোন ভাইরাস আমাদেররোগ প্রতিরোধক্ষমতাকে সম্পূর্ণ দুর্বল করে দেয়?
(a) করোনা ভাইরাস
(b) HIV
উঃ-b) HIV



79. ‘কালাজ্বর’ সৃষ্টিকারী জীবাণুটি—
(a) ব্যাকটেরিয়া
(b) আদ্যপ্রাণী
উঃ-(b আদ্যপ্রাণী


80. 'ৱেড প্লেগ' বলা হয়—
(a) কালাজ্বরকে
(b) স্মল পক্সকে

উঃ-b) স্মল পক্সকে

81. কালাজ্বর রোগের বাহক প্রাণীটির নাম কী?
(a)  বেলেমাছি
(b) কালোমাছি
উঃ-(a)  বেলেমাছি


82. হেপাটাইটিস B ও C-এর আক্রমণে 14 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে—
(a) 2010 খ্রিস্টাব্দে
(b) 2013 খ্রিস্টাব্দে

উঃ-a) 2010 খ্রিস্টাব্দে



83. কোন হেপাটাইটিস ভাইরাস রক্ত ও দেহরসের মাধ্যমে সংক্রামিত হয়?
(a) B ভাইরাস
(c) D ভাইরাস

উঃ-a) B ভাইরাস


84 .মানুষের মলে নির্গত হয়
...
(a) হেপাটাইটিস B
(b) হেপাটাইটিসA


উঃ-(b) হেপাটাইটিসA

85.বিশ্ব হেপাটাইটিসপালিত হয়
(a) 26 ডিসেম্বর
(b) 24 জুলাই

উঃ-(b) 24 জুলাই