নবম শ্রেণী ভূগোল চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া অনুশীলন প্রশ্ন উত্তর প্রথম পর্ব
পঞ্চম অধ্যায় দেখুন এই লিংকে ক্লিক করে
নবম শ্রেণী ভূগোল
চতুর্থ অধ্যায়
ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবী বিভিন্ন ভূমিরূপ
অনুশীলনী প্রশ্ন উত্তর
১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : [প্রশ্নের মান-১]
১.১ ভূ-আলোড়ন একটি—
(ক) অন্তর্জাত প্রক্রিয়া
(খ) বহির্জাত প্রক্রিয়া
(গ) মহাজাগতিক প্রক্রিয়া
(ঘ) বায়ুমণ্ডলীয় প্রক্রিয়া
উঃ-ক) অন্তর্জাত প্রক্রিয়া
১.২ একটি বহির্জাত প্রক্রিয়া-
(ক) বায়ুপ্রবাহ
(খ) ভূমিকম্প
(গ) আগ্নেয়োচ্ছ্বাস
(ঘ) ভূ-আন্দোলন
উঃ-(ক) বায়ুপ্রবাহ
১.৩ মহিভাবক আলোড়নে শিলায়—
(ক) চ্যুতি সৃষ্টি হয়
(খ) ভাঁজ সৃষ্টি হয়
(ঘ) সঞ্চয় হয়
(গ) ক্ষয় হয়
উঃ-(ক) চ্যুতি সৃষ্টি হয়
১.৪ পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণি—
(ক) হিমালয়
(খ) রকি
(গ) আন্দিজ
(ঘ) আল্পস
উঃ-ক) হিমালয়
১.৫ আগ্নেয়গিরির সংখ্যা সবচেয়ে বেশি দেখা যায়—
(ক) প্রশান্ত মহাসাগরীয় বলয়ে
(খ) মধ্য আটলান্টিক বলয়ে
(গ) মধ্য ভারত মহাসাগরীয় বলয়ে
(ঘ) মধ্য মহাদেশীয় বলয়ে
উঃ-(ক) প্রশান্ত মহাসাগরীয় বলয়ে
১.৬ ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে ঘটে—
(ক) গিরিজনি আলোড়ন
(খ) মহিভাবকআলোড়ন
(গ) মহাজাগতিক আলোড়ন
(ঘ) আকস্মিক আলোড়ন
উঃ-(ক) গিরিজনি আলোড়ন
১.৭ ভাঁজ খেয়ে সৃষ্টি হয়েছে ভারতের—
(ক) পশ্চিমঘাট পর্বতমালা
খ) সাতপুরা পর্বত
(গ) বিন্ধ্য পর্বত
(ঘ) হিমালয় পর্বত
উঃ-(ঘ) হিমালয় পর্বত
১.৮ পৃথিবীর ছাদ বলা হয়—
(ক) তিব্বত মালভূমিকে
(খ) পামির মালভূমিকে
(গ) ছোটোনাগপুর মালভূমিকে
(ঘ) দাক্ষিণাত্য মালভূমিকে
_উঃ-খ) পামির মালভূমিকে
১.৯ সমগ্ৰায়ভূমির মাঝে শক্ত পাথরের টিলার ন্যায় ভূমিরূপকে বলে—
(ক)ডেল্টা
(খ) মোনাডনক
(গ) লোয়েস
(ঘ) বাজাদা
উঃ-খ) মোনাডনক
১.১০ ভূপৃষ্ঠে সমান্তরাল দুটি ফাটলের মাঝের অংশ উঠে সৃষ্টি হয়-
(ক) ক্ষয়জাত পর্বত
(খ) সঞ্চয়জাত পর্বত
(ঘ) ভঙ্গিল পর্বত
(গ) স্তূপ পর্বত
উঃ-(গ) স্তূপ পর্বত
১.১১ লোয়েস সমভূমি সৃষ্টি হয়েছে—
(ক) ভারতে
(খ) আমেরিকা যুক্তরাষ্ট্রে
(গ) জাপানে
(ঘ) চিনে
উঃ-ঘ) চিনে
১.১২ গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদী-
(ক) সবরমতী
(খ) লুনি
(গ) গঙ্গা
(ঘ) নর্মদা
উঃ-ঘ) নর্মদা
১.১৩ তুরানের নিম্নভূমি একটি—
(ক) উন্নত সমভূমি
(খ) অবনত সমভূমি
(গ) পেডিমেন্ট সমভূমি
(ঘ) সমপ্ৰায়ভূমি
উঃ-(খ) অবনত সমভূমি
১.১৪ গাঙ্গেয় সমভূমি একটি—
(ক) উন্নত সমভূমি
(গ) বদ্বীপ সমভূমি
(খ) অবনত সমভূমি
(ঘ) পলল সমভূমি
উঃ-(গ) বদ্বীপ সমভূমি
) বিভাগ-‘খ’ (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন)
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু’ এবং অশুদ্ধ
হলে পাশে 'অ' লেখো :
[প্রশ্নের মান-১]
২.১.১ মহিভাবক আলোড়নে ভঙ্গিল পর্বত গঠিত হয়।
উঃ-অশুদ্ধ(ঠিক হবে -স্তুপ পর্বতের সৃষ্টি হয়)
২.১.২ ক্ষয়জাত পর্বত আগ্নেয় ও রূপান্তরিত শিলায় গঠিত।
উঃ-শুদ্ধ
২.১.৩ পর্বতবেষ্টিত মালভূমি নবীন
ভঙ্গিল পার্বত্য অঞ্চলে গড়ে ওঠে।
উঃ-শুদ্ধ
২.১.৪ বদ্বীপ সমভূমি সাধারণত ত্রিভুজাকার হয়।
উঃ-শুদ্ধ
২.১.৫ জার্মানির ব্ল্যাকফরেস্ট একটি ভঙ্গিল পর্বত।
উঃ-অশুদ্ধ (ঠিক হবে স্তুপ পর্বত)
২.১.৬ সাধারণত স্তূপ পর্বতের পাশেই এন্ত উপত্যকা দেখা যায়।
উঃ-শুদ্ধ
২.১.৭ পরেশনাথ পাহাড় একটি মোনাডনক।
উঃ-শুদ্ধ
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :
[প্রশ্নের মান-১]
২.২.১ ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়-----আলোড়নে।
উঃ-গিরিজনি
২.২.২– পর্বতে জীবাশ্ম দেখা যায়।
উঃ-ভঙ্গিল পর্বতে
২.২..৩ ভারতের খনিজ ভাঙার বলা হয়---- মালভূমিকে।
উঃ-ছোটোনাগপুর
২.২.৪ -----যুগে হিমালয় পর্বত গঠিত হয়।সমভূমির মধ্যে অনুচ্চ টিলাগুলিকে
উঃ-টার্শিয়ারি
২.২.৫ লোয়েস' কথাটির অর্থ হল----
উঃ-বালিয়ারি।
(মরু অঞ্চলে হলুদ ও ধূসর রঙের সুক্ষ্ম পলি ও বালি কণা।)
। ২.২.৬ পেডিমেন্ট সমভূমির মধ্যে অনুচ্চ টিলাগুলিকে-----বলে।
উঃ-ইনসেলবার্জ
২ ২.৭ গ্রস্ত উপত্যকার অপর নাম----
উঃ-হোস্ট ও গ্ৰাবেন
-
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও :
[প্রশ্নের মান-১]
২.৩.১ একটি আকস্মিক অন্তর্জাত প্রক্রিয়ার নাম কী?
উঃ-ভূমিকম্প
২.৩.২ মহাদেশ কোন্ আলোড়নে সৃষ্টি হয়?
উঃ-মহিভাবক আলোড়নে।
২.৩.৩ প্রতিসারী পাত-সীমায় কোন্ শ্রেণির পর্বত দেখা যায়?
উঃ- আগ্নেয় পর্বত
২.৩.৪ কোন্ অগ্ন্যুদ্গমের কারণে দাক্ষিণাত্যের মালভূমি সৃষ্টি হয়েছে?
উঃ-বিদার -অগ্ন্যুদ্গমের কারণে দাক্ষিণাত্যের মালভূমি সৃষ্টি হয়েছে?
২.৩.৫ কোন্ মহিখাত থেকে হিমালয়ের
উত্থান ঘটেছে?
উঃ-টেথিস
২.৩.৬ দ্য গ্রেট রিফট ভ্যালি' কোন্ মহাদেশে অবস্থিত?
উঃ-আফ্রিকা মহাদেশে
২.৩.৭ ভঙ্গিল পর্বতে দুটি ভাঁজের মাঝের নীচু অংশকে কী বলে?
উঃ-চ্যুতি রেখা
[প্রশ্নের মান-১]
ডানদিক
(
২.৪বামদিকের সাথে ডানদিক মিলিয়ে লেখো :
বামদিক
২.৪.১ হাজারিবাগ(৩) ব্যবচ্ছিন্ন মালভূমি
২.৪.২ শুশুনিয়া পাহাড় ৫) মোনাডনক
২.৪.৩ উচ্চতম আগ্নেয়গিরি১) ওজোস ডেল
সালাডো
২.৪.৪ পোপা। ২) মৃত আগ্নেয়গিরি
২.৪.৫ স্ট্রোম্বলি৭) আগ্নেয় পর্বত
২.৪.৬ ব্যারেন(৪) সক্রিয় আগ্নেয়গিরি
২.৪.৭ মহিখাত(৬) ভঙ্গিল পর্বত