জীবন বদলে দেওয়া কিছু বাণী - Online story

Wednesday, 22 June 2022

জীবন বদলে দেওয়া কিছু বাণী

 



জীবন বদলে যাওয়া কিছু বাণী

     পর্ব -1
পর্ব ২ জন্য এ লিংকে ক্লিক করুন
■ যখন খারাপ সময় আসে যখন সেই সব লোকজনের যেন তোমার উপরে চড়াও হতে থাকে ,যাদের তোমার সাথে কথা বলার যোগ্যতা পর্যন্ত ছিলনা।


■ কথা তার সাথে বলো যে তোমার সাথে কথা বলতে চায় ।

■ এমনি এমনি কারো পিছনে পড়ে থেকে নিজেকে অপমানিত করানো ভালো ব্যাপার নয় ।


■ এটা ভেবে সব সময় খুশি থাকো যে যা ছিল ভাল ছিল। যেটা বাকি আছে সেটা আরো ভালো হবে ।আর যেটা ভবিষ্যতে চলার পথে পাওয়া যাবে ,সেটা সবচেয়ে ভালো পাওয়া যাবে।

■  যারা অন্যদের খুশির মধ্যে নিজেকে খুশি রাখার ঘুমটা শিখে ফেলেছে সেই মানুষটা কখনো দুঃখী হতে পারে না ।

■ আমাদের শরীরে আমাদের সাথে থাকবে না তাহলে আমরা কোন জিনিসের জন্য হংকার করব? বাস্তবে যতক্ষণ জীবন আছে ততক্ষণ সকলের সাথে হাসিখুশিভাবে তথা ভালোবেসে কেটে যায় এটাই জীবনের লক্ষ্য হওয়া উচিত।


■ জীবনে সফল হওয়ার জন্য ভালো বন্ধু আবার ভালো শত্রুর দরকার পড়ে ।

"■ তুমি শুধু টাকা পয়সা রোজগার করা শিখো ।সময় সব সময় তোমার সাথে থাকবে।


 ■ ক্ষতি শত্রুদের দ্বারা নয় বরং আশেপাশের লোকজন দ্ধারা হয়। কারণ নৌকা বাইরের জলের কারণে নয় ভিতরে থাকা চিত্রের কারণে ডুবে যায়।


 ■ কখনো কখনো আপন জনেরাই তাদের আপনজনদের এমন তামাশা বানায়।তখন তার আপনজন বলার যোগ্যতা থাকে না।


■ ভালোবাসা কখনো কারো ক্ষতি হতে পারে কিন্তু বুদ্ধিভ্রষ্ট হওয়ার কোন সময় হয় না।

 


■ কেউ কাউকে ছাড়া মরে যায় না। প্রত্যেকে বেঁচে থাকার একটা নতুন কারণ পেয়ে যায়।

■ দুনিয়ার সবচেয়ে দামি উপহার জীবনসঙ্গী যা দাম দিয়ে নয় ভাগ্যের জোরে পাওয়া যায়।।



■ আমি নিজে বদলে যাইনি শুধুমাত্র দুনিয়াকে বুঝে গেছি ।


■আমারও একটা নিতি আছে ।প্রশ্ন যেই ভাষায় করবে উত্তর সেই ভাষাই পাবে ।


■ ভালোবাসার মজা তো পাগলামি মধ্যে আছে। বেশি বুঝলে তো ভালোবাসা দম বন্ধ করে দেয়।



 ■ আমি আমার মত তারপরে তুমি যেই হও না কেন আমার তাতে কিছু এসে যায় না।


 ■ যা হৃদয় দিয়ে করা যায় ,সেটা হাত দিয়ে করা যায় না। আর যেটা মৌনতার দ্বারা বলা যায় ,তা শব্দের দ্বারা বলা যায় না।


■ ভেঙে যাওয়া মন আর চোখের জলের কদর ভগবান ছাড়া আর কেউ জানে না ।


■ সবাই বলে যে দুনিয়া স্বার্থপর কিন্তু কেউ এটা বলে না যে আমিও স্বার্থপর ।


■ জীবনে কিছু লোক এমন পাওয়া যায় যারা অজানা হয়েও আপনজনদের থেকে বেশি সম্মান আর স্নেহ পায় আর কেউ আপন হয়েও ধোঁকা দিয়ে যায়।


■ একটা নতুন শিক্ষা পেয়েছে জীবনের থেকে তুমি যার যতটা কদর করবে, তুমি ততটাই দুশ্চিন্তায় থাকবে ।



■ জীবন একটা কথা শিখিয়েছে যে তোমার সাথে কথা বলা ছেড়ে দেয় ,সে তারপর তোমার ব্যাপারে অন্যদের সাথে কথা বলা শুরু করে দেয় ।


■ ভগবান সবকিছু করে, আর ভগবানই সবকিছু করায় ।



■ যদি শান্তি চাই তাহলে অন্যদের প্রতি নালিশ করার থেকে ভালো তো তুমি নিজেকেই বদলে ফেলো। কারণ পুরো দুনিয়া কার্পেট বিছানো থেকে সহজ হয় নিজের পায়ে জুতো পড়ে নেওয়া।


"■  যখন মানুষ একা চলা শিখে নেয় তখন কেউ সাথে থাকুক বা না থাকুক তাতে কিছু এসে যায় না।


■ কোন একটা মানুষের উপরে অন্ধের মতো ভরসা করে দেখো তারপর সেই ব্যক্তি তোমাকে শেখাবে যে কারোর উপরে অন্ধের মতো ভরসা কেন করা উচিত নয় ।


■তোমার পরিবার কতটা ধনী এতে কিছু এসে যায় না তোমার পরিবার কতটা সুখী এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।


■ জীবনের সম্পর্ক সত্যি যে তোমার পিছনে তোমাকে সম্মান দেয় এটা সব ভাগ্যের ব্যাপার।


■ কেউ ঘৃণা করে ও ভালোবাসা পায় ।আর কেউ পাগলের মত ভালবেসে একা থেকে যায়।


■★ সহজ নয় সে ব্যক্তি কে বোঝা যে সবকিছু জানে কিন্তু কিছুই বলে না ।




"■ কারোর এতটাই কদর করো যতটা সে কদর তোমার করে ।বেহিসাবি কদর ,তোমার শান্তি নষ্ট করে দেবে।



■ যখন বেশি হাসি খুশি আর বেশি কথা বলা মানুষ চুপ করে যায় তখন বুঝে নিও যে সে ভিতর থেকে ভেঙে পড়েছে ।




■ বড় মানুষ তো সেই যে নিজের পাশে বসে থাকা মানুষটাকে কখনো ছোট মনে করে না


■ জীবনে সেই স্বপ্নের কোন গুরুত্ব নেই যা পূরণ করার জন্য আপনজনদের সাথে ছলনা করতে হয় ।

■★সবাইকে শান্তনা দেওয়ার মানুষটি নিজের দুঃখের সময় সব সময় একা হয়ে যায় ‌।


■ তাদেরকে সময় দাও যারা তোমাকে মন থেকে চায় ‌।

■ বন্ধুত্ব করো অথবা ভালোবাসো কিন্তু আশা কারোর প্রতি করো না।

এই দুনিয়াতে যেই মানুষটা কষ্ট লুকানোর শিখে যায় ।সে সত্যি সত্যি বাঁচতে শিখে যাবে।

■★ যার মন যত বডো। তার কষ্ট যতই বডো।


কেউ তো আমাদের এতটা শুভাকাঙ্ক্ষী হয়েছে আমাদের ভালো হতো দেখেও তাদের চিন্তা হতে থাকে জীবনে কিছু ভাল বন্ধু থাকাও জরুরি কারণ সবসময় ভালোবাসা থাকেনা সাথে ভুল হলো প্রকৃতি মেনে নেওয়া হলো সংস্কৃতি আর তাকে ছুঁড়ে ফেলা হলো প্রগতি আমরা যখন থাকি তখন আমাদের ভিতরে অনেক আওয়াজ হয় কিছু কষ্ট জীবনে এমন পাওয়া গেছে যারা জানোনি নিয়েছে আর জীবন্ত ছেড়ে দিয়েছে ঈশ্বর প্রত্যেককেই হিরো বানিয়েছে কিন্তু চমকৃত সেই হয় যার অনেক কষ্টের মধ্যে দিয়ে যায় কখনো পরিস্থিতির হাতের কাঠপুতুল হয়ে যেও না কারণ তুমি তাদের পরিস্থিতি বদলে দেওয়ার ক্ষমতা রাখ জীবনসঙ্গী গরীব হলেও ভালো হওয়া উচিত যে তোমার সম্মান করবে কারণ

■দারিদ্রতা তো কাটিয়ে ওঠা যায় কিন্তু একটা খারাপ মানুষের সাথে জীবন কাটানো অনেক বেদনা দায়ক।


দ্বিতীয় পর্ব
লিংকে ক্লিক করুন