অষ্টম শ্রেণী বিজ্ঞান মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ন্যাশনাল কলারশিপ পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা। - Online story

Tuesday, 28 June 2022

অষ্টম শ্রেণী বিজ্ঞান মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ন্যাশনাল কলারশিপ পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা।

 


 অষ্টম শ্রেণি বিজ্ঞান মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন অধ্যায়ের প্রশ্ন উত্তর মাধ্যমিক কলারশিপ পরীক্ষা সহ সকল পরীক্ষার1.

প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ অধ্যায়ের প্রশ্ন উত্তর দেখুন এই লিঙ্কে ক্লিক করে
■একটি পোলট্রি বার্ড-এর উদাহরণ হল-
(a) ময়ূর
(b) হাঁস।
উঃ-d) হাঁস


.■ একটি মৌচাকে রানি মৌমাছির সংখ্যা-
(a) ১ টি
(b) 3 টি
উঃ-(a) ১ টি


■. সামাজিক, পতঙ্গ হল-
(a) মৌমাছি
(c) রেশম মথ
উঃ-(a) মৌমাছি



■ পিসিকালচার হল-
(a) মুক্তার চাষ
(b) মাছ চাষ
উঃ-b) মাছ চাষ

■প্রথায় কৃত্রিমভাবে মৌমাছি পালন করাকে
বলে-
(a) পিসিকালচার
(b) এপিকালচার

উঃ-b) এপিকালচার


. ■বৈজ্ঞানিক হাঁস-মুরগি পালনকে বলে—
(a) পোলটি
(b) ফিসারি
উঃ-a) পোলটি



■. পোলট্রি পাখি পালন করা হয়-
(a) দুধের জন্য
(b) ডিম ও মাংসের জন্য

উঃ-(b) ডিম ও মাংসের জন্য



■ রানি মৌমাছির কাজ—
(a) ডিম পাড়া
(c) বাচ্চা পালন করা
উঃ-(a) ডিম পাড়া



★পুরুষ মৌমাছির কাজ—
(a) শুধু প্রজননে অংশ নেওয়া
(b) বাচ্চা পালন করা।
উঃ-(b) শুধু প্রজননে অংশ নেওয়া



■ সবুজ সার হল-
(a) জৈব সার
(b)c) সবুজ রঙের সার
উঃ-(a) জৈব সার


■ DDT হল একটি-

 (a)ইনসেক্টিসাইড
-(b) পেস্টিসাইড
উঃ-



★BHC হল একপ্রকারের—
(a) এগ্রিকালচার।
(b) কীটনাশক

 উঃ-(b) কীটনাশক


★ তণ্ডুলজাতীয় ফসল হল-
(a) ধান ,গম
(b) গোলমরিচ, পাট
উঃ-(a) ধান ,গম


★. তন্তুজাতীয় ফসল হল-
(a) চা, কফি
(b) তুলো ,পাট
উঃ-(b) তুলো ,পাট


■ ডালজাতীয় ফসল হল-
(a) বিন, মটর
(b) গোলমরিচ, আদা
উঃ-a) বিন, মটর



■ অ্যামোনিয়াম সালফেট একটি—
(a) জীবানুনাশক পদার্থ
(b)অজৈব সার

উঃ-(b)অজৈব সার


■. তৈলবীজযুক্ত ফসল হল-
(a) বিন, মটর
(b) সরষে ,সূর্যমুখী

উঃ-(b) সরষে ,সূর্যমুখী



★. কন্দজাতীয় ফসল হল-
(a) ধান, গম
(b) আদা, আলু

উঃ-(b) আদা, আলু

■আলংকারিক উদ্ভিদ হল-

(a) কলা, আঙুর
(b) ক্যাকটাস, বোগেনভেলিয়া

উঃ-(b) ক্যাকটাস, বোগেনভেলিয়া







উঃ-

■ স্টক ও সিয়নের মাধ্যমে কলম সৃষ্টি করা হয়-
(a) শাখাকলমে
(b) জোড়কলমে

উঃ-(b) জোড়কলমে



"■ ডিম উৎপাদনকারী মুরগিকে বলা হয়-

(a) সিটার ব্রিড
b) লেইং ব্রিড

উঃ-b) লেইং ব্রিড


 ■ খারিফ ফসলের চাষ শুরু করা হয়-

(a) সেপ্টেম্বর-অক্টোবর মাসে।
(b) জুন-জুলাই মাসে

উঃ-a) সেপ্টেম্বর-অক্টোবর মাসে


■ খারিফ ফসল তোলা হয়-
(a) জুন-জুলাই মাসে
(b) অক্টোবর-নভেম্বর মাসে।

উঃ-(b) অক্টোবর-নভেম্বর মাসে



■রবি ফসলের চাষ শুরু করা হয়-
(a) জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে
(b) অক্টোবর- নভেম্বর মাসে

উঃ-(b) অক্টোবর- নভেম্বর মাসে



■ রবি ফসল তোলা হয়-
(a) জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে
(b) মার্চ-এপ্রিল মাসে


উঃ-(b) মার্চ-এপ্রিল মাসে

■বীজের অঙ্কুরোদগম আর উদ্ভিদের বেড়ে ওঠার মাধ্যম
(a)জল
(b) মাটি

উঃ-(b)মাটি


■ পশ্চিমবঙ্গের যে আমগুলি সবশেষে পাকে তা হল-
(a) হিমসাগর
(b) ঝুমকোফজলি।
উঃ-(b) ঝুমকোফজলি


■. শ্রমিক মৌমাছিরা ফুল থেকে সংগ্রহ করে
(a) মধু
(b) মকরন্দ


উঃ-(b) মকরন্দ

■ সবুজ চায়ে উপস্থিত যে উপাদান শরীরের ভেতরে হওয়া রক্তক্ষরণ, রিউম্যাটিক প্রদাহ আর হার্ট অ্যাটাক
হতে বাধা দেয়, তা হল-
(a) ভিটামিন A
(b) ভিটামিন K

উঃ-(b) ভিটামিন K

33. চা-এ উপস্থিত যে উপাদানটি দাঁতের ক্ষয় রোধ করে,
তা হল-
(a) ট্যানিন
(B) ফ্লুরাইড
উঃ-B) ফ্লুরাইড


.34. চালে কার্বোহাইড্রেট
(a) 6%
(B) 79.1%

উঃ-(B) 79.1%

35. চালে প্রোটিন থাকে-
(a) 6%
(c) 59.1%

উঃ-(a) 6%

■ রত্না জাতের ধান পেকে যায়—
(a) 65-80 দিনের মধ্যে
(b) 95-115 দিনের মধ্যে

উঃ-(b) 95-115 দিনের মধ্যে


37. স্বর্ণ, মাসুরি, পঙ্কজ প্রভৃতি ধান পাকতে সময় লাগে-
(a) 65-80 দিন
(b) 140-150 দিন।

উঃ-(b) 140-150 দিন

38. জয়া, জয়ন্তী প্রভৃতি ধান পাকতে সময় লাগে-
(a) 65-80 দিন
(b) 116-135 দিন

উঃ-(b) 116-135 দিন


ব্যবহৃত হয়, তা হল-
(a) অগ্ন্যাশয়
(c) যকৃৎ
থাকে—
(b) 20%
(d) 79.1%
(c) 116-135 দিন
(d) 140-150 দিন।
উঃ-


39. মাছের প্রণোদিত প্রজননের জন্য যে গ্রন্থির নির্যাস ব্যবহৃত হয়, তা হল-

(a) থাইরয়েড
(b) পিটুইটারি।

উঃ-(b) পিটুইটারি