সপ্তম শ্রেণি পঠন সেতু ভূগোল নমুনা প্রশ্ন উত্তর প্রথম পর্ব /class 7 pathan setu geography question answer part 1 - Online story

Saturday 18 June 2022

সপ্তম শ্রেণি পঠন সেতু ভূগোল নমুনা প্রশ্ন উত্তর প্রথম পর্ব /class 7 pathan setu geography question answer part 1

 




  সপ্তম শ্রেণীর
    ভূগোল
  পঠন সেতু
 নমুনা প্রশ্নের উত্তর

   

6 পাতা


নমুনা প্রশ্ন
বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ পৃথিবী পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করলে যে দিকে সূর্য উঠত
(ক)পূর্ব (খ) পশ্চিম (গ) উত্তর (ঘ) দক্ষিণ।
উঃ-(খ) পশ্চিম

১.২ আন্তর্জাতিক তারিখ রেখা যে দ্রাঘিনা অবলম্বনে আঁকা হয়েছে, তার মান হলো -

(ক) ০°(घ) ৯০° (গ) ১৮০° (ঘ) ৩৬০°।
উঃ-(গ) ১৮০"

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :
২.১  উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :

সূর্যের সবচেয়ে কাছে যে নক্ষত্র, তার নাম-----
উঃ-প্রক্সিমা সেন্টাউরি

২.১.২ সূর্যের আলোয় লম্বা বস্তুর ছায়া মেপে যে ঘড়িতে সময় মাপে, তার নাম,------
উঃ- সূর্যঘড়ি

২.২ বাক্যগুলি সত্য হলে 'ঠিক এবং অনত্য হলে ‘ভুল’ লেখো :
২.২ ১ নীহারিকার মধ্যে অনেক নক্ষত্রের জন্ম হয়।

 উঃ- ঠিক
২.২.২ আন্তর্জাতিক তারিখ রেখার দুপাশে সময় পার্থক্য হয়  ঘন্টা।
উঃ- ভুল (দিন হবে)

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও :।

২.৩.১ পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো কেন বলা হয়?
উঃ- পৃথিবীর আকৃতি সম্পূর্ণ গোল নয়। একটু উপরে নিচে চাপা গোলক আকৃতি । তাই পৃথিবীতে অভিগত গোলক বলা হয়

২.৩.২স্থানীয় সময় কোন ঘড়িতে মাপা যায়?
উঃ-সূর্য ঘড়ি

_8 ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :
২.৪.১ আকাশ গঙ্গা -ছায়াপথ
২.৪.২ জোয়ার ভাটা- চাঁদের আকর্ষণ
২.৩.৩ অক্ষ -  আর্বতন গতি
২.৪.৪পাথুরে গ্রহ - শুক্র


8.নীচের প্রশ্নটির সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ ছায়াপথ কাকে বলে? একটি উদাহরণ দাও।

 উঃ-ছায়াপথ হল যেখানে অজস্র নক্ষত্র দল বেঁধে থাকে।

অন্যভাবে বললে- অন্ধকার রাত্রে আকাশের দিকে তাকালে দেখা যায় উত্তর-দক্ষিণ একটা আবছা আলোর পথ চলে গেছে সেটা হল ছায়াপথ।
  উদাহরণ -আকাশগঙ্গা
নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
৪.১ পৃথিবীর আকৃতি পৃথিবীরই মতো কেন বলা হয়?
উঃ-- পৃথিবীর আকৃতি সম্পূর্ণ গোল নয়। একটু উপরে নিচে চাপা গোলক আকৃতি । তাই অভিগত গোলক বলা হয়। অর্থাৎ পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো যাকে ইংরেজিতে "জিয়ড "বলা হয়।


৪ ২ আন্তর্জাতিক তারিখ রেখার দুদিকে দুটি দিন কীভাবে হয় ব্যাখ্যা করো।

উঃ-পৃথিবীর যে স্থান থেকে পূর্বে বা পশ্চিমে যাওয়া শুরু হয় (০°দ্রাঘিমা বা মূলমধ্যরেখা,) সেই স্থান থেকে ঠিক অর্ধেকটা ডানদিকে গেলে যে ১৮০° দ্রাঘিমা পাওয়া যায়, সেটাই হল সবচেয়ে পূর্বদিক। আবার, অর্ধেকটা পথ বাঁদিকে গেলে ওই রেখাটিই হয়ে যায় চরম পশ্চিমদিক। তাই, ১৮০°
দ্রাঘিমাটিকে অনুসরণ করে একটা রেখা কল্পনা করা হয়েছে, যার একপাশে পুরনো দিনটা সবশেষে শুরু হচ্ছে, আর ঠিক অন্যপাশে নতুন দিনটা শুরু হচ্ছে সবার আগে। একই আকাশে একই সূর্যোদয় — দু'জন পাশাপাশি দাঁড়িয়ে
হলে অন্যজনের ২রা জানুয়ারি- একেবারে ২৪ ঘণ্টা সময়ের পার্থক্য। কারণ, রেখাটি। সঠিক কারণেই তার নাম রাখা হয়েছে আন্তর্জাতিক তারিখ রেখা।


11 পাতা নমুনা প্রশ্ন


বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :

১.১ কোনো একটি স্থানের অক্ষাংশ ১২° উঃ হলে, স্থানটি যে গোলার্ধে অবস্থিত তা হলো
(ক) পূর্ব (খ) দক্ষিণ (গ) উত্তর-(ঘ) পশ্চিম
উঃ-(গ) উত্তর

১.২ নিরক্ষরেখা বাদে ভূ-গোলকে অঙ্কিত ১° অন্তর মোট অক্ষরেখার সংখ্যা হলো -
(ক) ১৭১টি (খ) ১৭৮টি (গ) ১৮০টি (ঘ)১৮১ টি
উঃ-(খ) ১৭৮টি

নীচের প্রশ্নগুলির উত্তর দাও
:
২.১ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :
২.১.১ মূল মধ্যরেখা বাদে ১° অন্তর ভূ-গোলকে অঙ্কিত দ্রাঘিমারেখার সংখ্যা
উঃ-৩৫৯ টি

২.১.২ ভারত পৃথিবীর ----গোলার্ধে অবস্থিত।
উঃ-উত্তর

২.২ বাক্যটি সত্য হলে 'ঠিক' এবং অসত্য হলে 'ভুল' লেখো :

২.২.১দ্রাঘিমা মুলমধ‍্যর তলের সাপেক্ষে নির্ণয় করা হয় ।√
উঃ-ঠিক

২.২.২ নিরক্ষরেখার মান ১০°উঃ।
উঃ-ভুল (০°হবে )।


২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :
২.৪. একটি বা দুটি শব্দে উত্তর দাও :
২.৪.১ পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপকে এক কথায় কী বলা হয়?

উঃ-গ্লোব


২.৪.২ ভূ-গোলকে অবস্থিত কোনো স্থান বা এলাকাকে চিহ্নিত করতে এককথায় কোন শব্দটি ব্যবহৃত হল
উঃ- অক্ষাংশ ও দ্রাঘিমাংশ


৩. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
৩.১ অক্ষাংশ বলতে কী বোঝো?
উঃ- নিরক্ষরেখার ওপরে বা দক্ষিনে অবস্থিত কোন স্থান নিরক্ষরেখার তল থেকে যেকোন দূরত্বে অবস্থান করে তাকে অক্ষাংশ বলে।

৩.২ মূল মধ্যরেখা গুরুত্ব উল্লেখ করো
উত্তর মূলমধ্যরেখা থেকে নির্দিষ্ট দূরত্বে দ্রঘিমা রেখা গুলি অঙ্কন করা হয়। যেগুলি বিভিন্ন দেশের সময় গণনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।


৩.৩ অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য লেখো।
উঃ-   অক্ষরেখা            দ্রাঘিমারেখা
১ অক্ষরেখা গুলি       ১ দ্রঘিমা রেখা গুলি
 গোলাকার ।               অর্ধগোলাকার।
২. অক্ষরেখা গুলি      ২.দ্রঘিমা রেখা গুলি
পূর্ব পশ্চিমে বিস্তৃত  ।    উত্তর-দক্ষিণে বিস্তৃত।
৩. এগুলি দত্ত উত্তর-   ৩ এগুলি পরিমাপ
দক্ষিণে অগ্রসর হয়েছে একই থাকে
তত ছোট হয়েছে
৪.০° অক্ষরেখা টির  ৪ ০° দ্রাঘিমা রেখার নাম
নাম নিরক্ষরেখা              মূল মধ্যরেখা






14 পাতা

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।

 সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ হলো-
(ক )১০০০মিলিবার (খ) ১০১৩.২৫মিলিবার (গ)১০১.৩২৫মিলিবার (ঘ)২০০০মিলিবার
উঃ-(খ) ১০১৩.২৫মিলিবার



১.২ বার চাপ মাপক যন্ত্র হলো –

(ক) হাইগ্রোমিটার
(খ) ব্যারোমিটার
(গ) থার্মোমিটার
(ঘ) অ্যানিমোমিটার

উঃ- (খ) ব্যারোমিটার

নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও :
২.১ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :
২.১ উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুমণ্ডলের বায়ুর চাপ ------- পায়।
উঃ-হ্রাস

২.২ উচ্চাতা --- পেলে বায়ুর ঘনত্ব হ্রাস পায়।
উঃ-বৃদ্ধি

২.২ বাকাটি সত্য হলে 'ঠিক' এবং অসত্য হলে 'ভুল' লেখো :

২.২.১ কোনো বস্তুর উপর সমস্ত দিক থেকে বায়ু চাপ দেয় না।
 উঃ-ভুল  (দেয়)

২.২.২ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে বায়ুর চাপ কম হয়।
উঃ-ঠিক


নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ বায়ুর চাপ বলতে কী বোঝায়?
উঃ- একক ক্ষেত্রফলের উপর বায়ু যে বল প্রয়োগ করে ,তাকে বায়ুচাপ বলে।


৩.২ বায়ুর উচ্চচাপ বলতে কী বোঝায়?
উঃ- যখন বায়ু ভূপৃষ্ঠের উপর বেশি চাপ দেয় তাকে কি বলে উত্তর চাপ।

৩.৩ উচ্চতা বৃদ্ধি পেলে বায়ুর চাপ হ্রাস পায় কেন?
উঃ- উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুর অনুগুলি গতিশীল হয় এবং হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। ফলে বায়ুচাপ হ্রাস পায়।
৪. নীচের প্রশ্নগুলির উত্তর দাও

 ৪. নীচের প্রশ্নগুলির উত্তর দাও

৪.১ বায়ুর উন্নতার সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক কী?
উঃ- যখন কোন স্থানে উষ্ণতা বৃদ্ধি পায় তখন সেখানকার বায়ু হালকা হয়ে উপরে উঠে যায় এবং ভূপৃষ্ঠের চাপ কম হয় অর্থাৎ  নিম্নচাপ সৃষ্টি হয়। আবার বায়ুর উষ্ণতা হ্রাস পেলে বায়ু ভারী হয়ে ভূপৃষ্ঠের উপর বেশি চাপ দেয় ।তখন উচ্চ চাপ অনুভূত হয়।


৪.২ বায়ুর চাপ কীভাবে কাজ করে তা একটি সহজ পরীক্ষার মাধ্যমে গুছিয়ে লেখো।

উঃ-
এক গ্লাস জলের উপর একটা পোস্টকার্ড চাপা দিয়ে গ্লাসটিকে উপুড় করে ধরলে আমরা দেখব এক ফোঁটা জলও পড়ছে না।
অতটা জলের চাপ একটা সামান্য পোস্টকার্ড কীভাবে ধরে রাখছে! আসলে, পোস্টকার্ডটা কিছুই করছে না, পোস্টকার্ডটাকে
গ্লাসের মুখে আটকে রাখছে বায়ুর চাপ।

14
৪. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

15 পাতা
নমুনা
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ আন্তর্জাতিক তারিখ রেখার দুপাশে সময় পার্থক্য হয় –
(ক) ১২ ঘণ্টা (খ) ৬ ঘণ্টা (গ) ৪৮ ঘণ্টা (ঘ) ২৪ ঘণ্টা।
উঃ-(ঘ) ২৪ ঘণ্টা

১.২ রকেটে চেপে প্রথম মহাকাশে যান
(ক) রাকেশ শর্মা (খ)ইউরি গ্যাগারিন (গ) নিল আর্মস্ট্রং (গ) এডুইন অলড্রিন।
উঃ-(খ)ইউরি গ্যাগারিন

১.৩ পৃথিবীর আবর্তন গতি সবচেয়ে বেশি –
(ক) মেরুতে (খ) কর্কটক্রান্তি রেখায় (গ) নিরক্ষরেখায় (ঘ) মকরক্রান্তি রেখায়।
উঃ-(গ) নিরক্ষরেখায়

১.৪  ১° অন্তর ভূ-গোলকে অঙ্কিত মোট অক্ষরেখার সংখ্যা হলো –
(ক) ১৮০টি (২) ১৭৯টি (গ) ১৭৮টি (ঘ) ১৮১টি।

উঃ-২) ১৭৯টি

১.৫ বায়ুর চাপের একক হলো-
(ক) মিলিগ্রাম (খ) মিলিলিটার (গ) মিলিমিটার (ঘ) মিলিবার।
উঃ-(ঘ) মিলিবার


১.৬ বায়ুমণ্ডলে উয়তা বৃদ্ধি পেলে চাপ—
(ক) কমে (খ) বাড়ে (গ) একই থাকে (ঘ) ওঠানামা করে।
উঃ-(ক) কমে


২. নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও।
২.১ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :

২.১.১ দুটি জোয়ারের মাঝখানে জল কমে গেলে তাকে বলে-----
উঃ-ভাটা


২.১.২ স্থানীয় সময় মাপা যায় -----ঘড়ির সাহায্যে।
উঃ- সূর্যঘড়ি



২.১.৩ কুয়াশার মতো বিস্তৃত যে পুঞ্জ থেকে অনেক নক্ষত্রের জন্ম হয়, তার নাম----

উঃ- নীহারিকা

২.১.৪ উচ্চতা বাড়লে উন্নতা ও বায়ুর---কমে।

উঃ-চাপ

২.১.৫ বায়ুপ্রবাহ সর্বদাই ---- চাপের দিকে হয়।
উঃ-নিন্ম


২.২ বাক্যগুলি সত্য হলে 'ঠিক' এবং অসত্য হলে 'ভুল' লেখো :


২.২.১ পৃথিবী পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করলেও সূর্য পূর্বদিকেই উঠত।

উঃ-ভুল (পশ্চিম)
২.২.২ আন্তর্জাতিক তারিখ রেখা ১৮০° দ্রাঘিমারেখা অবলম্বনে আঁকা হয়েছে।
উঃ-ঠিক।

শুধু চাদের মহাকর্ষের টানে পৃথিবীতে জোয়ার-ভাটা হয়।

উঃ- ভুল।(শুধু চন্দ্রের আকর্ষণ হয় না। সূর্যের আকর্ষণে দরকার)।

২,২,৪ মূলমধ্যরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ দুটি সমান গোলার্ধে ভাগ করেছে।
উঃ- ভুল (সঠিক উত্তরটি হইবে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে)।


16 পাতা
২.৩ ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :
বায়ু সব সময় কোনো একদিক থেকে চাপ দেয়।
উঃ-ভুল(সবদিক)

২.২.৬ আর্দ্রতা বেশি হলে বায়ুচাপ কম হয়।
উঃ ঠিক 

শিগগিরই উত্তর দেয়া হইবে
স্থানীয় সময় মাপনী ১. অনেক নক্ষত্রের সমষ্টি
আকাশগঙ্গা
২.
ভোর ও গোধূলি
দিন রাতের সৃষ্টি
৩.
সূর্যঘড়ি X
ছায়াবৃত্ত
৪.
আহ্নিক গতির
২.৩.৪






. '
২.৪ একটি বা দুটি শব্দে উত্তর দাও :

২.৪.১ ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি?
উঃ-ইসরো

২.৪.২ সৌরপরিবারে কোন গ্রন্থ সবচেয়ে উত্তপ্ত?
উঃ-শুক্র

২.৪.৩ চাঁদের ছায়া পৃথিবীপৃষ্ঠে পড়লে সেই গ্রহণকে কী বলে?
উঃ'-সূর্যগ্রহণ


২.৪.৪ কোন দ্রাঘিমারেখার সাপেক্ষে দ্রাঘিমা নির্ণয় করা হয়?
ঊঃ- মূল মধ্যরেখা(০°)