ha ja ba ra class 6 bangla question answers about 1st examination/ হ য় ব র ল প্রশ্ন উত্তর প্রথম পরীক্ষার জন্য ১ থেকে১৯ পাতাষষ্ঠ শ্রেণি - Online story

Friday, 10 June 2022

ha ja ba ra class 6 bangla question answers about 1st examination/ হ য় ব র ল প্রশ্ন উত্তর প্রথম পরীক্ষার জন্য ১ থেকে১৯ পাতাষষ্ঠ শ্রেণি

 




                 হযবরল
               সুকুমার রায়

১-থেকে৮ পাতা

প্রশ্ন - রুমালটা কি হয়ে গেছিল ?
উত্তর -বিড়াল ।


প্রশ্ন- "বেড়াল বলতে পারো ,রুমাল বলতে পারো, আবার ---------- বলতে পারো।
 উত্তর -চন্দ্রবিন্দু।

 প্রশ্ন -বিড়ালের ভাষায় চশমা টি লেখ ।
উত্তর -চন্দ্রবিন্দুর -চ, বিড়ালের তালব্য-শ, রুমালের -মা। চশমা।


প্রশ্ন- বিড়াল গরম লাগলে কোথায় যাওয়ার কথা বলেছিল ?
উত্তর -তিব্বত।


 প্রশ্ন -বিড়ালে ভাষায় তিব্বত যাওয়ার রাস্তাটি লেখ ।
উত্তর- কলকেতা ,ডায়মন্ড হারবার ,রানাঘাট তিব্বত। সিধে রাস্তা।

প্রশ্ন- গেছো দাদা কোথায় থাকে?
উত্তর-গাছে।

৯ থেকে ১৪ পাতা

প্রশ্ন- বিড়াল পালিয়ে যাওয়ার আগে লেখককে কি করতে বলেছিল?

 উত্তর- চোখ বুঝতে বলেছিল।

 

 প্রশ্ন -বিড়ালের পালিয়ে যাবার ভঙ্গিমাটি লেখ।

  উত্তর -লেজ খাড়া করে বাগানের  পাঁচিল টপকে ক্রমাগত প্যাচ প্যাচ করে হাসতে হাসতে পালিয়ে গিয়েছিল।

 

 প্রশ্ন -কাকের ভাষায় সাত দুগুনে চৌদ্দোর নামে চার  হাতে রইল----------।
উত্তর পেন্সিল।

  প্রশ্ন -"কাক টা ভারী অবাক হয়ে বলল"।- কাক অবাক হয়ে কি বলেছিল?

 উত্তর তোমাদের দেশের সময়ের দাম নেই বুঝি?

 প্রশ্ন -গাছের একটা ফোকর থেকে কি যেন একটা সুরুৎ করে পিছলিয়ে মাটিতে নামল-
মাটিতে কী নেমেছিলো তার বর্ণনা দাও ।

উত্তর- মাটিতে নেমেছিল দেড় হাত হাত লম্বা এক  বুড়ো ।তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি। হাতে একটা হুঁকো। মাথা ভরা টাক ।টাকের ওপর খড়ি দিয়ে কি যেন সব লেখা
 

প্রশ্ন- বুড়ো বুড়ো কতদিন আগে কাক কে হিসাব করতে দিয়েছিল? উত্তর উনত্রিশ দিন।

প্রশ্ন বুড়ো বলল "একুশ" ।কাক বলল  "বাইশ"। বুড়ো বলল" তেইশ" । কাক বলল --------।
উত্তর -সাড়ে তেইশ।

প্রশ্ন - লেখক এর আওয়াজ  শুনে বুড়ো আমার দিকে ফিরে দাঁড়ানোর আগে কত পাক ঘুরে নিয়েছিল ?

উত্তর -আট-দশ পাক।

প্রশ্ন- বুড়ো যা কিছু মাপে সবই ছাব্বিশ ইঞ্চি হয়ে যায় ।এর কারণ কি ?

উত্তর -বুড়োর মাপার ফিতেতে শুধু 26 লেখা টি বোঝা যায় ।অন্য কিছু বোঝা যায় না ।তাই সবকিছুর মাপ 26 ইঞ্চি হয়ে থাকে।

১৪ থেকে ১৯পাতা

প্রশ্ন-বুড়ো লেখক এর ওজন জানার আগে কিভাবে পরীক্ষা করেছিল?
 উত্তর- বুড়ো তার দুটো আঙুল দিয়ে একটুখানি টিপে টিপে পরীক্ষা করেছিল।

 প্রশ্ন -বুড়ো লেখক এর ওজন কত বলেছিল?
 

উত্তর- আড়াই সের ।

প্রশ্ন- পটলার ওজন কত ছিল? আর লেখককের চেয়ে বয়সে কত ছোট ছিল ?
উত্তর -পটলার ওজন ছিল একুশ সের। আর বয়স ছিল লেখককে চেয়ে দেড় বছরের ছোট।

 প্রশ্ন -লেখক গল্পে তার বয়স কত বলেছিল?
 উত্তর -আট বছর তিন মাস ।


প্রশ্ন-" আশি বছর বয়স হলে মানুষ বুড়ো হবে না ?"-এর উত্তরে বুড়ো কি বলেছিল ?
উত্তর- চল্লিশ বছর হলে বয়স ঘুরিয়ে দেওয়া হয়। অর্থাৎ একচল্লিশ,বিয়াল্লিশ  হয় না ।হয় উনচল্লিশ ,আটত্রিশ।আবার দশ পর্যন্ত নামলে আবার বয়স বাড়তে দেওয়া হয়। এইভাবে বয়সের হিসাব করা হয়। তাই আশি বছর হলেও বৃদ্ধ হবে না।

প্রশ্ন -গল্পে বুড়ো তার বয়স কত বলেছিল?

  উত্তর -তেরো।


প্রশ্ন -গল্পে কাকের ঠিকানায় টি লেখ
 উত্তর -শ্রী কাকেশ্বর কুচকুচে
৪১ নং গেছো বাজার
কাগেয়াপটি

প্রশ্ন-কাক বিজ্ঞাপন কিসের মাধ্যমে দিয়েছিল?
 উত্তর -হ্যান্ডবিলে।

প্রশ্ন -"এক বাড়ি মে্রে তোর শ্লেট ফাটিয়ে দেবো।"- কথাটি কে ,কাকে, কেন বলেছিল?
 উত্তর -বুড়ো কাকে বলেছিল ।কারণ কাক বুড়োকে টেকো মাথা বলেছিল।

প্রশ্ন -কাক শ্লেট খানা বুড়োর মাথার টাকের উপর ফেলে দিলে বুড়ো কি কি বলে কাঁদছিল?

উত্তর- ও-মা, ও -পিসি ,ও -শিবুদা বলে কাঁদছিল।

 দ্বিতীয় পর্ব দেখুন 

             OPEN