অংকের নতুন নতুন ম্যাজিক ম্যাজিক/math majik - Online story

Monday 20 June 2022

অংকের নতুন নতুন ম্যাজিক ম্যাজিক/math majik

 




পরের পর্ব এই লিঙ্কে ক্লিক করে দেখে নিন
■■■■
 সকলকে অনুরোধ করব এই ধরনের ইন্টারেস্টিং আরো ম্যাজিক পেতে হলে এখনই আমাদের ব্লগ টিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দাও ।
তুমি একটা খাতা ও আর একটা কলম নাও। এর পরে তুমি যাকে ম্যাজিক টা দেখাবে তাকে তুমি খাতা এবং কলম টা দিয়ে দেবে এবং বলবে সে যেন ওখানে তার ইচ্ছামতো যেকোনো একটা সংখ্যা লেখে।যেন  তোমাকে না দেখায়। তোমাকে না দেখিয়ে সে লিখবে। এর পরে একটা কাগজে উত্তরটা তুমি আগেই লিখে পাশে ভাজ করে রাখবে ।
উত্তর লিখবে 15
কি মজা বল আগেই উত্তর লিখে ফেললাম। শেষে 15  কিনা দেখে নিই।
আর সবাইকে বলবে এটা শেষে খোলা হবে।


আমি ধরে নিলাম তোমার বন্ধু লিখল 11
এবারে তুমি তাকে বলবে যা লিখেছে তার সঙ্গে যেন দ্বিগুন করতে। অর্থাৎ তোমার বন্ধু 11 লিখেছে তখন তোমার বন্ধু একসঙ্গে দুই গুণ করবে তাহলে হবে 11 × 2  =22

এরপরে তুমি তাকে বলবে যা উত্তর হলো তার সঙ্গে 3 যোগ করতে।
 তোমার বন্ধু যখন 22 এর সঙ্গে 3 যোগ করবে তখন উত্তর হবে 22+3 =25
 এরপরে তুমি তাকে 25 পাঁচ গুণ করতে বলবে তারপরে তোমার বন্ধু যখন 25 এর সঙ্গে 5 গুন করবে ।তখন উত্তর আসবে

 25 ×5=125
এবার এই দেখো ম্যাজিক তোমার বন্ধু উত্তর যেটা হলো তাকে বলবে ডানদিকের সংখ্যাটা কে গোল দিতে ।
তখন তোমার বন্ধু ডানদিকে সংখ্যা অর্থাৎ 5 গোল দিয়ে দেবে। এরপরে তুমি তাকে ওই গোল দেওয়া সংখ্যার সঙ্গে 10 যোগ করতে বলবে। যখনই তোমার বন্ধু 10 যোগ করবে তখন উত্তর আসবে 15 এবং তখনই তুমি ওই যে কাগজটা করে রেখেছো আগেই উত্তর কোটা তুমি খুলে দেখাবে ।দেখো তোমার উত্তরটা সঙ্গে মিলিয়ে নাও।
এখানে আগে তুমি 8 লিখতে রাখতে তাহলে 10 এর বদলে তিন যোগ করতে বলতে অর্থাৎ সব সময় 5 উত্তর বেরিয়ে আসবে শেষের তুমি তাকে তিন যোগ করতে বললে তাহলে 8 হবে যদি দুই যোগ করতে বল তাহলে উত্তর লিখে রাখতে হতো 7


 

■■■■■■


এই ম্যাজিকের গোপন ট্রিকস তোমাদের শিখিয়ে দেবো ।তোমরা অন্যদের মনের কথা কিভাবে বলে দিতে পারবে দেখো ।
আমি যাকে এই মিউজিক টা দেখাবো তাকে প্রথমে এখানে তার মনের ইচ্ছামতো যেকোনো একটা দুই অঙ্কের সংখ্যা লিখতে বলবো।


 মনে করো সে নিল 12

আমি বললাম, এবারে তুমি যেটা লিখেছো ওর সঙ্গে 500 যোগ করো ।
তখন আমার কথা মতো ঐ সংখ্যার সঙ্গে 500 যোগ করবে।

অথাৎ500+12=512

যোগ করা হয়ে গেলে ও আমাকে জানালো ।
হ্যাঁ হয়েছে - 512
 এবারে যোগফল যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবে উল্টে দাও ।
যদি যোগফল 123 হয়ে থাকে তাহলে তুমি উল্টে লিখবে 321

উত্তর সে লিখল 215
ও আমার কথামতো যোগফল কে উল্টে লিখে ,লেখা হয়ে গেলে জানালো
-হ্যাঁ হয়ে গেছে-215
 এবারে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করো ।

    512
 –215
----------
   2 9 7

তারপরে দেখো ম্যাজিক।  তার প্রত্যেকটা সংখ্যাকে যোগ দাও

2+9+7= 18
এরপর উত্তরটা বলে দেব প্রত্যেকটা সংখ্যাকে যোগ দাও ।
এরপরে উত্তরটা বলে দেবে হয়ে গেছে।
 এবার যেটা উত্তর হল ওটাকে ভালো করে গোলদিয়ে দাও ।
-হ্যাঁ গোল দিয়েছি ।
এবারে তুমি খাতাটাকে বন্ধ করে দাও এবারে আমি তোমার উত্তরটা আমি এখানে করে দিচ্ছি ।
তোমার উত্তরটা হলো 18


 তোমরা একটা সাদা কাগজ ও আরেকটা পেনিস নিয়ে নেবে এবং যাকে দেখে তাকে সঙ্গে নিয়ে নেবে তো প্রথমে সাদা কাগজে তাকে দেখে তোমরা তাকে দুই অঙ্কের যে কোন একটা সংখ্যা লিখে বলবে ।
তারপরে সেই সংখ্যার সঙ্গে কত যোগ করতে বলবে তারপরে যেটা উত্তর হবে সেটাকে উল্টা দিয়ে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে বলবে ।এর পরে উত্তর ফল যেটা হবে উত্তর ফলের প্রত্যেকটা সংখ্যাকে যোগ করে যোগফলকে গোল দিতে বলবে । যোগ করার পরে সংখ্যাটাকে যদি উল্টে দিয়ে বিয়োগ করা হয় তাহলে বিয়েটা হবে সেটার প্রত্যেকটা সংখ্যার যোগ করা হয় তাহলে সব সময় 18 ই হবে ।

এর পরে তোমরা যদি চাও যে না আমি উত্তর ফল 18 করব না, তাহলে তোমরা চাইলে 22 করতে পারো। 25 করতে পারো যদি তোমরা মনে মনে তখন 18 সঙ্গে 4 যোগ করে খাতায় 22 লিখে দেবে ।এই গোপন টিপস।


■■■■

  যেকোনো একটি সংখ্যার সংখ্যা কল্পনা করুন। সংখ্যাটিকে 3 দিয়ে গুণ করুন। সংখ্যাটির সাথে 6 যোগ করুন ।এবার যোগফল কে 3 দিয়ে ভাগ করুন ভাগফল থেকে আপনি যে সংখ্যাটি নিয়েছিলেন বা কল্পনা করেছিলেন সেটি বিয়োগ করুন দেখুন বিয়োগফল 0


4×3=12
12+6 =18
18÷3=6
6-6=0

পরের পর্ব দেখুন এই লিংকে ক্লিক করে