নবম শ্রেণী ভূগোল প্রথম অধ্যায় গ্রহ রূপে পৃথিবী অনুশীলনী প্রশ্ন উত্তর / class 9 geography question answer 1st chapter - Online story

Friday, 17 June 2022

নবম শ্রেণী ভূগোল প্রথম অধ্যায় গ্রহ রূপে পৃথিবী অনুশীলনী প্রশ্ন উত্তর / class 9 geography question answer 1st chapter

 


  নবম শ্রেণী

 ভূগোল প্রথম অধ্যায়

" গ্রহ রূপে পৃথিবী "

  দ্বিতীয় অধ্যায়ঃ দেখুন এই লিংকে ক্লিক করে

  তৃতীয় অধ্যায়ঃ দেখুন

অনুশীলনী প্রশ্ন উত্তর

 

 ● বিভাগ-ক’ (বহুবিকল্পভিত্তিক প্রশ্ন) (MCQ) :
১. বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে
লেখো:

[প্রশ্নের মান-১]
১.১ পৃথিবীর প্রকৃত আকৃতি –
(ক) উপবৃত্তাকার
(খ) গোলাকার
(গ) অধিবৃত্তাকার
(ঘ) জিয়ড
উত্তর--(ঘ) জিয়ড

১.২  ১৫১৯ সালে ম্যাগেলানের যাত্রা শুরু হয়-

(ক) ফ্রান্স থেকে
(খ) স্পেন থেকে
(গ) ইতালি থেকে
(ঘ) জার্মানি থেকে
উত্তর-(ক) ফ্রান্স থেকে

১.৩ পৃথিবীর পরিধি প্রথম পরিমাপ করেন—
(ক) টলেমি
(খ) অ্যারিস্টটল
(গ) কোপারনিকাস
(ঘ) এরাটোস্থেনিস
উত্তর-(ঘ) এরাটোস্থেনিস

১.৪ পৃথিবীর নিরক্ষীয় ব্যাস—

(ক) ১২,৭৫৭ কিমি
(খ) ১২,৫১২ কিমি
(গ) ১১,৭৫৭ কিমি
(ঘ) ১২,৭১৪ কিমি
উত্তর-(ক) ১২,৭৫৭ কিমি


১.৫ পৃথিবীর মেরুদেশীয় ব্যাস
(ক) ১২,৮০০ কিমি
(খ) ১২,৭১৪ কিমি
(গ) ১২,৭৫৭ কিমি
(ঘ) ৬,৪০০ কিমি

উত্তর-(খ) ১২,৭১৪ কিমি


১.৬ এরাটোস্সেনিসের হিসাবে পৃথিবীর পরিধির পরিমাপ ছিল—
(ক) ৪০,০০০ কিমি
(খ) ৪৬,২৫০ কিমি
(গ) ৪০,০০১ কিমি
(ঘ) ৪০,০১৩ কিমি

উত্তর-(খ) ৪৬,২৫০ কিমি


১.৭ সৌরজগতে বামন গ্রহের সংখ্যা—
(ক) ১টি
(খ) ৫টি
(গ) অসংখ্য
(ঘ) ১৩টি

উত্তর-(খ) ৫টি

১.৮ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গলকে বলা হয় সৌরজগতের-
(খ) অন্তর্ভাগের গ্রহ
(ক) বহির্ভাগের গ্রহ
(গ) বামন গ্রহ
(ঘ) গ্রহাণুপুঞ্জ
উত্তর-(খ) অন্তর্ভাগের গ্রহ

১.৯ ক্ষেত্রমানে সৌরজগতের বৃহত্তম গ্রহটি হল-
(খ) পৃথিবী
(ক) বৃহস্পতি
(গ) শনি
(ঘ) ইউরেনাস
উত্তর-(ক) বৃহস্পতি


(১.১০ সূর্য যে ছায়াপথে অবস্থান করছে, তা হল-
(ক) নাসা
(খ) ইসরো
(গ) আকাশগঙ্গা
(ঘ) মার্স অরবিটার মিশন

উত্তর-(গ) আকাশগঙ্গা


১.১১ সৌরজগতে ‘নীল গ্রহ' বলা হয়-

(ক) মঙ্গলগ্রহকে
(খ) পৃথিবী গ্রহকে
(গ) ইউরেনাস গ্রহকে
 (ঘ) শুক্র গ্রহকে

উত্তর-(খ) পৃথিবী গ্রহকে


১.১২ পৃথিবীর গড় তাপমাত্রা প্রায়—
(ক) ১৮° সেন্টিগ্রেড
(খ)১৪° সেন্টিগ্ৰেড
(গ) ১৫° সেন্টিগ্রেড
(ঘ) ২২° সেন্টিগ্রেড

উত্তর-(গ) ১৫° সেন্টিগ্রেড


১.১৩ পৃথিবীর গড় ব্যাস প্রায়—
(ক) ৬,৪০০ কিমি
(খ) ১২,৮০০ কিমি
(গ) ১২,৫০০ কিমি
(ঘ) ১২,৭৫০ কিমি
উত্তর-(ঘ) ১২,৭৫০ কিমি

১.১৪ GPS-এর পুরো নাম-
(ক) গ্লোবাল প্লেসমেন্ট সিস্টেম
(খ) জিওগ্রাফিক্যাল পজিশনিং সিস্টেম
(গ) গ্লোবাল পজিশনিং সিস্টেম
(ঘ) জিওগ্রাফিক্যাল প্লেসমেন্ট সিস্টেম
উত্তর-(গ) গ্লোবাল পজিশনিং সিস্টেম



১.১৫ পৃথিবীর গড় পরিধি প্রায়
(ক) ১২,৮০০ কিমি
(খ) ৪০,০০০ কিমি
(গ) ৪০,২০০ কিমি
(ঘ) ৬,৪০০ কিমি

উত্তর-(খ) ৪০,০০০ কিমি(প্রায়)

১.১৬ GPS-এর সাহায্যে পরিমাপ করা হয়—
(ক) উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, অক্ষাংশ
(খ) উচ্চতা, উন্নতা, দ্রাঘিমা
(গ) অক্ষাংশ, সমুদ্রপৃষ্ঠ থেকে দূরত্ব, দ্রাঘিমা
(ঘ) অক্ষাংশ, দ্রাঘিমা, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা
উত্তর-(ঘ) অক্ষাংশ, দ্রাঘিমা, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা।


১.১৭ GPS-এ কার্যকরী উপগ্রহ সংখ্যা-
(ক) ২১টি
(খ) ২৪টি
(গ) ২০টি
(ঘ) ১৮টি
উত্তর -(খ) ২৪টি


বিভাগ-'খ' (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন)
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শূদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ।   [প্রশ্নের মান-১]
হলে পাশে 'অ' লেখো :



২.১.১ চাঁদ পৃথিবীর আলোয় আলোকিত হয়।

উঃ-অশুদ্ধ


২.১.২ পৃথিবীর সর্বত্র একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয়।
উঃ-অশুদ্ধ


২.১.৩ পৃথিবী একটি বামনগ্রহের উদাহরণ।
উঃ- অশুদ্ধ


২.১.৪ পৃথিবীর মেরুপ্রদেশের অভিকর্ষজ মান বেশি।
উঃ-অশুদ্ধ


২.১.৫   ১৭৮১ সালে হার্সেল ইউরেনাস গ্রহটির অস্তিত্বের প্রমাণ
উঃ-শুদ্ধ

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :  [প্রশ্নের মান-১]
২.২.১ ------ও শুরুগ্রহের কোনো উপগ্রহ নেই।
উঃ-বুধ

২.২.২ চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর ------ছায়া পড়ে।
উঃ- পৃথিবী

২.২.৩ পৃথিবীর অনিয়মিত আকৃতির জন্য দায়ী পৃথিবীর--------
উঃ- আবর্তন


২.২.৪ এরাটোখেনিস সূর্যরশ্মির ---------পার্থক্য থেকে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন।

উঃ- পতন কোণের

২.২.৫ পৃথিবীই একমাত্র গ্রহ যাতে-----অস্তিত্ব আছে।

উঃ-প্রাণের

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও : [প্রশ্নের মান-১]


২.৩.১ উপকূলের দিকে এগিয়ে আসা জাহাজের কোন অংশ প্রথম দেখা যায় ?
উঃ-মাস্তূল

২.৩.২ পৃথিবীর প্রকৃত আকার কীরূপ?
উঃ- জিয়ড


২.৩.৩ পৃথিবীর পরিধি পরিমাপে এরাটোথেনিস কোন্ একক ব্যবহার করেন?
উঃ- স্টোড়িয়া

২.৩.৪ অতিবেগুনি রশ্মির হাত থেকে বায়ুমণ্ডলের কোন স্তর জীবজগৎকে বাঁচায় ?
উঃ- ওজোন স্তর

২.৩.৫ সঠিক তথ্য আহরণে মহাকাশে কী প্রেরণ করা হয়?
উঃ- কৃত্রিম উপগ্রহ

২.৪ বামদিকের সাথে ডানদিক মিলিয়ে লেখো :
[প্রশ্নের মান->]
    বামদিক                        ডানদিক

২.৪.১ পৃথিবীর গোলকত্বের (১) কাম্য দূরত্ব
২.৪.২ পৃথিবীর পরিধি।    (২) গ্রহের ভাগ
২.৪.৩ অন্তর্ভাগ ও বহির্ভাগের (৩) বেডফোর্ড     
                   গ্রহ               লেভে পরীক্ষা
২.৪.৪ সূর্যকেন্দ্রিক ঘূর্ণন (৪) আকর্ষণ শক্তি
২.৪.৫ সূর্য ও পৃথিবীর দূরত্ব (৫)এরাটোস্থেনিস

উত্তর-
২.৪.১ পৃথিবীর গোলকত্বের (১) বেডফোর্ড  
                             লেভেলের পরীক্ষা
২.৪.২ পৃথিবীর পরিধি  (৫)এরাটোস্থেনিস
২.৪.৩ অন্তর্ভাগ ও বহির্ভাগের (২) গ্রহের ভাগ
                   গ্রহ        
২.৪.৪ সূর্যকেন্দ্রিক ঘূর্ণন (৪) আকর্ষণ শক্তি
২.৪.৫ সূর্য ও পৃথিবীর দূরত্ব (১) কাম্য দূরত্ব



৩ বিভাগ-‘গ’
৩. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন :
[প্রশ্নের মান-২]

৩.১ জিয়ড কাকে বলে?

উঃ- গড়সমুদ্র তল বিশিষ্ট, গোলাকার সম অভিকর্ষজ পৃষ্টদেশ বিশিষ্ট পৃথিবিকে জিয়ড বলে।


 ৩.২ সৌরজগতের অন্তর্ভাগ ও
বহির্ভাগের গ্রহগুলির নাম কী কী?

উঃ- সৌরজগতে অন্তভাগে গ্রহগুলি হইল বুধ শুক্র পৃথিবী মঙ্গল।
 এবং বহিঃ ভাগের গ্রহ গুলি হল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন

৩.৩ পৃথিবীর নিরক্ষীয় ও
মেরুব্যাসের পার্থক্য কত?

উঃ- পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের পার্থক্য হইল 43 কিমি।

৩.৪ দিগন্তরেখা কী?
উঃ- কোনো ফাঁকা স্থানে দাঁড়ালে মনে হয় দূরে আকাশ নিচু হয়ে মাটিতে মিশেছে । যে কাল্পনিক রেখায় আকাশ মিশেছে মনে হয় তাকে দিগন্ত রেখা বলে।

৩.৫ পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থান দুটি কী কী?
উঃ- পৃথিবীর সর্বোচ্চ স্থান হইল হিমালয় পর্বত।
 এবং সর্বনিম্ন স্থানটি হল মারিয়ানা খাত।


৪ বিভাগ-‘ঘ’
৪. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন : [প্রশ্নের মান-৩]


৪.১ এরাটোথেনিস কীভাবে পৃথিবীর পরিধি পরিমাপ করেছিলেন?
উঃ-C
খ্রিস্টের জন্মের প্রায় ৩০০ বছর আগে এরাটোথেনিস মিশরের আলেকজান্দ্রিয়া (Alexandria) ও সিয়েন (Syene) শহর দুটির ওপর মধ্যাহ্ন সূর্যরশ্মির পতন কোণের তারতম্য বিচার করে আশ্চর্যজনকভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন। আলেকজান্দ্রিয়া ও সিয়েন শহর দুটি একই দ্রাঘিমীয় অবস্থিত হলেও শহর দুটির অক্ষাংশ এক নয়। সিয়েন ২৩°৩০″ উত্তর অক্ষাংশে অর্থাৎ কর্কটক্রান্তিরেখায় অবস্থিত এবং
আলেকজান্দ্রিয়া আর একটু উত্তরে ৩০°৩০′ উত্তর অক্ষাংশে অবস্থিত।২১ জুন অর্থাৎ কর্কটসংক্রান্তির দিন এরাটোসথেনিস লক্ষ করলেন,মধ্যাহ্নে (বেলা ১২টা) সূর্যরশ্মি সিয়েন শহরের ওপর উল্লম্বভাবে পড়লেও আলেকজান্দ্রিয়া শহরে সূর্যরশ্মির পতনকোণের
পরিমাণ ছিল(৯০°-৭°১২′)= ৮২°৪৮। তিনি হিসাব করলেন যে, যেহেতু পৃথিবী গোলাকার,
তাই এর কেন্দ্রে কোণের পরিমাণ হয় ৩৬০°। সুতরাং ৭°১২′কৌণিক দূরত্ব = গোলাকার পৃথিবীর
ভাগ (৩৬০° = ৭°১২′ = ৫০)। সিয়েন ও আলেকজান্দ্রিয়া শহর দুটির দূরত্ব ৫০০০স্টেডিয়া (১ স্টেডিয়া = ১৮৫ মিটার)। এরাটোস্সেনিসের হিসাব অনুযায়ী পৃথিবীর পরিধি হল ৫০০০
× ৫০ = ২,৫০,০০০ স্টেডিয়া) ৪৬,২৫০ কিলোমিটার।

৪.২ দিগন্তরেখাকে সবসময় গোলাকার মনে হয় কেন?
উঃ- যেহেতু পৃথিবীর আকার গোল তাই দিগন্ত রেখা কে সবসময় গোলাকার দেখায় বা গোলাকার মনে হয়।

 ৪.৩ সৌরজগতের অন্তর্ভাগের গ্রহ
এবং বহির্ভাগের গ্রহগুলির পার্থক্য করো।

উঃ-

অন্তর্ভাগের গ্রহ             বহির্ভাগের গ্রহ
১) এই গ্রহগুলির সূর্যের ১) এই গ্রহগুলির
 কাছে অবস্থান করে।        সূর্য থেকে দূরে
                                      অবস্থান করে

২) এই গ্রহ গুলি           ২)এই গ্রহ গুলি
আকারে ছোটো।             আকারে বডো‌

৩) উদাহরণ হল           ৩) উদাহরণ হল
 বুধ শুক্র মঙ্গল পৃথিবী। বৃহস্পতি শনি          
                                   ইউরেনাস নেপচুন।



৪) পারস্পরিক দূরত্ব কম। ৪)পারস্পরিক
                                       দূরত্ববেশি
 ৫) উয়তা বেশি।               ৫) উষ্ণতা কম
৬)কক্ষপথের দৈর্ঘ্য কম  ৬)কক্ষপথের দৈর্ঘ্য
                                        বেশি

৭)এদের উপগ্রহ সংখ্যা কম ৭) উপগ্রহ সংখ্যা
                                             বেশি

৪.৪ কুলীনও বামন গ্রহের পার্থক্য করো।
উঃ-বামন গ্রহ                    কুলীন গ্রহ
সংখ্যা-
বামন গ্রহ সংখ্যায় পাঁচটি।- কুলীন গ্রহ
                                          সংখ্যায় আটটি।
অবস্থান -
সেরেস ছাড়া বাকি বামন  - কুলীন গ্রহগুলি
গ্রহ সূর্য থেকে দূরে              সূর্যের নিকটে
অবস্থিত।                                    অবস্থিত।
ক্ষেত্রমান -
     বামন গ্রহগুলি।    কুলীন গ্রহগুলি
 ক্ষেত্রমানে ছোটো।           ক্ষেত্রমানে বড়ো।

উপগ্রহ-
 বামন গ্রহগুলির   -  বুধ, শুক্র ছাড়া অন্য
 কোনো উপগ্রহ নেই।।   গ্রহগুলির উপগ্রহ     
                                                 আছে।

অপসারণ-
 কক্ষপথের নিকট থেকে মহাজাগতিক বস্তুকণা | কক্ষপথে আসা সমস্ত মহাজাগতিক বস্তুকণাকে অপসারিত করে।
অপসারিত করতে পারে না।
বিচ্যুতি-
নিজ কক্ষপথ থেকে বিচ্যুত হয়।
নিজ কক্ষপথ থেকে বিচ্যুত হয় না।

 ৪.৫ ‘পৃথিবীর আকৃতি অভিগত গোলকের ন্যায়’— প্রমাণ করো।
উঃ-অভিগত গোলকরূপে পৃথিবী (Earth as an Oblate Spheroid):
পৃথিবীর আকৃতি গোলাকার ঠিকই, তবে এর উত্তর ও দক্ষিণ মেরুপ্রান্ত সামান্য চাপা এবং মধ্যভাগ অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল সামান্য স্ফীত। পৃথিবীর এরূপ বিশেষ ধরনের আকৃতিকে অভিগত গোলক (Oblate Spheroid)বলা হয়। অভিগত গোলকরূপী পৃথিবীর বৈশিষ্ট্যগুলি হল- নিরক্ষীয়
ও মেরুবাসের ভিন্নতা : ১৭৪৩ সালে ক্লেরাট তাঁর তত্ত্বে এবং ১৭৮৬ সালে স্যার আইজ্যাক নিউটন ব্যাখ্যা করেন পৃথিবীর নিরক্ষীয় ব্যাস (বৃহৎঅক্ষ) ১২,৭৫৭ কিমি ও মেরু ব্যাস (ক্ষুদ্র অক্ষ) প্রায় ১২,৭১৪ কিমি অর্থাৎ পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা ৪৩ কিমি বড়ো ও নিরক্ষীয় ও মেরুপরিধির ভিন্নতা : পৃথিবীর নিরক্ষীয় পরিধি ৪০,০৭৫ কিমি এবং মেরু পরিধি ৪০,০২৪ কিমি। পৃথিবীর নিরক্ষীয় পরিধি মেরু পরিধি অপেক্ষা ৫১ কিমি বড়ো। চ্যাপটা মেরুপ্রদেশ পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্রবহির্মুখী শক্তির জন্য সংনমন ব চাপন মাত্রা, f(Compression or flattening) বেশি হওয়ায় পৃথিবীর মেরু অঞ্চল চ্যাপটা। ৪ ভিন্ন অভিকর্ষজ টান : পৃথিবীর নিরক্ষীয়
অঞ্চল থেকে মেরুর দিকে কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব কমতে থাকে। তাই নিরক্ষরেখা থেকে মেরু পর্যন্ত বিভিন্ন অক্ষরেখায় অভিকর্ষজ টানে পার্থক্য হয়। উভয় মেরুতে অভিকর্ষজ টান নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা
৫% বেশি। বিভিন্ন অক্ষরেখায় অভিকর্ষজ টানের পার্থক্য অভিগত গোলকরূপী পৃথিবীর অন্যতম বৈশিষ্ট্য। ৫ অক্ষরেখার ভিন্ন পরিধি: পৃথিবী অভিগত গোলক হওয়ায় একই মানের অক্ষরেখার পরিধি উত্তর গোলার্ধ অপেক্ষা দক্ষিণ গোলার্ধে সামান্য বেশি।



 ৪.৬‘পৃথিবীতে প্রাণীর বসবাসের উপযোগী পরিবেশ আছে'— ব্যাখ্যা করো।
উঃ-

৪.৭ GPS-এর উল্লেখযোগ্য তিনটি ব্যবহার লেখো।
« বিভাগ-‘৫’

৫. ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন : [প্রশ্নের মান-৫]
৫.১ পৃথিবীর গোলাকার আকৃতির স্বপক্ষে প্রমাণগুলি লেখো।
উঃ-

৫.২ বেডফোর্ড লেভেল পরীক্ষা এবং দিগন্তরেখার বিস্তৃতি থেকে পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণগুলি লেখো।
উঃ-


 ৫.৩ এরাটোস্থেনিস কীভাবে পৃথিবীর পরিধি
নির্ণয় করেন— ব্যাখ্যা করো।

উঃ-

খ্রিস্টের জন্মের প্রায় ৩০০ বছর আগে এরাটোথেনিস মিশরের আলেকজান্দ্রিয়া (Alexandria) ও সিয়েন (Syene) শহর দুটির ওপর মধ্যাহ্ন সূর্যরশ্মির পতন কোণের তারতম্য বিচার করে আশ্চর্যজনকভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন। আলেকজান্দ্রিয়া ও সিয়েন শহর দুটি একই দ্রাঘিমীয় অবস্থিত হলেও শহর দুটির অক্ষাংশ এক নয়। সিয়েন ২৩°৩০″ উত্তর অক্ষাংশে অর্থাৎ কর্কটক্রান্তিরেখায় অবস্থিত এবং
আলেকজান্দ্রিয়া আর একটু উত্তরে ৩০°৩০′ উত্তর অক্ষাংশে অবস্থিত।২১ জুন অর্থাৎ কর্কটসংক্রান্তির দিন এরাটোসথেনিস লক্ষ করলেন,মধ্যাহ্নে (বেলা ১২টা) সূর্যরশ্মি সিয়েন শহরের ওপর উল্লম্বভাবে পড়লেও আলেকজান্দ্রিয়া শহরে সূর্যরশ্মির পতনকোণের
পরিমাণ ছিল(৯০°-৭°১২′)= ৮২°৪৮। তিনি হিসাব করলেন যে, যেহেতু পৃথিবী গোলাকার,
তাই এর কেন্দ্রে কোণের পরিমাণ হয় ৩৬০°। সুতরাং ৭°১২′কৌণিক দূরত্ব = গোলাকার পৃথিবীর
ভাগ (৩৬০° = ৭°১২′ = ৫০)। সিয়েন ও আলেকজান্দ্রিয়া শহর দুটির দূরত্ব ৫০০০স্টেডিয়া (১ স্টেডিয়া = ১৮৫ মিটার)। এরাটোস্সেনিসের হিসাব অনুযায়ী পৃথিবীর পরিধি হল ৫০০০
× ৫০ = ২,৫০,০০০ স্টেডিয়া) ৪৬,২৫০ কিলোমিটার।

 ৫.৪ মানুষের আবাসস্থল রূপে পৃথিবীর গুরুত্ব আলোচনা করো।

উঃ-


 ৫.৫ GPS-এর বিভিন্ন ব্যবহারগুলি উল্লেখ করো।

উঃ-GPS ব্যবহার :নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে GPS ব্যবহার করা হয়—
১)যান চলাচলে : ট্রেন, বিমান, জাহাজ এমনকী ছোটো যানবাহনগুলিতেও GPS
ব্যবহার করা হয়। GPS-এর সাহায্যে যানটি কোথায় আছে তা সহজেই জানা যায়।।

২)গন্তব্যস্থলে পৌঁছানোর সময় নির্ণয়ে : GPS থাকলে বর্তমানে যানটি কোথায় আছে
তা জানা যায়। যানটির গতিবেগ হিসাব করে গন্তব্যস্থলে অপেক্ষমান ব্যক্তিকে কখন
যানটি পৌঁছোবে তা বলা যায়।

৩) উদ্ধারকার্যে : GPS প্রযুক্তির সাহায্যে দুর্ঘটনাস্থল চিহ্নিত করা যায়। তাই দ্রুততার সাথে উদ্ধারকার্য সম্পন্ন হয় এবং ত্রাণ পৌঁছে দেওয়াসহজ হয়।

৪ )অপরাধ দমনে : GPS-এর সাহায্যে মোবাইল ফোনের অবস্থান
থেকে অপরাধীদের ধরা যায়। অপরাধ দমনে GPS উল্লেখযোগ্য মাধ্যম হিসাবে
ব্যবহৃত হয়।

৫) জরিপ কাজে ও মানচিত্র প্রস্তুতে : বর্তমানে DGPS (Digital GPS সাহায্যে নির্ভুলভাবে জরিপ কাজ করার ফলে যথাযথ মানচিত্র আঁকা যায়।
৬)প্রতিরক্ষায় : দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় GPS-এর ব্যবহার উল্লেখযোগ্য। GPS-
এর মাধ্যমে বৈদেশিক আক্রমণকারীদের সঠিক অবস্থান নির্ণয় সম্ভব হয়। ফলে
প্রতিরক্ষা মজবুত হয়।

৭)মৎস্য আহরণে : GPS-এর সাহায্যে সমুদ্রে মাছের সমাবেশ জানা যায় এবং মাছ ধরার সুবিধা হয়।
৮ )ইলেকট্রনিক গেজেটে ব্যবহার : মোবাইল, ল্যাপটপ প্রভৃতিইলেকট্রনিক গেজেটে GPS ব্যবহার হয়।


পরের অধ্যায় দেখুন