নবম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় অনুশীলনী প্রশ্ন উত্তর পৃথিবীর গতি সমূহ প্রথম পর্ব - Online story

Friday, 24 June 2022

নবম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় অনুশীলনী প্রশ্ন উত্তর পৃথিবীর গতি সমূহ প্রথম পর্ব

 


  প্রথম অধ্যায় দেখুন এই লিংকে ক্লিক করে

  তৃতীয় অধ্যায়ঃ অনুশীলনী প্রশ্নের উত্তর দেখুন

  চতুর্থ অধ্যায় দেখুন

 

  নবম শ্রেণী ভূগোল

 দ্বিতীয় অধ্যায় 

পৃথিবীর গতি সমূহ 

অনুশীল প্রশ্ন উত্তর

 

 

● বিভাগ-‘ক’ (বহুবিকল্পভিত্তিক প্রশ্ন) (MCQ) :
১. বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে
লেখো:
[প্রশ্নের মান-১)
১.১ পৃথিবীর আবর্তনগতি প্রমাণের পরীক্ষাটি
(ক) ভিদাল-দ্য-লা-ব্লাশের
(খ) ফেব্রের
(গ) জিন ব্রুনের
(ঘ) ফুকোর

উঃ-(ঘ) ফুকোর

১.২ পরিক্রমণের সময় পৃথিবী ও সূর্যের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হয়—
(ক) ৩ জানুয়ারি
(খ) ৪ জুলাই
(গ) ২১ মার্চ
(ঘ) ২১ জুন
উঃ-(ক) ৩ জানুয়ারি

১.৩ পৃথিবী আবর্তন করছে—
(ক) পূর্ব থেকে পশ্চিমে (খ) পশ্চিম থেকে পূর্বে
(গ) উত্তর থেকে দক্ষিণে (ঘ) দক্ষিণ থেকে উত্তরে।
উঃ-(খ) পশ্চিম থেকে পূর্বে

১.৪ মহাবিষুব হয়—
(ক) ২১ মার্চ
(খ) ২৩ সেপ্টেম্বর
(ঘ) ২২ ডিসেম্বর।
(গ) ২১ জুন
উঃ-(ক) ২১ মার্চ


১.৫ একবছরের চেয়ে একদিন বড়ো—
(ক) বুধ গ্রহের
(খ) মঙ্গল গ্রহের
(গ) বৃহস্পতি গ্রহের
(ঘ) শুক্র গ্রহের
(উঃ-) শুক্র গ্রহের


১.৬ উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড়ো হয় –
(ক) ২২ ডিসেম্বর
(খ) ২১ মার্চ
(গ) ২১ জুন
(ঘ) ২৩ সেপ্টেম্বর
উঃ-(গ) ২১ জুন

১.৭ পূর্ব থেকে পশ্চিমে আবর্তিত হয়—
(ক)বুধ গ্ৰহ
(খ)শুক্রগ্ৰহ
 (গ)নেপচুন গ্ৰহ
(ঘ) ইউরেনাস গ্রহ।
উঃ-(খ)শুক্রগ্ৰহ

১.৮ পৃথিবীর পরিক্রমণ বেগ বেশি হয়—
(ক) জলবিযুদ্ধের দিনে (খ) মহাবিষুবের দিনে
(গ) অনুসূর অবস্থানে (ঘ) অপসূর অবস্থানে।

উঃ-(গ) অনুসূর অবস্থানে (পৃথিবী থেকে দূরত্ব কম থাকার জন্য)


১.৯ বায়ুপ্রবাহের দিক্ বিক্ষেপে প্রভাব বিস্তারকারী বল হল-
(ক) নিউটন বল
(খ) বায়ুচাপের বল
(গ) কোরিওলিস বল
 (ঘ) উন্নতার তারতম্যে সৃষ্ট বল
উঃ-(গ) কোরিওলিস বল

১.১০ -২১ জুন থেকে ২২ ডিসেম্বর সূর্যের আপাতগতি হল—
(ক) উত্তরায়ন  (খ)দক্ষিণায়ন (গ) কর্কটসংক্রান্তি (ঘ) মকর সংক্রান্তি

উঃ-(খ)দক্ষিণায়ন


(১.১১ প্রথম সূর্যোদয় হয় ভারতের-
(ক)  রাজস্থানে (খ)তামিলনাড়ুতে
( গ)পশ্চিমবঙ্গে (ঘ) অরুণাচল প্রদেশে

উঃ-(ঘ) অরুণাচল প্রদেশে


১.১২ পৃথিবীর পরিক্রমণ বেগ প্রতি সেকেন্ডে প্রায়-
(ক) ১০০ কিমি
(খ) ১২০ মি
(গ) ৩০ কিমি
(ঘ)৫০ কিমি

উঃ-(গ) ৩০ কিমি

১.১৩ আবর্তনের সময় প্রায় পৃথিবীর মতোই-
(ক) বুধ গ্রহের
(খ) শুক্র গ্রহের
(গ) মঙ্গল গ্রহের
(ঘ) বৃহস্পতি গ্রহের।

উঃ-(খ)  মঙ্গল গ্রহের

১.১৪ পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বাধিক-
(ক) নিরক্ষরেখায়
(খ) কর্কট ও মকর সংক্রান্তি লেখায়
(গ) মেরু বৃত্তে
(ঘ) দুই মেরু বিন্দুতে
উঃ-ক) নিরক্ষরেখায়


● বিভাগ-‘খ’ (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিকপ্রশ্ন-)
২।২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শুদ্ধ এবং অশুদ্ধ
হলে পাশে 'অ' লেখো :

২.১.১ আবর্তন গতির প্রভাবে ঋতু পরিবর্তন হয়।
উঃ-অশুদ্ধ (ঠিক উত্তর  হইবে পরিক্রমণ গতির জন্য)
২.১২
২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড়ো।
উঃ-অশুদ্ধ (ঠিক উত্তর হইবে ২১ শে জুন)
২.১.৩
কলকাতার আবর্তন বেগ লন্ডনের থেকে বেশি।
উঃ শুদ্ধ (কারণ লন্ডন মেরুর কাছাকাছি আর কলকাতা নিরক্ষরেখার কাছাকাছি অবস্থান করে‌। লন্ডনের অক্ষরেখার মান বেশি)
২.১.৪
পৃথিবী পূর্ব থেকে পশ্চিমে ঘোরে।
উঃ-অশুদ্ধ (ঠিক উত্তর কি হইবে পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে ঘোরে।
২.১.৫
বিষুব শব্দের অর্থ সমান দিন ও রাত্রি।
উঃ- শুদ্ধ

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :

[প্রশ্নের মান-১]

২.২.১ সূর্যের আপাত বার্ষিক গতিকে,----বলে।
উঃ-আপাত

২.২.২ মেরুজ্যোতিকে দক্ষিণ গোলার্ধে-----বলা হয়।

উঃ- কুমেরু প্রভা

২.২.৩
২৩ সেপ্টেম্বর তারিখটিকে----বলে।

উঃ- জলবিষুব

২.২.৪ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয়------অবস্থানে।

উঃ- অপসূর


২.২.৫ উষাকালের বিপরীত অবস্থা,-----

উঃ- গোধূলি।


২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও :
[প্রশ্নের মান-১

২.৩.১ কোন গতির জন্য পৃথিবীর মধ্যভাগ স্ফীত হয়েছে?
উঃ- আবর্তন গতির জন্য

২.৩.২ পৃথিবীর পরিধি পরিমাপে এরাটোসথেনিস কোন্ একক ব্যবহার করেন?
উঃ- স্টোডিয়া


২.৩.৩ পৃথিবীপৃষ্ঠের কোথায় ঋতু
পরিবর্তন হয় না?

উঃ- নিরক্ষীয় অঞ্চল এবং মেরু অঞ্চলে


২.৩.৪ নিক্ষরেখায় পৃথিবার আবর্তন গতিবেগ কত
?
উঃ- ঘন্টায় ১৬৭০ কিমি

 ২.৩.৫ 'নিশীথ সূর্যের দেশ’ কাকে বলে?
উঃ- নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলে

২.৪ বামদিকের সাথে ডানদিক মিলিয়ে লেখো :
[প্রশ্নের মান-১]
বামদিক                       ডানদিক
২.৪.১৩ জানুয়ারি    (১) মহাবিষুব
২.৪.২ ২১ মার্চ।      (২) ২৩ সেপ্টেম্বর
২.৪.৩ নরওয়ে।        (৩) অনুসূর
২.৪.৪ শারদ বিষুব।  (৪) মকরসংক্রান্তি
২.৪.৫ ২২ ডিসেম্বর।  (৫) নিশীথ সূর্যের দেশ



উঃ-বামদিক                       ডানদিক
২.৪.১  ৩ জানুয়ারি    (১) অনুসূর
২.৪.২   ২১ মার্চ।      (২) মহাবিষুব
২.৪.৩   নরওয়ে।        (৩) নিশীথ সূর্যের দেশ
২.৪.৪   শারদ বিষুব।  (৪) ২৩ সেপ্টেম্বর
২.৪.৫  ২২ ডিসেম্বর।  (৫) মকরসংক্রান্তি





বাকি প্রশ্নের উত্তর জানতে দ্বিতীয় পর্বে চোখ রাখো শীঘ্রই দেওয়া হবে।


তৃতীয় অধ্যায় দেখুন এই লিংকে ক্লিক করে