ষষ্ঠ শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় পরীক্ষা প্রশ্ন উত্তর অধ্যায় -৪ শিলা ও খনিজ
বাংলা "ননীদা নট আউট" অনুশীলনী প্রশ্নের উত্তর দেখুন
ষষ্ঠ শ্রেণি
পরিবেশ ও বিজ্ঞান
দ্বিতীয় পরীক্ষা প্রশ্ন উত্তর
অধ্যায় -৪
শিলা ও খনিজ
৫৫পাতা
প্রশ্ন -শিলা কাকে বলে?
উত্তর -ভূত্বক যে উপাদান দ্বারা গঠিত তাকে শিলা বলে।
প্রশ্ন -শিলা কয় প্রকার ও কি কি ?
উত্তর -শিলা তিন প্রকার।
আগ্নেয় শিলা ,পাললিক শিলা ,রূপান্তরিত শিলা ।
প্রশ্ন আগ্নেয় শিলা কাকে বলে ?
উত্তর- আগ্নেয়গির থেকে উৎপন্ন শিলা কে আগ্নেয় শিলা বলে।
প্রশ্ন -আগ্নেয় শিলা কয় প্রকার ও কি কি?
উত্তর--আগ্নেয় শিলা তিন প্রকার ।
ব্যাসাল্ট, গ্রানাইট ,পিউমিস
প্রশ্ন -কোন আগ্নেয় শিলার পাথরের গায়ে অনেক ছিদ্র দেখা যায়?
উত্তর- পিউমিস।
প্রশ্ন- লাভা কি?
উত্তর ভূগর্ভের মেঘনা যখন কোন পাথরের ফাটল বা গুহার মুখ দিয়ে বেরিয়ে আসে তাকে লাভা বলে।
প্রশ্ন -ম্যাগমা কি?
উত্তর -ভূগর্ভের গলিত পদার্থ কে ম্যাগমা বলে।
৫৬ পাতা
প্রশ্ন-পাললিক শিলা কাকে বলে?
উত্তর -পলি দ্বারা গঠিত শিলা কি পাললিক শিলা বলে। অথবা নদী হ্রদ সমুদ্রে জলে নিচে পলি জমা হযে ।ধীরে ধীরে সেই পলির স্তর মাটির নিচে চলে যেতে থাকে ।নিচের ভূগর্ভস্থ চাপ এবং উপরে জলের চাপ পেয়ে সেগুলো কঠিন শিলায় পরিণত হয়। তাকে পাললিক শিলা বলে।
প্রশ্ন -পাললিক শিলা কয় প্রকার ও কি কি?
উত্তর -পাললিক শিলা তিন প্রকার বেলেপাথর, শেল ও চুনাপাথর ।
প্রশ্ন -পরিবর্তিত শিলা কাকে বলে ?
উত্তর -আগ্নেয়শিলা ও পাললিক শিলা মাটির গভীরে গরমে আর চাপে বদলে গিয়ে যে শিলায় পরিণত হয় তাকে পরিবর্তিত শিলা বলে ।
যেমন চুনাপাথর থেকে মার্বেল পাথর।
প্রশ্ন গ্ৰানাইটের পরিবর্তিত রূপ কি?
উত্তর -নীস।
৫৭ পাতা
প্রশ্ন -মিনার্যাল বলতে কী বোঝো?
উত্তর- প্রকৃতিতে বিভিন্ন ধাতুর নানান যৌগ বালি, মাটি ইত্যাদি সঙ্গে মিশে থাকা অবস্থায় পাওয়া যায়। এগুলিকে ধাতুর খনিজ বা মিনার্যাল বলা হয় ।
প্রশ্ন -আকরিক বা ওর বলতে কী বোঝো ?
উত্তর -খনিজ থেকে ধাতু কে আলাদা করে নেওয়ার পদ্ধতি হল ধাতু নিষ্কাশন ।যে খনিজ থেকে ধাতুকে সস্তায় ও সহজে বার করা সম্ভব তাকে ধাতুর আকরিক বা ওর বলা হয়।
প্রশ্ন -লোহার প্রধান আকরিকের নাম কি?
উত্তর -হেমাটাইট।
প্রশ্ন -অ্যালুমিনিয়ামে প্রধান আকরিকের নাম কি?
উত্তর -বক্সাইট
প্রশ্ন- তামার প্রধান আকরিকের নাম কি ?
উত্তর -কপার গ্লান্স
প্রশ্ন -লোহার আকরিক যৌগে কি কি মৌল থাকে ?
উত্তর -লোহা এবং অক্সিজেন
প্রশ্ন- তামার আকরিক কি কি খনিজ মৌল থাকে ?
উত্তর- তামা এবং সালফার।
৫৮ পাতা
প্রশ্ন-ধাতু নিষ্কাশন একটি কি ধরনের পরিবর্তন?
উত্তর -রাসায়নিক পরিবর্তন ।
প্রশ্ন -মিশ্র ধাতু বলতে কী বোঝো?
উদাহরণ দাও ।
উত্তর-একটি ধাতুর সঙ্গে অন্য ধাতু গলিয়ে যে নতুন ধাতুটা পাওয়া যায় ,সেই ধাতুটা কে বলা হয় মিশ্র ধাতু ।যেমন পিতল ,কাঁসা।
প্রশ্ন- ব্রোঞ্জ কি কি ধাতু মিশিয়ে তৈরি হয়?
উত্তর- তামা এবং টিন ।
প্রশ্ন -পিতল কি কি ধাতু মিশিয়ে তৈরি হয়?
উত্তর -তামা ও দস্তা।
৫৯ পাতা
প্রশ্ন -ইস্পাত কি কি মিশিয়ে তৈরি হয়?
উত্তর -লোহা এবং কার্বন।
প্রশ্ন- স্টেইনলেস স্টিল কি কি মিশিয়ে তৈরি হয় ?
উত্তর -লোহা এবং ক্রোমিয়াম
প্রশ্ন- জীবাশ্ম বা ফসিল বলতে কী বোঝো?
উত্তর- প্রাণীর দেহাবশেষ কোটি কোটি বছর ধরে মাটির নিচে জমা থেকে এক সময় পাথরে পরিণত হয়। ওই পাথরের দেহবশেষ গুলোকে জীবাশ্ম বা ফসিল বলে।
প্রশ্ন- লুপ্ত হয়ে যাওয়া কোন জীবের দেহের কোন অংশের ছাপ
কে -----–বলে।
উত্তর -ফসিল
৬০-৬১ পাতা
প্রশ্ন- জ্বালানি বলতে কি বোঝো ?
উত্তর -যা জ্বালিয়ে বা পুড়িয়ে আমরা তাপ পাই তাকে জ্বালানি বলে।
যেমন কাঠ ,খড় ,কাগজ ইত্যাদি।
প্রশ্ন -জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলতে কী বোঝো?
উদাহরণ দাও।
উত্তর- কোটি কোটি বছর ধরে নানা ধরনের জীবের দেহবশেষ থেকে যে জ্বালানি পাওয়া যায়। সেগুলিকে বলা হয় জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল।
যেমন- পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ,কয়লা ইত্যাদি।
প্রশ্ন- তাপ বিদ্যুৎ কেন্দ্রে কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয়?
উত্তর -তাপ বিদ্যুৎকেন্দ্রে কয়লা পুড়িয়ে সেই তাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়।
প্রশ্ন- কঠিন অবশেষ কয়লা থেকে কিভাবে তৈরি করা হয় এবং এটি কিসের কাজে লাগে?
উত্তর- বাতাসের অনুপস্থিতিতে কয়লা কে বেশি উষ্ণতায় গরম করা হলে কঠিন অবশেষ পাওয়া যায় এবং এর সঙ্গে তরল ও গ্যাস পাওয়া যায়।
ওই কঠিন অবশেষ ধাতু নিষ্কাশনের কাজে লাগে।
প্রশ্ন -আলকাতরা কি?
উত্তর -বাতাসে অনুপস্থিতিতে কয়লা কে বেশি উষ্ণতায় গরম করা হলে কঠিন অবশেষ তরল ও গ্যাস পাওয়া যায় ও তরলের মধ্যে প্রধান হল আলকাতরা।
৬২ পাতা
প্রশ্ন- পেট্রোলিয়াম কি ?
উত্তর- পেট্রোলিয়াম হল খনিজ পদার্থ ।এক তরল চটচটে মিশ্রণ। যার মধ্যে বহু রকমের যৌগ, জল, মাটি ইত্যাদি মিশে থাকে।
প্রশ্ন- পেট্রোলিয়াম শোধন করে আমরা কি কি পাই?
উত্তর- প্রপেন, বিউটিন বিভিন্ন জ্বালানি গ্যাস সহ প্লাস্টিক, দ্রাবক ঘর্ষণ ,কমাবার তেল ,রং ইত্যাদি অনেক কিছু পাই।
প্রশ্ন -এলপিজি পুরো কথাটা কি ?
উত্তর -"লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস"।
প্রশ্ন -সিএনজি বড় কথাটা কি?
উত্তর-"কমপ্রেসড্ ন্যাচারাল গ্যাস"।
প্রশ্ন -প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি?
উত্তর -মিথেন।
প্রশ্ন -প্রাকৃতিক গ্যাস তরল পেট্রোলিয়ামে উপরেই থাকে ।-
ঠিক/ ভুল
উত্তর -ঠিক
অধ্যায় -5
মাপজোক ও পরিমাপ
৬৩-৬৪পাতা
প্রশ্ন -ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উত্তর- তুলা যন্ত্র
প্রশ্ন -ভার মাপও হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তর -স্পিং তুলা ।
প্রশ্ন -প্রাকৃতিক রাশি বলতে কী বোঝো?
উত্তর -প্রাকৃতিতে যা পরিমাপ করা যায় তাকে ভৌত রাশি বা তোরা প্রাকৃতিক রাশি বলে।
প্রশ্ন-আয়তন = ------×-------×----
উত্তর- দৈর্ঘ্য ×প্রস্থ×উচ্চতা
প্রশ্ন- ঘনত্ব = ----- ÷ ----
উত্তর- ভর ÷ আয়তন
প্রশ্ন- প্রাথমিক রাশি বলতে কী বোঝো?
উদাহরণ দাও ।
উত্তর- যে রাশি অন্য কোন রাশির উপর নির্ভর করে না তাকে মৌলিক বা প্রাথমিক রাশি বলে।
যেমন দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি ।
প্রশ্ন- লব্ধ রাশি কাকে বলে? উদাহরণ দাও
উত্তর -যে সকল রাশি একাধিক মৌলিক রাশি নিয়ে গঠিত হয় তাকে লব্ধ রাশি বলে ।
যেমন -ক্ষেত্রফল, ঘনত্ব ,আয়তন ইত্যাদি
৬৫ পাতা
প্রশ্ন -একক বলতে কি বোঝো ?
উত্তর- কোন রাশির পরিমাপ করতে সেই রাশিরই একটা সুবিধা জনক অংশ দিয়ে পরিমাপ করতে হয়। ওই সুবিধা জনক অংশটি হইল রাশির একক।
প্রশ্ন -প্রাচীনকালে গ্রিসে দৈর্ঘ্যের একক হিসাবে কি ব্যবহার করা হতো ?
উত্তর -বিঘত
প্রশ্ন -কোন দেশে দৈর্ঘ্যের একক হিসাবে হাত ব্যবহার করা হতো?
উত্তর- মিশর
প্রশ্ন -এসআই পদ্ধতিতে সাতটি প্রাথমিক একক গুলির নাম লেখ
উত্তর -
দৈর্ঘ্য –মিটার
ভর –কিলোগ্রাম
সময় -সেকেন্ড
তড়িৎ প্রবাহ -অ্যাম্পিয়ার
আলোক তীব্রতা –ক্যান্ডেলা
অনু-পরমানু পরিমাপ -মৌল
উষ্ণতা -কেলভিন
প্রশ্ন -১ মিটার বলতে কি বোঝো?
উত্তর- ১৮৮৯ সালে ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো নামক সংস্থার 0 ℃ সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা প্লাটিনিয়াম ও ইরিডিয়াম এর এক সংকর ধাতু তৈরি একটা দন্ডের দু-প্রান্তের নির্দিষ্ট দাগের মাঝের দূরত্বকে কে সারা বিশ্বের এক মিটার ধরা হয়। তাকে এক মিটার বলি।
৬৮ পাতা
প্রশ্ন -এসআই পদ্ধতিতে আয়তনের একক কি?
উত্তর- ঘনমিটার
প্রশ্ন- আয়তন মাপা হয় কিসের সাহায্যে?
উত্তর -আয়তন মাপনী চোঙ
প্রশ্ন- সময় বলতে আমরা কি বুঝি?
উত্তর -কোন দুটি ঘটনার মধ্যে যতখানি ব্যবধান তাকে আমরা সময় বলি।
প্রশ্ন- সময় মাপা হয় সৌর দিনের সাহায্যে-
ঠিক / ভুল
উত্তর- ঠিক
প্রশ্ন -সৌর দিন কি?
উত্তর- দিনের বেলায় কোন জায়গায় আলো পরার পর ,পরদিন সেই জায়গায় আলো আসতে যে সময়ের ব্যবধান ,তাকে এক সৌর দিন বলে।
প্রশ্ন -মিনিট বলতে কী বোঝো?
উত্তর -এক ঘন্টা কে ৬০ দিয়ে ভাগ করার পর যে সময় পাওয়া যায় ,তাকে মিনিট বলে ।
প্রশ্ন -সেকেন্ড বলতে কী বোঝো?
উত্তর -এক মিনিটকে ৬০ দিয়ে ভাগ করলে যে সময় পাওয়া যায় তাকে এক সেকেন্ড বলে।
৭০ পাতা
প্রশ্ন দৌড় প্রতিযোগিতা সময় কোন ধরনের ঘড়ি ব্যবহার করা হয়?
উত্তর স্টপ ওয়াজ ।
প্রশ্ন ডিজিটাল স্টপ ওয়াজ কত সেকেন্ড পর্যন্ত সময় মাপতে পারে? উত্তর 0.01 সেকেন্ড
৭১ -পাতা
প্রশ্ন উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি উত্তর থার্মোমিটার
৭৩ পাতা
প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়?
উত্তর অক্সানোমিটার
বৃদ্ধির হার = ------/ সময়
উত্তর-
বৃদ্ধি৭৪ পাতা
প্রশ্ন উচ্চতা সাধারণত কোন স্কেলে মাপা হয় ?
উত্তর সেন্টিমিটার স্কেলে
অধ্যায় ছয় বল শক্তির প্রাথমিক ধারণা
৭৯- পাতা
প্রশ্ন স্থির বস্তু বলতে কি বুঝ উদাহরণ দাও?
উত্তর যে সকল বস্তুগুলি সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে না সেই সকল বস্তুগুলিকে বলা হয় স্থির বস্তু যেমন গাড়ি দাঁড়িয়ে থাকা বইটা আলমারিতে থাকা
প্রশ্ন গতিশীল বস্তু বলতে কী বোঝো?
যেসব সকল বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে তাকে গতিশীল বস্তু বলে যেমন চলমান গাড়ি চলমান ট্রেন ইত্যাদি প্রশ্ন নিচের কোনটি ঠেলা কোনটির টানা লেখ ফুটবলে কিক করলে ব্যাগের চেইন খুললে উত্তর ফুটবলের কিক করলে এটি হবে খেলা আর ব্যাগের চেন খুললে এটি হবে টানা।
৮২-পাতা
প্রশ্ন বল কাকে বলে ?
উত্তর যা প্রয়োগ করে অচল কে সচল এবং সচল কে অচল করা হয় এবং বস্তুর আকৃতি ও আয়তনে পরিবর্তন ঘটানো হয় তাকে বল বলে প্রশ্ন বলের মান যত বেশি হবে বলের প্রভাবে সংঘটিত ঘটনার মাত্রা ও তত
-----হবে।
উত্তর বেশি
প্রশ্ন এসআই পদ্ধতিতে বলে একক কি?
উত্তর নিউটন
প্রশ্ন বলের সিজিএস পদ্ধতিতে বলে একক কি?
উত্তর ডাইন।
৮৩-পাতা
প্রশ্ন চৌম্বক পদার্থ কাকে বলে উদাহরণ দাও
উত্তর উত্তর যে সকল পদার্থের চুম্বক আকর্ষণ করতে পারে অর্থাৎ চুম্বক যে সকল পদার্থের উপর বল প্রয়োগ করতে পারে সেই পদার্থ গুলিকে চৌম্বক পদার্থ বলে ।
যেমন লোহার নিকেল কোবাল্ট
প্রশ্ন ভার কাকে বলে ?
পৃথিবী সকল বস্তুকে কেন্দ্রের দিকে টানছে একে বলা হয় অভিকর্ষ টান বা ভার আবার ওজনও বলা হয়
প্রশ্ন ওজনের এসআই একক কি ?
উত্তর নিউটন
৮৪ পাতা
প্রশ্ন স্থিতি শক্তি কাকে বলে?
উত্তর কোন বস্তুর শিথিল অবস্থায় মধ্যে যখন কাজ করার সামর্থ্য বা শক্তি যোগান হয় তাকে বলা স্থিতি শক্তি ।
প্রশ্ন গতিশক্তি কাকে বলে?
উত্তর গতিশীল অবস্থায় থাকায় যে শক্তি সঞ্চার হয়। তাকে গতিশক্তি বলে।
যান্ত্রিক শক্তি কাকে বলে ?
উত্তর স্থিতি শক্তি ও গতিশক্তিকে একত্রে যান্ত্রিক শক্তি বলে।