মাকু গল্পের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর
দ্বিতীয় পরীক্ষার জন্য দেখুন এই লিংকে ক্লিক করে
মাকু গল্পের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এবং গল্পটি সমস্ত সারমর্ম নিচে তুলে ধরা হলো।
প্রশ্ন টি হল
১. সোনা টিয়ার বয়স কত?
উত্তর- সোনার বয়স ৬ বছর ।
আর টিয়ার বয়স ৫ বছর।
বইয়ের ১৩ পাতায় আছে।
আমি সেই অংশটা তুলে ধরলাম এবং আন্ডারলাইন করে দেখিয়ে দিলাম করে দিলাম ।
সং বলল ‘কেন, বটতলার সরাইখানায়। আমরা সবাই তো সেখানেই খাই। কিন্তু নগদ পরসা
নিয়ে খেতে হয়। সারাইওলা বাকিতে কিছু দেয় না, ওর নাকি বড্ড টাকার দরকার। তোমাদের পয়সা
সোনা বলল, আমার নাম সোনা, আমার ছ-বছর, আর ওর নাম টিয়া, ওর পাঁচ বছর। আমার
কাছে একটা পরসা আছে; ও ছোটো, ও কোথায় পাবে??
সংতাই শুনে হো হো করে হাসতে লাগল। এক পরসায় একটা কাঁচা লঙ্কাও দেয় যদি সরাইওলা,
সেই বথেষ্ট! ব্যাটা টাকার জোঁক, কিন্তু রাঁধে বাসা!
টিয়া আবার বলল, “যাবার সময় হয়ে গেছে। আমরা এখন যাই। সোনার গলার কাছটা আবার
ব্যাথা করতে লাগল। মাকু দু-জনের পিঠে দু-টি হাত রেখে বলল, ‘কোনো ভয় নেই। চলো, কী খাবার
সোনা বললে, ‘পয়াসা কোথায় পেলে, মাকু? মাকু বললে, ‘কেন, আমি করেছি, আমি অনেক
সোনা বলল, “ তুমি নাচ, গাও, সাইকেল চালাও, পরীক্ষার প্রশ্নের উত্তর দাও, আবার পয়সাও
প্রশ্ন ২. পেয়াদা আসলে কে?
উত্তর- পেয়াদা আসলে পোস্ট অফিসের পিয়ন।
সংকে লটারি টাকার খবর দিতে আসছিল তখন সোনাটিয়া গর্তে ফেলে দিয়েছিল।
প্রশ্ন- মাকু আসলে কে?
উত্তর- সোনাটিয়ার পিসেমশাই।
গল্পের শেষে পুলিশ সেজেছিল
প্রশ্ন- মাকু গল্পের মূল দুটি চরিত্রের নাম লেখ ।
উত্তর সোনা এবং টিয়া
প্রশ্ন -মাকু কি কি করতে পারত ? উত্তর- কথা বলতে , গান গাইতে , নাচতে , অংক করতে ,হাতুড়ি পেটাতে ,দড়ির জট খুলতে পেরেক ঠুকতে , স্ত্রী চালাতে ,কাপড় কাচতে ,সেলাই কল চালাতে পারতো।
অন্য গুলি দেখন
(১) ছন্দে শুধু কান রাখো (১)
(২) কার দৌড় কদ্দুর
(৩) বঙ্গভূমির প্রতি
(৪) পাগলা গণেশ
(৫) আত্মকথা
(৬) চিরদিনের কবিতা
(৮) নোট বই
(৯) স্মৃতি চিহ্ন
(১০) দেবাতাত্মা হিমালয়
(১১) আঁকা- লেখা
(১২) খোকনের প্রথম ছবি
(১৩) ভারত তীর্থ
(১৫) রাস্তায় ক্রিকেট খেলা
(১৬) দিন ফুরালো
(১৭) গাধার কান
(১৮) পটল বাবু ফ্লিমস্টার
(১৯) মেঘ-চোর
(২০) কুতুব মিনারের কথা
(২১) চিন্তা শীল
(২২) একুশের কবিতা
মাকু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর
মাকু হাতে কলমে অনুশীলন প্রশ্নের উত্তর
মাকু গল্পের সকল প্রশ্নের উত্তর