জীবন বদলে দেওয়া কয়েকটি বাণী। পর্ব-2 /মন খারাপ হলে একবার। পড়ুন। মন ভালো হয়ে যাবে/।
জীবনে কয়েকটি মূল্যবান বাণী পর্ব-২
জীবনে কয়েকটি অতি মূল্যবান কথা ।এগুলির মাঝে মাঝে সময় পেলে পড়বেন ।মন ভালো থাকবে। মনের মধ্যে শক্তি যোগাবে। নিজের বিবেক বুদ্ধি জাগ্রত হবে।। অন্যের বুদ্ধিগো জাগ্রত করতে পারবেন।। পাশের লোকটিকেও ভালো রাখতে পারবেন।
■ সম্পর্ক যদি মন থেকে হয়, তাহলে জানতে চাইলেও ভাঙবে না ।
■ নিজের দুর্বল জায়গাটা কখনো কারো কাছে তুলে ধরতে নেই ।কারণ একটা সময় আসবে যখন তোমার দুর্বল জায়গায় তার কাছে তোমাকে আঘাত করার সবচেয়ে বড় অস্ত্র হবে ।
যদি তুমি কখনো 10 থাকো তাহলে একা একাই কারন আজকাল চোখের জল মোছার জন্য কেউ আসে না
■ কোন মানুষ একদিনে বদলে যায় না। কিছু আঘাত কিছু ব্যথার পরিস্থিতি তাকে পাল্টে যেতে বাধ্য করে ।
■ মানুষের আসল রূপটা তখনই দেখা যায় যখন সম্পর্কটা শেষের দিকে থাকে।
■ ভালোবাসি কথাটা বলার মত মানুষের আজকাল অভাব নেই। কিন্তু ভালোবেসে হাতে হাত রেখে সারা জীবন চলার মত মানুষের আজকাল বড়ই অভাব।
■ যে তোমার অনুভূতি বোঝেনা তার কাছে অভিযোগ করাটা বেকার ।
■ হঠাৎ করে কোন কিছু শুরু হলে সেটা হঠাৎ করেই শেষ হয়ে যায়।
■ কাউকেই বেশি আপন করতে নেই । যাকে যত বেশি আপন ভাববে ,সে ততটাই তোমার বিশ্বাস নিয়ে খেলা করবে ।
■ প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুব কষ্টের ।
■ অপরিচিত মানুষ যখন আপন হয় তখন মনে আসে ,সে রক্তের সাথে মিশে গেছে ।
■ ভরসা তাকেই করো, যে তোমার মধ্যে তিনটি জিনিস বুঝবে -
হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট।
রাগের পেছনে লুকিয়ে থাকা ভালবাসা।
চুপ থাকার পেছনে কান্না ।
◆ কাউকে খুব তাড়াতাড়ি ভালোবাসার কথা বলতে নেই ।
■একটা মানুষের সাথে প্রতিদিন দুবেলা কথা হচ্ছে মানে ,সে সত্তিকারের জীবনসঙ্গী এটা ভেবে নেওয়া টা ভুল।
■ কিছু-কিছু মানুষ এতটাই স্বার্থপর হয় <স্বার্থ ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দিতে 1 মিনিট লাগে না।
■ আমরা একজনকে ঠিক ততটুকু চিনতে পারি ,যতটুকু সে আমাদের সামনে তুলে ধরেন।
■ মানুষ তাকেই বেশি সন্দেহ করে যাকে, সে সবচেয়ে বেশী ভালবাসে ।কারণ সে কখনো তাকে হারাতে চায়না ।
■ রাগ তার ওপরে করা উচিত ।যার ওপরে বিশ্বাস আছে, যে সে রাগ ভাঙ্গাবে ।
■পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব কথা হলো ,মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়।
■ সব মেয়েরা বিয়ের পর শাশুড়ির সাথে ঝগড়া করে না কিছু কিছু মেয়ে শাসনের মধ্যে নিজের মাকে খুঁজে নেয় ।
■ সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় তাহলে জুড়তে চাইলেও জুড়বে না ।
■ জীবনে যখন দুঃখ আসে সবাই তখন পর হয়ে যায় ।
■ জীবনে অনেক টাকা থাকাটা বেশি জরুরী নয়, কিন্তু জীবনে শান্তি থাকাটা খুব জরুরি।
■ নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে ।কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবেনা ।
■ আপনার একাকীত্ব আপনার একাই বহন করতে হবে ।আর এই সময়টুকুতে আপনি যা শিখবেন পৃথিবীর আর কোথাও তো আপনি শিখতে পারবেন না।
■তোমাকে কে দাম দিল। কে দিল না ।তার চাইতে নিজের কাছে দামি হওয়াটা বেশি জরুরি ।
■ ভালোবাসা পাওয়ার আগে সম্মান খুঁজুন। যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা থাকে না ।
■ অতিরিক্ত আবেগ ও মায়া দুটোই মানুষকে অনেক বেশি কষ্ট দেয় ।
■ উপরে উঠতে সাহায্য করার লোক কম। কিন্তু টেনে নামানোর লোক খুব বেশি ।
■ সেই সব থেকে বেশি কষ্ট পাবে ,যে নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবে।
■ সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না।
■ গোড়া শক্ত না থাকলে যেমন গাছ শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে না ।তেমনি সম্পর্কেও বিশ্বাস না থাকলে সেই সম্পর্ক টেকে না ।
■ যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় তোমার খোঁজ নেবে না।
■ তুমি মানুষকে যতটা দাম দেবে ,তারা তোমাকে ততটা সস্তা ভাববে ।
■ নিজের সুবিধার জন্য যে কাউকে ব্যবহার করা ,মানুষ খুনের থেকে ভয়ানক ।
■ উচিত কথা বলা মানুষ গুলো সব সময় সবার কাছে একটু খারাপ হয়।
■ সম্পর্কের নাম যাই হোক না কেন মন খারাপের সময় যে পাশে থাকে সে সবচেয়ে কাছের মানুষ।
■ অন্যদের হাজার কথার বিপরীতে একটা কথা বলুন কিন্তু সেই একটা কথাই যেন হাজার কথার থেকে দামি হয় ।
■ এখন আমার কষ্ট হয় না আমাকে যে কেউ ছেড়ে চলে যাক না কেন ।কারণ আমি সেই সব সম্পর্কের থেকে ধোকা খেয়েছি। যার প্রতি আমি গর্ব বোধ করতাম ।
■ কারো বিশ্বাস ভালোবাসার সম্মান নিয়ে খেলা করবেন না
■ কিছু কিছু মানুষের কাছে হয়তো বিশ্বাস ভালবাসা সম্মান টুকুই শেষ সম্পদ ।
■ জীবনে তাকে নিয়ে খুশি থাকতে শেখো যে তোমাকে ছাড়া আর অন্য কাউকে চায়না।
■ নিজেকে ভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে
■ সুখ হচ্ছে মনের ব্যাপার। মনকে বোঝাতে পারলেই সব অবস্থাতে সুখে থাকা যায় ।
■ সম্পর্কটা ভালোবাসার হোক আর বন্ধুত্বের যদি তৃতীয় ব্যক্তি এসে ধরে ফেলুন সম্পর্ক শেষ।
■ নিজেকে নিজেই মূল্য দিতে শেখো ।জগৎ আপনাকে মূল্যায়ন করতে বাধ্য হবে ।
■ হৃদয় থেকে সেটা দেওয়া যায়< যা হাত থেকে দেওয়া যায় না। আর চুপচাপ থেকে সেটা বলা যেতে পারে যে শব্দের মাধ্যমে বলা যেতে পারে না ।
■জীবনে এমন কিছু মানুষ থাকে যার কাছে থাকলেও কাঁদায় আবার দূরে গেলেও কাঁদায়
■ বর্তমান বাজারের সব কিছুর দাম বেড়ে গেছে । কিন্তু দুটো জিনিসের দাম বাড়েনি। সেটা হল বিশ্বাস ভালোবাসা ।কারণ দুটোর দাম আগেও কেউ দিত না আর আজও কেউ দেয় না।
■ কিছু কিছু সম্পর্ক ভাঙতে হয় কাউকে ভালো রাখার জন্য।
■ কোনকিছুই অতিরিক্ত ভালো না। সেটা ভালোবাসা হোক বন্ধুত্ব হোক। যেটাই অতিরিক্ত দেখাবেন সেটাই আগে ঠকাবে।
■ জীবনে সুখের চেয়ে দুঃখের পরিমাণ টা এতটাই বেশি যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছি ।
■ মানুষকে মানুষ হতে হয় তার স্বভাব গুনাগুন দিয়ে ।
পরের পর্ব ৩ দেওয়া হইবে