তৃতীয় শ্রেণি বাংলা মন কেমনের গল্প নবোদয় দেবযানী হাতে কলমে অনুশীলনী প্রশ্নের উত্তর/class 3 bangla question answer
তৃতীয় শ্রেণি
বাংলা
অষ্টম পাঠ
প্রবন্ধ মন কামনে গল্প
লেখিকা নবনীতা দেবযানী
হাতে-কলমে অনুশীলন প্রশ্নের উত্তর
* হাতে-কলমে
অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
> নীচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও :
১.১ বৃষ্টির দিনগুলো রুবাইয়ের এত ভালো লাগে কেন?
উঃ। বৃষ্টির দিনগুলো রুবাইয়ের ভালো লাগত কারণ, ওই দিনগুলোতে প্রকৃতি যেন
এক সুন্দর সাজে সেজে ওঠে আর চারিদিক থেকে জলভরা মৃদুমন্দ ঠান্ডা বাতাস এসে
মনকে ভরিয়ে তুলতো।
১.২ আমাদের জাতীয় সংগীত কোন্টি?
উঃ। আমাদের জাতীয় সংগীত হলো—'জনগণমন অধিনায়ক'।
১.৩ ১৫ আগস্ট দেশজুড়ে জাতীয় পতাকা তোলা হয় কেন?
উঃ। ১৫ আগস্ট দেশজুড়ে জাতীয় পতাকা তোলা হয় ।
কারণ, ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছিল।
১.৪ ইসকুল রুবাইয়ের কেমন লাগে?
উঃ। ইসকুল রুবাইয়ের তেমন একটা ভালো লাগত না। আসলে, বদ্ধ ঘরে না থেকে প্রকৃতিকে জানার জন্য তার মন ছটফট করত।
১.৫ ‘বলাকা’ বলতে কী বোঝো?
উঃ। সাদা পাখির (সাদা বক) ঝাঁককে ‘বলাকা' বলা হয়।
১.৬ শক্ত শব্দের মানে রুবাইকে কে বলে দিতেন?
উঃ। শক্ত শব্দের মানে রুবাইকে তার দিম্মা (দিদিমা) বলে দিতেন।
১.৭ রুবাইয়ের লেখার খাতা কে দিয়েছিলেন? খাতাটি কেমন?
ংউঃ। রুবাইয়ের লেখার খাতা তার ছোটোমামা দিয়েছিলেন এবং খাতাটি ছিল সুন্দর বাঁধানো।
১.৮ লেখার খাতায় রুবাই কোন্ দিনের কথা লিখেছিল?
উঃ। লেখার খাতায় রুবাই ১৫ আগস্ট ছুটির দিনের কথা লিখেছিল।
১.৯ আমাদের দেশের জাতীয় পতাকায় কটি রং আছে? সেগুলি কী কী?
উঃ। আমাদের দেশের জাতীয় পতাকায় তিনটি রং আছে এবং সেগুলি হল—গেরুয়া, সাদা এবং সবুজ।
১.১০ রুবাই খাতায় যা লিখেছিল, তা তুমি নিজের ভাষায় লেখো।
উঃ। ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিনটি আমাদের সকলের কাছে একটি ছুটির দিন হিসাবে পরিচিত। ওই দিনটিতে সকালবেলায় ইস্কুলে জাতীয় পতাকা তোলা হয়। আমরা সবাই ছাত্র-ছাত্রীরা মিলে ‘জনগণমন' গান গাই। ঠিক তেমনই রুবাই স্কুলে গিয়ে পতাকা তুলেছিল তারপর জাতীয় সংগীত গেয়েছিল। সে তখনই দেখল বিরাট একঝাঁক ধবধবে সাদা পাখি আকাশে ফ্ল্যাগের মাথার উপর দিয়ে উড়ে যেন পতাকাকে অভিবাদন করে গেল। এই দৃশ্যটিকে দেখতে রুবাইয়ের খুবই সন্দর লেগেছিল এবং তাদের কিচির মিচির আওয়াজ এত উপর থেকেও শোনা যাচ্ছিল।
৩. এলোমেলো বর্ণগুলি।সাজিয়ে শব্দ তৈরি করো :
র চি মি চি কি র
উঃ-কিচির মিচির
লো ধা আঁ রি আ
উঃ-আলো-আঁধারি
দ বৃ বা ষ্টি লা •
উঃ-বৃষ্টি বাদলা।
র ল ম গ কা —
উঃ- গরমকাল
ক ন কূ লি কা জ
উঃ--কাকলি কুঞ্জন
৪। বর্ণ বিশ্লেষণ করো :
-
উঃ। বিষ্টি—ব + ই + ষ + ট + ই।
আশ্চর্য—আ + শ + চ + র + য + অ।
সুন্দর–স + উ + ন + দ + র।
ক্লোরোফিল—ক + ল + ও + র + ও + ফ + ই + ল
সারাক্ষণ – স + আ + র + আ + ক + ষ + ণ
৫. বাক্যরচনা করো :
অন্ধকার- অমাবস্যার রাত অন্ধকার থাকে
রোদ্দুর- শীতকালে রোদ্দুর মিষ্টি লাগে,
মেঘলা -বর্ষাকালে আকাশ প্রায়ই মেঘলা থাকে।
বন জঙ্গল- বন জঙ্গল পশু পাখির বাসস্থান।
সাদা -ছাতার কাপড়ে রং সাদা হয় না কালো রঙের হয়।
৬. ‘অল্প’—এই শব্দটিতে যেমন ‘ল্গ’ আছে, এরকম তিনটি শব্দ লেখো যেখানে ‘ল্প’ রয়েছে।
উঃ। ১। গল্প, ২। কল্পনা, ৩। শিল্প।
৭. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
৭.১ এই গল্পে ‘মেঘের কোলে রোদ হেসেছে' গানটির নাচ রুবাই শিখেছে। দানটি কার লেখা?
উঃ। ‘মেঘের কোলে রোদ হেসেছে’ গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।
৭.২ বৃষ্টির সময় চারিদিকের পরিবেশ কেমন হয়ে যায় কয়েকটা বাক্যে লেখো।
উঃ। বৃষ্টির সময় চারিদিকটা প্রায় ধোঁয়ার মতো আবছা হয়ে যায়। সেই সময় শুধু বৃষ্টি পড়ার শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না। গাছ-পালাগুলো যেন বৃষ্টিতে ভিজে আনন্দে নাচতে থাকে। আশপাশের সমস্ত জায়গা বৃষ্টির জলে ভরে যায়।
৭.৩ তোমরা তোমাদের স্কুলে স্বাধীনতা দিবস কেমন করে পালন করো? কী কী অনুষ্ঠান হয়? সকলে মিেকোন্ গান গাও?
উঃ। ১৫ আগস্টের দিন সকালে স্কুলে যাই। সেখানে প্রধান শিক্ষক মহাশয় জাতীয় পতাকা উত্তোল করেন। আমরা পতাকাকে অভিবাদন করি এবং এরপর তিনি স্বাধীনতা দিবস সম্পর্কে দু-চার কথা বলেন।
এরপর বিভিন্ন দেশাত্মবোধক গান ও নাচ হয়। অনেকে আবৃত্তি করে। নাটক করে।
সকলে মিলে সমবেত সুরে জাতীয় সংগীত ‘জনগণমন’ গানটি গাই।
৭.৪ বৃষ্টির দিনে রাস্তার গাছেদের খুশি খুশি দেখায় কেন?
উঃ। গ্রীষ্মের প্রচন্ড গরমে গাছপালাগুলো ধুলোভরা ক্লান্তিতে মনমরা হয়ে পড়ে। গ্রীষ্মে সব কিছুই যেন শুকিয়ে তার মাটি থেকেও তারা প্রয়োজন মতো রসও শোষণ করতে পারে না। কিন্তু বৃষ্টির দিনে তারা বৃষ্টির জল পেতে হয়ে ওঠে। তাই তাদের খুশি খুশি দেখায়।
৭.৫ এমন একটা দিনের কথা লেখো যে দিন খুব বৃষ্টির জন্য তোমার স্কুল ছুটি দিয়ে সে
উঃ। গত কয়েকদিন আগে স্কুল শুরু হবার একটু আগে থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল।প্রায় সকলেই বেশ ভালোই ভিজে গিয়েছিলাম।
আগের এবং পরের অধ্যায়ের হাতে-কলমে অনুশীলন দেখো