class 4 britti examination question answer 2019 / চতুর্থ শ্রেণি গণিত বৃত্তি পরীক্ষার প্রশ্ন ২০১৯ উত্তর সহ i - Online story

Sunday, 24 July 2022

class 4 britti examination question answer 2019 / চতুর্থ শ্রেণি গণিত বৃত্তি পরীক্ষার প্রশ্ন ২০১৯ উত্তর সহ i

 


  রচনা সাজেশন ২০২২ বৃত্তি পরীক্ষা

  বৃত্তি পরীক্ষার রচনা সাজেশন

  ২০১৮ সালে গণিত প্রশ্নের উত্তর দেখুন

 প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পঃবঃ পরিচালিত
প্রাথমিক শেষ পরীক্ষা (বৃত্তি পরীক্ষা) – ২০১৯

বিষয় : অঙ্ক সময় : ২ ঘন্টা ৩০ মিঃ
পূর্ণমান – ১০০
[খাতার মধ্যেই ডানদিকে ‘রাফ' করবে। জ্যামিতির চিত্র আঁকার জন্য স্কেল, পেন্সিল, কম্পাস ব্যবহার করতে হবে।]

১। শূন্যস্থান পূরণ করো (যে কোনো পাঁচটি):

ক) মৌলিক ও যৌগিক কোনটিই নয় এমন সংখ্যাটি হল---------

উঃ- ১

খ)দুটি সংখ্যার সাধারণ গুণনিয়কের সংখ্যা

উঃ-নির্দিষ্ট


গ)একটি যৌগিক সংখ্যার উৎপাদকের সংখ্যা কমপক্ষে

উঃ-দুটি


ঘ)একটি আয়তকার টেবিলের দৈর্ঘ্য
-প্রস্থ (>, <, =)।

>
ঙ) একটি জোড় সংখ্যা ও একটি বিজোড় সংখ্যার বিয়োগফল – (জোড়/বিজোড়)

বিজোড়
চ)----পরিমাপের একক সেকেন্ড
সময়

ছ) কোনও সংখ্যার কোন্ অঙ্কের স্থানীয় মান এবং প্রকৃত মান উভয়ই সমান হয়।
সংখ্যার (১/০/২)।

উঃ- ০

২। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও :


ক) কথায় লেখ : ৫০৬৮০০৫১।

উঃ- পাঁচ কোটি ছয় লক্ষ  আশি হাজার একান্ন


খ) বড় থেকে ছোট সাজাও :

    ৫                      ৮
------- ,  ০.৩  ,১ ,  -----
   ১০                   ১০


উঃ-

    ৫       ৫                 
------- =----- ×১০=৫
   ১০    ১০            
             ৩
০.৩  = ------ × ১০ =৩
           ১০
.      ১০
 ১  =------ × ১০ =১০
       ১০

    ৮        ৮              
------- = -------- ×১০ =৮
   ১০       ১০



        ৮           ৫
১ < ----- <  ------- <  ০.3
       ১০        ১০





গ) শূন্যস্থানগুলিতে উপযুক্ত সংখ্যা বসাও ঃ
      ----           ১২      ৩       ----          
  --------. =  -------= ------ = ------
    ২৮           ----      ৪         ২০
উত্তর-
     ২১          ১২      ৩       ১৫          
  --------. =  --------= ------ = ------
    ২৮           ----      ৪         ২০

 
ঘ ) একটি দড়ির দৈর্ঘ্য ১২ মিটার ৪৮ সেমি। দড়িটিকে সমান ৬ ভাগে ভাগ করলে
প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত?

উত্তর-১২ মিটার ৪৮ সেমি=১২৪৮ সেমি
৬ ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য হবে=১২৪৮÷৬সেমি=২০৮সেমি।

ঙ).৪৫ কে সামান্য ভগ্নাংশে পরিণত কর (লঘিষ্ঠ আকারে প্রকাশ কর।)
                       ৪৫      ৯
উত্তর-   .৪৫ = ------ = ----
                      ১০০     ২০


চ) তুমি সকাল ৭টা ৩০মিনিট থেকে ৯টা ১৫মিনিট পর্যন্ত পড়াশুনা কর। তুমি কতক্ষণ
পড়াশুনা কর।

 ৯ ঘণ্টা ১৫ মিনিট
 ৭ ঘণ্টা ৩০ মিনিট
--------------------------
অবার
 ৮ ঘণ্টা ৭৫ মিনিট
 ৭ ঘণ্টা ৩০ মিনিট
------------------------
 ১ ঘণ্টা  ৪৫ মিনিট


ছ) একটি অঙ্কে ভাজক ১৫, ভাগফল ৪ এবং ভাগশেষ ১২ হলে ভাজ্য কত নির্ণয়

উত্তর-১৫ × ৪ +১২ ৬০+১২ = ৭২

ভাজ‍্য =৭২


৩। যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও :
৬ × ৪ = ২৪
ক) ৫,০, ৭ এবং ২ দিয়ে গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা কী হবে? সংখ্যা
দুটির বিয়োগ ফল নির্ণয় কর।
                                       ১+১+২= ৪


বৃহত্তম সংখ্যা = ৯৭৫০
ক্ষুদ্রতম সংখ্যা= ২০৫৭

বিয়োগ ফল =  ৯ ৭ ৫ ০
                   –  ২ ০ ৫ ৭
            ----------------------
                       ৭ ৬  ৯ ৩



খ) কোন সংখ্যা ৯ দ্বারা বিভাজ্যতার শর্তটি কি? এই শর্ত ব্যবহার করে বল ৯০*৩
সংখ্যাটির * চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে?
                                             2 + 2 = ৪

উত্তর-কোনো সংখ্যার সব অঙ্ক গুলির যোগফল যদি ৯ (নয়) দিয়ে ভাগ যায় ,তাহলে সেই সংখ্যা ৯ (নয়) দিয়ে ভাগ যাবে বা বিভাজ্য হবে।

৯০*৩
সংখ্যাটির * চিহ্নিত স্থানে ৬ অঙ্ক বসালে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে‌।
৯+ ০+ ৬ +৩ =১৮
১৮÷৯ =৩
১৮ সংখ্যা ৯ দ্বারা বিভাজৃ।


গ) তোমাদের স্কুলে ৬০৮ জন ছাত্র আছে। প্রত্যেক ছাত্রকে ৫২ টাকা দামের বই দিতে
মোট কত টাকা লাগবে? (কষে দেখাও)

স্কুলে ৬০৮ জন ছাত্র আছে‌
প্রত্যেক ছাত্রকে ৫২ টাকা দামের বই দিতে
মোট কত টাকা লাগবে =
   ৬০৮ × ৫২=৩১৬১৬ টাকা।


ঘ) ৬০৯ মাস = কত বছর কত মাস? (কষে দেখাও)
       ২ ০ (বছর)
       ________
৩০  | ৬ ০ ৯ মাস
       |  ৬০
         ----------
       ;          ৯
                –০
                 -------
                     ৯ মাস

৬০৯ মাস = ২০ বছর  ৯ মাস


ঙ ) একটি পাত্রে ২০ লিটার জল ধরে। তুমি প্রথমে ৫ লিটার ৬৫৭ মিলিলিটার জল ও
তারপর ৯ লিটার ৭৯৮ মিলিলিটার জল ঐ পাত্রে ঢাললে। তুমি পাত্রে মোট কতটা
জল ঢাললে? পাত্রটি সম্পূর্ণ ভর্তি করতে আর কতটা জল ঢালতে হবে।২+২ = ৪

উত্তর- পাত্রে জল ঢালা হলো
প্রথমে ৫ লিটার ৬৫৭ মিলিলিটার জল ।
তারপর ৯ লিটার ৭৯৮ মিলিলিটার জল।
-----------------------------------------------------
মোট     ১৩   লি     ১৪৫৫  মিলি  জল।

 য় য়=      +১        -১০০০
-------------------------------------------
               ১৪ লি         ৪৫৫ মিলি জল।

মোট জল ঢালা হলো১৪ লিটার৪৫৫ মিলিলিটার
পাত্রটি সম্পূর্ণ ভর্তি করতে জল ঢালতে হবে

২০ লিটার –১৪ লিটার ৪৫৫ মিলিলিটার

      ২০ লিটার =

           ১৯লিটার১০০০ মিলিটার
        – ১৪ লিটার ৪৫৫ মিলিলিটার

--------------------------------------------------
                 ৫ লিটার ৫৫৫ মিলিলিটার



চ) ২৭০৮ সেন্টিমিটার = কত মিটার কত সেন্টিমিটার? (কষে দেখাও)

উত্তর-২৭০৮ সেমি ÷১০০
              ২ ৭ মি
             ------------
 ১০০  |  ২৭০৮ সেমি
            -২০০
        ---------------
                  ৭০৮
                  ৭০০         
                  -------
                         ৮ সেমি
২০ মিটার ৮ সেণ্টিমিটার




ছ) যোগ করো : ২৪ কিমি ৫০৩মি + ৩ কি ৬৯৮ মি ৫৮ সেমি।

২৪ কিমি ৫০৩মি ০০ সেমি
+ ৩ কিমি৬৯৮ মি ৫৮ সেমি।
---------------------------------
   ২৭ কিমি ১২০১ মি ৫৮ সেমি
    +১        -১০০০
---------------------------------------
  ২৮ কিমি      ২০১ মি ৫৮ সেমি


জ) একটি সাইকেল কিনতে ১৮৩০ টাকা লাগবে। প্রতি মাসে কত টাকা করে জমালে
৬ মাস পর আমি সাইকেলটি কিনতে পারব? (কষে দেখাও)

উত্তর- সাইকেল কিনতে ১৮৩০ টাকা লাগবে।
৬ মাস পর আমি সাইকেলটি কিনতেগেলে
প্রতি মাসে টাকা জমাতে হবে
১৮০০÷৬
=৩০০টাকা।



৪। যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও :

ক) তোমার বাবা ৭৯০ টাকা দামের ৫টি শাড়ি ও ৪৩৫ টাকা দামের ৩টি ধুতি কিনবেন।
তার মোট কত টাকা লাগবে। তোমার বাবার কাছে ৪৫৬০ টাকা আছে। তাঁর আর
কত টাকা দরকার নির্ণয় কর।

উত্তর-
৭৯০ টাকা দামের
 ৫টি শাড়ির দাম =৭৯০×৫=  ৩৯৫০ টাকা
৪৩৫ টাকা দামের
৩টি ধুতির দাম =৪৩৫ × ৩ = ১৩০৫ টাকা
                        --------------------------
     মোট দাম।   =                ৫২৫৫টাকা

টাকার দরকার ৫২৫৫ টাকা
                 –    ৪৫৬০ টাকা
          -----------------------
                          ৬৯৫ টাকা

৫। ক)