পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় পরীক্ষার জন্য প্রশ্ন উত্তর/pather panchali question about 2ed examination - Online story

Thursday, 21 July 2022

পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় পরীক্ষার জন্য প্রশ্ন উত্তর/pather panchali question about 2ed examination

 




        পথের পাঁচালী
   বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
দ্বিতীয় পরীক্ষার জন্য প্রশ্ন উত্তর

অধ্যায় ৯

প্রশ্ন -"অপু সর্বপ্রথম গ্রামের বাহিরে পা দিল"-
 অপু কোথায় ,কার সঙ্গে যাওয়ার জন্য গ্রামে বাইরে পা দিয়েছিল।?

 উত্তর -অপু তার বাবার সঙ্গে, তার শিষ্য লক্ষণ মহাজনের বাড়ি যাওয়ার জন্য গ্রামের বাইরে পা দিয়েছিল।।

 প্রশ্ন -বাবা যেখান দিয়ে রেল যায় সেই রেলের রাস্তা কোন দিকে?
 কে কাকে কোথায় প্রশ্নটি করেছিল?

 উত্তর- অপু তার বাবাকে দুর্গাপুরে রাস্তায় প্রশ্নটি করিয়াছিল

প্রশ্ন "-চল্-যাই আমরা রেলের রাস্তা দেখে আসি,"- কথাটা কে কাকে বলেছিল ?

উত্তর- দুর্গা তার ভাই অপুকে বলেছিল।


প্রশ্ন- অপু এবং দুর্গার রেলের রাস্তা দেখার অভিজ্ঞতাটি বর্ণনা দাও।

 উত্তর- দুজনে নবাবগঞ্জে সড়কে উঠিয়া চাহিয়া চাহিয়া দেখি দেখিতে লাগিল তাহাদের কি কেউ লক্ষ্য করিছে কিনা পরে পাকা রাস্তা হইতে নামিয়া পরিয়া দুপুর রোদে ভাই বোনে মাঠ বিল জলা ভাঙিয়া সোজা দক্ষিণ মুখে ছুটিলো দৌড় দৌড় দৌড়। নবাবগঞ্জে লাল রাস্তা ক্রমে অনেক পিছনে পরিল ।রুয়ার বিল নজরে আসিতে লাগিল। তাহার দিদি হাসিয়া তাহার দিকে চেহারা বলিল মা টের পেলে কিন্তু পিঠে ছাল তুলবে। অপু আর একবার হাসিল মরিয়া আর হাসি। আবার দৌড় আবার দৌড় দৌড় জীবনে এই প্রথম বাধাহীন গণবিহীন মুক্তির উল্লাসে তাহারে তাজা তরুণ রক্ত তখন মাথায় উঠেছিল ।পরে কি হইবে তাহা ভাবিবার অবসর ছিল না

 প্রশ্ন -"বাবা আমি রেলগাড়ি দেখব "-কথাটি কে কাকে বলেছিল ?রেলগাড়ি দেখা  কেন হয়নি?
 উত্তর -কথাটি অপু তার বাবাকে বলেছিল। -দেখা হয়নি কারণ ,রেলগাড়ি আসতে ২ ঘন্টা দেরি ছিল।

 প্রশ্ন-লক্ষণ মহাজন হরিহরের কোথায় থাকার ব্যবস্থা করেছিল?

 উত্তর- বাহিরে আটচলা ঘরে ।

প্রশ্ন -প্রশ্ন তুমি কাদের বাড়ি এসেছো খোকা? কথাটি কে কাকে বলেছিল?

 উত্তর -লক্ষণ মহাজনে ছোট ভাইয়ের স্ত্রী ,অপু কে বলেছিল।

 প্রশ্ন-" ওহ কত কি জিনিস "-এখানে কোন কোন জিনিসের কথা বলা হয়েছে?

 উত্তর -করিির আলনা, রংবেরঙের ঝুলন্ত শিকা, পশমের পাখি কাঁচের পুতুল মাটির পুতুল শোলার গাছ আরো কত কি।

 প্রশ্ন -কোথায় কখন তাসের আড্ডা বসিত?

উত্তর- দুপুর বেলায় রানু দিদি দিয়ে বাড়িতে।

 প্রশ্ন -গাঙ্গুলি বাড়িতে অপুর কখন নিমন্তন্ন থাকে ?
 উত্তর -চৈত্র বৈশাখে রামনবমী দোলের দিনে।


           অধ্যায় ১০

 প্রশ্ন -অপু লক্ষণ মহাজনে বাড়ি থেকে কত দিন পর বাড়ি ফিরে এসেছিল?
 উত্তর- দুই দিন ।

প্রশ্ন -"অপু নিজের অদ্ভুত ভ্রমণ কাহিনী বলিয়া বেড়াতে ছিল ,গল্পে কতদিন সে এই কাজ করিয়া ছিল?
 উত্তর -পনেরো দিন।


 প্রশ্ন- রেল রেল খেলায় অপু কি দিয়ে টিকিট বানিয়ে ছিল?

 উত্তর -বাতব নেবুর পাতা দিয়ে ।

প্রশ্ন -"সতু ছুটিতেছে পরের দ্রব্য আত্মসাৎ করিয়া, অপু ছুটিতেছে প্রাণের দাযে
 এখানে সতু কি দ্রব্য আত্মসাৎ করিয়াছিল?


 উত্তর -তিনটি মাকাল ফল।

 প্রশ্ন- সতু অপুর চেয়ে কত বছরে বড়ো ?

উত্তর- ৩- ৪ বছরের বড়ো।


 প্রশ্ন- "দিদি চোখে কিছু দেখতে পারছি না রে" এখানে অপু কেন দেখতে পাচ্ছে না?
 উত্তর -সতু চোখে ধুলো ছুড়ে মেরেছিল।

            অধ্যায় ১১
 প্রশ্ন- মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতাটার নাম কি?
 উত্তর -বিশালাক্ষী দেবী।

 প্রশ্ন- "গ্রামে অল্পদিনে ওলা উঠায় মোরক আরম্ভ হইবে -"কথাটি কে কাকে বলেছিলেন?

 উত্তর- বিশালক্ষী দেবী ,স্বরূপ চক্রবর্তীকে বলিয়াছিলেন।

প্রশ্ন-বিশালক্ষী দেবী ওলাউঠোর মড়ক থেকে রেহাই পাওয়ার জন্য কি বলিয়াছিলেন ?

উত্তর -চতুর্দশী রাত্রে পঞ্চানন তলায় ১০৮ টা কুমড়ো বলি দিয়ে যেন কালীপুজো করা হয়।

প্রশ্ন-অপু জিজ্ঞাসা করল পুজো আর কদিন দেরি আছে মা-
 উত্তরে দুর্গা কত দিনের কথা বলেছিল?


 উত্তর -২২ দিনের


প্রশ্ন রাজিদি অপুকে ষষ্টি মধু বলে কি খাইয়েছিল?
 উত্তর -পোস্ত দানা


 প্রশ্ন -"তাহার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল"- এখানে কার কথা বলা হয়েছে কেন এ কথা বলা হয়েছে?

 উত্তর -এখানে দুর্গার কথা বলা হয়েছে। পাতালকোঁড়ের তরকারি খেয়ে মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠেছিল ।

             অধ্যায় ১৩

প্রশ্ন-অপু বলিল- "এই কড়ি খেলবি"- অপু কাকে কোথায় এ কথাটি বলিয়াছিল?

 উত্তর- অপু বঙ্কাকে জেলেপাড়ায় বঙ্কার বাড়িতে একথা বলিয়া ছিল ।

প্রশ্ন -কোথায় কড়িখেলার আড্ডা জমতো? উত্তর- জেলেপাড়ায় তেতুল তলায় ‌

প্রশ্ন -পটু কড়ি জিতিয়া পাইয়া কোথায় রাখিতো?
 উত্তর -গেঁজের মধ্যে ।

    । ।। অধ্যায় ১৪

ভিডিও দেখুন