সপ্তম শ্রেণী ভূগোল চতুর্থ অধ্যায় ভূমিরুপ সমগ্র অধ্যায়ের প্রশ্ন উত্তর/class 7 geography question answer 4th chapter bhumi rup
সপ্তম শ্রেণী ভূগোল
চতুর্থ অধ্যায়
ভূমিরূপ প্রশ্ন উত্তর
সপ্তম শ্রেণি তোমাদের ভূগোলের ভূমিরূপ অধ্যায়ের বইয়ের পাতা ধরে ধরে পরপর প্রশ্নগুলো তোমাদের সাজিয়ে দেওয়া হলো উত্তর সহ এবং যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো ★চিহ্ন দেওয়া হলো।
আশা করি তোমাদের এগুলি সহজেই বুঝতে পারবে এবং উপকারও লাগবে।
প্রশ্ন- পৃথিবীতে প্রধানত কয় প্রকার ভূমিরূপ দেখা যায় ?কি কি?
উত্তর- তিন প্রকার
এক পর্বত দুই মালভূমি তিন সমভূমি
প্রশ্ন- ভূমিরূপ বলতে কী বোঝো?
উত্তর- আমাদের এই পৃথিবীর ওপরটা সব জায়গায় একই রকম নয়, কোথাও উঁচু কোথাও ঢেউ খেলানো আবার কোথাও নিচু সমতল পৃথিবীর ভূমির এই বৈচিত্র রূপটিকে ভূমিরূপ বলে।
প্রশ্ন- সমস্ত প্রকার ভূমিরুপ গঠনে মূলে কয় প্রকার শক্তি কাজ করে? কি কি?
উত্তর-দুই প্রকার ।
একটা হল ভিতরকার শক্তি অন্যটা হল বাইরের শক্তি ।
★★প্রশ্ন- প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও। উত্তর- আরাবল্লী পর্বত।
★★ প্রশ্ন- আরাবল্লী পর্বত ক্ষয়জাত পর্বত ।
ঠিক/ ভুল
উত্তর; ঠিক।
প্রশ্ন- উৎপত্তি অনুসারে পর্বত কয় প্রকার? কি কি?
উত্তর -তিন প্রকার।
ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত।
প্রশ্ন- ভঙ্গিল পর্বত কাকে বলে?
উদাহরণ দাও ।
উত্তর- দুটি পাতের সংঘর্ষের ফলে ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে।
প্রশ্ন- পর্বত কাকে বলে?
উত্তর- সাধারণত ৯০০ মিটারের বেশি উঁচু শিলা দ্বারা গঠিত ভূমিভাগকে পর্বত বলে।
প্রশ্ন- স্তূপ পর্বত কাকে বলে? উদাহরণ দাও
উত্তর ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠের অনেক সময় ফাটল সৃষ্টি হয়। এই ফাটল গুলোর মাঝেই ভূখণ্ড উঁচু হয়ে অথবা দুই পাশের ভূখণ্ডের নিচে বসে গিয়ে মাঝখানে ভূখণ্ড স্তূপের মত পর্বত সৃষ্টি করে ,একে স্তূপ পর্বত বলে।
যেমন জার্মানির ব্লাক ফরেস্ট ,ফ্রান্সের ভোজ, ভারতের সাতপুরা পর্বত ।
প্রশ্ন- আগ্নেয় পর্বত কাকে বলে ?উদাহরণ দাও।
উত্তর- ভূগর্ভের ম্যাগমা অগ্নুৎপাতের সময় লাভা আকারে বের হয়ে ভূপৃষ্ঠের ওপর শঙ্কুর মতো যে পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয় পর্বত বলে।
যেমন ইতালির ভিসুভিয়াস ,আফ্রিকার কিলিমাঞ্জারো ,জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়া ক্রাকাতোয়া।
প্রশ্ন -পর্বত শৃঙ্গ বা চূড়া কাকে বলে?
উত্তর- পর্বতের উপরের দিকের সরু সূচালো অংশটা হলো পর্বত শৃঙ্গ বা পর্বতচূড়া,।
প্রশ্ন- পর্বত উপত্যকা কাকে বলে ?
উত্তর- দুটো পর্বত চূড়ার মাঝখানে নিচু খাতের মত অংশটা হল পর্বত উপত্যকা ।
প্রশ্ন -পর্বতশ্রেণী কাকে বলে অনেকগুলো পর্বত শৃঙ্গ আর উপত্যকা বিরাট অঞ্চল জুড়ে অবস্থান করলে তাকে বলা হয় পর্বত শ্রেণী।
প্রশ্ন- পর্বত গ্রন্থি কাকে বলে?
উত্তর -অনেকগুলো পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে পর্বতগ্রন্থি তৈরি হয়।
প্রশ্ন -এটানা কি ধরনের পর্বত?
উত্তর- আগ্নেয় পর্বত।
★★ প্রশ্ন- আল্পস কি ধরনের পর্বত?
উত্তর- ভঙ্গিল পর্বত ।
প্রশ্ন- ব্ল্যাক ফরেস্ট কি ধরনের পর্বত?
উত্তর -স্তুপ পর্বত।
প্রশ্ন- হিমালয় কি ধরনের পর্বত?
উত্তর -ভঙ্গিল পর্বত ।
প্রশ্ন- মালভূমি কাকে বলে ?
উত্তর -সাধারণত ৩০০ থেকে ৯০০ মিটারের মধ্যে উঁচু নিচু ভূমিরূপ কে মালভূমি বলে।
★ প্রশ্ন- একটি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ দাও ।
উত্তর -তিব্বত মালভূমি।
প্রশ্ন -একটি মহাদেশীয় মালভূমির উদাহরণ দাও ।
উত্তর- এন্টারটিকা, গ্রিনল্যান্ড।
প্রশ্ন -একটি লাভা গঠিত মালভূমির উদাহরণ দাও ।
উত্তর-মালব মালভূমি
★★প্রশ্ন -একটি ব্যাবিচ্ছিন্ন মালভূমির উদাহরণ দাও।
উত্তর -ছোটনাগপুরের মালভূমি ।
প্রশ্ন- পৃথিবীর সর্বোচ্চ মালভূমির টির নাম লেখ ।
উত্তর- পামির মালভূমি।
★★ প্রশ্ন- "পৃথিবীর ছাদ' কোন মালভূমিকে বলা হয় এবং এর উচ্চতা কত মিটার
উত্তর- পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় ।এর উচ্চতা ৪৮৭৩ মিটার ।
প্রশ্ন- সমভূমি কাকে বলে?
উত্তর -৩০০ মিটারের কম ভূমিরূপ কে সমভূমি বলে।
প্রশ্ন -একটি পলিগঠিত সমভূমির উদাহরণ দাও।
উত্তর- সিন্ধু -গঙ্গা -ব্রহ্মপুত্রের সমভূমি ।
প্রশ্ন- একটি লাভা সমভূমি উদাহরণ দাও।
উত্তর- আইসল্যান্ডের সমভূমি।
★ প্রশ্ন -একটি লোয়েস সমভূমি উদাহরণ দাও।
উত্তর- হোয়াংহ সমভূমি
প্রশ্ন -লোয়েস সমভূমি কিভাবে সৃষ্টি হয় ?
উত্তর- মরুভূমির বালি উডে গিয়ে জমা হয়ে হয়ে লোয়েস সমভূমি সৃষ্টি হয়।
বইয়ের ১৪৬ পাতার নিচের দিকে প্রশ্নগুলির উত্তর।
১. জাপানের একটি আগ্নেয় পর্বত -
উত্তর -ফুজিয়ামা
২. দক্ষিণ আমেরিকার সমভূমি-
উত্তর -পম্পাস
★৩. আমেরিকার ভঙ্গিল পর্বত-
উত্তর -রকি
★৪. ভারতের একটা স্তূপ পর্বত -
উত্তর -সাতপুরা
৫. ফ্রান্সের একটা স্তূপ পর্বত-
উত্তর- ভোজ
৬.প্রশ্ন এশিয়ার ভঙ্গিল পর্বত -
উত্তর -হিমালয়
৭.পৃথিবীর ছাদ -
উত্তর-পামীর
৮. ইউরোপে ভঙ্গিল পর্বত -
উত্তর-অল্পস
৯- ভারতে প্রাচীনতম ভঙ্গিল পর্বত-
উত্তর -আরাবল্লী
১০.দক্ষিণ আমেরিকার ভঙ্গিল পর্বত
উত্তর -আন্দিজ
পরের অধ্যায়ের প্রশ্ন দেখুন