চতুর্থ শ্রেণি বৃত্তি পরীক্ষা ২০২২ সিলেবাস/class 4 britti 3xami dilena 2022 - Online story

Friday, 22 July 2022

চতুর্থ শ্রেণি বৃত্তি পরীক্ষা ২০২২ সিলেবাস/class 4 britti 3xami dilena 2022

 



চতুর্থ শ্রেণি
বৃত্তি পরীক্ষা ২০২২


সিলেবাস
২০২২
(করোনা অতিমারীর কারণে পরীক্ষার্থীদের বর্তমান অবস্থানের কথা বিবেচনা
করে এ বছর সিলেবাসকে সংক্ষিপ্ত করা হয়েছে।অন্যান্য বছরের মত ‘আমাদের পরিবেশ' পুস্তকটিকে যথাক্রমে ‘সমাজ
বিজ্ঞান' (ইতিহাস ও ভূগোল) এবং 'বিজ্ঞান' এই দু'ভাগে ভাগ করে দু'টি আলাদা
বিষয় হিসাবে পরীক্ষা করা হচ্ছে। সমাজবিজ্ঞানের পূর্ণমান ১০০ এবং বিজ্ঞানের


-
বাংলা ঃ

‘পাতাবাহার’
৫ম সংস্করণ, ডিসেম্বর ২০১৭
(১ - ৮৮ পৃষ্ঠা ‘সবার আমি ছাত্র’ থেকে ‘আলো’ পর্যন্ত)
ব্যাকরণ - সংশ্লিষ্ট পাঠের অনুশীলনী।
অনুচ্ছেদ রচনা : জীবনী, গৃহপালিত পশু, উৎসব।


গণিত ঃ
‘আমার গণিত' সংস্করণ ডিসেম্বর, ২০২১
(১ - ১৫৫ পৃষ্ঠা 'আগের পড়া মনে করি’ থেকে ‘বাটিতে দুধ ঢালি’
এবং ২০২ - ২১৪ পৃষ্ঠা ‘আকার তৈরি করি’ ও ‘ছবির চারধার মুড়ে দি’ পর্যন্ত)
সমাজ বিজ্ঞান :
'আমাদের পরিবেশ' সংস্করণ, ডিসেম্বর ২০২১
বিজ্ঞান :
(৫০ - ৮৯ পৃষ্ঠা এবং ১০০ - ১১০ পৃষ্ঠা পর্যন্ত)
‘আমাদের পরিবেশ’ সংস্করণ, ডিসেম্বর ২০২১
(১ ৪৩ পাতা পৃষ্ঠা)

ইংরেজি :
'BUTTERFLY' 8th Edition December 2020
(Page 1 to page 66 - upto Lesson 5)
Primary English ... ... December, 2017
(Page 7 - 29 & Page 35-42)



গণিত প্রশ্নের উত্তর দেখুন