তৃতীয় শ্রেণি বাংলা গল্প -হিংসুটি সুকুমার রায় হাতে-কলমে অনুশীলনী প্রশ্নের উত্তর/ class 3 bangla story hingsuti question - Online story

Friday 22 July 2022

তৃতীয় শ্রেণি বাংলা গল্প -হিংসুটি সুকুমার রায় হাতে-কলমে অনুশীলনী প্রশ্নের উত্তর/ class 3 bangla story hingsuti question


         
       তৃতীয় শ্রেণি
বাংলা
   গল্প -হিংসুটি
              সুকুমার রায়
হাতে-কলমে অনুশীলনী প্রশ্নের উত্তর




প্রশ্ন ও উত্তর
১. একটি বাক্যে উত্তর দাও :

১.১ হিংসুটির নাম বলা মুশকিল কেন?
উঃ। তাহলে সেই নামের শান্ত পাঠিকা রেগে যেতে পারে।


১.২ হিংসুটির দিদি কেমন মেয়ে? উঃ। হিংসটির দিদি খুব লক্ষ্মী ও শান্ত মেয়ে।


১.৩ হিংসটির বয়স কত?
উঃ। হিংসটির বয়স সাত বছর।

১.৪ হিংসটির দিদির বয়স কত?
 উঃ। হিংসুটির দিদির বয়স আট বছর।


১.৫ হিংসুটির দিদি কী কী পড়ে ফেলেছে?
উঃ। হিংসুটির দিদি ‘বোধোদয়’, ‘ছেলেদের রামায়ণ' ও 'ইংরেজি ফার্স্টবুক' পড়ে ফেলেছে।


১.৬ স্কুলে কে কেমন ফল করত?
উঃ। হিংসটি স্কুলে বকুনি খেত আর শাস্তি পেত, আর তার দিদি গ্রাইজ পেত।


১.৭ দিদি ছবির বই প্রাইজ পেলে হিংসটি কী করল?
উঃ। দিদি ছবির বই প্রাইজ পেলে হিংসটি সেটা কালি ঢেলে, মলাট ছিঁড়ে, কাদায় ফেলে নষ্ট করে ফেলল।


১.৮ হিংসুটি দিদির খাবারের দিকে তাকিয়ে কাঁদল কেন?
 উঃ। দিদির রসমুন্ডিটা তার থেকে বড়ো ছিল বলে।


১.৯ দিদির জন্মদিনে হিংসটি কী করে?
 উঃ। দিদির জন্মদিনে হিংসটি চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলে।


১.১ একদিন হঠাৎ হিংসুটি মায়ের আলমারি খুলে কী দেখল?
উঃ। সে মায়ের আলমারিতে একটা টুকটুকে রাঙা সুন্দর পুতুল দেখল।


১.১১ হিংসটির ভয়ানক রাগ হলো কেন?
উঃ। হিংসুটি ভেবেছিল দিদি বুঝি পুতুলটা তার মামার কাছ থেকে আদায় করেছে।

১.১২ কেন হিংসুটির চোখ ফেটে জল এল?
উঃ। এত সুন্দর পুতুলটা তার দিদির, এই কথা ভেবে তার চোখ ফেটে জল এল।


১.১৩ কে, কাকে ডান্ডা দিয়ে ধাঁই ধাঁই করে মারতে লাগল?
উঃ। হিংসুটি, পুতুলটাকে ডান্ডা দিয়ে ধাঁই ধাঁই করে মারতে লাগল।


১.১৪ মারার পর সে কী করল?
উঃ। মারার পর সে পুতুলটাকে বাক্সের মধ্যে ঠেসে তুলে রাখল।


১.১৫ মামা কখন হিংসুটিকে ডাকতে লাগলেন?
 উঃ। মামা বিকেলে এসে হিংসুটিকে ডাকতে লাগলেন।


১.১৬ মামা হিংসুটিকে ডেকে কী বললেন? উঃ। মামা হিংসুটিকে ডেকে বললেন, তিনি তার জন্য একটা পুতুল এনেছেন।


১.১৭ হিংসুটির বুকের মধ্যে ধড়াস করে উঠল কেন?
উঃ। কারণ, তার ধারণা হলো নষ্ট করা পুতুলটি তাহলে তারই ছিল।


১.১৮ সে কাঁদো কাঁদো গলায় কী বলল?
উঃ। সে বলল, পুতুলটার লাল জামা আর জুতো পরানো ছিল কিনা।


১.১৯ হিংসুটির কথা শুনে মা কী বললেন? উঃ। হিংসুটির কথা শুনে মা জানতে চাইলেন যে, সে পুতুলটা দেখেছে কিনা।


১.২০ হিংসুটি ভ্যাঁ করে কেঁদে একদৌড়ে পালিয়ে গেল কেন?
উঃ। কারণ, সে তার নিজের পুতুলটা নিজেই নষ্ট করেছে।
২. 'ক' স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :
মিটমিটে-------চোখ
ফুটফুটে------গলা
কচি কচি----হাত-পা
টুকটুকে ---- জামাকাপড়
কাঁদো কাঁদো----- মুখ




৩.৪ শুনে
৩.৫ সে কাঁদো কাঁদো
৩.৬ সে খানিকক্ষণ ফ্যালফ্যাল করে
৩. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :-


৩.১ হিংসুটি তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যা করে------(কেঁদে ফেলল/হেঁসে ফেলল/খেয়ে ফেলল)।
উঃ। কেঁদে ফেলল।

৩.২ সে একটা ডান্ডা দিয়ে ধাঁই ধাঁই করে পুতুলটাকে------- (আদর করল/মারতে লাগল/স্নান করাল)।
উঃ। মারতে লাগল।


৩.৩ সে------(আনন্দে/দুঃখে/রাগে) গরগর করতে করতে চলে গেল।
 উঃ। রাগে।


৩.৪ শুনে -------(হিংসায়/ভয়ে/করুণায়) হিংসুটির বুকের মধ্যে ধড়াস করতে লাগল। উঃ। ভয়ে।


৩.৫ সে কাঁদো কাঁদো(গলায়/মুখে/চোখে) বলল।
উঃ। গলায়।

৩.৬ সে খানিকক্ষণ ফ্যালফ্যাল করে(শুনে/তাকিয়ে/ছুঁয়ে) একদৌড়ে সেখান থেকে পালিয়ে গেল।
উঃ। তাকিয়ে।

৪. কোনটি বেমানান খুঁজে বের করে গোল দাগ দাও :
৪.১ দুষ্টু, শান্ত, হিংসুটি, ঝগড়াটি।
উঃ। শান্ত।

৪.২ বোধোদয়, ছেলেদের, রামায়ণ, রসমুন্ডি, ইংরেজি ফার্স্টবুক।
উঃ। রসমুন্ডি।


৪.৩ নাচতে নাচতে, ফুঁপিয়ে ফুঁপিয়ে, গাল ফুলিয়ে, ঠোঁট বাঁকিয়ে।
উঃ। নাচতে নাচতে।

৪.৪ মা, নানা, দিদি, হিংসুটি।
উঃ। হিংসুটি।

৪.৫ বাক্স, আলমারি, মলাট, পুতুল।
উঃ। মলাট।


৫. হিংসুটির দিদিকে ‘লক্ষ্মী মেয়ে’ বলা হয়েছে কেন?
 উঃ। হিংসুটির দিদি ছিল শান্ত ও লক্ষ্মী। সে পড়াশোনা করত আর কাউকে হিংসা করত না। তাই হিংসুটির দিদিকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে।


৬. মামার দেওয়া পুতুলটা কেমন ছিল? সেটা কোথায় রাখা ছিল?
উঃ। মামার দেওয়া পুতুলটা মিটমিটে চোখ, কচিকচি হাত-পা, ফুটফুটে মুখ আর টুকটুকে লাল জামাকাপড় ও জুতো পরেছিল। সেটা মায়ের আলমারিতে বাক্সের মধ্যে রাখা ছিল।


৭. তুমি কী হিংসুটির মতো হতে চাও? কেন চাও বা চাও না, তা লেখো।
উঃ। না, আমি হিংসুটির মতো হতে চাই না। কারণ, আমি সবার সাথে মিলেমিশে থাকতে চাই। যাতে সবাই আমাকে ভালোবাসে। কেউ আমাকে খারাপ না বলে।

৮. ‘হিংসে করা ভালো নয়' – এই বিষয়ে পাঁচটি বাক্য লেখো।
উঃ। হিংসে করলে কেউ ভালোবাসে না। যারা হিংসে করে সবাই তাদের হিংসুটে বলে। হিংসা না করে সবার সাথে মিলেমিশে থাকলে সবাই ভালোবাসে। কেউ খারাপ বলে না। তাই হিংসা করা মোটেই ভালো নয়।






সমাপ্ত।'


 

1 comment