চতুর্থ শ্রেণি বৃত্তি পরীক্ষা বাংলা প্রশ্ন ২০১৯ উত্তরসহ আলোচনা class 4 bangla question britti examination - Online story

Friday 22 July 2022

চতুর্থ শ্রেণি বৃত্তি পরীক্ষা বাংলা প্রশ্ন ২০১৯ উত্তরসহ আলোচনা class 4 bangla question britti examination

 



বৃত্তি পরীক্ষা রচনা সাজেশন ২০২২

        চতুর্থ শ্রেণি
বৃত্তি পরীক্ষা ২০২২


বিজ্ঞান বৃত্তি পরীক্ষা প্রশ্ন উত্তর দেখুন 2018
২০১৮ সালের বাংলা বৃত্তি পরীক্ষা

  ২০১৭ সালে বাংলা উত্তর দেখুন
  ২০১৮ বাংলা বৃত্তি প্রশ্নের উত্তর দেখুন

প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পঃবঃ    
           পরিচালিত
প্রাথমিক শেষ পরীক্ষা (বৃত্তি পরীক্ষা) • ২০১৯
পূর্ণমান- 100
বিষয় : বাংলা
সময় : ২ ঘণ্টা ৩০ মিঃ

১। যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও।

(ক) ঘাস তো আমার মা-ও খায় সে তোমার মতো এত বড়ো হয়নি।" – কোন
রচনার অংশ? লেখক কে? কে কাকে এই কথাটি বলেছিল? কেন বা বলেছিল। বক্তা কী উত্তর পেল? তারপর কী সিদ্ধান্ত হল?

উঃ- ★নরহরি দাস রচনার অংশ ।
★লেখক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী্।
★কথাটি ছাগল ছানা ষাঁড় কে বলেছিল।
★কারণ ছাগলছানা ষাঁড়ের শিং দেখে ছাগল  মনে করে তাকে জিজ্ঞাসা করেছিল ,তুমি কি খাও? তার উত্তরে ষাঁড়  বলেছিল ঘাস খায়। তখন ছাগলছানা তখন কথা বলেছিল।
★বক্তা যে উত্তরটি পেয়েছিল তা হল তার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি করে খায়।
★তারপর সিদ্ধান্ত হয়েছিল ছাগলছানাকে ষাঁড় বনের ভিতর ঘাস খাওয়াতে নিয়ে যাবে।

২০১৭ সালে বাংলা বৃত্তি প্রশ্নের উত্তর

(খ) “সিংহের মামা আমি নরহরি দাস " – উদ্ধৃত কথাগুলি কোন গল্পের অংশ? লেখক কে? নরহরি দাস আসলে কে? সে কাকে ভয় দেখাতে চেয়েছিল। শেষপর্যন্ত বাঘ
ভয় পেয়ে পালিয়ে গেল কেন?


উঃ-★উদ্ধৃত কথাগুলি নরহরি দাস রচনার অংশ।
★ লেখক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
★নরহরি দাস আসলে ছিল ছাগলছানা‌।
★নরহরি দাস শিয়ালকে ভয় দেখাতে গিয়েছিল।
★ছাগলছানা দূর থেকে বাঘ এবং শিয়ালকে আসতে দেখে বলে ওঠে "দূর হতভাগা তোকে দিলাম দশভাগের করি ,

একভাগ নিয়ে এলি

 লেজে দিয়ে দড়ি"। শুনে বাঘ খুব ভয় পেয়ে যায়। সেভাবে নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাস কে খেতে দেয়ার জন্য নিয়ে এসেছে। এই ভেবে বাঘ শেষ পর্যন্ত দৌড়ে পালিয়ে যায়।


(গ) “তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে।”
– উদ্ধৃত অংশটি কোন গদ্যের অংশ? এর লেখক কে? কে কাকে এই কথা বলেছিল? কোন ঘটনার প্রেক্ষিতে এই কথা বলা হয়েছে?
                                        1+1+2+৪=৮
উঃ-★উদ্ধৃত অংশটি ছেলেবেলার দিনগুলি গদ্যের অংশ?
★লেখক পূর্ণ লতা চক্রবর্তী
★কথাটি লেখক এর মা লেখক কে বলেছিল।
★লেখক একদিন চোর পুলিশ খেলছিল। লেখকের দাদা হয়েছিল পুলিশ লেখক হয়েছিল চোর ।লেখকের হাতে একটি সাপমুখো বালা ছিল। তার একটা মুখ টেনে ফাঁক করে অন্য বলাটা তার ভিতর দিয়ে গলিয়ে দিব্যি হাতকরি বানিয়ে তার দাদা লেখক কে ধরে নিয়ে চলল। সেই অবস্থায় লেখক এক ঝটকায় হাত ছাড়াতে গিয়ে বালা ভেঙে তিন টুকরো হয়ে ছাদে ছড়িয়ে পড়েছিল। টুকরোগুলো কুড়িয়ে মায়ের কাছে নিয়ে গেলে মা হেসে এই কথা বলেছিল।



(ঘ) লুশাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে। কেন পাহাড়কে ভয়ঙ্কর জায়গা
বলা হয়েছে। কারা সেই পাহাড়ে গিয়েছিল। রাতে কোথায় তাবু খাটানো হয়েছিল। ঐ রাতে বুনো হাতীদের কীভাবে তাড়ানো হয়েছিল।
                          1+2+1+1+৩=৮
উঃ- ★ লুশাই পাহাড়ের বিস্তার সাড়ে- ছশো সাতশো বর্গমিটার জায়গা নিয়ে।
★লুশাই পাহাড়কে ভয়ংকর বলা হয়েছে কারণ ,সে পাহাড়ে মানুষের নাম গন্ধ নেই ।শুধু জানুয়ারির কিলিবিলি। সন্ধ্যার পর পা ফেললে মনে হয় এই বুঝি বাঘ মারালাম। বেলা নটা দশটার আগে সূর্য দেখা যায় না।
★সেই পাহাড়ে গিয়েছিল ,লেখক প্রমাদা রঞ্জন রায় সহ প্রায় ষাট জন লোক।
★ রাত্রে তাবু খাটানো হয়েছিল নদীর ওপারে।
★ওই রাতে বুনো হাতিকে লুশাইরা শুকনো বাঁশের মশাল তৈরি করে, লম্বা লম্বা কাঁচা বাঁশের আগায় বেঁধে রেখে ,মশাল জ্বেলে হাতি কে ভয় দেখিয়ে তাড়িয়ে ছিল।



(ঙ) “ভাত হয়ে গেলে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে।" — উদ্ধৃত অংশটি কোন
গল্প থেকে নেওয়া হয়েছে। রাঁধার কাজটি কে করেছিল? কী চালের ভাত হল।?কোথা থেকে মাছ কেনা হয়েছিল? কোথায় রান্না করা হয়েছিল? কীসের থালায় তারা ভাত খেয়েছিল। খাওয়ার পর কী কী জিনিস বুয়ে তারা কোথায় রেখেছিল।

উঃ-★ উদ্ধৃত অংশটি আমার মা–র বাপের বাড়ি গল্প থেকে নেওয়া হয়েছে।
★রান্নার কাজটি করেছিল এক মাঝি।
★লাল লাল মোটা চালের ভাত হয়েছিল।
★মাছ কেন হয়েছিল পথে আসতে আসতে।
★রান্না হয়েছিল মাটির উনুনে।
★ভাত খাওয়া হয়েছিল মাটির থালায়।
★খাওয়ার পর যেসব জিনিস গুলি ধুয়ে তারা তুলে রেখেছিল সেগুলি হল ,থালা ,বাটি ,হাঁড়ি কড়াই।
★জিনিসগুলি রাখা হয়েছিল নৌকার পাটাতনের নিচে।




২। যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও :
                     8 × 8 = 16
(ক) "মাটির কাছে সহিষ্ণুতা / পেলাম আমি শিক্ষা" – কোন কবিতার অংশ। কার লেখা? কবি কী বলতে চেয়েছেন।

উঃ-★উদ্ধৃত অংশটি সবার আমি ছাত্র কবিতার অংশ।
★লেখক সুনির্মল বসু।
★এখানে কবি বলতে চেয়েছেন ,মাটির উপর যত অত্যাচার হোক না কেন ,মাটি যেমন চুপচাপ সহ্য করে ।এরকম সহ্য ক্ষমতা শেখার শিক্ষা মাটির কাছে পেয়েছেন। অর্থাৎ বাঁচতে গেলে সহ্য ক্ষমতা চাই।



(খ) "আল্লা মেঘ দে পানি দে ছায়া দে রে তুই।" কোন কবিতার অংশ? পানির অভাবে কোন্ পরিস্থিতি তৈরী হয়েছিল?

উঃ-★উদ্ধৃত অংশটি বর্ষার প্রার্থনা কবিতার অংশ ।
★লেখক জসীমউদ্দীন ।
★পানির অভাবে আসমান হয়েছিল টুডা টুডা এবং জমিন হয়েছিল ফাডা।খাল বিল শুকিয়ে গিয়েছিল ।জলের জন্য পাখি কেঁদে কেঁদে মরছিল। কপোত কপোতি খোপেতে বসিয়ে সর্বদা কাঁদতে ছিল। শুকনো ফুলের কুড়ি ঝরে পড়ছিল।


(গ) “সত্যি চাওয়া” – কবিতাটি কার লেখা? এখানে ‘তোরা' বলতে কাদের বোঝানো হয়েছে? তারা সত্যি চাইলে কী কী হতে পারে বলে কবি মনে করেন?
১+১+২= ৪

উঃ- ★কবিতাটি নরেশ গুহুর লেখা তোরা বলতে কবি এখানে প্রকৃতি প্রেমী শিশুদের কথা বলেছেন।
★ সত্যি চাইলে ঘাস সবুজ হবে। জল মিষ্টি হবে । ফলের স্বাদ হবে। বাতাস গানে ভরে যাবে।



(ঘ) “চৌপর দিনভোর দ্যায় দূর পাল্লা” - কবির নাম কী? কে দূর পাল্লা দেয়? কবিতায়
‘চৌপর’ ও ‘পাল্লা’ শব্দের অর্থ কী?

উঃ-কবির  নাম হইলো সত্যেন্দ্রনাথ দত্ত।
তিনজন মাল্লা  দূর পাল্লা দেয়। চৌপর "-কথার অর্থ হইলো সমস্ত দিন বা রাত।

 পাল্লা শব্দটির অর্থ হইলো প্রতিযোগিতা।

(ঙ) “এক লাইনে সবাই বসে করল খাওয়া শুরু” – কবি কে? এক লাইনে বসে কী কী খাওয়া হল? খাওয়া শেষে কী হল?

উঃ-কবি হলেন-গোলাম মোস্তফা। ★এক লাইনে বসে সবাই ধুলো- বালির কোর্মা-পোলাও, এবং কাদার পিঠেখাওয়া হলো।
★খাবার শেষে লেখক যেই হাজির হয়েছিল,তখন দুষ্টু রা হেসে পালিয়ে গিয়েছিল।

৩। কবি ও কবিতার নাম লিখে শূন্যস্থান পূরণ করো :
উত্তর-

   বহু দিন ধরে বহু ক্রোশ দূরে,
 বহু ব‍্যয় করি বহু দেশ ঘুরে,

   দেখিতে গিয়েছি পর্বতমালা
    দেখিতে গিয়েছি সিন্ধু।




৪.ক) অর্থ লেখো (যে কোনো ৬টি)ঃ
আকাঙ্ক্ষা, মুলুক, মৌন, হরিদ্রা, নিশানা, জহরত, খোরাক, মরাল।

আকাঙ্ক্ষা– উচ্চ আসা বা মনোবাসনা

মুলুক– নিজে এলাকা

মৌন, – নিরব চুপচাপ

হরিদ্রা– হলুদ বর্ণ

 নিশানা– তাক্,লক্ষ্য করা

 জহরত– মূল্যবান পাথর

 খোরাক– ভরণপোষণ অর্থাৎ খাওয়া-দাওয়া সহ দায় দায়িত্ব

 মরাল– রাজ হাঁস


খ) বাক্য রচনা করো (যে কোনো ৩টি):
সোঁদা গন্ধ, নেমন্তন্ন, আগুয়ান, আয়াস, গৌরব।

সোঁদা গন্ধ- বর্ষাকালে ভিজে মাটিতে সোঁদা গন্ধ বেরোয়।

নেমন্তন্ন- বিয়ে বাড়িতে অনেকের নেমন্তন্ন থাকে

 আগুয়ান -জোয়ানের মত আগুয়ানন হওয়া দরকার।

আয়াস -বসে বসে আয়াস করলে রোগে ধরে।

 গৌরব– ১৫ আগস্ট আমার এই গৌরবের দিন


গ)   বর্ণ বিশ্লেষণ করো (যে কোনো ৩টি) :
লাজুক, মোমবাতি, দেশান্তর, নিমন্ত্রণ, নিঃশ্বাস।

লাজুক–ল্ +আ+ জ্+ উ+ ক্+ অ

 মোমবাতি–ম্+ ও +ম্+ ব্+ আ+ ত্+ ই

দেশান্তর–দ্ +এ+ শ্+ আ+ ন্+ ত্+ র্ +অ

নিমন্ত্রণ–নৃ+ ই+ ম্+ ন্+ র্+ ত্ +ণ

নিঃশ্বাস–ন্+ ই+ ঃ+ শ্ +ব্ +আ +স্


ঘ)  বিপরীত শব্দ লেখো (যে কোনো ৬টি):
উল্টো, দুরন্ত, আধাআধি, সূর্যাস্ত, বিভেদ, দুর্বল, অন্ধকার।
১+১+৬ = ৮
উল্টো- সোজা

দুরন্ত -শান্ত

আধাআধি -সম্পূর্ণ ,গোটা

 সূর্যাস্ত -সূর্যাদয়

 বিভেদ– অভেদ, একত্রিত

 দুর্বল–, সবল

অন্ধকার –আলো


৫। ক) এলামেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো (যে কোনো ৪টি) ঃ ৪ × ১ = ৪
দা বে য় কা, শ টে ন ভি লি, ক্তি ভোপজন, সাৎ উহ, লহিলা মোত, যো তা তি প্ৰ গি।


দা বে য় কা– বে কায়দা

 শ টে ন ভি লি টেলিভিশন

ক্তি ভোপজন– ভোজন পংক্তি

সা ৎ উ হ– উৎসাহ

ল হি লা মো ত–

যো তা তি প্ৰ গি– প্রতিযোগিতা



খ) লিঙ্গ পরিবর্তন করো (যে কোনো ৪টি):
বৃদ্ধ, চাকর, মরাল, সাহেব, গিন্নী, জ্যেঠা।

বৃদ্ধ -স্ত্রী লিঙ্গ বৃদ্ধা

চাকর–স্ত্রীলিঙ্গ হবে চাকরানী

 মরাল-স্ত্রীলিঙ্গ হবে মরালী

 সাহেব, স্ত্রীলিঙ্গ হবে বিবি

গিন্নী-পুংলিঙ্গ হবে কর্তা

, জ্যেঠা-স্ত্রীলিঙ্গ হবে জেঠুমা

গ) এক কথায় প্রকাশ করো (যে কোনো ৪টি) :
যে বিদেশে থাকে, বুদ্ধি আছে যার, ভিক্ষার অভাব, দেখা যায় না যা, ময়ূরের ডাক, জল ও স্থলে থাকে যে।
যে বিদেশে থাকে -প্রবাসী

, বুদ্ধি আছে যার- বুদ্ধিমান

, ভিক্ষার অভাব -দুর্ভিক্ষ

 দেখা যায় না যা- অদৃশ্য

, ময়ূরের ডাক, -কেকা

 জল ও স্থলে থাকে যে–উভচর

৬। যে কোন কটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো :
১×৮ = ৮



ক) একজন মনীষীর জীবনী।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-
১৮২০ খ্রিস্টাব্দে ২৬ শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়। তাহার জন্মস্থান মেদিনীপুরে বীরসিংহ গ্রাম। তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। মাতা ভগবতী দেবী তিনি বিধবা বিবাহ চালু করেন। ১৮ ৯১ খ্রিস্টাব্দে ২৯ শে জুলাই তিনি পরোলকে যাত্রা করেন।

খ) বাঙালির প্রিয় উৎসব। বাঙালি প্রিয় উৎসব হল দুর্গাপূজা, এই উৎসবটি শরৎকালে অনুষ্ঠিত হয় চার দিন ধরে এই উৎসবটি পালিত হয়। গ্রামে শহরে পূজা মন্ডপগুলি আলোকসজ্জায় সেজে ওঠে। প্রতিমা দর্শন করার ভিড় লেগে থাকে ।সারা দিন রাত। পূজা মন্ডপ গুলিতে মাইক গান বাজনা সংস্কৃতি অনুষ্ঠান বিচিত্রারা অনুষ্ঠানে ভরে থাকে । কাজের তাগিদে বাইরে থাকা সকল মানুষেরা গ্রামে দেশের বাড়িতে ফেরে। বাচ্চারা নতুন জামা প্যান্ট পড়ে পূজা মন্ডপে ভিড় করে ।দশমী তিথিতে প্রতিম বিসর্জন করা হয় বাজি ফাটিয়ে আলোকসজ্জায় সজ্জিত করে।

 গ) শীতের উৎসব।- পৌষ মাঘ এই দুই মাস নিয়ে হয় শীতকাল শীতকাল উৎসবে ভরা শীতকালে সরস্বতী পূজা বড়দিন পিঠেপুলি পৌষ মেলা বিভিন্ন উৎসব পালিত হয়। এ সময় ছাত্র-ছাত্রীদের বড় উৎসব সরস্বতী পূজা আনন্দের সঙ্গে ছাত্রছাত্রীরা পালন করে। যিশুখ্রিষ্ট জন্মদিন উপলক্ষে বড়দিন উৎসব বাঙালির একটা অন্যতম উৎসব হয়ে দাঁড়িয়েছে। এছাড়া পৌষ সংক্রান্তিতে ঘরে ঘরে পিঠে পুলি বাঙালির অন্যতম উৎসব এছাড়াও নদী মেলা গ্রাম্য মেলা উৎসবের শীতকাল ভরা থাকে।

সকল প্রশ্নের উত্তর নীচে ক্লিক করুন
                  2023
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

                  2022
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর




2021(2022)
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

Math question answer

Samaj biggan answer

2019
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

ইংরেজি প্রশ্ন

গণিত প্রশ্নের উত্তর

Math question answer


2018
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

Bangla প্রশ্নের উত্তর

Englishপ্রশ্নের উত্তর

2017

বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

Bangla প্রশ্নের উত্তর

2016

English প্রশ্নের উত্তর

বিজ্ঞান প্রশ্নের উত্তর

2019 থেকে 2022 সকল প্রশ্ন PDF

●●English paragraph suggestion answer


২০১৭ সালে বাংলা  প্রশ্নের উত্তর দেখুন


২০১৮ সালে বাংলা বৃত্তি প্রশ্নের উত্তর দেখুন