class 4 biggan britti question answer about 2019 / চতুর্থ শ্রেণি বিজ্ঞান বৃত্তি পরীক্ষা প্রশ্নের উত্তর ২০১৯
বৃত্তি পরীক্ষা ২০২২ রচনার সাজেশন দেখুন
২০১৭ সালে বিজ্ঞান প্রশ্নের উত্তর দেখুন
২০১৮ সালের বিজ্ঞান প্রশ্নের উত্তর দেখুন
প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পঃ বঃ পরিচালিত
প্রাথমিক শেষ পরীক্ষা
(বৃত্তি পরীক্ষা) – ২০১৯
বিষয় : বিজ্ঞান সময় : ১ ঘন্টা ৩০ মিঃ
পূর্ণমান - ৫০
১। শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি
. ১× ৬ = ৬
ক) সমুদ্রের জল থেকে –তৈরী করা যায় ।
উঃ-লবণ
খ) ----------উদ্ভিদের রান্নাঘর বলে।
উঃ-পাতা
গ)পাাাড়ের চূড়ায়--------কম থাকে
উঃ-বাতাস
ঘ) নিঃশ্বাস ছাড়ার সময় শরীর থেকে
— গ্যাস বেরিয়ে যায়।
উঃ- কার্বন -ডাই -অক্সাইড
ঙ) বাতাসে------গ্যাস সবচেয়ে বেশি পরিমাণ আছে।
উঃ-নাইট্রোজেন
চ) পেরেক লোহার তৈরি একটি-------
উঃ- বস্তু
ছ) সময় পরিমাপের একক হল-----
উঃ- সেকেন্ড
২। ভুল সংশোধন কর (যে কোনো পাঁচটি) :
ক) ব্যাঙেদের খাবার হল লতাপাতা।
উঃ-ব্যাঙেদের খাবার হল পোকামাকড়।
খ) যেসব প্রাণীকে খালি চোখে দেখা যায় না তাদের দূরবীন দিয়ে দেখা যায়।
উঃ-যেসব প্রাণীকে খালি চোখে দেখা যায় না তাদের অণুবীক্ষণ দিয়ে দেখা যায়।
গ) সাঁতার কাঁটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো আলাদা থাকে।
উঃ-সাঁতার কাঁটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো জোড়া থাকে।
ঘ) শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে।
উঃ-শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে।
ঙ) গির অরণ্য পশ্চিমবঙ্গে অবস্থিত।
উঃ-গির অরণ্য গুজরাটে অবস্থিত।
চ) সব কাজে একই পরিমাণ শক্তির প্রয়োজন হয়।
উঃ-সব কাজে আলাদা পরিমাণ শক্তির প্রয়োজন হয়।
৩। যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও :
ক) খেলাধূলা করার প্রয়োজনীয়তা কী?
উঃ- খেলাধুলা করলে শরীরে গঠন হয়। শরীর ভালো থাকে। পড়াশোনায় মন বসে। কাজের ক্ষমতা বাড়ে। মনে বল বৃদ্ধি পায় ।তাই খেলাধুলা প্রয়োজনে তে আছে।
খ)প্যাকেট-করা তৈরি খাবার খেলে কী কী অসুবিধা হতে পারে?
উঃ- প্যাকেট তৈরি খাবার খেলে শরীরে পেটের গন্ডগোল দেখা যায়। হজমের সমস্যা হয়। বড়ো রোগের সৃষ্টি হতে পারে।
গ) খাবার থেকে আমরা কীভাবে শক্তি পাই ?
উঃ- খাবার আমাদের শরীরে শক্তি যোগায়। সুষম খাবার খেলে শরীরের সমস্ত ক্রিয়া ঠিকভাবে পরিচালিত হয় ।অঙ্গ-প্রত্যঙ্গ ভালো থাকে। কার্যকরার ক্ষমতা বাড়ে। শরীরের সমস্ত অঙ্গকে ভালো রাখে।
ঘ) ফুসফুস বা শ্বাসনালীর রোগ কেন হয়?
উঃ- কলকারখানা ধোঁয়া , বিষাক্ত গ্যাস এবং ধূমপান এ কারণে ফুসফুস এবং শ্বাসনালী রোগ হয়।
ঙ) মিশ্রণকে আলাদা করার তিনটি পদ্ধতি উল্লেখ কর?
উঃ- চুম্বকের সাহায্যে লোহার টুকরো এবং চাল থাকলে আলাদা করা যায়।
চালের মধ্যে যদি বালি মিশে থাকে তাহলে কুলো দিয়ে আলাদা করা যায়।
চালের মধ্যে ধুলো থাকে তাহলে জলে ভিজিয়ে আলাদা করে।
৪। যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :
১×৫ = ৫
৩ × ৪ = ১২
৪× ৩ = ১২
ক) বাঘ বিলুপ্ত হয়ে যাচ্ছে কেন?
উঃ- চোরা শিকারীরা বাঘ হত্যা করছে এবং বাঘের খাবার এবং বাসস্থানের সঙ্কট দেখা দিচ্ছে ।ফলে বাঘ বিলুপ্ত হয়ে যাচ্ছে যাচ্ছে।
খ) কীভাবে আকাশে মেঘ তৈরি হয় ?
উঃ- সূর্যের তাপে নদী নালা খাল বিলের জল বাস্প হয়ে উপরে উঠে যায় ।উপরে উঠে গিয়ে ঠান্ডা বাতাসের সংস্পর্শে ঘনীভূত হহয়ে জলকণায় পরিণত হয়। ওকে আমরা মেঘ বলি।
গ) গাছেরা খাবার তৈরিতে পরিবেশ থেকে কী গ্যাস গ্রহণ করে এবং পরিবেশে কী গ্যাস বর্জন করে ?
উঃ- গাছেরা খাবার তৈরি করার সময় পরিবেশ থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস গ্রহণ করে এবং অক্সিজেন গ্যাস ত্যাগ করে।
ঘ) সুষম আহারের মধ্যে যে চার ধরনের খাবার থাকে, তাদের প্রত্যেকের একটি করে
উদাহরণ দাও।
উঃ
- দানা জাতীয় খাবার -ভাত।
শাকসবজি ফুল জাতীয় খাবার -পেয়ারা
তেল জাতীয় খাবার -বাদাম ।
মাছ মাংস জাতীয় খাবার -মাছ।
ঙ) হাওয়া মিশ্র পদার্থ কেন?
উঃ- হাওয়ার মধ্যে বিভিন্ন গ্যাস ধূলিকণা জলীয় বাষ্প মিশে থাকে ।তাই হাওয়ায় একটি মিশ্র পদার্থ।
৫। নীচের তিনটি প্রশ্নের উত্তর দাও :
৫ × ৩ = ১৫
ক) আমরা কত রকমের পদার্থ দেখতে পাই? নাম উল্লেখ করে প্রত্যেকের একটি করে
-উদাহরণ দাও।
উঃ- আমরা তিন ধরনের পদার্থ দেখতে পাই। যেমন কঠিন তরল ও গ্যাসীয়।
কঠিন পদার্থ হইল -লোহা ।
তরল পদার্থ -জল।
গ্যাসীয় পদার্থ -অক্সিজেন
খ) খাবার তাড়াহুড়ো করে খেলে বিষম লাগে কেন?
উঃ- খাবার তাড়াহুড়ো করে খেতে গেলে গলার মধ্যে শ্বাসনালীতে আটকে যায়। তার ফলে শ্বাসকষ্ট হয় এবং কাশি হয়। একে আমরা বিষম লাগাবো বলি।
গ) শীতকালে ভিজে জামাকাপড় তাড়াতাড়ি শুকায়, কিন্তু বর্ষাকালে দেরী হয় কেন?
উঃ- শীতকালে বাতাসে জলীয় বাষ্প পরিমাণ কম থাকে ফলে শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকায়। বর্ষাকালে বাতাসে জড়িয়ে পড়ার সময় পরিমাণ বেশি থাকে। ফলে বর্ষাকালে জামা কাপড় শুকাতে দেরি হয়।
২০১৭ সালের বিজ্ঞান প্রশ্নের উত্তর দেখুন
২০১৮ সালের বিজ্ঞান প্রশ্নের উত্তর দেখুন