class 4 britti examination poribesh question answer for 2017/ চতুর্থ শ্রেণী বৃত্তি পরীক্ষার প্রশ্ন পরিবেশ ২০১৭ - Online story

Thursday 21 July 2022

class 4 britti examination poribesh question answer for 2017/ চতুর্থ শ্রেণী বৃত্তি পরীক্ষার প্রশ্ন পরিবেশ ২০১৭

 




2018 সালের পরিবেশ প্রশ্ন দেখুন

প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পঃবঃ পরিচালিত
প্রাথমিক শেষ পরীক্ষা (বৃত্তি
পরীক্ষা) – ২০১৭
-
পূর্ণমান - ১০০
বিষয় : সমাজ বিজ্ঞান
(ইতিহাস-ভূগোল)

সময় : ২ ঘন্টা ৩০ মিঃ


১। শূন্যস্থান পূরণ করো (যে কোন দশটি) ঃ

(ক) পৃথিবীর উপগ্রহ হল –
উঃ-চাঁদ

(খ) জল না হলে পৃথিবীতে –– সৃষ্টি হতো না।

উঃ-প্রাণ


(গ) উল্কাপিণ্ড থেকে আবিষ্কার হয়------
উঃ-লোহা



(ঘ) মেঘালয় রাজ্যে---দের সমাজে মা পরিবারের প্রধান
উঃ- খাসিয়া



(ঙ) ভারতীয় বিজ্ঞানী -----জানতেন যে পৃথিবীর নিজের চারপাশে পাক খায়


উঃ- আর্য ভট্ট



(চ) বন্যার জল সরে গেলে কৃষিজমিতে----- থিতিয়ে পড়ে

উঃ-পলি

(ছ) নৌকা চালানোর সময়------
গাওয়া হয়।

ঊঃ-সারিগান



(জ) পোড়া মাটির জিনিস তৈরী হয়------জেলাতে।


উঃ- বাঁকুড়া জেলায়
(ঝ) হুগলি জেলার তাঁত শিল্পের জন্য বিখ্যাত।

উঃ- ধোনেখালি

(ঞ) জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে বইছে----নদী।
উঃ-হলং

(ট)-------পাথর ঠোকাঠুকি করে আগুন জ্বালানো হত।


উঃ-চকমকি



২। এক কথায় উত্তর দাও (যে কোনো দশটি) :

ক) পোড়া মাটির বিখ্যাত মন্দির কোথায় আছে?

উঃ- বিষ্ণুপুরে

খ) কোন গ্রহের বলয় আছে?

উঃ-শনি


গ) বাঘ-সিংহ কোথায় থাকে ?


উঃ-বনে

ঘ) ব্রোঞ্জ কোন্ কোন্ ধাতুর মিশ্রণ
?

উঃ-তামা এবং টিন

ঙ)গম্ভীরা কোন জেলার গান?

উঃ-মালদা

চ)আদিম কালে মানুষ সূঁচ বানাতো কি দিয়ে?


উঃ-পশুর হাড় দিয়ে।

ছ)সপ্তর্ষিমণ্ডলকে দেখতে কেমন লাগে ?
উঃ-প্রশ্ন চিহ্নের (?) মতো

জ)মুগা রেশম ভারতের কোথায় পাওয়া যায় ?

উঃ-আসাম রাজ‍্যে।

ঝ) মানুষ প্রথম কোন্ পশুকে পোষ মানিয়েছিল ?


উঃ-কুকুর

ঞ) চাষের জমিতে সেচের জন্য কি প্রয়োজন?

ঙ)উঃ- নদী নালা থেকে "জল তোলার যন্ত্র" প্রয়োজন


ট) সাঁওতাল মেয়েরা কোন্ গান গাইতে গাইতে নাচে?


উঃ- ঝুমুর গান


৩। সঠিক উত্তর বেছে নিয়ে বাক্যটি লেখ (৬টি) ঃ

১ × ১০ = ১০
১ × ৬ = ৬


(ক) অল্প সময়ে বেশি চাষ করার জন্য
(লাঙল/ট্রাক্টর/কোদাল) ব্যবহার করা হয়

উঃ-ট্রাক্টর
(খ) ইস্পাত তৈরি হয় (তামা/অ্যালুমিনিয়াম/লোহা) থেকে।
উঃ-লোহা

(গ) সূর্যের সবচেয়ে কাছের গ্রহটি হল (
পৃথিবী/বুধ/মঙ্গল)।
উঃ-বুধ

(ঘ) যে তারাকে নড়তে দেখা যায় না তা হল
(অতি/পুলহ/ধ্রুব)

উঃ-ধ্রুব
(ঙ) ইনস্যাট একটি (কৃত্রিম উপগ্রহ/গ্রহ/নক্ষত্র)।

উঃ-কৃত্রিম উপগ্রহ

(চ) হুইসলিংটিল এক ধরনের
(পশু/বাঁশি/পাখি)।
উঃ-পাখি


(ছ) আদিম মানুষেরা ছবি আঁকত (গুহার দেওয়ালে/কাগজের উপর/কাঠের টুকরোয়)
উঃ-গুহার দেওয়ালে


(জ) নানান জিনিসের পুতুল তৈরি করে (কুম্ভকাররা/পটুয়ারা/কামাররা)।

উঃ-পটুয়ারা

৪। যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও :
৪ × ৮ = ৩২



(ক) গাছের প্রয়োজনীয়তা কী কী?


উঃ- গাছ থেকে আমরাও অক্সিজেন পাই ।ফুল ,ফল পাই। এছাড়াও জ্বালানি কাঠ পাই
। গাছ বন‍্য পশুপাখির আশ্রয় গড়ে তোলে।তাই গাছের প্রয়োজনীয়তা অনেক।


(খ) চাকা কি কাজে লাগে? চাকা কি দিয়ে বানানো হয় ? মানুষ চাকা তৈরি করেছিল কেন?
উঃ- চাকা গাড়ি তৈরি করতে লাগে।
 চাকা কাঠ দিয়ে বানানো হয়
।মানুষ প্রথমে চাকা তৈরি করেছিল কারণ যাতায়াতের সুবিধার জন্য গাড়ি প্রয়োজন হয়েছিল। চাকা ব্যবহার করে কম পরিশ্রমে যাতা য়াত করা সম্ভব হতো।

৩+৩+২=৮
(গ) নদী আমাদের কি উপকার করে? নদীতে বাঁধ দেওয়া হয় কেন?৭ + ১ = ৮
উঃ- নদী আমাদের অনেক উপকার করে। যেমন মরুভূমিকে রোধ করে। কৃষিকাজ্যের ফসল উৎপাদন উৎপাদনের জন্য জল দেয়। যাতায়াতের ব্যবস্থা করা যায়।
নদীতে বাঁধ দেওয়া হয় কারণ ,জলকে নদীতে ধরে রাখার হয় ।সেই জলকে মেশিনের সাহায্যে বা অন্য কোন যন্ত্রের সাহায্যে তুলে কৃষিকাজে ব্যবহার করা হয়।


(ঘ) অমাবস্যা ও পূর্ণিমা কী?
8+8=1
উঃ- যেদিন রাতে চাঁদ দেখা যায় না ,গাঢ় অন্ধকার থাকে সেই দিন কে বলা হয় অমাবস্যা ।
যেদিন চাঁদকে পূর্ব আকাশে  গোল হয়ে উঠতে দেখা যায় সেদিন পূর্ণিমা বলা।


(ঙ) ডোকরা শিল্প সম্বন্ধে যা জান লেখ।


৩× ১০ = ৩০

উঃ- যে শিল্পী মৌ -মোম আর ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করা হয়, সেগুলিকে ডোকরা শিল্প বলা হয়। যেমন পঞ্চ প্রদীপ ,ময়ূর, গণেশ ,জগন্নাথ, পেঁচা ,কাজল আতা ইত্যাদি তৈরি।

(ক) সমাজ কিভাবে তৈরি হয়েছে? আত্মীয় কাদের বলা হয়? সমাজে বাস করার উপকার কী?

8+ 2 + 4 = ১০

উঃ- মানুষ জোট বেঁধে একত্রিত হয়ে সমাজ তৈরি করে।
একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে
সমাজে বাস করার উপকারিতা গুলি হল নানা মানুষ নানা কাজে সাহায্য করতে পারে। খাবার একসঙ্গে ভাগ করে খেতে পারে‌
 বিপদে মানুষের সহযোগিতা পাওয়া যায়।

খ) চাষের জমিতে সেচের ব্যবস্থা করতে হয় কেন? চাষের জমিতে কিভাবে সেচের
উঃ- চাষের জমিতে সেচের ব্যবস্থা করতে হয় কারণ জল চাষের কাজে খুব প্রয়োজন। সময় মত ফসলে জল না দিতে পারলে ফসল নষ্ট হয়ে যায় ।আবার কোন কোন সময় ফসল কম হয়। ।তাই সেচব্যবস্থা অবশ্যই করতে হয়। চাষের জমিতে সেচের ব্যবস্থা করতে গেলে পাশে কোন ও নদী বা ন্যালা থেকে জল মেশিনের সাহায্যে বা অন্য কোন যন্ত্রের সাহায্যে তুলার ব্যবস্থা রাখতে হবে।।