চতুর্থ শ্রেণি পরিবেশ সমাজ ও বিজ্ঞান বৃত্তি পরীক্ষার প্রশ্ন উত্তর সহ ২০১৮ সাল/ class 4 britti examination question answer poribesh - Online story

Monday, 18 July 2022

চতুর্থ শ্রেণি পরিবেশ সমাজ ও বিজ্ঞান বৃত্তি পরীক্ষার প্রশ্ন উত্তর সহ ২০১৮ সাল/ class 4 britti examination question answer poribesh

 



 2017  সালের পরিবেশের প্রশ্নের উত্তর দেখুন

  ইংরেজি বৃত্তি পরীক্ষার প্রশ্নসহ উত্তর দেখুন।

  রচনা সাজেশন ২০২২ বৃত্তি পরীক্ষা

 প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পঃবঃ পরিচালিত
প্রাথমিক শেষ পরীক্ষা (বৃত্তি পরীক্ষা) – ২০১৮

পূর্ণমান - ১০০ বিষয় : সমাজ বিজ্ঞান
সময় : ২ ঘন্টা ৩০ মিঃ
(ইতিহাস-ভূগোল)
১। শূন্যস্থান পূরণ করো (যে কোন দশটি) :
(ক) মানুষের প্রথম কাজের ধাতু হল----

উঃ-তামা

(খ) -------ছাড়া তো গাড়ি চলবেই না।

উঃ-চাকা

(গ) মানুষ যখন জঙ্গলে বাস করত তখন---- হিসাবে গাছের ডাল লাঠি ব্যবহার করত।


উঃ-অস্ত্র

(ঘ) পশ্চিমবঙ্গে টয় ট্রেন আছে--------

উঃ-দার্জিলিং

(ঙ) ছৌ নাচে-------------পরতেই হয়।
উঃ-মুখোশ

(ঢ) মানুষ প্রথম পোষ মানিয়েছিল------প্রাণীরা।

উঃ-কুকুর




(ছ)  মাংসাশী প্রাণীদের খাদ‍্য ------প্রাণী
উঃ-তৃণভোজী


(জ) ঋতুতে দিন ছোট, রাত বড়।

উঃ-শীত ঋতু

(ঝ)---------সমাজে আজও মা পরিবারের প্রধান।
উঃ-খাসিয়া


(ঞ)- একই পরিবারের শাখা-প্রশাখাকে একসঙ্গে-------- বলে।

উঃ-আত্মীয়

(G) -মরচে পড়ে নষ্ট হয়ে যায়।


উঃ-লোহা

(ঠ) দুপুর বারোটায় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে------হয়।

উঃ-ছোটো


২। এক কথায় উত্তর দাও (যে কোনো দশটি) :




ক) শীতকালে ভিজে জামাকাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন?'

উঃ-শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে ।তাই জামাকাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়।


খ) ঋতু কাকে বলে?

উঃ-কিছু সময়ের জন্য আবহাওয়ার পরিবর্তন ঋতু বলে।

গ) ব্রোঞ্জ কী?
উঃ- তামা ও টিন মেশানো এক ধরনের ধাতু।।


ঘ) ইস্পাত কী কী কাজে লাগে?
উঃ- যন্ত্রপাতি, গাড়ি ,ব্রিজ তৈরি করতে ইস্পাত লাগে।


ট) ট্রাক্টরে চাষ করার সুবিধা কী?

উঃ- ট্রাক্টর দিয়ে চাষ করলে অল্প সময়ে অনেক জমি চাষ করা যাবে। এবং খরচ কম হবে।

ঠ) চাষের জমিতে সার দেওয়া প্রয়োজন কেন?
                           ১ × ১০ = ১০

উঃ- চাষের জমিতে সার দিলে ফসল ভালো পাওয়া যায়।


৩। যে কোনও দশটি প্রশ্নের উত্তর দাও :

(ক) জঙ্গলে যারা থাকেন তাদের জীবিকা কী কী?

উঃ-যারা জঙ্গলে থাকেন তাদের জীবিকা গুলি হল, বন থেকে কাঠ সংগ্রহ করা ।মৌমাছি চাক থেকে মধু সংগ্রহ করা ।ভেরি বা খাল থেকে মাছ ধরা। ফলমূল সংগ্রহ করা।


(খ) দার্জিলিং পাহাড়ে কী কী জিনিসের চাষ হয়?

উঃ- ধান ,স্কোয়াশে চাষ হয়।

ঙ) চাকায় লোহার বেড় দেওয়া হয় কেন?

উঃ-লোহার চাকা বেড দেওয়া হয় কারণ চাকাটি কে আরও শক্তপোক্ত তৈরি করা হয়।

চ) কুম্ভকাররা তৈরী করেন এমন দুটি জিনিসের নাম লেখ।

উঃ-কুম্ভকারা মাটি হাড়ি, কলসি তৈরি করে

ছ) নক্‌সি কাঁথা কী দিয়ে বানানো হতো?
উঃ- বাংলার মেয়েরা সামান্য শাড়ি, ছেঁড়া কাপড় দিয়ে নকশা করা কাঁথা বানাত। কাঁথার গায়ে গল্পকথা, বাঘ ,সিংহ , ঘোড়া চুচ-সুতো ফুটিয়ে তোলা হতো।


জ) কর্মকার কাদের বলা হয় ?

উঃ-যারা কুড়ুল ,কাটারি ,কাস্তে ,কাটারি তৈরি করে এবং ধার দেয়।

ঝ) মানুষ বাঘকে পোষ মানাতে পারেনি, কিন্তু গোরুকে পোষ মানাতে পারল কেন?

উঃ-মানুষ ভাগ্যে পোষ মানাতে পারিনি কারণ বাঘ মাংসাশী প্রাণী ।গরুকে পোষ মানাতে পেরেছিল। কারণ গরু তৃণভোজী প্রাণী।


ঞ) যাযাবর কাদের বলে?


উঃ-যারা খাবারে সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় তাদের যাযাবর বলে

(গ) ছৌ নাচের মুখোশ তৈরিতে কী কী ব্যবহার করা হয় ?

উঃ- আঠালো মাটি, কাগজের মন্ড, পাতলা কাপড় ,চকচকে করার জন্য গর্জন তেল, আঠা, ধুনো, পাট, নকল চুল ,পাখির পালক, রাংতা, পুতি ,সলমা ,চুমকি ও রং ব্যবহার করা হতো মুখোশ তৈরি করার জন্য।

(ঘ) মানুষ পশু পালন করে কেন?


উঃ-মানুষ পশু পালন করে দুটি উদ্দেশ্যে প্রথম উদ্দেশ্য হলো দুধ পাওয়া যায় দ্বিতীয় উদ্দেশ্য হলো মাংস পাওয়া যায়।
তবে কুকুর পালন করা হয়েছিল আত্মরক্ষার জন্য।
(ঙ) মাটি নষ্ট হয় কীভাবে?

উঃ-মাটির চেয়ে উত্তর দিয়ে কীটনাশক এবং রাসায়নিক সার দিলে মাটি নষ্ট হয়।

(চ) সূর্য স্থির। তাহলে দিনে সূর্য দেখা যায়, কিন্তু রাত্রে সূর্য দেখা যায় না কেন?


উঃ-রাত্রিতে সূর্যকে দেখা যায় না কারণ, পৃথিবী নিজে আবর্তন করে ।ফলে একদিকে অন্ধকার একদিকে আলোকিত থাকে।

(ছ) মানুষ চাষের কাজ কীভাবে শিখেছিল?

উঃ- মানুষ অন্যের দেখে দেখে চাসের কাজ শিখেছিল।


(জ) তৃণভোজী ও মাংসাশী প্রাণী কাকে বলে? প্রতিটির দুটি করে উদাহরণ দাও।

উঃ-যারা ঘাস, বনের লতা পাতা খেয়ে বেঁচে থাকে ,তাদেরকে তৃণভোজী প্রাণী বলে ।

যেমন -গরু, ছাগল ,ভেড়া, হরিণ

যারা মাংস খেয়ে বেঁচে থাকে তাদের মাংসাশী প্রাণী বলে ।
যেমন -বাঘ, ভাল্লুক, সিংহ
(ঝ) লোককথা কাকে বলে?

উঃ-লোকের মুখে মুখে যে কথা প্রচলিত থাকে সেগুলোকে লোক কথা বলে।

(ঞ) থাকার জায়গা হারিয়ে যাচ্ছে কেন?

উঃ- এখানে থাকার জায়গা বলতে যে প্রশ্নটির কথা জানতে চাওয়া হয়েছে তা হলো বন্য জন্তু।

গাছপালা কেটে অরণ্য ধ্বংস করা। এবং উপযুক্ত খাদ্যের সংকট দেখা দেওয়ার কারণে থাকার জায়গাটি কমে যাচ্ছে।

(ট) কৃত্রিম উপগ্রহ কাকে বলে? কৃত্রিম উপগ্রহ কীভাবে মহাকাশে পাঠানো হয়?
মোবাইলে কথা বলতে সাহায্য করে এরূপ একটি কৃত্রিম উপগ্রহের নাম লেখা।


উঃ- যে উপগ্রহগুলি পৃথিবী থেকে পাঠানো হয় সেগুলিকে কৃত্রিম উপগ্রহ বলে।
  কৃত্রিম উপগ্রহগুলি রকেটের সাহায্যে পাঠানো হয়।

-ইনস‍্যাট।

৪। যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও :
৮× ২ = ১৬


(ক) মানুষ কীভাবে আগুন জ্বালাতে শিখেছিল? আগুন আবিষ্কারের ফলে মানুষের
কী কী সুবিধা হল?

2+৬ = ৮
উঃ- মানুষ প্রথমে আগুন থেকে আগুন জ্বালাছে শিখেছিল ।পরে চকমকি পাথর ঘষাঘষি করে আগুন জ্বালাচ্ছে শিখেছিল।

আগুন আবিষ্কারের ফলে মানুষ কাঁচা মাংস পুড়িয়ে নরম করে খেতে পারতো ।
প্রচন্ড শীতের হাত থেকে বাঁচতে পারতো। অন্যান্য জন্তু জানোয়ার এর হাত থেকে বাঁচতে পারতো।



(খ) আদিম মানুষেরা কোথায় ছবি আঁকতো? কী দিয়ে ছবি আঁকতো? কীসের সাহায্যে ছবি আঁকতো?
2+3+3 = ৮
৪ × 2 = ৮

আদি মানুষরা পাহাড়ের গুহায় ,দেওয়ালে ছবি আঁকতো।
কাঠ কয়লার কালি ,জন্তু-জানোয়ারদের চর্বি মেশানো মাটি দিয়ে ছবি আঁকত।
গাছপালা, মানুষের ছবি ,জন্তু-জানোয়ারের ছবি এবং শিকার করার ছবি আঁকতো।

(গ) টীকা লেখ : ঝুমুর গান। লালন ফকির।

ঝুমুর গান -ঝুমুর শুধু গান নয়, ঘুমুর নাচো একসঙ্গে হয়ে থাকে। নাচের তালে তালে নাচ আদিবাসী মেয়েরা, সাঁওতাল মেয়েরা হাতে হাত ধরে এই গান করে ।এবং নাচে এগুলি বীরভূম বাঁকুড়া মেদনীপুর অর্থাৎ পূর্ব রাঢ় বঙ্গ জুড়ে এই নাচের প্রচলনদেখা যায়।
লালন ফকির- লালন ফকির ছিলেন বাংলার এক মহান বাউল সাধক যার কাছে আল্লাহ হরি রাম রহিমের আসন ছিল সমান তিনি মানুষে মানুষে মিলনের বাণী প্রচার করেছিলেন।
৫। চাঁদকে আমরা নানা রকম আকারে দেখি কেন?

চাঁদ পৃথিবীর উপগ্রহ ।29 দিনে চাঁদ পৃথিবী চারদিকে একবার ঘুরে নেয়। পৃথিবীও নিজে আবর্তন করছে। ফলে চাঁদের আলোকিত অংশ সবসময় আমরা সম্পূর্ণটা দেখতে পাই না ।কমা বাড়া দেখি। সেই জন্য চাঁদকে আমরা নানারকম আকারেদেখি।

সকল প্রশ্নের উত্তর নীচে ক্লিক করুন
                  2023
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

                  2022
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর




2021(2022)
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

Math question answer

Samaj biggan answer

2019
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

ইংরেজি প্রশ্ন

গণিত প্রশ্নের উত্তর

Math question answer


2018
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

Bangla প্রশ্নের উত্তর

Englishপ্রশ্নের উত্তর

2017

বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

Bangla প্রশ্নের উত্তর

2016

English প্রশ্নের উত্তর

বিজ্ঞান প্রশ্নের উত্তর

2019 থেকে 2022 সকল প্রশ্ন PDF

●●English paragraph suggestion answer