অষ্টম শ্রেণী গণিত সমাধান কষে দেখি ১১ অধ্যায় শতকরা /class 8 math koshe dekhi -11 - Online story

Sunday, 10 July 2022

অষ্টম শ্রেণী গণিত সমাধান কষে দেখি ১১ অধ্যায় শতকরা /class 8 math koshe dekhi -11

 




অষ্টম শ্রেণীর
গণিত
11 অধ‍্যায়

শতকরা
কষে দেখি - 11
এই অধ্যায় সকল অংকের সমাধান করে দেওয়া হইলো।
1. আমার কাছে 50 টাকা আছে। 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি।

সমাধান : গণিতের ভাষায় সমস্যাটি,
সমস্যাটি সরল সম্পর্কে আছে।
-
মোট টাকা.         পেন কিনতে খরচ
    100                    12
    50                        ( x) ?
-
. পেন কেনা হলো =
  12
  -------×50 টাকার = 6 টাকার।
 100
অন্যভাবে
100 টাকার মধ্যে পেন কিনতেখরচ হলো 12
                                                        12
1 টাকার মধ্যে পেন কিনতে খরচ হবে----
                                                             100                                                                                     

50 টাকার মধ্যে পেন কিনতে খরচ হবে
.                   12
                    --------- ×50 =6
                      100

 পেন কিনতে খরচ হবে 6 টাকা। উঃ।





পেন কিনতে খরচ 6 (টাকা)


2. বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে....... দাম কত হবে হিসাব করে লিখি।
সমাধান : গাণিতিক ভাষায় সমস্যটি
   আসল দাম (টাকা)      দেয় টাকা
   100                             120
    3,00,000                        ( x) ?


সমস্যাটি সরল সম্পর্কে আছে,
.:. মেশিনটি বিদেশ থেকে আনতে কর দিতে হবে

100 টাকার মধ্যে কর দিতে হবে 12
                                                  120
1 টাকার মধ্যে কর দিতে হবে---------
                                                 1 00                        
.    3,00,000টাকার মধ্যে কর দিতে হবে--
                      120
                    --------- ×3,00,000 =360000
                      100

 

কর দেওয়ার পরে মেশিনটির দাম হবে
(3,00,000 + 3,60,000) টাকা = 6,60,000 টাকা।


3. হিসাব করে লিখি




                                   15
(i) 80 টাকার 15% =-------- ×80 =12 টাকা
                                 100



(ii) 215 টাকার 12%   
                            12        
                      =-------- ×215 =25.80 টাকা
                            100



(iii) 37.8 মিটারের 110%


                         110     
                      =-------- ×37.8 =41.58 মিটার
                         100

(iv)480 গ্ৰামের200℅=

                         200     
                      =-------- × 480 =960 গ্ৰাম।
                         100


4. (i) 2.25 টাকা, 5 টাকার শতকরা কত লিখি।
(ii) 85 গ্রাম, 17 কিলোগ্রামের শতকরা কত লিখি।
(iii) 2 কিগ্রা 250 গ্রাম, 0.72 কুইন্ট্যালের শতকরা কত লিখি



(i) 2.25 টাকা, 5 টাকার শতকরা=


                        2.25    
                      =-------- × 100 = 45=45℅
                         5

ii) 85 গ্রাম, 17 কিলোগ্রামের শতকরা

17 কিলোগ্রাম =17000 গ্ৰাম
                          85   
                      =-------- × 100 = 0.5=0.5℅
                         17000


(iii) 2 কিগ্রা 250 গ্রাম, 0.72 কুইন্ট্যালের শতকরা

(iii) 2 কিগ্রা 250 গ্রাম=2000+250গ্ৰাম।
  =2250গ্ৰাম
0.72 কুইন্ট্যাল =0.72 ×100×1000
            72 000গ্ৰাম

                         2250  
                      =---------- × 100 = 3.125℅
                         72000










5. নীচের ছক পূরণ করি :

শতকরা             ভগ্নাংশ    দশমিক ভগ্নাংশ
                          3
15                     ----                0.15
                         20
     1                     67                     .
22 ----                 -----             0.223
     3                     3

        1                      1                          .
233 ----                2 -----          0.233.33
       3                       3

                          1
20                     ----                0.2
                         5

                          3
12                     ----                0.12
                         25


        1                      1                          
624 ----                3-----          3.125
         2                      8


                            1                          
233               1-----          1.25
                            5



6. জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2 : 1 অনুপাতে আছে। জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা
কত আছে লিখি।

সমাধান : জলে, হাইড্রোজেন : অক্সিজেন = 2 : 1 মোট জল = 2 + 1 = 3
                                                 2
:: জলে হাইড্রোজেনের পরিমাণ  ----অংশ
                                                3
                                               1
:: জলে অক্সিজেনের পরিমাণ  ----অংশ
                                                3
শতকরা হাইড্রোজেনের পরিমাণ
      2.                      2
= ------- ×100 =-66-----℅
      3.                      3
শতকরা অক্সিজেনের পরিমাণ

      1                       1
= ------- ×100 =-33-----℅
      3.                      3


:: জলের মোট পরিমাণে
                        2
 হাইড্রোজেন 66----%
                         3
                           1
 ও অক্সিজেন 33----% আছে।
                           3







7. হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500 টি বোতল তৈরি হতো।।এখন কাঁচের বোতল 1695 টি মধ্যে বৃদ্ধি পায়ওই কাঁচের কারখানার উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসাব করে লিখি?

সমাধান : এখন কাঁচের বোতল বেশি তৈরি হয় (1695 – 1500) টি = 195টি।

 1500টির মধ্যে বৃদ্ধি পায় =195 টি
                                             195
::    1      টির মধ্যে বৃদ্ধি পায় =-------টি
                                              1500
                                             195
::    100  টির মধ্যে বৃদ্ধি পায় =-------× 100টি
                                              1500
   ÷13 টি

কাঁচের কারখানায় উৎপাদন বৃদ্ধি পেয়েছে = 13%








৪. সাধারণত বায়ুতে নাইট্রোজেন ........, 25 লিটার বায়ুতে কোন্ গ্যাস কতটুকু আছে হিসাব করে লিখি।

সমাধান : গণিতের ভাষায় সমস্যাটি,

100 লিটার বায়ুতে নাইট্রোজেন আছে
           =75.6 লি
1 লিটার বায়ুতে নাইট্রোজেন আছে
              75.6
           =--------- লি
              100

25 লিটার বায়ুতে নাইট্রোজেন আছে

            75.6
           =--------- ×25 লি = 18.9 লি
              100


100 লিটার বায়ুতে অক্সিজেন আছে
           = 23.04লি
1 লিটার বায়ুতে অক্সিজেন আছে
              23.04
           =--------- লি
              100

25 লিটার বায়ুতে অক্সিজেন আছে

            23.04
           =--------- ×25 লি = 5.75 লি
              100


100 লিটার বায়ুতে কার্বন ডাই অক্সাইড আছে
           =1.36 লি
1 লিটার বায়ুতে কার্বন ডাই অক্সাইড আছে
              1.36
           =--------- লি
              100

25 লিটার বায়ুতে কার্বন ডাই অক্সাইড আছে

            1.36
           =--------- ×25 লি =0.34  লি
              100


.:. 25 লিটার বায়ুতে নাইট্রোজেন 18.9 লি., অক্সিজেন 5.75 লি. এবং কার্বন-ডাই-অক্সাইড 0.34 লি. আছে।








9. তৃষা মিলনদাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনল। মিলনদাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে (পরপর) 10% ও 5% ছাড় দিলেন। বইটির উপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলনদাদাকে কত টাকা
দিল হিসাব করে লিখি।


সমাধান : বইটির উপর লেখা দাম 200 টাকা
গণিতের ভাষায় সমস্যাটি,
100টাকার মধ্যে10টাকা ছাড়
                       10
1 টাকার মধ্যে-------টাকা ছাড়
                      100


                         10
200 টাকার মধ্যে------- ×200টাকা ছাড়
                          100
  =20টাকা

10% ছাড় দিয়ে বইটির দাম হলো (200–20) টাকা = 180 টাকা।
এবার 100 টাকার উপর 5% ছাড় দিলেন

গণিতের ভাষায় সমস্যাটি,
100টাকার মধ্যে 5 টাকা ছাড়
                       5
1 টাকার মধ্যে-------টাকা ছাড়
                      100


                           5
180 টাকার মধ্যে------- ×180টাকা ছাড়
                          100
  =9 টাকা


এবারে 5% ছাড় দিয়ে বইটির দাম (180 - 9) টাকা = 171 টাকা।

:: তৃষা মিলনদাদাকে 171 টাকা দেবে।










10. একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম। ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়ল ত্রৈরাশিক
পদ্ধতিতে হিসাব করে লিখি।


সমাধান : মনে করি, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 100 একক
10% বাড়ালে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে (100 + 10) = 110 একক
(বাহু × বাহু) বর্গ একক
বাহুর দৈর্ঘ্য 100 একক হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল


100 × 100 বর্গএকক =10000 বর্গএকক
110 × 110 বর্গএকক = 12100 বর্গএকক
এবং বাহুর দৈর্ঘ্য 110 একক হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল = 110 × 110 বর্গএকক
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাড়ল (12100 – 10000) বর্গএকক = 2100 বর্গএকক

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা বাড়ল
   2100
= ------------ ×100 =21বর্গএকক
  10000





11. সময়মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময়মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন। বিদুৎ বিলোর পরিমাণ কত ছিল হিসাব করে লিখি।
সমাধান : গণিতের ভাষায় সমস্যাটি,


15 টাকা ছাড় পায় 100টাকার মধ্যে
 -                            100
1 টাকা ছাড় পায়  -----------টাকার মধ্যে
                                 15

                              100
54 টাকা ছাড় পায়  ------- × 54টাকার মধ্যে
                                 15

বিদ্যুত বিলের পরিমাণ ছিল =360 টাকা

.. বিদ্যুতের বিলের পরিমাণ 360 টাকা।






12. চিনির মূল্য 20% বেড়ে গেছে। তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিািমণ শতকরা কত কম করতে হবে, হিসাব করে লিখি।


সমাধান : মনে করি, পূর্বে 100 কেজি চিনি ব্যবহার করা হত এবং তার দাম ছিল 100 টাকা
এখন 100 কেজি চিনির দাম (100 + 20) টাকা"=120 টাকা
এখন
120 টাকায পাওয়া যায়100 কেজি চিনি
                                      100
  1   টাকায পাওয়া যায় ----- কেজি চিনি
                                     120


                                   100
100 টাকায পাওয়া যায় ----- ×100 কেজি
                                     120
               1
    =  83 ----- একক
                3


পথে প্রতি মাসে তিনি ব্যবহার কমাবেন

                         1
    =  100 –83 ----- একক=
                          3

                           
               2
    =  16 ----- একক
               3

              1
    =  16 ---- ℅
              3



13. জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। এই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে
হিসাব করে লিখি।

সমাধান : গণিতের ভাষায় সমস্যাটি,
(1)
জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়
অর্থাৎ, জলের আয়তন 100 হলে বরফের আয়তন (100 + 10) = 110 একক

বরফের আয়তন 110 হলে জলের আয়তন্
হবে-100
বরফের আয়তন 1 হলে জলের আয়তন্
      100
হবে--------
         110

বরফের আয়তন 1 হলে জলের আয়তন্
        100
হবে-------- × 100
         110

        10
=90------
          11


বরফ গলে জল হলে আয়তনে হ্রাস পাবে


                   10.             1
=.100–   90------℅ = 9 ------℅
                    11.             11

-.                                 1
:. আয়তন হ্রাস পাবে 9----%
                                   11



14. উৎপলবাবু অধিক ফলনশীল ধানবীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে। কিন্তু তার জন্য চাষের
খরচ 40% বেড়েছে। আগে উৎপলবাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন। এখন জমিতে
অধিক ফলনশীল ধানবীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে, হিসাব করে লিখি।

সমাধান : পূর্বের খরচ = 1200 টাকা, পূর্বের ফলন = 3000 টাকা
:
অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় বর্তমানে ফলন হবে
 
      155
 = ------------ × 3000 =4650 টাকার
       100
পূর্বের আয় = (3000 - 1200) টাকা 1800 টাকা
      140
 = ------------ × 1200 =1680 টাকার
       100
এখন আয় হয় 4650 –1680 টাকা = 1170 টাকা


15. একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের ৪০% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন, হিসাব করে লিখি।



সমাধান : মনে করি, ওই নির্বাচন কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 100 জন।
: ভোট দিয়েছিলেন
       80
 = ------------ × 100 =80 জন
       100

প্রদত্ত ভোট100 টি হলে বিজয়ী প্রার্থী ভোট
পেয়েছেন=65 টি

প্রদত্ত ভোট 1টি হলে বিজয়ী প্রার্থী ভোট
                 65
পেয়েছেন=------ টি
                   100


প্রদত্ত ভোট 80 টি হলে বিজয়ী প্রার্থী ভোট
                   65
পেয়েছেন=------ × 80 টি
                   100

 =52 টি



.. বিজয়ী প্রার্থী মোট ভোটের 52% ভোট পেয়েছেন।














16. এই বছরে নন্দলাল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের...দেখি কতজন পরীক্ষার্থী।
(i) উভয় বিষয়ে A + পেয়েছে (iii) শুধু অঙ্কে A+ পেয়েছে
(ii) শুধু বাংলায় A+ পেয়েছে (iv) উভয় বিষয়ে A + পায়নি

সমাধান। যেহেতু উভয় বিষয়ে A + পেয়েছে 65%
সুতরাং, শুধু বাংলায় A+ পেয়েছে (85 – 65 ) % = 20%
শুধু অঙ্কে A + পেয়েছে (70 - 65)% = 5%
কোনো না কোনো একটি বিষয়ে A + পেয়েছে = (65+20+5)% = 904
সুতরাং (100 – 90)% = 10% উভয় বিষয়ে A+ পায়নি
=
(i) গণিতের ভাষায় সমস্যাটি

এখানে সমস্যাটি সরল সম্পর্কে আছে।
:. উভয় বিষয়ে A + পাওয়া পরীক্ষার্থীর সংখ্য

100জনের মধ্যে উভয় বিষয়ে A+ পাওয়া পরীক্ষার্থী সংখ্যায়65 জন
1 জনের মধ্যেA+ পাওয়া পরীক্ষার্থী সংখ্যা

   65
=------- জন
  100

120 জনের মধ্যেA+ পাওয়া পরীক্ষার্থী সংখ্যা

   65
=------- × 120 জন
  100


=78 জন

100জনের মধ্যে শুধু বাংলায় A+ পাওয়া পরীক্ষার্থী সংখ্যা 20 জন
1 জনের মধ্যেA+ পাওয়া পরীক্ষার্থী সংখ্যা

   20
=------- জন
  100

120 জনের মধ্যেA+ পাওয়া পরীক্ষার্থী সংখ্যা

   20
=------- × 120 জন
  100


=24 জন

100জনের মধ্যেশুধু অঙ্কেA+ পাওয়া পরীক্ষার্থী সংখ্যা
5 জন
1 জনের মধ্যেA+ পাওয়া পরীক্ষার্থী সংখ্যা

   5
=------- জন
  100

120 জনের মধ্যেA+ পাওয়া পরীক্ষার্থী সংখ্যা

   5
=------- × 120 জন
  100


=6 জন

100জনের মধ্যে উভয় বিষয়ে A+ না পাওয়া পরীক্ষার্থী সংখ্যা 10 জন
1 জনের মধ্যে উভয় বিষয়ে A+ না  পাওয়া পরীক্ষার্থী সংখ্যা

   10
=------- জন
  100

120 জনের মধ্যে উভয় বিষয়ে A+ না পাওয়া পরীক্ষার্থী সংখ্যা

   100
=------- × 120 জন
  100


=12জন







17 . আমিনা নির্দিষ্ট কেমন প্রথমে 20% বৃদ্ধি শেষে পরে 20% হ্রাস পেল। আমিনা বিভিন্ন বেডন  হিসাব করে নিখি।।


 বেতন বুদ্ধি পায় 20%

100টাকার বেতন বৃদ্ধি পেয়ে হয় (100+20)= 120 টাকা।


আমারবেতন হ্রাস পায় 20%

100 টাকার মধ্যে হ্রাস পায় 20  টাকা
                                       20
1 টাকার মধ্যে হ্রাস পায় ------- টাকা
                                        100

 
                                  -      20
120 টাকার মধ্যে হ্রাস পায় ------- × 120টাকা
                                          100
= 24 টাকা



18. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রাথ 15% হ্রাস করা হলো। আয়তক্ষেত্রের খেল


সমাধান : মনে করি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রসেম্বর প্রত্যেকটির পরিমাণ 100 একক
- (সর্ঘ্য :) < একক = 10000
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো অর্থাৎ (100+15) - 115
এবং প্রস্থ 15% হ্রাস করা হলো অর্থাৎ (100 - 15) = 85
এক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (115 × 85) ব. একক = 9775 ব. একক
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাসের পরিমাণ = (10000 – 9775) ব. একক = 225 ব. একক
ক্ষেত্রফল হ্রাসের শতকরা পরিমাণ
  225
---------×100=
10000.                                1
.. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2----% হ্রাস পেল।
                                             4

19. একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা... ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, হিসাব করে লিখি।
সমাধান : ঘরটির চার দেওয়ালের ক্ষেত্রফল =
2(দৈর্ঘ্য + প্রস্থ) × উচ্চতা

2 (15+10) × 5 = 2 × 25 × 5 বর্গ মি.
= 250 বর্গ মি.

এখন ঘরটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 10% করে বৃদ্ধি পায়,


100 + 10=110 মি

বৃদ্ধি পেয়ে
                           110            33
দৈর্ঘ্য হবে = 15 × ------- মি. = -------- মি
                             100             2
 . = 16.5 মি.



.
                           110            
 প্রস্থ   হবে = 10 × ------- মি. = 11- মি
                             100            
 . = 11মি.

.
                           110          11  
 প্রস্থ   হবে = 5 × ------- মি. = ----- মি
                             100           2
 . = 5.5 মি.



ঘরটির চার দেওয়ালের নতুন ক্ষেত্রফল = 2(16.5 + 11) × 5.5 = 2 x 27.5 x 5.5
= 302.5 বর্গ র্মিটার


250 বর্গমিটার বৃদ্ধি পেয়ে হয়

 302.5 বর্গ মিটার


1 বর্গমিটার বৃদ্ধি পেয়ে হয়

 302.5
-----------বর্গ মিটার
   250


100 বর্গমিটার বৃদ্ধি পেয়ে হয়

 302.5
-----------× 100বর্গ মিটার
   250

= 21 বর্গমিটার
পথে চার দেয়ালের ক্ষেত্রফল 21% বৃদ্ধি পাবে।






20. বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার ওই প্রতিযোগিতার কোনটিতেই নাম দেন নি।হিসাব করে লিখি।
(কোনো প্রতিযোগী একসাথে দুটিতে নাম দেয়নি)।


সমাধান : 100 মিটার দৌড়ে 20% শিক্ষার্থী, 200 মিটার দৌড়ে 15% শিক্ষার্থী
এবং লংজাম্প প্রতিযোগিতায় 10% শিক্ষার্থী,
প্রতিযোগিতায় অংশ নেয় = (20+15+10)% = 45% শিক্ষার্থী।
তিনটিতেই নাম দেয় 5% শিক্ষার্থী।
( 45 – 5)% = 40% শিক্ষার্থী প্রতিযোগীতায় অংশ নেয়।
প্রতিযোগীতায় কোনোটিতেই নাম দেয়নি (100 - 40 ) % = 60% শিক্ষার্থী।
100 জনের মধ্যে কোনোটিতেই নাম দেয়নি 60 জন শিক্ষার্থী
1 জনের মধ্যে কোনোটিতেই নাম দেয়নি
         60
= -------------জন শিক্ষার্থী
        100


1 জনের মধ্যে কোনোটিতেই নাম দেয়নি
         60
= ----------- × 780 জন শিক্ষার্থী
        100

= 468 জন শিক্ষার্থী








শেষ পরের অধ্যায় দেখুন