নবম শ্রেণী ভূগোল পঞ্চম অধ্যায় আবহবিকার অনুশীলনী প্রশ্ন উত্তর প্রথম পর্ব /class 9 geography5 chapter anushilani question answer part - - Online story

Friday, 1 July 2022

নবম শ্রেণী ভূগোল পঞ্চম অধ্যায় আবহবিকার অনুশীলনী প্রশ্ন উত্তর প্রথম পর্ব /class 9 geography5 chapter anushilani question answer part -

 

 


  নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পঞ্চম অধ্যায় দেখুন

 বিভাগ-'ক' (বহুবিকল্পভিত্তিক প্রশ্ন) (MCQ):
.বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে।
>
লেখো:



[প্রশ্নের মান-১)
১১ শিলা চূর্ণবিচূর্ণ হওয়ার প্রক্রিয়ার নাম—
(ক) ক্ষয়ীভবন
(খ) নগ্নীভবন
(গ) আবহবিকার
(ঘ) পুষ্ঠিত ক্ষয়

উঃ-(গ) আবহবিকার



১.২ আবহবিকার জাত পদার্থ স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে
বলে -

(ক) ক্ষয়ীভবন
(খ) বিচূর্ণীভবন
(গ) নগ্নীভবন
(ঘ) পুষ্ঠিত স্থলন
উঃ-(ক) ক্ষয়ীভবন



১.৩ আবহবিকারের সাথে অপসারণ যুক্ত হওয়াকে বলে—

(ক) পুষ্ঠিত ক্ষয়
(খ) বিচূর্ণীভবন
(ঘ) ক্ষয়ীভবন
(গ) নগ্নীভবন

উঃ-(গ) নগ্নীভবন




১.৪ স্কী বা ট্যালাস সৃষ্টি হয়—
(ক) শঙ্কমোচনে
(খ) প্রস্তর চাই খণ্ডীকরণে
(গ) তুষারের কাজে
(ঘ) ক্ষুদ্রকণা বিশ্বরণে

উঃ-গ) তুষারের কাজে



১.৫ শিলার উপরিভাগ খোসার মতো খুলে যাওয়ার যান্ত্রিক
আবহবিকার প্রক্রিয়াটি হল-

(ক) প্রস্তর চাই খণ্ডীকরণ
 (খ) শঙ্কমোচন
(গ) ক্ষুদ্রকণা বিশরণ
(ঘ) তুষারের কার্য

উঃ-(খ) শঙ্কমোচন




১.৬ চুনাপাথরযুক্ত অঞ্চলে প্রাধান্য দেখা যায়—

(ক) কার্বনেশন প্রক্রিয়ার
 (খ) অক্সিডেশন প্রক্রিয়ার
(গ) হাইড্রেশন প্রক্রিয়ার
ঘ) হাইড্রোলিসিস প্রক্রিয়ার

উঃ-(ক) কার্বনেশন প্রক্রিয়ার


১.৭ শিলা ফাটার আওয়াজ পাওয়া যায়—

(ক) শঙ্কমোচনে
(গ) প্রস্তর টাই খণ্ডীকরণে
(ঘ) কার্বনেশনে
(খ) ক্ষুদ্রকণা বিশ্বরণে


উঃ-খ) ক্ষুদ্রকণা বিশ্বরণে

১.৮ লৌহ সমৃদ্ধ শিলায় সর্বাধিক দেখা যায়-
(ক) কার্বনেশন প্রক্রিয়া
 (খ) অক্সিডেশন প্রক্রিয়া,
(গ) হাইড্রেশন প্রক্রিয়া
ঘ) হাইড্রোলিসিস প্রক্রিয়া
উঃ-(খ) অক্সিডেশন প্রক্রিয়া



১.৯ আবহবিকারে সৃষ্ট শিথিল স্তরের নাম-
(খ) মৃত্তিকা
(ক) সোলাম
(গ) হিউমাস
(ঘ) রেগোলিথ
উঃ-(ঘ) রেগোলিথ



১.১০ এলুভিয়েটেড স্তর বলা হয় মাটির-

(ক) ‘A’ স্তরকে
(খ) 'B' স্তরকে
(গ) 'C' স্তরকে
(ঘ) ‘D’ স্তরকে

উঃ-ক) ‘A’ স্তরকে


১.১১ কার্স্ট অঞ্চলের ভূমিরূপ বিবর্তনে মুখ্য ভূমিকা গ্রহণ করে—

(ক) কার্বনেশন
(খ) অক্সিডেশন
(গ) হাইড্রেশন
(ঘ) হাইড্রোলিসিস

উঃ-(ক) কার্বনেশন


১৯২ লোহার ওপর মরচে ধরার প্রক্রিয়াকে বলা হয় –

(ক) কার্বনেশন
(খ) অক্সিডেশন
(গ) হাইড্রেশন
(ঘ) হাইড্রোলিসিস

উঃ-(খ) অক্সিডেশন

২) বিভাগ-'খ' (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন)



২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ
হলে পাশে 'অ' লেখো:

[প্রশ্নের মান-১]

উঃ-

২.১.১ আবহবিকারে শিথিল পদার্থ সরে গিয়ে শিলা উন্মুক্ত হয়।


উঃ-অশুদ্ধ।(ঠিক- শিলার উপর অবস্থান করে)

২.১.২ তাপের সুপরিবাহী হওয়ায় শিলার অভ্যন্তরভাগ উত্তপ্ত হয়

উঃ-অশুদ্ধ(ঠিক- শিলা তাপের কুপরিবাহী)


২.১.৩ ওড়িশার বোলানি ও ঝাড়খণ্ডের দক্ষিণ অংশে অক্সিডেশন   প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়।

উঃ-শুদ্ধ

২.১.৪ ফেলসেনমির, ব্লকস্পেড প্রভৃতি আবহবিকার দ্বারা গঠিত হয়।

উঃ-শুদ্ধ( এগুলি তুষার কার্যে শিলার গাত্র ফেটে সৃষ্ট ত্রিকোণাকার শিলাখণ্ড গঠিত ভুভাগ)

২.১.৫ রাসায়নিক আবহবিকারে খনিজের মৌলিক পরিবর্তন ঘটে।


উঃ-শুদ্ধ


২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :



২.২.১ পর্বতের ঢালে মাটিক্ষয়ের অন্যতম কারণ---- চাষ।

উঃ- ঝুম

2.2.2 ------ আবহবিকার প্রক্রিয়াকে 'Onion Weathering বলে।

উঃ-শল্কমোচন



২.২.০ মূল শিলাস্তর -----  হলে নগ্নীভবন ঘটে।


উঃ-উন্মুক্ত


২.২.৪ আবহবিকার ও ক্ষয়ীভবনের সম্মিলিত পদ্ধতিকে----- বলে।

উঃ- নগ্নী ভবন

২.২.৫ আবহবিকার একটি -----প্রক্রিয়ায।



উঃ- স্থৈতিক

২.২ ৬------ পদার্থ A স্তর থেকে B স্তরে সঞ্চিত হয়।

উঃ-ইলুভিয়েশন



২.২.৭ বৃষ্টিবহুল অঞ্চলে---আবহবিকার বেশি
কার্যকরী।


উঃ- রাসায়নিক


২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও
:
[প্রশ্নের মান-১)



২.৩.১ পুঞ্জিত ক্ষয়ে কোন্ শক্তি বেশি গুরুত্বপূর্ণ?
উঃ- অভিকর্ষ শক্তি


২.৩.২ যান্ত্রিক আবহবিকার কোন্ জলবায়ুতে বেশি ঘটে।


উঃ- ক্রান্তীয় উষ্ণ আদ্র জলবায়ুতে


২.৩.৩ দ্রবণে শিলার কোন ধর্মের পরিবর্তন হয়?


উঃ- রাসায়নিক ধর্ম

২. আবহবিকারপ্রাপ্ত শিলাচূর্ণের শিথিল ভূ-আস্তরণকে কী বলে?

উঃ- রেগোলিথ


২.৩.৫ বিষমসত্ত্ব শিলায় কোন প্রকার আবহবিকার ঘটৈ?

উঃ- ক্ষুদ্র কণা বিশরণ


২.৩.৬ কী উদ্দেশ্যে ধাপচাষ ও ফালিচাষ করা হয়?

উঃ- মাটি ক্ষয় রোধে জন্য ধাপ চাষ ওফালি চাষ করা হয়।

২.৩.৭ কোন্ দুটি মাটির স্তরকে একত্রে সোলাম বলে?

উঃ-A  এবং B স্তর কে সোলাম বলে।

২.৪ বামদিকের সাথে ডানদিক মিলিয়ে লেখো:

উঃ-
[প্রশ্নের মান-১]


উঃ-

ৰামদিক।           ডানদিক
২.৪.১ শিলা ভাঙা(৫) উন্মুক্ত শিলাপৃষ্ঠ

2.৪.২ নগ্নীভবন১) গোলাকৃতি আবহবিকার
২.৪.৩ শঙ্কমোচন ১) গোলাকৃতি আবহবিকার

২.৪.৪ খনিজের সঞ্চয় (৩) ইলুভিয়েশন
২.৪.৫..মরুঅঞ্চল ১) গোলাকৃতি আবহবিকার