নবম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ অনুশীলনী প্রশ্ন উত্তর /class 9 history question answer about 4th chapter
নবম শ্রেণী ইতিহাস
চতুর্থ অধ্যায়
শিল্প বিপ্লব ও উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ
অনুশীলনী প্রশ্ন উত্তর
বিভাগ "ক 'বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি
সঠিক উত্তরটি নির্বাচন করো ।
১. সর্বপ্রথম শিল্পবিপ্লব ঘটেছিল—
A ইংল্যান্ডে
© জার্মানিতে
B ফ্রান্সে
© সোভিয়েত রাশিয়ায়
উঃ-A ইংল্যান্ডে
২. ইংল্যান্ডে শিল্পবিপ্লবের প্রেক্ষাপট রচনা করে—
® বৈজ্ঞানিক আবিষ্কার
® বৈদেশিক যুদ্ধ
© গৃহযুদ্ধ
© ভৌগোলিক অভিযান
উঃ-® বৈজ্ঞানিক আবিষ্কার
৩. উদীয়মান স্থানীয় ভদ্র শ্রেণি বা জেনট্রি আর্থসামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয-
A ফ্রান্সে
® ইংল্যান্ডে
© ইটালিতে
© জার্মানিতে
উঃ-® ইংল্যান্ডে
৪. বিশ্বে পুঁজিবাদী অর্থনীতির গুরুত্ব বাড়ে—
A ফরাসি বিপ্লবের পর
© রুশ বিপ্লবের পর
® শিল্পবিপ্লবের পর
© প্রথম বিশ্বযুদ্ধের পর
উঃ-® শিল্পবিপ্লবের পর
৫. বিশ্বে প্রথম কারখানা হিসেবে পরিচিত
দেশটি হল—
A ব্রিটেন
© জার্মানি
® ফ্রান্স
© ইটালি
উঃ-A ব্রিটেন
বিভাগ খ অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলি
একটি বাক্যে উত্তর দাও।
১. ‘ডেভিড কপারফিল্ড’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ- চার্লস ডিকেন্স
২. ‘দাস ক্যাপিটাল’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ- কাল মার্কস
৩. কে প্রথম রেল ইঞ্জিন আবিষ্কার করেন?
উঃ- জর্জ স্টিফেনসন
৪. নৈরাজ্যবাদের জনক কাকে বলা হয়?
উঃ-প্রুডো
৫. কবে প্রথম আটলান্টিক কেব্ল পাতা হয়?
উঃ- ১৮৬৬ খ্রিস্টাব্দে
এটি ব্রিটেন ও আমেরিকার মধ্যে যোগাযোগ স্থাপন করা হয়েছিল
৬. কোন্ দেশ চিনে উন্মুক্ত দ্বার নীতির প্রস্তাব তোলে?
উঃ- আমি লিখা ব্রিটেন জাপান জার্মান রম ইত্যাদি দেশ
৭. কে সেফটি ল্যাম্প আবিষ্কার করেন?
উঃ- হামফ্রি ডেভি
৮. ম্যাক্সিম গোর্কির কোন উপন্যাসে রুশবাসীর নাগরিক জীবন কাহিনির বিবরণ রয়েছে?
উঃ- দা মাদার উপন্যাসে
৯. সেরাজেভো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত
উগ্রজাতীয়তাবাদী সংগঠনটির নাম কী?
উঃ- দ্য ব্ল্যাক হ্যাণ্ড
১০, কোন্ দেশ ইউনিয়ন অব সাউথ আফ্রিকা গঠন করে?
উঃ- ব্রিটেন
১১. শিল্পবিপ্লব কীভাবে নগরসভ্যতার উন্মেষ ঘটায়?
উঃ- শিল্প বিপ্লব ফলে শহরে নতুন নতুন কল কারখানা গড়ে উঠে। মানুষ তার কাজ পায় ।গ্রাম ছেড়ে মানুষ শহরে চলে আসে কাজের সন্ধানে। শহরে রাস্তাঘাট উন্নতি হয়। শহরে জনসংখ্যা বাড়তে থাকে। আস্তে আস্তে শহর নগরে পরিণত হয় ।অর্থাৎ শহর নগর সভ্যতার উন্মেষ ঘটায়।
১২. ইউরোপে কীভাবে সাম্যবাদী ভাবধারার উদ্ভব ঘটে?
উঃ-
ঠিক বা ভুল নির্ণয় করো।
১. ঘেটো হল শিল্পবিপ্লবকালে ছোটো শহরাঞ্চল।
উঃ-ঠিক
২. শিল্পবিপ্লবের ফলে নতুন শহর গড়ে ওঠে।
উঃ-ঠিক
৩, ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন। ৪, বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট।
উঃ-ঠিক
‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও।
‘ক’ স্তম্ভ
1 ব্লাস্ট ফারনেস- জন স্মিটন
2 স্পিনিং জেনি- হারগ্রিভস
3 ওয়াটার ফ্রেম-- রিচার্ড আর্করাইট
4 পাওয়ার লুম-এডমন্ট কার্টরাইট
A হারগ্রিভস
B এডমন্ট কার্টরাইট
© জন স্মিটন
© রিচার্ড আর্করাইট
উঃ-
অলিভার টুইস্ট---চার্লস ডিকেন্স
দা টাউন লেবারার--হ্যামন্ডস
কল্পনাতন্ত্রী সমাজবাদী-শার্ল ফুরিয়ে
4) নৈরাজ্যবাদী--বাকুনিন
করো ও নাম লেখো।
প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত
১. ম্যানচেস্টার–শিল্পবিপ্লবের ফলে গড়ে ওঠা একটি শহর।
২. সেরাজেভো—যেখানে ১৯১৪ খ্রিস্টাব্দে গ্যাভরিলো
প্রিন্সেপের হাতে অস্ট্রিয়ার যুবরাজ নিহত হন। ৩. মস্কো-
রাশিয়ার রাজধানী। ৪. রুঢ় – জার্মানির শিল্পসমৃদ্ধ অঞ্চল।
উঃ-
শূন্যস্থান পূরণ করো।
১. উড়ন্ত মাকু আবিষ্কার করেন--------।
উঃ-জন কে
২. 'মাদারউপন্যাসের রচয়িতা হলেন----
উঃ- ম্যাক্সিম গোর্কি
৩. ইউটোপীয় সমাজবাদী হলেন------
উঃ- টমাস মোর
৪. টেলিগ্রাফ যন্ত্র আবিষ্কার-------
উঃ- স্যামুয়েল এফ বি মোর্স
৫. ১৮৪৮ খ্রিস্টাব্দে কার্ল মার্কস ও তাঁর
করেন সহযোগী ফ্রেডারিক এঙ্গেল্স-------
প্রকাশ করেন।
উঃ- কমিউনিস্ট ইস্তাহার
৬. সপ্তদশ শতকে------রাস্তার উন্নতির লক্ষ্যে গঠিত হয় টার্নপাইক ট্রাস্টস
উঃ- বৃটেনের
৭. টিয়েনসিন সন্ধির দ্বারা চিনের--------
বন্দর বিদেশি বণিকদের ব্যবহারের জন্য খুলে
দেওয়া হয়।
উঃ-১১ টি
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি
নির্বাচন করো।
১. বিবৃতি: ঘেটো ছিল মূলত শহরের সবচেয়ে গরিব ও দুর্দশাগ্রস্ত অঞ্চল।
ব্যাখ্যা
: (ক) এখানে বসবাসকারী কৃষকদের জমি কেড়েনেওয়া হয়েছিল।
(খ) এখানে কর্মচ্যুত শ্রমিকদের বাসভূমি
নির্দিষ্ট হয়েছিল।
(ণ) এখানে সাধারণত দরিদ্র শ্রমিক শ্রেণির
বসবাস ছিল।
উঃ-(ণ) এখানে সাধারণত দরিদ্র শ্রমিক শ্রেণির বসবাস ছিল।
২. বিবৃতি : ইংল্যান্ডে সবার আগে শিল্পবিপ্লব ঘটেছিল।
ব্যাখ্যা : (ক) ইংল্যান্ডে সবার আগে শিল্প পরিকাঠামো গড়ে উঠেছিল।
(খ) ইংল্যান্ডের মানুষ অন্য দেশের তুলনায় অধি=শিক্ষিত ছিল।
(গ) ইংল্যান্ডে শিল্পজাত পণ্যসামগ্রীর চাহি=
ছিল সর্বাধিক।
উঃ- : (ক) ইংল্যান্ডে সবার আগে শিল্প পরিকাঠামো গড়ে উঠেছিল।
বিভাগ গ সংক্ষিপ্ত প্রশ্নাবলি
২-৩টি বাক্যে উত্তর দাও।
১. শিল্পবিপ্লব কাকে বলে?
উঃ- মানুষের শ্রমের পরিবর্তে যন্ত্রের সাহায্যে উৎপাদন ব্যবস্থার এবং উৎপাদনের মাত্রার যে বিশাল পরিবর্তন ঘটে তা হল শিল্প বিপ্লব।
২. শিল্পবিপ্লবের অঞ্চল উল্লেখ করো।
উঃ- ম্যানচেস্টার ,রুঢ় ,মস্কো,
৩. ফ্যাক্টরি বা কারখানা প্রথা বলতে কী বোঝ?
উঃ- শিল্প বিপ্লবের সুবাদে ফ্যাক্টরি প্রথা বা কারখানা প্রথার উদ্ভব ঘটে ১৭৫০ দশকে ইংল্যান্ডে ফ্যাক্টরি প্রথা চালু হয়। পরে ইউরোপ ও ইউরোপের বাইরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। শিল্প উৎপাদনের কেন্দ্র হিসেবে কারখানা প্রথার প্রসার ঘটে।
৪. আফ্রিকাকে ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ' বলা হয় কেন?
উঃ- আফ্রিকা মহাদেশে শিক্ষার আলো প্রবেশ না করায় ,সেখানকার মানুষ বহির্জগতের শিক্ষা সংস্কৃতি থেকে বঞ্চিত। তাই আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়।
৫. উত্তর-দক্ষিণ বিভাজন বলতে কী বোঝ?
উঃ-
৬. নৈরাজ্যবাদ কী?
উঃ- সমাজবাদের বিপরীত ধর্মী মতবাদ হলো নৈরাজ্যবাদ।
৭. প্যারি কমিউন কী?
উঃ- শ্রমজীবী মানুষ ফ্রান্সের বুর্জোয়া সরকার এবং জার্মানির ফ্রান্স অধিকারীর বিরুদ্ধে যে অদ্ভুতান ঘটায় তা প্যারি কমিউন নামে পরিচিত।
৮. টার্নপাইক ট্রাস্ট বলতে কী বোঝ?
উঃ- সপ্তদশ শতকে বৃটেনে রাস্তার উন্নতির লক্ষ্যে বিভিন্ন থানে গঠিত সংগঠন তা হল টার্নপাইক ট্রাস্ট।
৯. শিল্পবিপ্লবকালের ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলা হয় কেন?
উঃ- শিল্প বিপ্লব কালে বিশ্বের বিভিন্ন ব্রিটিশ উপনিবেশ গুলি কে ইংল্যান্ডজাত পণ্য বিক্রয় শুরু হয় । ইংল্যান্ড প্রণীত হয় বিশ্বের কারখানা।
10. Semaphore Relay কী?
উঃ-Semaphore Relay- প্রথমদিকে চালু হওয়া টেলিগ্রাফ এই ব্যবস্থায় কয়েক মাইল দূর পর্যন্ত সংবাদ পাঠানো যেত।
পরের পর্বের জন্য অপেক্ষায় থাকুন
নবম শ্রেণী ইতিহাস
চতুর্থ অধ্যায়
শিল্প বিপ্লব ও উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ
অনুশীলনী প্রশ্ন উত্তর
বিভাগ "ক 'বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি
সঠিক উত্তরটি নির্বাচন করো ।
১. সর্বপ্রথম শিল্পবিপ্লব ঘটেছিল—
A ইংল্যান্ডে
© জার্মানিতে
B ফ্রান্সে
© সোভিয়েত রাশিয়ায়
উঃ-A ইংল্যান্ডে
২. ইংল্যান্ডে শিল্পবিপ্লবের প্রেক্ষাপট রচনা করে—
® বৈজ্ঞানিক আবিষ্কার
® বৈদেশিক যুদ্ধ
© গৃহযুদ্ধ
© ভৌগোলিক অভিযান
উঃ-® বৈজ্ঞানিক আবিষ্কার
৩. উদীয়মান স্থানীয় ভদ্র শ্রেণি বা জেনট্রি আর্থসামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয-
A ফ্রান্সে
® ইংল্যান্ডে
© ইটালিতে
© জার্মানিতে
উঃ-® ইংল্যান্ডে
৪. বিশ্বে পুঁজিবাদী অর্থনীতির গুরুত্ব বাড়ে—
A ফরাসি বিপ্লবের পর
© রুশ বিপ্লবের পর
® শিল্পবিপ্লবের পর
© প্রথম বিশ্বযুদ্ধের পর
উঃ-® শিল্পবিপ্লবের পর
৫. বিশ্বে প্রথম কারখানা হিসেবে পরিচিত
দেশটি হল—
A ব্রিটেন
© জার্মানি
® ফ্রান্স
© ইটালি
উঃ-A ব্রিটেন
বিভাগ খ অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলি
একটি বাক্যে উত্তর দাও।
১. ‘ডেভিড কপারফিল্ড’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ- চার্লস ডিকেন্স
২. ‘দাস ক্যাপিটাল’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ- কাল মার্কস
৩. কে প্রথম রেল ইঞ্জিন আবিষ্কার করেন?
উঃ- জর্জ স্টিফেনসন
৪. নৈরাজ্যবাদের জনক কাকে বলা হয়?
উঃ-প্রুডো
৫. কবে প্রথম আটলান্টিক কেব্ল পাতা হয়?
উঃ- ১৮৬৬ খ্রিস্টাব্দে
এটি ব্রিটেন ও আমেরিকার মধ্যে যোগাযোগ স্থাপন করা হয়েছিল
৬. কোন্ দেশ চিনে উন্মুক্ত দ্বার নীতির প্রস্তাব তোলে?
উঃ- আমি লিখা ব্রিটেন জাপান জার্মান রম ইত্যাদি দেশ
৭. কে সেফটি ল্যাম্প আবিষ্কার করেন?
উঃ- হামফ্রি ডেভি
৮. ম্যাক্সিম গোর্কির কোন উপন্যাসে রুশবাসীর নাগরিক জীবন কাহিনির বিবরণ রয়েছে?
উঃ- দা মাদার উপন্যাসে
৯. সেরাজেভো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত
উগ্রজাতীয়তাবাদী সংগঠনটির নাম কী?
উঃ- দ্য ব্ল্যাক হ্যাণ্ড
১০, কোন্ দেশ ইউনিয়ন অব সাউথ আফ্রিকা গঠন করে?
উঃ- ব্রিটেন
১১. শিল্পবিপ্লব কীভাবে নগরসভ্যতার উন্মেষ ঘটায়?
উঃ- শিল্প বিপ্লব ফলে শহরে নতুন নতুন কল কারখানা গড়ে উঠে। মানুষ তার কাজ পায় ।গ্রাম ছেড়ে মানুষ শহরে চলে আসে কাজের সন্ধানে। শহরে রাস্তাঘাট উন্নতি হয়। শহরে জনসংখ্যা বাড়তে থাকে। আস্তে আস্তে শহর নগরে পরিণত হয় ।অর্থাৎ শহর নগর সভ্যতার উন্মেষ ঘটায়।
১২. ইউরোপে কীভাবে সাম্যবাদী ভাবধারার উদ্ভব ঘটে?
উঃ-
ঠিক বা ভুল নির্ণয় করো।
১. ঘেটো হল শিল্পবিপ্লবকালে ছোটো শহরাঞ্চল।
উঃ-ঠিক
২. শিল্পবিপ্লবের ফলে নতুন শহর গড়ে ওঠে।
উঃ-ঠিক
৩, ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন। ৪, বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট।
উঃ-ঠিক
‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও।
‘ক’ স্তম্ভ
1 ব্লাস্ট ফারনেস- জন স্মিটন
2 স্পিনিং জেনি- হারগ্রিভস
3 ওয়াটার ফ্রেম-- রিচার্ড আর্করাইট
4 পাওয়ার লুম-এডমন্ট কার্টরাইট
A হারগ্রিভস
B এডমন্ট কার্টরাইট
© জন স্মিটন
© রিচার্ড আর্করাইট
উঃ-
অলিভার টুইস্ট---চার্লস ডিকেন্স
দা টাউন লেবারার--হ্যামন্ডস
কল্পনাতন্ত্রী সমাজবাদী-শার্ল ফুরিয়ে
4) নৈরাজ্যবাদী--বাকুনিন
করো ও নাম লেখো।
প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত
১. ম্যানচেস্টার–শিল্পবিপ্লবের ফলে গড়ে ওঠা একটি শহর।
২. সেরাজেভো—যেখানে ১৯১৪ খ্রিস্টাব্দে গ্যাভরিলো
প্রিন্সেপের হাতে অস্ট্রিয়ার যুবরাজ নিহত হন। ৩. মস্কো-
রাশিয়ার রাজধানী। ৪. রুঢ় – জার্মানির শিল্পসমৃদ্ধ অঞ্চল।
উঃ-
শূন্যস্থান পূরণ করো।
১. উড়ন্ত মাকু আবিষ্কার করেন--------।
উঃ-জন কে
২. 'মাদারউপন্যাসের রচয়িতা হলেন----
উঃ- ম্যাক্সিম গোর্কি
৩. ইউটোপীয় সমাজবাদী হলেন------
উঃ- টমাস মোর
৪. টেলিগ্রাফ যন্ত্র আবিষ্কার-------
উঃ- স্যামুয়েল এফ বি মোর্স
৫. ১৮৪৮ খ্রিস্টাব্দে কার্ল মার্কস ও তাঁর
করেন সহযোগী ফ্রেডারিক এঙ্গেল্স-------
প্রকাশ করেন।
উঃ- কমিউনিস্ট ইস্তাহার
৬. সপ্তদশ শতকে------রাস্তার উন্নতির লক্ষ্যে গঠিত হয় টার্নপাইক ট্রাস্টস
উঃ- বৃটেনের
৭. টিয়েনসিন সন্ধির দ্বারা চিনের--------
বন্দর বিদেশি বণিকদের ব্যবহারের জন্য খুলে
দেওয়া হয়।
উঃ-১১ টি
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি
নির্বাচন করো।
১. বিবৃতি: ঘেটো ছিল মূলত শহরের সবচেয়ে গরিব ও দুর্দশাগ্রস্ত অঞ্চল।
ব্যাখ্যা
: (ক) এখানে বসবাসকারী কৃষকদের জমি কেড়েনেওয়া হয়েছিল।
(খ) এখানে কর্মচ্যুত শ্রমিকদের বাসভূমি
নির্দিষ্ট হয়েছিল।
(ণ) এখানে সাধারণত দরিদ্র শ্রমিক শ্রেণির
বসবাস ছিল।
উঃ-(ণ) এখানে সাধারণত দরিদ্র শ্রমিক শ্রেণির বসবাস ছিল।
২. বিবৃতি : ইংল্যান্ডে সবার আগে শিল্পবিপ্লব ঘটেছিল।
ব্যাখ্যা : (ক) ইংল্যান্ডে সবার আগে শিল্প পরিকাঠামো গড়ে উঠেছিল।
(খ) ইংল্যান্ডের মানুষ অন্য দেশের তুলনায় অধি=শিক্ষিত ছিল।
(গ) ইংল্যান্ডে শিল্পজাত পণ্যসামগ্রীর চাহি=
ছিল সর্বাধিক।
উঃ- : (ক) ইংল্যান্ডে সবার আগে শিল্প পরিকাঠামো গড়ে উঠেছিল।
বিভাগ গ সংক্ষিপ্ত প্রশ্নাবলি
২-৩টি বাক্যে উত্তর দাও।
১. শিল্পবিপ্লব কাকে বলে?
উঃ- মানুষের শ্রমের পরিবর্তে যন্ত্রের সাহায্যে উৎপাদন ব্যবস্থার এবং উৎপাদনের মাত্রার যে বিশাল পরিবর্তন ঘটে তা হল শিল্প বিপ্লব।
২. শিল্পবিপ্লবের অঞ্চল উল্লেখ করো।
উঃ- ম্যানচেস্টার ,রুঢ় ,মস্কো,
৩. ফ্যাক্টরি বা কারখানা প্রথা বলতে কী বোঝ?
উঃ- শিল্প বিপ্লবের সুবাদে ফ্যাক্টরি প্রথা বা কারখানা প্রথার উদ্ভব ঘটে ১৭৫০ দশকে ইংল্যান্ডে ফ্যাক্টরি প্রথা চালু হয়। পরে ইউরোপ ও ইউরোপের বাইরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। শিল্প উৎপাদনের কেন্দ্র হিসেবে কারখানা প্রথার প্রসার ঘটে।
৪. আফ্রিকাকে ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ' বলা হয় কেন?
উঃ- আফ্রিকা মহাদেশে শিক্ষার আলো প্রবেশ না করায় ,সেখানকার মানুষ বহির্জগতের শিক্ষা সংস্কৃতি থেকে বঞ্চিত। তাই আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়।
৫. উত্তর-দক্ষিণ বিভাজন বলতে কী বোঝ?
উঃ-
৬. নৈরাজ্যবাদ কী?
উঃ- সমাজবাদের বিপরীত ধর্মী মতবাদ হলো নৈরাজ্যবাদ।
৭. প্যারি কমিউন কী?
উঃ- শ্রমজীবী মানুষ ফ্রান্সের বুর্জোয়া সরকার এবং জার্মানির ফ্রান্স অধিকারীর বিরুদ্ধে যে অদ্ভুতান ঘটায় তা প্যারি কমিউন নামে পরিচিত।
৮. টার্নপাইক ট্রাস্ট বলতে কী বোঝ?
উঃ- সপ্তদশ শতকে বৃটেনে রাস্তার উন্নতির লক্ষ্যে বিভিন্ন থানে গঠিত সংগঠন তা হল টার্নপাইক ট্রাস্ট।
৯. শিল্পবিপ্লবকালের ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলা হয় কেন?
উঃ- শিল্প বিপ্লব কালে বিশ্বের বিভিন্ন ব্রিটিশ উপনিবেশ গুলি কে ইংল্যান্ডজাত পণ্য বিক্রয় শুরু হয় । ইংল্যান্ড প্রণীত হয় বিশ্বের কারখানা।
10. Semaphore Relay কী?
উঃ-Semaphore Relay- প্রথমদিকে চালু হওয়া টেলিগ্রাফ এই ব্যবস্থায় কয়েক মাইল দূর পর্যন্ত সংবাদ পাঠানো যেত।
পরের পর্বের জন্য অপেক্ষায় থাকুন