নবম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় অনুশীলনী প্রশ্ন উত্তর/click 9 history anoshilan question answer 1st chapter - Online story

Sunday, 3 July 2022

নবম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় অনুশীলনী প্রশ্ন উত্তর/click 9 history anoshilan question answer 1st chapter

 



দ্বিতীয় অধ্যায় উত্তর দেখুন এখানে ক্লিক করে


    নবম শ্রেণী ইতিহাস
        প্রথম অধ্যায়
 ফরাসি বিপ্লবে কয়েকটি দিক
 অনুশীলনী প্রশ্ন উত্তর


বিভাগ ক বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি

■ সঠিক উত্তরটি নির্বাচন করো।


১. “আমিই রাষ্ট্র”—এই উক্তি করেন, ফরাসি রাজা-

® চতুর্দশ লুই
A ত্রয়োদশ লুই
© পঞ্চদশ লুই
© ষোড়শ লুই

উঃ-® চতুর্দশ লুই



২. ফ্রান্সকে “ভ্রান্ত অর্থনীতির জাদুঘর” বলে সমালোচনা করেন
A অ্যাডাম স্মিথ
C রুশো

উঃ-A অ্যাডাম স্মিথ


৩. ‘দ্য সোশ্যাল কন্ট্রাক্ট’ গ্রন্থের রচয়িতা হলেন
® মন্টেস্কিউ
© দিদেরো
® মন্টেস্কিউ
B ভলেতয়ার
© দ্য এলেমবার্ট
© রুশো

উঃ-© রুশো


৪. ফ্রান্সের কর ব্যবস্থায় লবণের ওপর ধার্য করের নাম ছিল—

© কপিতাসিয়ঁ
B গ্যাবেল
© ভ্যাতিয়াম
D অ্যাদ

উঃ-B গ্যাবেল

৫. 'দ্য স্পিরিট অব দ্য লজ' গ্রন্থটির লেখক হলেন—
® রুশো
© রোবসপিয়ের
® মন্টেস্কিউ
© মিরাবো

উঃ-® মন্টেস্কিউ


বিভাগ খা অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলি
একটি বাক্যে উত্তর দাও।



১.কোন্ রাজার আমলে ফ্রান্সে ফরাসি বিপ্লব ঘটে?

উঃ-© ষোড়শ লুই

 ২. দ্রোয়া দ্য কলবিয়ে এ দ্য শাস কী?
উঃ- জীবজন্তু ও মৎস্য শিকার কর


৩. কোন্ শব্দ থেকে বুর্জোয়া শব্দটির উৎপত্তি ঘটেছে?
উঃ- "বার্গার "শব্দ থেকে বুর্জোয়া শব্দটি উৎপত্তি ঘটে।

 ৪. ভলতেয়ারের প্রকৃত নাম কী?
উঃ- ফাঁসোয়া মারি আরোয়েৎ

৫. বিশ্বকোশ কী?
উঃ-  বিশ্বকোশ হলো ফ্রান্সের একটি দার্শনিক গোষ্ঠী । যে গোষ্টী ফরাসি স্বৈরতন্ত্রের বিরোধিতা করেন।
 

৬. কবে বাস্তিল দুর্গের পতন ঘটে?
উঃ-১৪ জূলাই ১৭৮৯  খ্রিস্টাব্দে


৭.. কবে রাজা ষোড়শ লুইকে প্রাণদণ্ড দেওয়া হয়?
উঃ-১৭৯৩ খ্রিস্টাব্দে ২১ জানুয়ারি

৮. কবে ফরাসি মানুষ ও নাগরিকের অধিকার ঘোষিত হয়?
উঃ--১৭৮৯ খ্রিস্টাব্দে ২৬ শে আগস্ট


 ৯. নতুন সংবিধান কবে গঠিত হয়?
উঃ-১৭৯১ খ্রিস্টাব্দে ৪ সেপ্টেম্বর

 ১০. কে গিলোটিন যন্ত্র আবিষ্কার করেন?
উঃ- ডঃ গিলোটিন


 ১১. ভামির যুদ্ধ কবে ঘটে?
উঃ-১৭৯২ খ্রিস্টাব্দে ২০ সেপ্টেম্বর

১২. রোবসপিয়েরকে কবে গিলোটিনে হত্যা করা হয়?
উঃ-১৭৯৪ খ্রিস্টাব্দে ২৮ শে জুলাই




रঠিক বা ভুল নির্ণয় করো।
১. ‘লেতর দ্য কাশে’ নামে গ্রেপ্তারি পরোয়ানার সাহায্যে বিনা বিচারে যে-কোনো সাধারণ ফরাসি নাগরিককে কারারুদ্ধ করা যেত।

উঃ-ঠিক

২.‘লেতর দ্য গ্রেস' জারির মাধ্যমে অভিযুক্ত ফরাসি নাগরিকদের মুক্তি দেওয়া যেত।

উঃ- ঠিক

৩. অভিজাতরা ‘কনট্রাক্ট অব পেইসি’ নামে এক চুক্তি অনুসারে রাজাকে স্বেচ্ছাকর দিত।

উঃ-ঠিক

৪. ফরাসি বিপ্লবের আদর্শ ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপক প্রভাব ফেলেছিল।

উঃ-ঠিক

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’স্তম্ভ মেলাও।

উঃ-
'ক' স্তম্ভ'          খ' স্তম্ভ
● রুশো--© দ্য সোশ্যাল কন্ট্রাক্ট
© মন্টেস্কিউ–A দ্য পার্সিয়ান লেটার্স
3 ভলতেয়ার–© কাঁডিড
4 ক্যানে–® বিশ্বকোশ
উঃ-
'ক' স্তম্ভ'                    খ' স্তম্ভ
1 স্পেনের
উত্তরাধিকার যুদ্ধ-ফরাসি রাজা চতুৰ্দশ লুই

2 অস্ট্রিয়ার
উত্তরাধিকার যুদ্ধ-ফরাসি রাজা পঞ্চদশ
                               লুই

3) চার্চকে প্রদত্ত কর-টাইদ

4 সামন্ত প্রভুকে প্রদত্ত- বানালিতে






প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত
করো ও নাম লেখো।
১. প্যারিস—যেখানে বাস্তিল দুর্গ অবস্থিত। ২. ভার্সাই
নগরী—যেখানে ১৭৮৯ খ্রিস্টাব্দে জাতীয় সভার অধিবেশন
বসে।
৩. অ্যামিয়েন্স—ফরাসি বিপ্লবের একটি কেন্দ্র।

৪. পাদুয়া—অস্ট্রিয়ার সম্রাট লিওপোল্ড যেখানে এক
ঘোষণাপত্র জারি করেন।


শূন্যস্থান। পূরণ করো।

১.--------ছিল উৎপাদনভিত্তিক আয়কর।
উঃ- কপিতাসিয়ঁ


২. অঁসিয়া রেজিম-এর অর্থ হল-------সমাজ।
উঃ- পূর্বাতন

৩. টিপু সুলতান ছিলেন----ক্লাবের সদস্য।

উঃ- জাকোবিন

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো।



১. বিবৃতি: ফরাসি বিচারব্যবস্থা ছিল এক প্রহসন মাত্র।
ব্যাখ্যা:
 (ক) বিচারকরা ন্যায়বিচার অপেক্ষা নিজেদের স্বার্থসিদ্ধিতেই বেশি আগ্রহী ছিলেন।
(খ) বিচারব্যবস্থায় অর্থের বিনিময়ে রায় দেওয়ার রীতি চালু ছিল।

 (গ) বিচারপ্রার্থীরা আত্মপক্ষ সমর্থনের
সুযোগ পেতেন না।
উঃ-(খ) বিচারব্যবস্থায় অর্থের বিনিময়ে রায় দেওয়ার রীতি চালু ছিল।

২. বিবৃতি: জাতীয় সভা সংবিধান সভায় রূপান্তরিত
হয় -
ব্যাখ্যা: (ক) জাতীয় সভার সদস্যরা সংবিধান সভা.গঠন করে।
(খ) জাতীয় সভার ওপর সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয়।

 (গ) জাতীয় সভা ভেঙে দিয়ে সংবিধান সভা গড়ে তোলা হয়।
উঃ-খ) জাতীয় সভার ওপর সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয়।

৩. বিবৃতি: ইউরোপের দেশগুলিতে রাজতন্ত্র, সমাজতন্ত্র ও ভূমিদাসপ্রথার অস্তিত্ব বিপন্ন হয়। ব্যাখ্যা:
(ক) ফরাসি বিপ্লবের আদর্শ ইউরোপের বিভিন্ন দেশে প্রচারিত হয়।
(খ) ইউরোপের দেশগুলি ধনতান্ত্রিক আদর্শকে গ্রহণ করে।

 (গ) ইউরোপ জুড়ে একনায়কতান্ত্রিক ব্যবস্থা কায়েম হয়।


উঃ-(ক) ফরাসি বিপ্লবের আদর্শ ইউরোপের বিভিন্ন দেশে প্রচারিত হয়।

বিভাগ গ সংক্ষিপ্ত প্রশ্নাবলি
২-৩টি বাক্যে উত্তর দাও।


১. অঁসিয়া রেজিম বলতে কী বোঝ?

উঃ-অঁসিয়া রেজিম বলতে পূর্বতন সমাজ বোঝায়। অর্থাৎ ফরাসি সংবিধান সভার প্রথম দিকের বেশ কিছু অনুশাসনে পূর্বেকার অবস্থা।
২. তৃতীয় সম্প্রদায় কারা?

 উঃ- দ্বিতীয় সম্প্রদায় বলতে ফ্রান্সের শ্রমজীবী মানুষের কথা ধরা হয় এদের মধ্যে বেশিরভাগই ছিলেন -রোজ-মজুর, মালি, পরিচারক ,পাচক ,কোচায়ান।

৩. ভূমিদাস কারা?

উঃ- যাদের নিজস্ব কোন জমি ছিল না ।অন্যের জমিতে কাজ করতো।তার বিনিময়ে কিছু পারিশ্রমিক তাদের কে দেওয়া হতো। তাদেরকে ভূমি দাস বলা হয়।



. ফিজিওক্র্যাটস কারা?

উঃ- ফিজিওক্র্যাটস হলো ফ্রান্সের এক দার্শনিক গোষ্ঠী । যারা ফরাসি স্বৈরাচারও আর্থিক নীতির বিরুদ্ধে সবর হয়েছিলেন।


৫. প্যাট্রিশিয়ান ও প্লেবিয়ান কারা?

উঃ-প্যাট্রিশিয়ান হইল ফ্রান্সের আভিজাত্য শ্রেণি
প্লেবিয়ান হইল ফ্রান্সে তৃতীয় শ্রেণীর মানুষরা।


★★★ ৬. টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝ?

উঃ-
টেনিস কোর্টের শপথ
মাথাপিছু ভোটের দাবি না মানায় তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদেরকে জাতীয় সার্বভৌম ক্ষমতার অধিকারী বলে ঘোষণা করেন। তাঁরা নিজেদের সভাকে জাতীয় পরিষদ (National Assembly) নাম দেন। এই পরিষদ এক ঘোষণায় বলে যে, কর ধার্যের অধিকার রয়েছে একমাত্র তাঁদেরই। এই প্রেক্ষাপটে রাজা ষোড়শ লুই জাতীয় পরিষদকে বেআইনি ঘোষণা করেন। তিনি সভাকক্ষে তালা ঝুলিয়ে দেন।
তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা সভাকক্ষের তালা বন্ধ দেখে ক্ষুব্ধ হন। তারা তখন জিয়াতাঁর নেতৃত্বে নিকটবর্তী একটি টেনিস কোর্টে সমবেত হন। এখানে তাঁরা শপথ নিয়ে বলেন, ফ্রান্সের নতুন সংবিধান তৈরি না হওয়া পর্যন্ত তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। তাঁদের এই শপথ টেনিস কোর্টের শপথ (Tennis Court Oath) (২০ জুন, ১৭৮৯ খ্রি.)নামে পরিচিত।
 ৭. কেন ফরাসি বিপ্লব বিরোধী কোয়ালিশন গঠিত হয়েছিল

উঃ-ফ্রান্সের রাজতন্ত্রের উচ্ছেদ ও প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা এবং অবশেষে গিলোটিন যন্ত্রে ষোড়শ লুই-এর
প্রাণদণ্ড ফ্রান্সে এক গভীর অভ্যন্তরীণ সংকট ডেকে আনে। প্রথমত প্রজাদের অনেকেই রাজভক্ত ছিল। রাজার প্রতি এই নিষ্ঠুর আচরণ তাদের ক্ষুব্ধ করেছিল। ফলে অনেকেই
বিপ্লব সম্পর্কে হতাশ হয়েছিল। এর প্রতিফলন ঘটেছিল ভঁদেও লিয়ঁও কৃষক বিদ্রোহে, দ্বিতীয়ত বিপ্লবের নামে অযথারক্তপাত ও নিরীহ মানুষের মৃত্যু অনেক মানুষ মেনে নিতেপারেনি। তারা বিপ্লব-বিরোধী হয়ে পড়ে। তৃতীয়ত শহরের
গরিব মানুষ লক্ষ করেছিল তাদের মৌলিক সমস্যা অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধির কোনো প্রতিকার হয়নি। বিপ্লবেরফলে বুর্জোয়া শ্রেণি উপকৃত হলেও তাদের কোনো লাভ হয়নি। কৃষক ও শহরের মানুষের মধ্যে এই ক্ষোভ ও অসন্তোষের কারণে বিপ্লব বিরোধী কোয়ালিস্টেন গঠিত হয়।

টি বিভাগ ঘ বিশ্লেষণধর্মী প্রশ্নাবলি
= ৭-৮টি বা




পরবর্তী প্রশ্ন গুলি উত্তরের জন্য অপেক্ষায় থাকুন।

উঃ-
৮. কীভাবে ফ্রান্সে সন্ত্রা শাসনের অবসান ঘটে?


 ৯. মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণার মূল দুটি শর্তের উল্লেখ করো।

উঃ-
১০. সংবিধান গঠনে কারা সক্রিয় ভূমিকা নেয়?

উঃ-

১. অঁসিয়া রেজিম বলতে কী বোঝ সংক্ষেপে লেখে

উঃ-

২. বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে কৃষকদের অবস্থা কেন ছিল?
উঃ-



 ৩. দৈবরাজতন্ত্রের ধারণা বলতে কী বোঝ?

উঃ-

৪. ফরাসি বিপ্লবের পক্ষে জনমত গঠনে ফরাসি দার্শনিকদের ভূমি কীরূপ ছিল ?

উঃ-


 ৫: অভিজাত শ্রেণির বিদ্রোহের সংক্ষিপ্ত পরি
দাও।

উঃ-
৬. এস্টেস্ট জেনারেলের মধ্যেকার দ্বন্দ্বের সংক্ষি পরিচয় দাও।
উঃ-




৭. টীকা: টেনিস কোর্টের শপথ। ৮. বাস্তি
দুর্গের পতন ও তার গুরুত্ব লেখো। ৯. জাতীয় সভা অ
সংবিধান সভার কার্যাবলি সংক্ষেপে লেখো। ১০. ফরা
বিপ্লবে নারীদের অংশগ্রহণের সংক্ষিপ্ত পরিচয় দাও।
বিভাগ ও ব্যাখ্যামূলক প্রশ্নাবলি
১৫-১৬টি বাক্যে উত্তর দাও।
১. ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হয় কেন? ২. ফ্রান্সে
ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয় কেন? ৩. ফরাসি বিপ্লবে
প্রাক্কালে ফ্রান্সের কর ব্যবস্থার পরিচয় দাও। ক
আদায়কারী কর্মচারীদের সংক্ষিপ্ত পরিচয় দাও। ৪. বিশ্ব
পূর্ববর্তী ফ্রান্সে সমাজ কাঠামো কীরূপ ছিল? ৫. দার্শনিক
ফরাসি অর্থনৈতিক নীতির কীভাবে বিরোধিতা করেন
দার্শনিকগণ ফরাসি স্বৈরাচারের কীভাবে বিরোধিতা করেন।
৬. জ্যাকোবিন দলের পরিচয় দাও। জ্যাকোবিন শাসনে
পরিচয় দাও। ৭. ফরাসি বিপ্লবে শহুরে জনতার কীরু
অংশগ্রহণ ঘটে? এই বিপ্লবে গ্রাম্য দরিদ্র জনতার ভূমিক
কীরূপ ছিল?
-