অংকের নতুন নতুন ম্যাজিক পর্ব ৪/math manik part -4 - Online story

Tuesday 5 July 2022

অংকের নতুন নতুন ম্যাজিক পর্ব ৪/math manik part -4

 


আগের পর্ব দেখুন
পরের পর্ব দেখুন
     অংকের নতুন নতুন ম্যাজিক


  সবার আগে কম্পিউটারের মতো যোগ করে দাও ।



প্রথমে তুমি তোমার বন্ধু কাজল কে বলবে

-একটা যে কোন সংখ্যা লেখো।পাঁচ অঙ্কের হোক অথবা ছয় অঙ্কের হোক অথবা চার অংকের হোক।

কাজল যে সংখ্যাটি লিখল ৩৭২৫৪
তোমার বন্ধু কাজলের সংখ্যা লেখা হয়ে গেলে
তোমার অন্য বন্ধু সুদীপ কে বলবে কোন একটা পাঁচ অঙ্কের সংখ্যা লিখতে

সুদীপ লিখল ২৭৮৫৩


তুমি তার নিচে একটা পাঁচ অঙ্কের সংখ্যা লিখলে। তোমার বন্ধু সুদীপ আবার লিখল। তার নিচে তুমি আবার  লিখলে।এইভাবে মোট নয় বার সংখ্যা লেখা হবে। নিচে দেখানো হলো

প্রথমে কাজল লিখল-৩৮২৫৪
          সুদীপ লিখল ২৭৮৫৩
          তুমি লিখলে  -৭২১৪৬
         সুদীপ লিখল- ৫৪৩২১
          তুমি লিখলে - ৪৫৬৭৮
         সুদীপ লিখল -৫৬৭৮৯
         তুমি লিখলে   -৪৩২১০
         সুদীপ লিখল -৩৪৫৬৭
          তুমি লিখলে - ৬৫৪৩২
-------------------------------------------
মোট  যোগফল = ৪৩৮২৫০

তুমি সবার আগে একটা কৌশল দ্বারা তাড়াতাড়ি যোগ না করে, এ যোগফল বলে দেবে। এবং কাগজে লিখে রাখবে। তোমার বন্ধুর যোগ করা পর তার সঙ্গে মিলিয়ে দেবে। দিয়ে বলবে -আমি হচ্ছি কম্পিউটার। চলো কেমন করে তুমি বলবে সেটা শিখে নাও।

যোগ সংখ্যা গুলি নয় লাইনের তাই এখানে

৯-১=৮
৮÷২=৪
এই যে চার সংখ্যাটি পাওয়া গেল সেটি এক্কেবারে প্রথম যে সংখ্যাটি থাকবে তার আগে চার বসিয়ে দেবে।
নিচে দেখে নাও প্রথম সংখ্যাটি
 কাজল লিখেছিল-৩৮২৫৪
এখানে তুমি লিখবে ৪৩৮২৫৪
এরপর খুব তাড়াতাড়ি সংখ্যাটিতে কিছু আর বিয়োগ দেবে অর্থাৎ

৪৩৮২৫৪ -৪=৪০৮২৫০ পেয়ে যাবে


খুব মজার ব্যাপার ।এবার নিশ্চয়ই কৌশলটা শেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছ। আমি তো তোমাকে শিখিয়ে দেবো বলে এসেছি।

                 কৌশল

 এইখানে যে কৌশল সেটি হচ্ছে প্রথম যে সংখ্যাটি লেখা হয়েছে অর্থাৎ কাজল একবারই সংখ্যাটা লিখেছিল । সেটির সঙ্গে তোমার কোন কাজ হবে না।
ওই সংখ্যাটি থেকে শুধু তোমার তাড়াতাড়ি উত্তরটি বার করতে পারবে।

 এরপর সুদীপ যখন লিখবে তুমি তার তলায় সংখ্যা লিখে ছিলে, কাজলের সংখ্যা তলায় কিন্তু তুমি সংখ্যা লেখ নেই সুদীপের তলায় যখন তুমি সংখ্যা লিখেছিলে ,তখন লেখার একটা কৌশল আছে অর্থাৎ সুদীপ যা লিখেছে তুমি প্রত্যেকটা সংখ্যা তলায় ৯ যোগফল লিখে দেবে। অর্থাৎ সুদীপ এবং তোমার সংখ্যার যোগফল যেন ৯৯৯৯৯হয়। এইভাবে সুদীপ যতবার লিখবে অর্থাৎ চার বার লিখবে। তুমিও চার বার তার যোগফল ৯৯৯৯৯ যেন হয় লিখে দেবে। এইটাই এখানে কৌশল। অর্থাৎ তোমার সংখ্যাটা লেখার উপর সমগ্র কৌশলটা লুকিয়ে আছে। ।তাহলে তুমি তার উত্তর সহজেই বার করে ফেলবে আগের নিয়ম দ্বারা ।

শিখে গেছো নিশ্চয়ই চলো আরও নতুন নতুন ম্যাজিক শিখি





অংকের নতুন নতুন ম্যাজিক


মনের সংখ্যা বলে দাও তুমি তোমার বন্ধুকে যেকোনো একটা সংখ্যা নিতে বলো।
 এবার ঐ সংখ্যাটাকে ঐ একই সংখ্যা দিয়ে যোগ করতে বলো।

এবার যোগফলকে ২ দিয়ে ভাগ কর দিয়ে ভাগফলের সাথে ২ যোগ করতে বলো।

 যোগফলটি আমায় বল।
বন্ধুটি বলল যোগফল ৬৪২
তুমি তোমার বন্ধুকে বলে দিলে তুমি মনে মনে প্রথম ধরেছিলে ৬৪২
 বাঃ, একদম ঠিক। কী করে করলে ?


এবার নিশ্চয়ই তোমরা কৌশলটা জানার জন্য ব্যস্ত হয়ে পড়েছ এসো শিখে নিই
মনে কর তুমি প্রথমে ধরে ছিলে ৬৪০

এবার শর্তানুযায়ী ৬৪০+৬৪০
<=১২৮০
ইহা ৬৪০ এর দ্বিগুণ।
সুতরাং, ইহাকে ২ দ্বারা ভাগ করলে ৬৪০ ই হবে, যার সাথে ২ যোগ করলে
৬৪০ + ২ = ৬৪২হয়।
এই সংখ্যাটা তুমি আমায় বললে। ব্যস্ খেল খতম, আমিও সহজে ওর থেকে
২ বিয়োগ করে বলে দিলাম আসল পরিমাণটা।
অর্থাৎ, অর্থাৎ তোমার বন্ধু যত বলে দেবে আর তুমি যত যোগ করতে বলবে সেটা বিয়োগ করে উত্তর বলে দেবে এখানে দুই যোগ করতে বলেছিলে, তাই দুই বিয়োগ করা হলো।


কি মজা


পরের পর্ব দেখো