নবম শ্রেণী গণিত ১০ অধ্যায় লাভ ক্ষতি mcq সকল অংকের উত্তর/class 9 math 10 chapter profit and loss answer M C Q - Online story

Thursday, 4 August 2022

নবম শ্রেণী গণিত ১০ অধ্যায় লাভ ক্ষতি mcq সকল অংকের উত্তর/class 9 math 10 chapter profit and loss answer M C Q

 


 

 

 ২০ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি দেখুন

  কষে দেখি 9 ভেদক ও মধ‍্যবিন্দু সংক্রান্ত উপপাদ‍্য mcq দেখুন

  দশ অধ্যায় আগের অংক

নবম শ্রেণীর গণিত অধ্যায় ১০ লাভ ক্ষতি

4. বহু পছন্দভিত্তিক প্রশ্ন (M.C.Q.) :
(i) ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত 10 : 11 হলে শতকরা লাভ
(a) 9
 (b) 11
      1
(c) ----
     10
(d) 10

Ans. মনেকরি ক্রয়মূল্য10x টাকা এবং বিক্রয়মূল্য 11x টাকা

10x টাকায় লাভ হয় (11x - 10x) টাকা = x টাকা।                         
10x টাকায় লাভ হয়  = x টাকা।
                                   x
1 টাকায় লাভ হয়।  =------ টাকা ।
                                 10x

 
                                      x
100 টাকায় লাভ হয়।  =------ ×100 টাকা ।
                                    10x
=10
. শতকরা লাভ = 10%




(ii) একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ

(a) 50
            1
(b) 33 ---
           3
(c) 20
(d) 30
Ans. 40 টাকায় লাভ হয় (60 – 40) টাকা = 20 টাকা

40 টাকায় লাভ হয়  = 20vটাকা।
                                   20
1 টাকায় লাভ হয়।  =------ টাকা ।
                                 40

 
                                      20
100 টাকায় লাভ হয়।  =------ ×100 টাকা ।
                                     40
=50
শতকরা লাভ =50%
Ans(a)




(iii) একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো। জামাটির ক্রয়মূল্য

(a) 380 টাকা (b) 400 টাকা (c) 420 টাকা (d) 450 টাকা
Ans. (100 – 10) টাকা = 90 টাকা

90 টাকা বিক্রয়মূল্য হলে,
                   ক্রয়মূল্য হবে 100 টাকা
.
1 টাকা বিক্রয়মূল্য হলে,             100
                  ক্রয়মূল্য হবে টাকা =------- টাকা
                                                  90
360 টাকা বিক্রয়মূল্য হলে,     100
              ক্রয়মূল্য হবে টাকা =----- ×360টাকা
                                               90

=400
:. জামাটির ক্রয়মূল্য
400 টাকা।



(iv) 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বাক্সের বিক্রয়মূল্য হয় 48 টাকা। জ্যামিতি বাক্সের ধার্যমূল্য
(a) 60 টাকা (b) 75 টাকা (c) 80 টাকা (d) 50 টাকা
Ans.. (100 – 20) টাকা =80 টাকা

80 টাকা বিক্রয়মূল্য হলে,
                      ধার্যমূল্য হবে 100 টাকা


1 টাকা বিক্রয়মূল্য হলে,             100
                 ধার্যমূল্য হবে টাকা =------- টাকা
                                                  80
 48 টাকা বিক্রয়মূল্য হলে,     100
              ধার্যমূল্য হবে টাকা =----- ×48 টাকা
                                               80

=60
:.
.. জ্যামিতি বক্সের ধার্যমূল্য = 60 টাকা।



(v) এক খুচরো বিক্রেতা ধার্যমূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্যমূল্যে ওষুধ বিক্রি করেন। খুচরে বিক্রেতার শতকরা লাভ


(a) 20 (b) 25 (c) 10 (d) 30
Ans. মনেকরি ধার্যমূল্য = 100 টাকা
-
ক্রয়মূল্য = (100 – 20) টাকা = 80 টাকা
বিক্রয়মূল্য = 100 টাকা
80 টাকায় লাভ হয় (100–80)=20 টাকা
                                  20
1 টাকায় লাভ হয় =-------- টাকা
                                  80
                                     20
100  টাকায় লাভ হয় =--------  ×100টাকা
                                     80
=25 টাকা

অতএব খুচরা বিক্রেতার লাভ =25%



5. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন
:
(i) ক্রয়মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয়মূল্যের উপর শতকরা লাভ কত?
Ans. মনেকরি ক্রয়মূল্য 100 টাকা
:: বিক্রয়মূল্য = (100+20) টাকা

120 টাকায় লাভ হয় =20 টাকা

                                 20
1 টাকায় লাভ হয় =-------- টাকা
                                 120
                                     20
100  টাকায় লাভ হয় =--------  ×100টাকা
                                     120
          2
= 16 ----টাকা
          3
অতএব খুচরা বিক্রেতার শতকরা লাভ
          2
= 16 ----টাকা
          3

(ii) বিক্রয়মূল্যের উপর 20% লাভ হলে ক্রয়মূল্যের উপর শতকরা লাভ কত?

Ans মনেকরি বিক্রয়মূল্য = 100 টাকা
.. ক্রয়মূল্য = (100 – 20) টাকা = 80 টাকা
80 টাকায় লাভ হয় =20 টাকা
                                  20
1 টাকায় লাভ হয় =-------- টাকা
                                  80
                                     20
100  টাকায় লাভ হয় =--------  ×100টাকা
                                     80
=25 টাকা

.. ক্রয়মূল্যের উপর ছাড় 25%।




(iii) 110 টি আম বিক্রি করে 120 টি আমের ক্রয়মূল্য পেলে শতকরা লাভ কত?

Ans. মনেকরি
1 টি আমের ক্রয়মূল্য = 1 টাকা
 120 টি আমের ক্রয়মূল্য = 120 টাকা

আবার
 110 টি আমের বিক্রয়মূল্য = 120 টাকা
.. 110 টি আমের ক্রয়মূল্য
110 টি আমের বিক্রয়মূল্য = 120 টাকা
110 টাকায় লাভ হয় (120 - 110) টাকা= 10 টাকা
.
110 টাকায় লাভ হয় =10 টাকা

                                 10
1 টাকায় লাভ হয় =-------- টাকা
                                  110
                                     10
100  টাকায় লাভ হয় =--------  ×100টাকা
                                     110
       1
= 9 ----টাকা
       11
অতএব  শতকরা লাভ
         1
=  9 ----টাকা
         11



(iv) সময়মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন। তাঁর ইলেকট্রিক বিল কত ছিল?

Ans. মনেকরি মোট ইলেকট্রিক বিল x টাকা
শর্তানুসারে,
15 টাকা ছাড়  পান  100 টাকার মধ্যে
                              100
1 টাকা ছাড়  পান  ----- টাকার মধ্যে
                               15

                              100
54টাকা ছাড়  পান  -----    × 54টাকার মধ্যে
                               15


- 360
. তাঁর ইলেকট্রিক বিল ছিল 360 টাকা।


(v) বিক্রয়মূল্যের উপর 20% ক্ষতিতে একটি জন্য 480 টাকায় বিক্রি করা হলে ঘন্যটির মূল্য কত?

Ans. মনেকরি বিক্রয়মূল্য 100 টাকা, তাহলে ক্রয়মূল্য হয় 120 টাকা

100 টাকা বিক্রয়মূল্য হলে,
                   ক্রয়মূল্য হবে 120 টাকা
.
1 টাকা বিক্রয়মূল্য হলে,             120
                  ক্রয়মূল্য হবে টাকা =------- টাকা
                                                   100
3₹480 টাকা বিক্রয়মূল্য হলে,    
                                            120
              ক্রয়মূল্য হবে টাকা =----- ×480টাকা
                                             100

=576
:. দ্রব্যটির ক্রয়মূল্য=576  টাকা।



(vi) একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত?

Ans. মনেকরি দ্রব্যটির দাম 100 টাকা
100 টাকায় 20 টাকা ছাড় দিলে হয়
 = (100- 20) = 80 টাকা
10% ছাড় 80 টাকার উপর
        10
80 ×------ টাকা =৪ টাকা
        100
. 80 টাকার জিনিসের দাম হবে (80–8) টাকা 72 টাকা।
. মোট ছাড় হল (100–72) টাকা= 28 টাকা

.. সমতূল্য ছাড়= 28%


কষে দেখি 9 mcq উত্তর দেখুন

১০ অধ‍্যায় অংকের উত্তরগুলি দেখুন