চতুর্থ শ্রেণি বিজ্ঞান বৃত্তি পরীক্ষার প্রশ্নে উত্তর ২০১৭ সাল
চতুর্থ শ্রেণি
বিজ্ঞান
বৃত্তি পরীক্ষার প্রশ্নে উত্তর
২০১৭ সাল
২০১৫ সালের বিজ্ঞান প্রশ্নের উত্তর দেখুন।
২০১৭ সালের প্রশ্নের উত্তর নিচে দেয়া হল
প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পঃ বঃ পরিচালিত
প্রাথমিক শেষ পরীক্ষা (বৃত্তি পরীক্ষা)
২০১৭
বিষয় : বিজ্ঞান পূর্ণমান – ৫০
সময় : ১ ঘন্টা ৩০ মিঃ
১। শূন্যস্থান পূরণ করো (যে কোনো নয়টি) :
ক) ব্যাঙেদের খাবার হল-----
উঃ-পোকামাকড়
খ) বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা---- বলি।
উঃ-পদার্থ
গ) হাঁসের পায়ের আঙুলগুলো-----
উঃ-জোড়া
ঘ) তরল ও গ্যাসের নির্দিষ্ট-------নেই।
উঃ-আকার
ঙ) বাতাসে যে গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে তার নাম----
উঃ-নাইট্রোজেন
চ) বাতাস----- মধ্য দিয়ে ফুসফুসে পৌঁছায়।
উঃ-শ্বাসনালীর।
ছ) যে কোনো কাজ করতে-----প্রয়োজন হয়।
উঃ-শক্তি
ঝ) পলিমাটি চাষের পক্ষে-----
উঃ- ভালো
ঞ)---- খেয়ে আমরা শক্তির চাহিদা মেটাই।
উঃ-খাদ্য
ঞ) ছাঁকনি আর চালুনির কাজ-----
উঃ-একই
:
২। ভুল সংশোধন কর (যে কোনো পাঁচটি) :
ক) সব কাজে একই পরিমাণ শক্তি প্রয়োজন।
উঃ-সব কাজে বিভিন্ন পরিমাণ শক্তি প্রয়োজন।
খ) শাকসব্জি ও পাকা পেঁপে খাওয়া চোখের পক্ষে ভাল নয়।
উঃ-শাকসব্জি ও পাকা পেঁপে খাওয়া চোখের পক্ষে ভাল ।
গ) আমাদের মুখে ৩২ রকমের দাঁত থাকে।
উঃ-আমাদের মুখে ৩২ টি দাঁত থাকে।
ঘ) সেকেণ্ড ওজন পরিমাপের একক।
উঃ- কিলোগ্রাম ওজন পরিমাপের একক।
আবার অন্যতর হতে পারে
সেকেণ্ড সময় পরিমাপের একক।
ঙ) বর্ষাকালে ঘাসে শিশির জমে।
উঃ-শীতকালে ঘাসে শিশির জমে।
ক) উদ্ভিদ কিভাবে খাবার তৈরি করে? খাবার তৈরির সময় উদ্ভিদ কোন গ্যাস বাতাসে ছাড়ে? সেই গ্যাস আমাদের কি কাজে লাগে?
উঃ-উদ্ভিদ মাটি থেকে জল, বাতাস থেকে কার্বন-ডাই-অক্সাইড এবং সূর্য থেকে সূর্যের আলো নিয়ে খাবার তৈরি করে।খাবার তৈরি সময় উদ্ভিদ কার্বন-ডাই-অক্সাইড গ্যাস গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে পরিত্যাগ করে।
অক্সিজেন গ্যাস আমাদের শরীরে শ্বাসকার্যে কাজে লাগে।
খ) সুষম আহার কাকে বলে?
উঃ- যেসব খাবারেয মধ্যে সকল খাদ্যগুণ বজায় থাকে, সেগুলিকে সুষম আহার বলা হয়।
যেমন দুধ ।
গ) খাবার হজম কিভাবে হয় ?
উঃ- খাবার মুখে লালা রসের মাধ্যমে অল্প হজম হয়ে পাকস্থলীতে প্রবেশ করে। সেখানে অল্প হজম হয়। খাবার এরপর আরো নিচে নেমে প্যাচানোর নলের মত একটা অংশে প্রবেশ করে যার নাম অন্ত্র ।সেখানে খাবারে বাকি অংশটা হজম হয়।
ঘ) গ্যাসের ওজন আছে কিভাবে বুঝবে?
উঃ- গ্যাস সিলিন্ডারে গ্যাস তরল অবস্থায় যখন থাকে তখনকার ওজন বোঝা যায়। অর্থাৎ গ্যাসীয় পদার্থকে তরল অবস্থায় নিয়ে গেলে সহজেই ওজন বোঝা যায়।
ঙ) জল কি কি অবস্থায় থাকে? সেগুলি কি? জলের অবস্থার পরিবর্তন বলতে কি বোঝায়?
উঃ- জল তিনটি অবস্থায় থাকতে পারে কঠিন তরল এবং গ্যাসীয় জলের অবস্থা পরিবর্তন বলতে বোঝায় জলের কঠিন অবস্থা হলো তরল অবস্থায় জল গ্যাসীয় অবস্থা বাসবো
চ) বাঘ বিলুপ্ত হবে কেন?
উঃ- বাঘ বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ চোরাশিকারীরা বাঘ শিকার করে এবং বাঘের বাসস্থানের ও খাবারের দোকান ঠিকমতো না থাকার জন্য।
ছ) মেঘ কিভাবে তৈরি হয়?
উঃ- সূর্যের তাপে নদী-নালা খাল মিলে জল বাষ্পের উপরে উঠে যায় উপরে উঠে সন্ধ্যা বাতাসে সংস্পর্শে জলকণায় পরিণত হয়ে ভেসে বেড়ায় এভাবে মেঘ সৃষ্টি হয়।
যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও।
ক) কেন্নোকে ছুঁলেই তা গোল হয়ে গুটিয়ে যায় কিন্তু টিকটিকি গুটোয় না কেন?
উঃ- কেন্নোর শরীরে মেরুদন্ড নেই। তাই কেন্নোকে ছুঁলেই গোল হয়ে ঘটিয়ে যায়।
টিকটিকির শরীরে মেরুদণ্ড থাকে, তাই গুটোয় না।
খ) দাঁত ভাল রাখার জন্য কি করা দরকার ?
উঃ- দাঁত ভালো রাখার জন্য দিনে দুবার দাঁত মাজা উচিত একবার খাবার আগে আর একবার খাবার পর
গ) শীতকালে ভিজে জামাকাপড় তাড়াতাড়ি শুকোয় কিন্তু বর্ষাকালে দেরি হয় কেন?
উঃ- শীতকালে বাতাসে জলীয়বাষ্প পরিমাণ কম থাকে তার ফলে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকায় কিন্তু বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে ফলে জামা কাপড় শুকাতে দেরি হয়
ঘ) উঁচু পাহাড় চূড়ায় শ্বাস নিতে কষ্ট হয় কেন?
উঃ- উঁচু পাহাড়ের উপরে বায়ুর পরিমাণ কম থাকে। এবং বায়ুর চাপও কম থাকে ফলে পাহাড়ে চূড়ায় শ্রাদ নিতে কষ্ট হয়।
২০১৫ সালে বিজ্ঞান প্রশ্নের উত্তর দেখুন