নৌকা যাত্রা হাতে কলমে অনুশীলনী প্রশ্নের উত্তর তৃতীয় শ্রেণি বাংলা / class 2 bangla - Online story

Thursday, 18 August 2022

নৌকা যাত্রা হাতে কলমে অনুশীলনী প্রশ্নের উত্তর তৃতীয় শ্রেণি বাংলা / class 2 bangla

 



          নৌকা যাত্রা
হাতে কলমে অনুশীলনী প্রশ্নের উত্তর
  তৃতীয় শ্রেণি বাংলা


ঢেউয়ের তালে তালে দেখুন এই লিংকে ক্লিক করে
১. একটি বাক্যে উত্তর দাও :

১.১ ‘নৌকাযাত্রা’ কবিতাটি কার লেখা?

 উঃ। ‘নৌকাযাত্রা’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।


১.২ কবিতাটি তাঁর কোন্ বই থেকে নেওয়া হয়েছে?

উঃ। কবিতাটি তাঁর ‘শিশু’ বই থেকে নেওয়া হয়েছে।
১.৩ নৌকাটি কোথায় বাঁধা আছে?


 উঃ। নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে।

১.৪ নৌকাটিতে কী রয়েছে?

 উঃ। নৌকাটিতে পাট বোঝাই করা রয়েছে।


১.৫ কবিতার শিশুটি ওই নৌকা পেলে কটি পাল ও দাঁড় জুড়ে নেবে?

উঃ। কবিতার শিশুটি ওই নৌকা পেলে পাঁচ-ছটা পাল ও একশোটা দাঁড় জুড়ে নেবে।


১.৬ পাল ও দাঁড় নৌকায় কী কী কাজে লাগে?
উঃ। পাল ও দাঁড় নৌকাতে চালাতে ও গতি বাড়াতে সাহায্য করে।



১.৭ হাট বলতে কী বোঝো?

উঃ। সপ্তাহের নির্দিষ্ট দিনে বসা গ্রামের বাজারকে হাট বলে।


১.৮ শিশুটি কার নৌকা পেতে চায়?

 উঃ। শিশুটি মধু মাঝির নৌকা পেতে চায়।


১.৯ সে নৌকা করে কোথায় যাবে?


 উঃ। সে নৌকা করে সাত সমুদ্র তেরো নদীর পারে যাবে।


১.১০ সে সঙ্গে কাকে কাকে নেবে?
উঃ। সে সঙ্গে আশু আর শ্যামকে নেবে।


১.১১ সে তার মাকে কাঁদতে বারণ করেছে কেন?
উঃ। কারণ, সে রামচন্দ্রের মতো চোদ্দো বছর বনবাসে যাচ্ছে না তাই।


১.১২ রামকে বনবাসে যেতে হয়েছিল কেন?

 উঃ। পিতার সত্য পালনের জন্য রামকে বনবাসে যেতে হয়েছিল।


১.১৩ রামচন্দ্রের কাহিনি কোন্ বই পড়লে জানা যায়?

 উঃ। রামায়ণ বই পড়লে রামচন্দ্রের কাহিনি জানা যায়।


১.১৪ রাজপুত্র, সোনামানিকের কথা কোন ধরনের বইয়ে থাকে?

 উঃ। রূপকথার গল্পের বইতে থাকে।


১.১৫ শিশুটি কী কী নিয়ে যাবে?
 উঃ। শিশুটি নৌকা ভরা সোনামানিক নিয়ে যাবে।


১.১৬ সে কখন নৌকা ছেড়ে দেবে?
 উঃ। সে ভোরবেলা নৌকা ছেড়ে দেবে।


১.১৭ দুপুরবেলা তার মা কোথায় থাকবেন? 

 উঃ। দুপুরবেলা তার মা পুকুর ঘাটে থাকবেন।

১.১৮ তখন সে কোথায় থাকবে?
উঃ। সে তখন নতুন রাজার দেশে থাকবে।


১.১৯ কোন্ কোন্ জায়গা পেরিয়ে শিশুটি যাবে?

উঃ। শিশুটি তিরপূর্ণির ঘাট আর তেপান্তরের মাঠ পেরিয়ে যাবে।


১.২০ সে কখন ফিরে আসবে?
 উঃ। সে সন্ধের সময় ফিরে আসবে।


১.২১ নতুন জায়গা ঘুরে আসার গল্প মাকে কীভাবে শোনাবে সে?
উঃ। মায়ের কোলে বসে সে মাকে নতুন জায়গার গল্প শোনাবে।


২. বাক্য রচনা করো :
বাঁধা— মাঠে একটি গরু বাঁধা আছে
 নৌকা। - নৌকা দিয়ে নদী পারাপার করা হয়

সমুদ্র— দীঘায় সবাই সমুদ্র দেখতে যায়

 গল্প— রাজকন্যার গল্প সবার ভালো লাগে

 মাঝি- মাঝি নৌকা চালায়
৩. বর্ণ বিশ্লেষণ করো :
রাজপুত্র র্ + আ + জ + প্ + উ + ত্ + র্ + অ।

 তেপান্তর–ত্ + এ + প্ + আ +ন্+ত্ + র ।
রাজগঞ্জ –র্ + আ + জ + গ + ঞ + জ।
পুকুর-ঘাট—প্ + উ + ক্ + উ + র + ঘৃ + আ + ট।
দুপুরবেলা-দ্ + উ + প +উ +র+ব্+এ +ল্+আ।


বিপরীত শব্দ লেখো :

 বাঁধা-ছাড়া।

 বোঝাই—খালি।

মিথ্যে—সত্যি

সন্ধে—সকালে।

 দেশে-বিদেশে।

৫. অর্থ লেখো :

দাঁড়—নৌকাকে জল কেটে এগিয়ে নিয়ে যাওয়ার  জিনিস।

পার—পেরিয়ে যাওয়া।

পাল—কাপড়ের তৈরি , হাওয়ার সাহায্যে নৌকা চালানো হয়।

 কোণে— দুটি দেয়াল একত্রিত স্থান।

 মানিক— রত্ন বিশেষ।


৬. সমার্থক শব্দ লেখো :
সোনা—কনক
সমুদ্র—সাগর
নৌকা— খেয়া।
মাঠ—–ময়দান।
নদী-—তটিনী

৭. এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো :
ত্রু পু জ রা—রাজপুত্র।
পা তে র ন্ত—তেপান্তর।
র লা দু বে পু—দুপুরবেলা।
জ রা ঞ্জ গ—রাজগঞ্জ
টি র এ বা ক—একটিবার

৮. শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও :
বাধা—প্রতিরোধ।
বাঁধা—বাঁধন।


কোণে—প্রান্তে।
কনে—বিয়ের পাত্রী

ছ'টা—সময়।
ছটা—শোভা।

দেশ-রাষ্ট্র।
দ্বেষ—ঘৃণা

১০. মুখে বললে কথাগুলি কীভাবে বলবে?
১০.১ আমি কেবল যাব একটি বার


১১. ঠিক উত্তরটির নীচে দাগ দাও
১১.১ নৌকার মালিকের নাম (আশু/মধু/শ্যাম)
উঃ। মধু

১১.২ কবিতার শিশুটি যাবে (নৌকায়/বজরায়/জাহাজে) চড়ে।

উঃ। নৌকায়।
১১.৩ তার সঙ্গে যাবে (মাঝি/বন্ধু/মা)।

উঃ। বন্ধু ।
 ১১.৪ সে যাবে ( একদিনে  / তিনমাসের  চোদ্দ বছরের) জন্য
উত্তর- একদিনে
 ১১.৫ সাত সমুদ্র তের নদীর পাড়ে (তেপান্তরের মাঠ / তিরপূর্ণির ঘাট / নতুন রাজার দেশ) আছে।

 উত্তর -নতুন রাজার দেশ


শুধুমাত্র পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি দেয়া হলো