class 4 bangla britti question answer 2018 চতুর্থ শ্রেণি বাংলা বৃত্তি পরীক্ষা প্রশ্নের উত্তর ২০১৮ সাল - Online story

Wednesday 31 August 2022

class 4 bangla britti question answer 2018 চতুর্থ শ্রেণি বাংলা বৃত্তি পরীক্ষা প্রশ্নের উত্তর ২০১৮ সাল

 



২০১৯ সালের প্রশ্নের উত্তর দেখুন এই লিংকে ক্লিক করে
 

  ২০১৭ সালে বাংলা বৃত্তি প্রশ্নের উত্তর দেখুন

প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পঃবঃ পরিচালিত
প্রাথমিক শেষ পরীক্ষা (বৃত্তি পরীক্ষা) – ২০১৮
পূর্ণমান - ১০০
বিষয় : বাংলা
সময় : ২ ঘন্টা ৩০ মিঃ
১। যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও :
ক) “জ্যোতি ততক্ষণে উঠে বসেছে ঘোড়ার পিঠে” কোন রচনার অংশ? লেখক কে? জ্যোতির প্রকৃত নাম কী? উদ্ধৃতিটি কোন প্রসঙ্গে করা হয়েছে?
এই ঘটনার মধ্য দিয়ে চরিত্রটির কোন দিকটি উজ্জ্বল হয়? জ্যোতি ঘোড়ার পিঠে ওঠার পর কী হয়?               ১+১+১+২+১+২ = ৮



উত্তর- বাঘাযতীন রচনার অংশ
লেখক পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়।
জ্যোতির প্রকৃত নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
উদ্ধৃতিটি রাস্তায় ভ্যাবাচ‍্যাকা খাওয়া এক শিশুকে একটা পাগলা ঘোড়ার আক্রমণ থেকে বাঁচাতে সাহায্য করেছিল। জ‍্যোতি যখন ঘোড়াটাকে বাগে এনে ঘোড়ার পিঠে চেপে বসে পড়েছিল। সেই প্রসঙ্গে কথাটি বলা হয়েছে।
এই ঘটনাটি মধ্য দিয়ে চরিত্রে যে দিকটি উজ্জ্বল হয় তা হল সাহসিকতা এবং  বুদ্ধিমত্তা।
ঘোড়ার পিঠে ওঠার পর অত্যন্ত শান্ত ভঙ্গিতে ঘোড়ার পিঠে গলায় দাবনায় ছোট ছোট চাপর মেরে হাত বুলিয়ে দিতে লাগলো এবং ঘোড়াটিও শান্ত হল।


খ) “যখন এতটুকুটি ছিলি বাপ মা তোর বিদেশ গেল”
কোন রচনা থেকে নেওয়া হয়েছে? রচনাকার কে? কে, কার সম্পর্কে কথাগুলি বলেছেন?
কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কথাগুলি বলা হয়েছে?                ১+১+২+৪ = ৮


উত্তর- "আলো "রচনা অংশ রচনাকার হলেন লীলা মজুমদার ।
এখানে কথাগুলি বলেছেন শম্ভুর পিসি ।শম্ভু মা বাবার সম্পর্কে কথাটি বলেছেন।
ঝড় জলের রাত্রে শম্ভুর দাদুর যখন পায়ের হাড় ভেঙে গিয়েছিল। তখন তার পিসি শম্ভু কে বলেছিল লুসাই পাহাড়ের মাথায় হাড় ভাঙা পাতা গাছ আনতে বললে সে ভয় পাচ্ছিল  কারণ শম্ভুর  অন্ধকারকে খুব ভয় লাগে । কিন্তু ওষুধটা দু'ঘণ্টার মধ্যে লাগাতে হবে,। সেই পরিপ্রেক্ষিতে শম্ভু কে একথা বলা হয়েছে।

গ) “বোতোর দেখা পাওয়া নাকি সব সময়েই ভালো” – বক্তা কে? কার লেখা, এবং কোন গদ্যের অংশ ? বক্তা কোথায় হারিয়ে গিয়েছিল? বোতো কাদের রক্ষা করে? বোতোর চেহারার বর্ণনা দাও।
                                 ১+২+১+১+৩
= ৮

উত্তর- এখানে বক্তা হলেন উবা।
অমরেন্দ্র চক্রবর্তী লেখা আমাজনের জঙ্গলে গদ্যের অংশ।
বক্তা হারিয়ে গিয়েছিল আমাজনের জঙ্গলে।
বোতো আমাজনের প্রাণীদের রক্ষা করে।
বোতোর চেহারা লম্বায় এক দের হাত ,নাক বা  ঠোঁট খুব শুরু, মাথা মস্ত বড়ো।


ঘ) “ধলেশ্বরী আইলো নাকি ও-ও মাঝি ভাই?” কোন রচনার অংশ? কার লেখা? ধলেশ্বরী এসেছে শুনে বক্তা কী করেছিলেন? অন্যান্যদের আচরণ কেমন ছিল? ধলেশ্বরী সম্পর্কে আতঙ্কের কারণ কী? কখন সকলে নিশ্চিন্ত হল?       ১+১+১+২+২+১ = ৮



উত্তর- আমার মা আর বাপের বাড়ি রচনা অংশ।
রানী চন্দের লেখা।
ধলেশ্বরী এসেছে শুনিয়া বক্তা চোখ দুটো টিপে বালিশের ভিতর মাথাটা আর ও গুঁজে দেন।

অন্যদের আচরণ ছিল ত্রস্ত।
আতঙ্কের ছাপ ।কারো মুখে কথা ছিল না ।শুধু মাঝিরা হুংকার দিয়ে বলে উঠছিল বলো ভাই "বদর বদর হৈ"।
ধলেশ্বরী সম্পর্কে আতঙ্কের কারণ হলো, ধলেশ্বরী খেপা নদী  তালে-বেতালে চলে। এলো পাথারি ঢেউয়ের ধাক্কা কখনো এদিক হতে এসে লাগে। চলার তাল ঠিক রাখতে জানে না ধলেশ্বরী।


ঙ) “গত একমাস আমরা যে কষ্ট পেয়েছি, আমি ভাবতে পারি না কোনো মানুষ
কোনোদিন সে কষ্ট সহ্য করেছে কিনা।” উদ্ধৃত অংশটি কার লেখা এবং কোন গদ্যের অংশ ? ‘আমরা’ বলতে কাদের কথা বলা হয়েছে? কিসের জন্যে তাঁরা এই কষ্ট স্বীকার করেছেন? তাঁদের কষ্টের বর্ণনা দাও।
২+২+১+৩ = ৮
৪ × ৪ = ১৬


উত্তর-উদ্ধৃত অংশটি নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা," দক্ষিণ মেরু" অভিযান" গল্পের অংশ।
এখানে আমরা বলতে ক্যাপ্টেন স্কট এবং তার দলবলের কথা বলা হয়েছে।
 তারা দক্ষিণ মেরু অভিযান করেছিলেন। দক্ষিণ মেরু অভিযান খুব কষ্টকর। বরফের উপর দিয়ে রাস্তা। কখনো কখনো তুষারে ঝড় বয়ে যায় ।সে ঝড়ে মানুষ দিশাহারা হয়ে পড়ে।

তাদের কষ্টের বর্ণনা হইল -দক্ষিণ মেরু থেকে ফেরার পথে তাদের সবচেয়ে কষ্ট বেশি হয়েছিল  বরফের ঝড় শুরু হয়েছিল। দিনের পর দিন তারা  আকাশ পৃথিবী কিছু দেখতে পাচ্ছিলাম না। শুধু বরফের বৃষ্টি তাদের উপর দিয়ে বয়ে গিয়েছিল ।তারা পথ হারিয়ে ফেলেছিল। ক্রমাগত বাড়তে থাকা দিনের পর দিন এই দুর্যোগ আবহাওয়া তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেয়।


২। যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও :

ক) “আমার জন্যে সব রাস্তাই খোলা। আসতে যেতে কোথাও নেই মানা।”
কোন কবিতার অংশ? কবির নাম কী? পংক্তি দুটির অর্থ লেখো।
১+১+২ = ৪

উত্তর- উদ্ধৃত অংশটি মালগাড়ি কবিতার অংশ কবির নাম প্রেমেন্দ্র মিত্র পংক্তিটি দুটি অর্থ হল মালগাড়ি অর্থাৎ পণ্য বহনকারী গাড়ি। বিভিন্ন লাইনের মধ্যে দিয়ে যাতায়াত করতে পারে ।মালগাড়ি বহুদূর জায়গা মাল বহন করে নিয়ে যায় । অর্থাৎ অন্যান্য প্যাসেঞ্জার ট্রেনের মত তার নির্দিষ্ট কোন নিয়ম নিষেধ থাকেনা।


খ) “ইচ্ছে করে পাহারওলা হয়ে
গলির ধারে আপন মনে জাগি।”
- কার এই ইচ্ছে জাগে? তার আর কী কী হবার ইচ্ছে জাগে?

১+৩ = ৪
উত্তর- এখানে কবির ইচ্ছা জাগে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছা জাগে।
পাহারাওয়ালা ছাড়া ও খুব ইচ্ছা চুড়িওয়ালা এবং বাগানের মালি করতে চান।

গ) ‘আদর্শ ছেলে' কবিতাটি কার লেখা? কবি আমাদের দেশের ছেলেদের কাছে কী
প্রত্যাশা করেন? প্রত্যেক দেশবাসীর কী প্রতিজ্ঞা করা উচিত?


উত্তর- আদর্শ ছেলে কবিতাটি কুসুম কুমারী দাসের লেখা ।
কবি আমাদের দেশে  ছেলেদের কাছে প্রত্যাশা করেন ,ছেলেরা কথায় না বড় হয়ে কাজে বড় হোক। বিপদ আসলে যেন আগুয়ান হয়। তারা যেন সত্যিকারে মানুষ হয়।


ঘ) কবি কাজী নজরুল ইসলাম কীভাবে সাগর পাড়ি দিয়ে বাণিজ্য করতে চান?
তিনি দেশে দেশে বাণিজ্য করে কী কী করতে চান?

২+২ = ৪
উত্তর-কবি সপ্ত মধুকর নিয়ে ,সওদাগর হয়ে সাতসাগরে ময়ূরপঙ্খী বজরা ভাঁসিয়ে বিশ্বজোড়া হাটে কেনাবেচা করে বাণিজ্য করতে চান।

কবি দেশে দেশে বাণিজ্য করে মায়ের দুঃখ ঘোচাতে চান ।জগৎ জুড়ে সুখ কুড়াতে চান। মাকে রাজরানী করে ,নিজেকে রাজকুমার করতে চান।


ঙ) “ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে
অমনি করে বেড়াই নিয়ে ফেরি।”
- কোন কবিতার অংশ? কার লেখা? তার কী কী হতে ইচ্ছে করে?


উত্তর- বিচিত্র সাধ কবিতার অংশ ।
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ।
তার ইচ্ছা করে কখনো চুড়িওয়ালা হয়ে চুড়ি বিক্রি করা  আবার কখনো বাগানের মালি হয়ে বাগানে গাছ কোদাল দিয়ে মাটি কুপানো ।আবার কখনো ইচ্ছা করে পাহারালা হয়ে রাত্রে লন্ঠন হাতে বাড়ির দরজায় পাহারা দেওয়া।

৩। কবি ও কবিতার নাম লিখে শূন্যস্থান পূরণ করো।
“সূর্য আমায় – দেয়
আপন তেজে,–
চাঁদ- হাসতে মিঠে
–কথা বলতে।
ইঙ্গিতে তার– সাগর,
অন্তর হোক–

উত্তর-সূর্য আমায় মন্ত্রণা দেয়
আপন তেজে জ্বলতে,
চাঁদ শিখাল হাসতে মিঠে,
মধুর কথা বলতে।
ইঙ্গিতে তার শিখায় সাগর,
অন্তর হোক রত্ন আকর



৪। ক) অর্থ লেখ (যে কোনো ৬ টি) ঃ
আশ্চর্য,বিজ্ঞ ,আমন্ত্রণ,আয়োজন, পাল্লা,পাঞ্জা, গাদাগাদি

উত্তর-
আশ্চর্য-অবাক
বিজ্ঞ - অভিজ্ঞ
আমন্ত্রণ- নিমন্ত্রণ
আয়োজন জোগাড়-
 পাল্লা প্রতিযোগিতা-
 পাঞ্জা–থাবা
 গাদাগাদি- ঠাসাঠাসি


খ) বাক্য রচনা কর (যে কোনো ৩ টি) :

ব্যাকুল বাক্য রচনা
একটি চকলেট খাবার জন্য ছেলেটি ব্যাকুল হয়ে কাঁদছে।

গাছকোমর বাক্য রচনা
গ্রামের মেয়েরা সাধারণত গাছ কোমর পর্যন্ত কাপড় বেঁধে কাজে নামে।
এলোপাথাড়ি বাক্য রচনা
ডাকাত ভয় পেয়ে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে গেল।
অবসন্ন বাক্য রচনা
ছেলেটি পরীক্ষায় ভালো নম্বর না পেয়ে অবসন্ন মনে বসে আছে।
 পণ বাক্য রচনা
বিয়ের সময় পণ দেওয়া নেওয়া হয়‌।


গ) বর্ণ বিশ্লেষণ কর (যে কোনো ৩ টি) :

কল্যাণ-ক + অ + ল + য + আ + ণ
দঙ্গল-দ + অ +  ঙ +  গ + ল
পর্বতমালা-প + র + ব + অ + ত
ক্রমাগত-ক + র + ম + আ+ গ + ত  +অ
 নিমন্ত্রণ- ন + ই + ম + অ + ন  +ত + র  +ণ


ঘ) বিপরীত শব্দ লেখ (যে কোনো ৬ টি) ঃ
ইচ্ছা বিপরীত শব্দ অনিচ্ছা
 বুড়ো, বিপরীত শব্দ ছোকরা
হেসে বিপরীত শব্দ কেঁদে
 শুরু বিপরীত শব্দ শিষ্য
 সন্দেহ বিপরীত শব্দ বিশ্বাস
শান্ত বিপরীত শব্দ অশান্ত
অভাব বিপরীত শব্দ যথেষ্ট

৫। ক) এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন কর (যে কোনো ৪ টি)
ধীতাপনরা- পরাধীনতা
 শর্বসনা- সর্বনাশ
সেপ্যারঞ্জা- শের পাঞ্জা
 ছালছাগনা- ছাগল চেনা
 ইশাগুমরু- গুরু মশাই

খ) বিপরীত লিঙ্গের শব্দটি লেখ (যে কোনো ৪ টি)
সেজো পিসিমা বিপরীত লিঙ্গ শব্দ সেজ
শিক্ষক - বিপরীত লিঙ্গ শিক্ষিকা
কাকা -বিপরীত লিঙ্গ কাকি
ন্যাড়া– বিপরীত লিঙ্গ নেড়ি
 নবীন- বিপরীত লিঙ্গ নবিনা


গ) এক কথায় প্রকাশ কর (যে কোনো ৪ টি)
নতুন আবিষ্কারের জন্য যাত্রা- এক কথায় প্রকাশ হইলো অভিযান
ভিক্ষার অভাব এক কথার প্রকাশ হলো দুর্ভিক্ষ
যিনি চিকিৎসা করেন এক কথার প্রকাশ হইল চিকিৎসক
যা বারবার দুলছে এক কথায় প্রকাশ হইলো দোদুল্যমান
সহ্য করার ক্ষমতা। এক কথায় প্রকাশ হলো সহিষ্ণু



৬। যে কোনো ১ টি বিষয় নিয়ে অনুচ্ছেদ রচনা কর।


ক) একটি গৃহপালিত পশু রচনা-
গরু একটি গৃহপালিত পশু ।গরু বিভিন্ন রংয়ের হয়।যেমন সাদা ,কালো, শ্যামলা ইত্যাদি। গরুর চারটি পা থাকে। গরুর পায়ের নিচে খুর থাকে। খুরগুলি চেরা। গরুর একটি লেজ থাকে। লেজেরর আগায় এক গোছা চুল থাকে। যা দিয়ে মশা মারছি তাড়াতে পারে। গাভী গরু আমাদের দুধ দেয় ।বলদ গরু গাড়ি টানে। গরু ঘাস, খড় ,খোল ,ছানি খায়। গরু আমাদের খুব উপকারী পশু‌


খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,

 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম ইশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।  বিদ্যার অসীমতার জন্য তিনি  বিদ্যাসাগর তিনি উপাধি পান। সেজন্য তাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলা হয়। তিনি জন্মগ্রহণ করেন মেদিনীপুর জেলায় বীরসিংহ গ্রামে ।মাতার নাম ভগবতী দেবী। পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ।তিনি প্রথম বর্ণপরিচয় বই লেখেন। যে বই পড়ে আমরা প্রথম শিক্ষায় শিক্ষিত হই। তিনি সমাজের জন্য অনেক ভালো ভালো কাজ করেন ছিলেন। বিধবা বিবাহ প্রথা চালু করেন।

গ) প্রিয় একটি উৎসব রচনা-

আমার একটি প্রিয় উৎসব দুর্গাপূজা। চারদিন ধরে এ উৎসব পালিত হয়। শরৎকালে শুক্লাপক্ষের পঞ্চম তিথি থেকে উৎসব শুরু হয় । মাটির তৈরি প্রতিমা রাখার জন্য পূজা মন্ডপ তৈরি করা হয় ।কোন কোন জায়গায় মন্দিরে প্রতিমা পূজা হয়ে থাকে। পূজা মন্ডপ গুলি আলোকসজ্জা সজ্জিত হয়। মাইকে গানে চারিদিকে ভরে থাকে । রাত্রের দিকে  বিভিন্ন অনুষ্ঠান হয়। ছেলে মেয়েরা সবাই নতুন জামা পড়ে, । দশমীর দিন আলোকসজ্জা সজ্জিত করে বাজি  ফুটিয়ে প্রতিমা বিসর্জন করা হয়। চারদিন খুব আনন্দ হয়।

সকল প্রশ্নের উত্তর নীচে ক্লিক করুন
                  2023
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

                  2022
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর




2021(2022)
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

Math question answer

Samaj biggan answer

2019
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

ইংরেজি প্রশ্ন

গণিত প্রশ্নের উত্তর

Math question answer


2018
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

Bangla প্রশ্নের উত্তর

Englishপ্রশ্নের উত্তর

2017

বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

Bangla প্রশ্নের উত্তর

2016

English প্রশ্নের উত্তর

বিজ্ঞান প্রশ্নের উত্তর

2019 থেকে 2022 সকল প্রশ্ন PDF

●●English paragraph suggestion answer



2017 বাংলা ব্যক্তি প্রশ্নের উত্তর দেখুন এই লিঙ্ক কে ক্লিক করে


Class 4 to 10 English Solution