মালগাড়ি কবিতা চতুর্থ শ্রেণি বাংলা হাতে-কলমে অনুশীলন প্রশ্নের উত্তর/class 4 bangla poem magari hate karone question answer - Online story

Tuesday, 9 August 2022

মালগাড়ি কবিতা চতুর্থ শ্রেণি বাংলা হাতে-কলমে অনুশীলন প্রশ্নের উত্তর/class 4 bangla poem magari hate karone question answer

 

 

 "মায়াদ্বীপ"-প্রশ্নের উত্তর

 মালগাড়ি কবিতা 

চতুর্থ শ্রেণি বাংলা
প্রেমেন্দ্র মিত্রের লেখা হাতে কলমে অনুশীল প্রশ্নের উত্তর।

হাতেকলমে প্রশ্নের উত্তর গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি দেওয়া হলো
১. প্রেমেন্দ্র মিত্র কোন্ পত্রিকার সম্পাদক ছিলেন?
উঃ ‘কালিকলম’ পত্রিকার সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র।
২. তাঁর সৃষ্ট একটি বিখ্যাত চরিত্রের নাম লেখো।
উঃ তাঁর সৃষ্ট একটি বিখ্যাত চরিত্রের নাম ঘনাদা।
৩. একটি বাক্যে উত্তর দাও :

৩.১. ‘মালগাড়ি’-র চলাকে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে?
উঃ মালগাড়ি’-র চলাকে  নদীর ভাটার সঙ্গে তুলনা করা হয়েছে।


৩.২. কথকের জীবনে কোন বিশেষ দিনটিতে পরির সঙ্গে তাঁর দেখা হতে পারে?
উঃ কথকের জন্মদিনে বিশেষ দিনটিতে পরির সঙ্গে তাঁর দেখা হতে পারে।


৩.৩. প্যাসেঞ্জার ট্রেন কোন কাজের ধান্দা নিয়ে থাকে?
উঃ স্টেশন পেলেই যাত্রী ওঠানো-নামানোর ব্যস্ত থাকে।



৩.৪. ‘মালগাড়ি’ কোন্ কাজে ব্যবহৃত হয়?
উঃ মালগাড়ি আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত হয়।


৩.৫. সত্যিই কি মালগাড়ির টাইমটেবিল অনুযায়ী চলার প্রয়োজন নেই?
উঃ নিশ্চয়ই আছে। কিন্তু তার পিছনে প্যাসেঞ্জার বা মেল ট্রেন এসে গেলে তাকে কিছু সময় নষ্ট করে অন্য লাইনে সরে
গিয়ে পথ ছেড়ে দিতে হয়।


৩.৬. প্যাসেঞ্জার বা মেল ট্রেনের তুলনায় মালগাড়ির ধীরগামী হওয়ার কারণ কী বলে তোমার মনে হয়?
উঃ আমার মনে হয় প্যাসেঞ্জার বা মেল ট্রেনের  মালগাড়িকে কোন টাইম টেবিলের নিয়ম মানতে  না। হওয়ার কারণে সে ধীরগামী হয়।



৩.৭. আপ ট্রেন আর ডাউন ট্রেন বলতে কী বোঝায়?
উঃ যে ট্রেন সমুদ্রপৃষ্ঠমুখী স্থানের স্টেশনে যায় তাকে বলে ডাউন ট্রেন এবং বিপরীতমুখী ট্রেনকে বলা হয় আপ ট্রেন

অন্য গুলির উত্তর দেখুন

(১) সবার আমি ছাত্র

(২) নরহরি দাস

(৩) বনভোজন

(৪) তোত্তোচানের অ্যাডভেঞ্চার

(৫)   ছেলে বেলায় দিনগুলি

(৬)  বনের খবর

(৭)  মালগাড়ি 

 (৮)  বিচিত্র সাধ

(৯)  আমি সাগর পাড়ি দেবো

আর ও আমি সাগর পাড়ি দেবো

(১০)  আলো

(১১)  আমাজনের জঙ্গলে

(১২)  দক্ষিণ মেরু অভিযান

(১৩) অ্যাডভেঞ্চার বর্ষায়

(১৪) আমার মা-র বাপের বাড়ি

(১৫) দূরের পাল্লা

(১৬) নইলে

(১৭) ঘুম পাড়ানি ছড়া

(১৮) আদর্শ ছেলে

(১৯)  যতীনের জুতো

(২০)   ঘুম ভাঙ্গানি

(২১)   মায়াদ্বীপ

(২২)  বাঘা যতীন

আর ও  বাঘা যতীন



বিজ্ঞান মেধা পরীক্ষা

English question