class 4 english britti question answer 2016 /ক্লাস ফোর ইংলিশ বৃত্তি পরীক্ষা প্রশ্নের উত্তর ২০১৬ সালে
রচনা সাজেশন ২০২২ বৃত্তি পরীক্ষা দেখুন
গণিত দেখুন
Full Marks - 50
Primary Education Development Board, W.B.
Primary Final Examination-2016
(Scholarship Examination)
4 x1 = 4
ইংরেজি প্যারাগ্রাফ সাজেশন দেখুন
Subject: English Time : 1½ hours
1. Read the following paragraph and answer the following
questions (any four) :
2×4=8
(নীচের অনুচ্ছেদটি পড়ো এবং যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও)
Jhinuk lives with her mother in Alipurduar. It is a pretty city
surrounded by distant hills. Jhinuk's father works in Kolkata. On
some weekends he comes to his home. During these visits, he tells
her stories about Kolkata. Some of the stories amaze Jhinuk. Her
father has told her of the Metro Rail in Kolkata. Jhinuk has been
astonished to hear of trains that run underground.
ঝিনুক তার মায়ের সাথে আলিপুরদুয়ারে থাকে। এটি একটি সুন্দর শহর দূর পাহাড়ে ঘেরা। ঝিনুকের বাবা কলকাতায় চাকরি করেন। চালু
কিছু সপ্তাহান্তে সে তার বাড়িতে আসে। এসব পরিদর্শনের সময় তিনি বলেন
কলকাতা নিয়ে তার গল্প। কিছু গল্প চমকে দেয় ঝিনুককে। তার বাবা তাকে কলকাতার মেট্রো রেলের কথা বলেছেন। ঝিনুক
আন্ডারগ্রাউন্ডে চলা ট্রেনের কথা শুনে বিস্মিত।
i)Where does Jhinuk live?
Ams-Jhinuk lives in Alipurduar.
ঝিনুক কোথায় থাকে?
উঃ--ঝিনুক থাকেন আলিপুরদুয়ারে।
ii)With whom does Jhinuk live?
Ams-Jhinuk lives with her mother
ঝিনুক কার সাথে থাকে?
ঊঃ--ঝিনুক তার মায়ের সাথে থাকে
iii)How is Alipurduar?
Ams-Alipurduar is a pretty city
surrounded by distant hills.
আলিপুরদুয়ার কেমন?
উঃ--আলিপুরদুয়ার একটি সুন্দর শহর
দূর পাহাড়ে ঘেরা
iv) Where does her father work?
Ams-Jhinuk's father works in Kolkata.
তার বাবা কোথায় কাজ করেন?
উঃ--ঝিনুকের বাবা কলকাতায় চাকরি করেন।
v) What story does he tell her?
Ams-he tells her stories about Kolkata.
সে তাকে কী গল্প বলে?
উঃ--সে তাকে কলকাতার গল্প বলে।
22. Write the Bengali meaning of the following (any four) :
(নীচের শব্দগুলির যে কোন চারটির বাংলা অর্থ লেখো)
Pretty, amaze, delighted, urgent, freedom.
1 × 4 = 4
Pretty
Ams- মনোরম
amaze
Ams- তাক লাগানো
delighted
Ams--খুশি
urgent-
Ans-জরুরী
freedom.
Ams-স্বাধীনতা
3. Fill in the blanks : (শূন্যস্থান পূরণ করোঃ)
1 × 4 = 4
Underneath the ------ (cabbages)
The caterpillar sat.
Drowsing in the sunshine
----------- thought of ------------( It,this and that)
It led a--------. lazy life.( rather)
Ans
Underneath the cabbages
The caterpillar sat.
Drowsing in the sunshine
It thought of this and that
It led a rather lazy life.
4. Write four sentences on any one of the following :
(নীচের যে কোন একটি বিষয়ে চারটি বাক্য লেখো :)
i) Netaji Subhas Chandra Bose
Ams- Netaji Subhash Chandra Bose was born on 23 January 1897 and died on 22 August 1945. He was reported to have died in a plane crash. There is much mystery surrounding the date of his death. Chini was a freedom fighter. He formed the Azadin Fauz Dal.
নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন 23 শে জানুয়ারি ১৮৯৭ সালে ১৯৪৫ সালে বাইশে আগস্ট তিনি মারা যান । বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয় বলে খবর প্রচারিত হয়। তার মৃত্যুর তারিখ নিয়ে অনেক রহস্য আছে। তিনি ছিলেন একজন স্বাধীনতার সংগ্রামী। তিনি আজাধীন ফৌজ দল গঠন করেছিলেন।
ii) Sundarbans,
Ams- Sundarbans is located in the southern part of West Bengal. Beautiful trees are seen in beautiful forests. This forest is home to the Royal Bengal Tiger. Sundarbans is a tourist center. The Sundarbans are located on the banks of the Bay of Bengal
সুন্দরবন পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ দিকে অবস্থিত । সুন্দর বনে সুন্দরী গাছ দেখা যায়। এই বনে রয়েল বেঙ্গল টাইগার এর বাসস্থান । সুন্দরবন একটি পর্যটনকেন্দ্র। সুন্দরবন বঙ্গোপসাগরের ধারে অবস্থিত।
iii) Your favourite food.
Ams- My favorite food is milk. I have heard from parents that drinking milk is good for the body. It is very important to drink milk if you play sports. Milk retains all the nutrients. Milk contains many vitamins.
আমার প্রিয় খাদ্য হলো দুধ। মা-বাবাদের কাছে শুনেছি দুধ খেলে শরীর ভালো থাকে । খেলাধুলা করলে দুধ খাওয়া খুব প্রয়োজন । দুধের মধ্যে সব খাদ্যগুণ বজায় থাকে । দুধে অনেক ভিটামিন থাকে।
5. Give the plural form of (any three) :
(বহুবচন লেখো, যে কোন তিনটি) :
Man, book, ox, hous
3 x 2 = 6
Man
Ams- Men
book
Ams- books
ox
Ams-oxes
hous
Ams-houses
6. Make sentences with the following words (any three) :
(নীচের যে কোন তিনটি শব্দ দিয়ে বাক্য রচনা করো ) :
Suddenly, ambled, water, wild, classmate.
Suddenly
Ams- Suddenly the house shook
আচমকা বাড়িটি কেঁপে উঠল
ambled- স্বাচ্ছন্দ গতিতে
Ams- The car was moving at a comfortable speed during the night
রাতে গাড়িটি স্বাচ্ছন্দ গতিতে চলছিল
water-জল
Ams- Animals cannot live without water
জল ছাড়া প্রাণী বাঁচতে পারে না
wild-বুনো
Ams-The wild elephant was lying by the railway line
বুনো হাতি টি রেল লাইনের ধারে শুয়ে ছিল
classmate-সহপাঠী.
Ams- Many classmates and friends are seen in school
ইস্কুলে অনেক সহপাঠী বন্ধু দেখা যায়
7. Write the oppopsite gender (any four) :
(যে কোন চারটির বিপরীত লিঙ্গ লেখো) :
Nephew, gentleman, his, sister, boy.
Nephew- ভাইপো
Ams- niece ভাইঝি
gentleman ভদ্রলোক
Ams- lady ভদ্রমহিলা
his তার
Ams- her তার (মেয়ে ছেলে)
sister বোন
Ams- brother ভাই
boy. বালক
Ams- girl বালিকা
8. Fill in each these blanks correctly with a word from the brackets
(any three) :
3 × 1 = 3
(বন্ধনী থেকে সঠিক শব্দ দিয়ে যে কোন তিনটি শূন্যস্থান পূরণ করো)
(i) The police arrest ten----(thief/thives)
Ams-thives
(ii) Mathematics-----my favourite subject. (am/is/are)
Ams- is
(iii) Pather Panchali is a good book. I love-------(it/its/it's)
Ams- it
(iv) They------meritorious. (is/are/have)
Ams- are
1 x 3 = 3
9. Translate into English (any five) :
(যে কোন পাঁচটির ইংরেজি অনুবাদ করো) ঃ
(¡)ওটা হাতি।
Ams-(¡)That's an elephant.
(ii) বিদ্যাসাগর ১৮২০-তে জন্মগ্রহণ করেন।
Ams-ii) Vidyasagar was born in 1820.
(iII)সোনা একটি ধাতু।
Ams-(iii)Gold is a metal.
(iv) আমাদের একটি বড় পুকুর আছে।
Ams-(iv) We have a big pond.
(v)সমুদ্রের জল লবণাক্ত।
Ams-(v) Sea water is salty.
(vi) কবি ঢাকায় মারা গিয়েছিলেন।
Ams-(vi) The poet died in Dhaka.
(vii) তার ডাকনাম কি?
Ams-(vii) What is his nickname?
ইংরেজি প্যারাগ্রাফ সাজেশন ২০২২
Class 4 to 10 English Solution