চতুর্থ শ্রেণীর বিঞ্জান বৃত্তি পরীক্ষার প্রশ্লের উত্তর ; ২০১৮ সাল/class 4 science britti question answer 2018 sal - Online story

Wednesday, 3 August 2022

চতুর্থ শ্রেণীর বিঞ্জান বৃত্তি পরীক্ষার প্রশ্লের উত্তর ; ২০১৮ সাল/class 4 science britti question answer 2018 sal

 


  রচনা সাজেশন ২০২২ বৃত্তি পরীক্ষা

  ইংরেজি paragraph সাজেশন ২০২২

২০১৮ সালে প্রশ্নের উত্তর নিচে দেওয়া হল
২০১৫ সালে বৃত্তি বিজ্ঞান পরীক্ষার প্রশ্নের উত্তর দেখুন
গণিত দেখুন

  ২০১৭ সালের বৃত্তি বিজ্ঞান পরীক্ষা প্রশ্নের উত্তর দেখুন

প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পঃ বঃ পরিচালিত
প্রাথমিক শেষ পরীক্ষা (বৃত্তি পরীক্ষা) – ২০১৮
পূর্ণমান – ৫০
বিষয় : বিজ্ঞান সময় : ১ ঘন্টা ৩০ মিঃ
২০১৭ সালের বিজ্ঞান প্রশ্নের উত্তর দেখুন

১। শূন্যস্থান পূরণ করো (যে কোনো নয়টি) :


ক) কাঁটা আছে এমন একটি গাছ হল-----
উঃ- বাবলা ,ফনী মনসা।


খ) যে সব প্রাণী হারিয়ে গেছে তাদের বলা হয়-----
উঃ- বিলুপ্ত প্রাণী

গ)খালি চোখে যাদের দেখা যায় না তাদের----দিয়ে দেখা যায়৷
উঃ- অণুবীক্ষণ যন্ত্র

ঘ) শক্তি না থাকলে---------করা যায় না
উঃ- কার্য



ঙ) -------দিয়ে ভর মাপা হয়।
উঃ- দাঁড়িপল্লা

চ)শিশুর জন্মের—— পরে সাধারণত দাঁত উঠতে থাকে ৷
উঃ- ৬ মাস

ছ) নর্দমায় যে পাউডার ছড়ানো হয় তার নাম
------।
উঃ- ব্লিচিং পাউডার

জ) বন্যার পরে যে মাটি থিতিয়ে পড়ে তাকে বলা হয়------।
উঃ-পলি

ঝ) মানুষ গোল হতে পারে না কারণ মানুষের------আছে।
উঃ- মেরুদন্ড

ঞ) ধানের খোসাকে -------বলে।
উঃ-তুষ



২। ভুল সংশোধন কর (যে কোনো পাঁচটি) :
উঃ-

ক) যে সমস্ত পদার্থের নিজস্ব আকার আছে তারা হল তরল পদার্থ।
উঃ-যে সমস্ত পদার্থের নিজস্ব আকার আছে তারা হল কঠিন পদার্থ।


খ) বরফে তাপ দিলে প্রথমে বাষ্প পাওয়া যায় ।উঃ-বরফে তাপ দিলে প্রথমে তরল জল পাওয়া যায়


গ) শীতকালে সরষের তেল জমে যায়।
উঃ-শীতকালে নারকেল তেল জমে যায়।

ঘ) বুকে হেঁটে চলে এরূপ একটি প্রাণী হল ইদুঁর।

উঃ-ঘ) বুকে হেঁটে চলে এরূপ একটি প্রাণী হল টিকটিকি।


ঙ) তুলো পাওয়া যায় পলাশ গাছ থেকে।
উঃ-তুলো পাওয়া যায় শিমুল গাছ থেকে।


চ) খাবারের যে অংশ হজম হয় না তা পাকস্থলীতে জমা হয়।

উঃ-চ) খাবারের যে অংশ হজম হয় না তা মলাশয়ে জমা হয়।




৩। যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও :

ক) পাখীরা দীর্ঘক্ষণ আকাশে ওড়ে কীভাবে?
উঃ- পাখিদের শরীরে ভেতরে বায়ুথলি থাকে। সেজন্য পাখিটার দীর্ঘ ক্ষন আকাশে উড়তে পারে।

খ) মরিশাসের ডোডো পাখী হারিয়ে গেল কেন?
উঃ- মরিশাসে বিদেশি জাহাজ এসে ভিড় জমিয়ে ছিল তার সঙ্গে মানুষ সহ বিড়াল ইন্দুর কুকুর বানরের দল এসে গেছিল। শুরু হয়েছিল ডোডো পাখি মারা।তাই তারা হারিয়ে গেল

গ) বাতাসে বর্তমান আছে এমন চারটি উপাদানের নাম লেখ।
উঃ- বাতাসি বর্তমান আছে এমন চারটি উপাদানের নাম অক্সিজেন ,হাইড্রোজেন, ধূলিকণা, জলীয়বাষ্প ইত্যাদি।

ঘ) কাঁচের গ্লাসে বরফ রাখলে কিছু সময় পরে গ্লাসের বাইরে জলের ফোঁটা জমা হয় কেন?
উঃ- কাঁচের গ্লাসে বরফ লাগলে গ্লাসটি ঠান্ডা হয় ।ফলে গ্লাসের বাইরে আশেপাশে থাকা জলীয় বাষ্প তখন গ্লাসে গায়ের জমা হয়ে সেগুলো ফোঁটা ফোঁটা জলকণায় পরিণত হয়।





ঙ) বস্তু কাকে বলা হয় ? পদার্থ কী?
উঃ- আমরা চারপাশে যা যা কিছু দেখতে পাই সেগুলোকে বলা হয় বস্তু।
 বস্তু যে উপাদান দ্বারা গঠিত হয় তাকে বলা হয় পদার্থ।
যেমন -লোহার পেরেক।
 পেরেক হল বস্তু  লোহা হল পদার্থ।


চ) সুষম আহার কেমন হবে তা কোন্ কোন্ বিষয়ের উপর নির্ভর করে?
উঃ- সুষম আহার কেমন হবে তা নির্ভর করে,- বয়স, শরীরের ওজন, উচ্চতা, শারীরিক অবস্থা ,কোন জায়গার জল হওয়া মতো বিষয়ের উপর।

ছ) শ্বাসক্রিয়া কাকে বলে? তখন কোন কোন গ্যাস শরীরে ঢোকে এবং শরীর
থেকে বেরিয়ে যায় ?
উঃ- শরীরের মধ্যে গ্যাসের আদান-প্রদান কে শ্বাসক্রিয়া বলে।
 তখন শরীরের মধ্যে অক্সিজেন গ্যাস ঢোকে। এবং শরীর থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরিয়ে যায়।


৪। যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও :


ক)সমুদ্রের জলে নুন আছে তা কীভাবে বুঝতে পারা যায় ?
উঃ- সমুদ্রের জলকে ফোটালে নুন  পাওয়া যায়।

খ)চোখ ভালো রাখার জন্য কী কী খাবার খাওয়া উচিত?
উঃ- চোখ ভালো রাখার জন্য শাকসবজি, গাজর ,পাকা পেঁপে খাওয়া উচিত।

গ)লালারসের কাজ কী?
উঃ- হজম করা ছাড়াও খাদ্যকে দলা পাকাতে সাহায্য করে লালা রস।

ঘ)দৌড়ানোর সময় আমরা জোরে শ্বাস নিই কেন?
উঃ- দৌড়ানোর সময় আমাদের শরীরের হাঁফ লাগে ।শরীরে তখন অনেক অক্সিজেনের দরকার হয় তাই আমরা জোরে জোরে শ্বাস নিই।

ঙ) গাছ খাবার তৈরী করে কীভাবে?
উঃ- গাছ মাটি থেকে জল, বাতাস থেকে কার্বন-ডাই-অক্সাইড এবং সূর্য থেকে সূর্যের আলো নিয়ে খাবার তৈরি করে।

সকল প্রশ্নের উত্তর নীচে ক্লিক করুন
                  2023
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

                  2022
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর




2021(2022)
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

Math question answer

Samaj biggan answer

2019
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

ইংরেজি প্রশ্ন

গণিত প্রশ্নের উত্তর

Math question answer


2018
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

Bangla প্রশ্নের উত্তর

Englishপ্রশ্নের উত্তর

2017

বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

Bangla প্রশ্নের উত্তর

2016

English প্রশ্নের উত্তর

বিজ্ঞান প্রশ্নের উত্তর

2019 থেকে 2022 সকল প্রশ্ন PDF

●●English paragraph suggestion answer


Class 4 to 10 English Solution