সপ্তম শ্রেণী মাকু গল্পের প্রশ্নের উত্তর দ্বিতীয় পরীক্ষার জন্য/class 7 maku story question answer 2end examination - Online story

Sunday 21 August 2022

সপ্তম শ্রেণী মাকু গল্পের প্রশ্নের উত্তর দ্বিতীয় পরীক্ষার জন্য/class 7 maku story question answer 2end examination

 


প্রথম পর্ব দেখার জন্য এই লিংকে ক্লিক করুন।
 

  গুরুত্বপূর্ণ প্রথম পরীক্ষার জন্য সকল প্রশ্নের উত্তর দেখুন

 তৃতীয় পরীক্ষার জন্য এই লিঙ্কে ক্লিক করুন


সপ্তম শ্রেণী
মাকু গল্পের  প্রশ্নের উত্তর
 দ্বিতীয় পরীক্ষার জন্য

 পাঁচ অধ্যায়

 প্রশ্ন -"এই সেই কালিয়ার বনের ভয়ঙ্কর নয় তো"- কথাটি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছিল?
 উত্তর -গেছো ঘরে কালো চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকা লোকটিকে কে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছিল।

 প্রশ্ন- হোটেল ওয়ালা কে দাড়ি গোঁফের সরবরাহ করতো?
 উত্তর- ঘড়িওয়ালা

প্রশ্ন- সং কত টাকা দিয়ে লটারি টিকিট কিনেছিল ?

উত্তর- এক টাকা।


 প্রশ্ন "ও তো রোজ পোস্ট অফিসে যায়"- কথাটি কে কাকে উদ্দেশ্য করে বলেছিল?

 উত্তর- টিয়া সংকে উদ্দেশ্য করে বলেছিল।


 প্রশ্ন -হোটেলওয়ালা সং র টিকিট টা কোথায় রেখেছিল?

 উত্তর- কানে খুঁজে রেখেছিল ।

প্রশ্ন- ঘড়িওয়ালা হোটেলওয়ালার কে হয়?

 উত্তর- ভাই

প্রশ্ন-" হ্যান্ড বিল তো দিলাম অথচ খোঁজার নামটি নেই"- কথাটি কে কাকে বলেছিল ?

উত্তর- ঘড়িওয়ালা টিয়া কে  বলেছিল।

 প্রশ্ন -ঘড়িওয়ালা কতদিন ঘড়ির কারখানা কাজ করেছিল?
 উত্তর -সতেরো বছর ।

প্রশ্ন- সোনাটিয়া মাকুকে গর্তে ফেলে দেওয়ার পরিকল্পনা করেছিল কেন?

 উত্তর- বনে আসা পেয়াদার হাত থেকে মাকুকে বাঁচানোর জন্য ।

প্রশ্ন -বাঘ ধরার ফাঁদ সম্পর্কে জাদুকর কি বলেছিল?
 উত্তর -জাদুকর বলেছিল -ওগুলি শুয়োর ধরার ফাঁদ ।বুনোশুয়োর চাষীদের ফসল নষ্ট করে দিত। তাই ফাঁদ গুলি তৈরি করা হয়েছিল।

 প্রশ্ন -বাঘ ধরার ফাঁদটি কেমন ছিল?

 উত্তর -মাটিতে দু' মানুষ গভীর গর্ত খুঁড়ে তার উপরে কাঠ কুটো লতাপাতা দিয়ে ঢেকে রাখ হতো। শস্য খেতে এসে তার মধ্যে শুয়োর পড়ে যেত ।

 প্রশ্ন-" পেয়াদা পড়েছে ফাঁদে"- পেয়াদা কোন ফাঁদে পড়েছিল?


 উত্তর- বাঘ ধরার ফাঁদে


ছয় অধ্যায়



 প্রশ্ন -"ওসব অলক্ষণে কথা মুখে আনা কেন"- কথাটি কে কাকে বলেছিল ?

উত্তর- দড়াবাজের লোকেরা টিয়াকে  বলেছিল ।

প্রশ্ন- খেলা দেখানো আগে জানোয়ার দিয়ে কি খাওয়ানো হয়?


 উত্তর -ভিটামিনের বড়ি

 প্রশ্ন- "আমি আজ সোনালী ঘুনটি দেওয়া লাল গাউন পরব"-- কথাটি কাদের  উদ্দেশ্যে বলেছিল?

 উত্তর - মেম সোনাটিয়ার উদ্দেশ্যে বলেছিল।

 প্রশ্ন -সোনাটিয়াকে পার্টিতে যাওয়ার জন্য কে জামা কিনে দিয়েছিল?

 উত্তর- সং

 প্রশ্ন -সোনা-টিয়ার জামা কেনার জন্য কে টাকা দিয়েছিল ?
উত্তর -বেহারী

প্রশ্ন- সোনাটিয়ার নতুন জামার রং কি ছিল?

 উত্তর -একটা গোলাপী ,একটা ফিকে বেগুনি।

 প্রশ্ন -হোটেলআলা জন্মদিনে মেম সোনাটিয়াকে কি প্রোজেন্ট করেছিল?

 উত্তর -রেশমি ফিতে ।

প্রশ্ন -জাদুকরের খেলায় প্রথম কোন খেলাটি দেখানো হয়?
 উত্তর -দড়াবাজির খেলা ।

প্রশ্ন- প্রথমে দড়াবাজির খেলা দেখানো হয় কেন ?

উত্তর- গোড়াতেই জমিয়ে দেবার জন্য। যাতে লোক বসে থাকে।

প্রশ্ন সোনাটিয়া স্কুলে কোন গানে নেচেছিল? 

 উত্তর-" ফুলকলি ,আসে অলি গুন্ গুন্ গুঞ্জনে"- গানটিতে নেচে ছিল ।

অধ্যায় সাত

প্রশ্ন -"সোনা হাত বাড়িয়ে জাল ছিঁড়ে দেয়"- এখানে কোন জাল ছিঁড়ে দেওয়ার কথা বলা হয়েছে?

 উত্তর -করমচার ডালে মাকড়সার জাল গুলি ছিঁড়ে দেওয়া কথা বলা হয়েছে।

 প্রশ্ন-" মাকড়সড়া চুষে খেয়ে ফেলে"- এখানে মাকড়সা কাদের কিভাবে চুষে খেয়ে ফেলে?

 উত্তর -প্রজাপতির ডানার রঙের গুঁড়ো হাতে লেগে গেলে প্রজাপতি উঠতে পারে না ।তখন মাকড়সাটা চুষে খেয়ে ফেলে।

 প্রশ্ন- জানোয়ারদের ভুল করে ভিটামিনের বদলে কি খাইয়ে দেওয়া  হয়েছিল?

 উত্তর -জোলাপ


প্রশ্ন-" পরীদের রানীকে বে করার ভাবনা"- এখানে কার কথা বলা হয়েছে?

 উত্তর -মাকুর কথা।


 প্রশ্ন- ঘড়িওয়ালা কাঁদতে কাঁদতে মায়ের নাম করে কি খাওয়ার কথা বলেছিল ?

উত্তর মোচার ঘন্ট

 প্রশ্ন- জাদু করে খেলা দেখতে কটা গ্ৰামের লোক এসেছিল?

 উত্তর- তিন টি

প্রশ্ন- ঘুড়িওয়ালা মাকুকে কাঁদার কল দিতে পারেনি কেন?

 উত্তর ঘড়িওয়ালার বিদ্যা ফুরিয়ে গিয়েছিল।





অন্য গুলি দেখন

(১) ছন্দে শুধু কান রাখো (১)

ছন্দে শুধু কান রাখো (২)

(২) কার দৌড় কদ্দুর

(৩) বঙ্গভূমির প্রতি

বঙ্গভূমির প্রতি (২)

(৪) পাগলা গণেশ

(৫) আত্মকথা

(৬) চিরদিনের কবিতা

(৭) ভানু সিংহের পত্রাবলী

(৮) নোট বই 

(৯) স্মৃতি চিহ্ন

(১০) দেবাতাত্মা হিমালয়

(১১) আঁকা- লেখা

(১২) খোকনের প্রথম ছবি

(১৩) ভারত তীর্থ

(১৪) স্বাধীনতা সংগ্ৰামে নারী

(১৫) রাস্তায় ক্রিকেট খেলা

(১৬) দিন ফুরালো

(১৭) গাধার কান

(১৮) পটল বাবু ফ্লিমস্টার

(১৯) মেঘ-চোর

 (২০) কুতুব মিনারের কথা

(২১) চিন্তা শীল

(২২) একুশের কবিতা


প্রথম পরীক্ষার নমুনা প্রশ্ন

আর ও প্রশ্ন প্রথম পরীক্ষা

ভাষাচর্চা অনুশীলন

মাকু প্রশ্ন (১)

মাকু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর

মাকু প্রথম পরীক্ষা

মাকু হাতে কলমে অনুশীলন প্রশ্নের উত্তর

মাকু গল্পের সকল প্রশ্নের উত্তর

মাকু বইয়ের প্রশ্নের উত্তর

মাকু ছোট প্রশ্ন বড়ো পাতা ধরে