ভাষা চর্চা অষ্টম শ্রেণী অধ্যায় ৩ বাক্যের ভাব ও রূপান্তর হাতে-কলমে অনুশীলনী প্রশ্নের উত্তর। দ্বিতীয় পরীক্ষার জন্য/class 8 bangla bhacharcha - Online story

Friday 26 August 2022

ভাষা চর্চা অষ্টম শ্রেণী অধ্যায় ৩ বাক্যের ভাব ও রূপান্তর হাতে-কলমে অনুশীলনী প্রশ্নের উত্তর। দ্বিতীয় পরীক্ষার জন্য/class 8 bangla bhacharcha


  দুই অধ্যায় (ধ্বনি পরিবর্তন )দেখুন


ভাষা চর্চা
 অষ্টম শ্রেণী
অধ্যায় ৩
বাক্যের ভাব ও রূপান্তর

 হাতে-কলমে অনুশীলনী প্রশ্নের উত্তর।
দ্বিতীয় পরীক্ষার জন্য


নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো :
১. ফুলবাগানের মোড় পর্যন্ত এগিয়ে দেখল নীলু। (না-সূচক বাক্যে)
উঃ। ফুলবাগানের মোড় পর্যন্ত এগিয়ে না দেখে নীলু এল না।


২. বাইরে থেকে দেখে বোঝা যেত না, কিন্তু কে জানে, হয়তো ওই জীবন তার আর ভালো লাগছিল না।(হ্যাঁ-সূচক বাক্যে)

উঃ। বাইরে থেকে বোঝা যাচ্ছিল যে ওই জীবন তার অসহ্য লাগছিল।

৩. 'সেদিকটার দরজা বন্ধ। (না-সূচক বাক্যে)
উঃ। সেদিকটার দরজা খোলা নয়।


৪. তাঁর হয়েছে বড়ো জ্বালা। (বিস্ময়সূচক বাক্যে)
উঃ। তার বড়োই জ্বালা !

৫. বুড়ো চোখটা অন্যদিকে ফিরিয়ে নিল। (প্রশ্নসূচক বাক্যে)
উঃ। বুড়ো কি একদিকে তাকিয়ে ছিল?

৬. দুপুরের খাওয়ার সময়টায় এক বেড়াল ছাড়া তার কাছাকাছি আর কেউ থাকে না বড়ো একটা। (হ্যাঁ-সূচক বাক্যে)

উঃ। দুপুরের খাবার সময় শুধু একটি বেড়ালই তার কাছাকাছি থাকে।

৭. তোর অধঃপাত দেখলে আমি কোথায় গিয়ে মুখ লুকাব? (প্রশ্ন পরিহার করো)
উঃ। তোর অধঃপাত দেখার পর আমার মুখ লুকোনোর জায়গা থাকবে না।


৮. তাঁর কানে যদি এসব কথা যায় তাহলে রক্ষে রাখবে ভেবেছিস? (হ্যাঁ-সূচক বাক্যে)
উঃ। তাঁর কানে যদি এসব কথা যায় তাহলে বিপদের মুখে পড়তে হবে।


৯. ও মানুষের মর্ম তোমরা বুঝবেনা। (হ্যাঁ-সূচক বাক্যে)
উঃ। ও মানুষের মর্ম বোঝা তোমাদের সাধ্যের বাইরে।


১০. মা বলল, আমরা কি অত জানতুম বাছা! (নির্দেশক বাক্যে)
উঃ। মা বলল আমরা অত কিছু জানতুম না বাছা।


১১. দোকানে বিক্রিবাট্টা কেমন হে? (প্রশ্ন বাক্যটির প্রকার নির্দেশ করো)
উঃ। এটি সামাজিক আলাপচারিতার প্রশ্নবাক্য।


১২. এগিয়ে চলতে হবে। (অনুজ্ঞাবাচক বাক্যে)
উঃ। এগিয়ে চলো।


১৩. মশাল হাতে কালিঝুলি মাখা একটা লোক দাঁড়িয়ে। (না-সূচক বাক্যে)
উঃ। মশাল হাতে কালিঝুলি মাখা একটি লোক বসে নেই।


১৪. আর বলবেন না মশাই। (হ্যাঁ-সূচক বাক্যে)
উঃ। চুপ করে থাকুন মশাই।


১৫. বকশিশের কথায় কাশীনাথ হেসে ফেলল। (না-সূচক বাক্যে
উঃ। বকশিসের কথায় কাশীনাথ আর হাসি চেপে রাখতে পারল না।


১৬. বয়স তো বোধহয় সাতাশ-আটাশ। (প্রশ্নবোধক বাক্যে
উঃ। বয়স কত?


১৭. খুব ভালো বলেছেন। (বিস্ময়বোধক বাক্যে)
উঃ। চমৎকার! বলেছেন।


১৮. খুব ভোরবেলায় উঠে অনেকটা দৌড়াতে হবে। (অনুজ্ঞাসূচক বাক্যে)

উঃ। খুব ভোরবেলায় উঠে অনেকটা দৌড়াবে।


১৯. আশ্বিন মাসেও আজ ঘাম হচ্ছে। (না-সূচক বাক্যে)
উঃ। আশ্বিন মাসেও ঘাম কমার নাম নেই।


২০. আমার কেমন যেন সন্দেহ হচ্ছে, ঘটনাটা তত মিথ্যে নয়। (হ্যাঁ-সূচক বাক্যে)
উঃ। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে, ঘটনাটা সত্যি মনে হয়।




পরের অধ্যায়