দক্ষিণ আমেরিকা অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন সাজেশন/class 8 geography question answer south amerika - Online story

Saturday 20 August 2022

দক্ষিণ আমেরিকা অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন সাজেশন/class 8 geography question answer south amerika

 




 দক্ষিণ আমেরিকা
 অষ্টম শ্রেণীর ভূগোল
 প্রশ্ন সাজেশন


[] সঠিক উত্তর লেখ-
আন্দিজ পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি?
উত্তর - অ্যাকোনকাগুয়া



2. পৃথিবীর উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরির নাম কি?
মাউন্ট চিম্বোরাজো







3. দক্ষিণ আমেরিকায় অবস্থিত পৃথিবীর অন্যতম শুষ্ক ও খরাপ্রবণ অঞ্চলটির নাম কি?

আটাকামা মরুভূমি


4. পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটির নাম কি?
অ্যাঞ্জেল



পৃথিবীর বৃহত্তম চিরহরিৎ অরণ্যের নাম কি?

 সেলভা



6. পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে—এই তিনটি নদীর মিলিত প্রবাহকে কি বলা হয়—

লা-প্লাটা নদী


7. ‘পৃথিবীর ফুসফুস' হিসেবে খ্যাত—

 চিরহরিৎ বনভূমি



8. পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশের নাম কি?
 আর্জেন্টিনা


9. পম্পাস অঞ্চলের পশুচারণভূমিকে কি বলা হয়?
এস্টেনশিয়া



10. মাংস রপ্তানিতে প্রথম স্থান অধিকার করে কোন অঞ্চল ?
উত্তর-পম্পাস




11. দক্ষিণ আমেরিকার উচ্চতম শৃঙ্গের নাম কি?
উত্তর- আকোনকাগুয়া





13. গিয়ানা উচ্চভূমির উচ্চতম শৃঙ্গের নাম কি?

উত্তর-রোরোইমা




14. রোরাইমা শৃঙ্গের উচ্চতাকত?

উত্তর- 2769 মিটার




15. দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি?


উত্তর- আমাজন


16. লা-প্লাটা নদী কোন নদীগুলোর মিশ্রিত রূপ ?

উত্তর- পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে


17. অ্যাঞ্জেল জলপ্রপাত কোন নদীর ওপরদেখা যায়?
উত্তর- ওরিনকো নদীর ওপর




18. স্পেনীয় শব্দ ‘পম্পাস’-এর অর্থ কি?

উত্তর- বিস্তীর্ণ সমতলক্ষেত্র



19. পম্পাস অঞ্চলে কোন অংশে বেশি বৃষ্টিপাত হয়?
উত্তর- পূর্বাংশে




20-দক্ষিণ আমেরিকার কোন অঞ্চল কে শস্য ভাণ্ডার বলে?
উত্তর- পম্পাস অঞ্চল