অষ্টম শ্রেণী পরিবেশ সমুদ্রের নিচের জীবন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর দেওয়া হলো ।স্কুল পরীক্ষা ও ন্যাশনাল কলারশিপ পরীক্ষার জন্য/class 8 science question answer - Online story

Tuesday 16 August 2022

অষ্টম শ্রেণী পরিবেশ সমুদ্রের নিচের জীবন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর দেওয়া হলো ।স্কুল পরীক্ষা ও ন্যাশনাল কলারশিপ পরীক্ষার জন্য/class 8 science question answer

 






        অষ্টম শ্রেণী
        পরিবেশ
সমুদ্রের নিচের জীবন

 গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর দেওয়া হলো ।স্কুল পরীক্ষা ও ন্যাশনাল কলারশিপ পরীক্ষার জন্য




প্রশ্ন- কোন্‌টি সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী নয়?

(a) অক্টোপাস (b)সাগরশশা

উত্তর-(b)সাগরশশা


প্রশ্ন- সমুদ্রের জলের তলায় কেল্পের ভিতরে দেখতে পাওয়া যায়?

(a) সি কাউ (b)অক্টোপাস

উত্তর-(a) সি কাউ

প্রশ্ন- ডায়াটমের কোশপ্রাচীর তৈরি হয়—
(a) সেলুলোজ দ্বারা (b) সিলিকা দ্বারা

উত্তর-(b) সিলিকা দ্বারা


 প্রশ্ন- জলে ভাসমান ছোটো ছোটো প্রাণীদের বলা হয়—

(a) জুপ্ল্যাঙ্কটন (c) প্ল্যাঙ্কটন

উত্তর-(a) জুপ্ল্যাঙ্কটন



প্রশ্ন-  অক্টোপাসের দেহে বাহুর সংখ্যা—

(a) চারটি
(b) আটটি

উত্তর-(b) আটটি


 প্রশ্ন- অমেরুদণ্ডী প্রাণীগোষ্ঠীর মধ্যে সবচেয়ে উন্নত চোখ ও উন্নত মস্তিষ্ক দেখা যায়—

(a) স্কুইড প্রাণীতে (b) অক্টোপাসে


উত্তর-(b) অক্টোপাসে

প্রশ্ন-  হাঙরের অন্তঃকঙ্কাল তৈরি হয়-
(a) তরুণাস্থি দ্বারা. (b) ক্যালশিয়াম কার্বনেট দ্বারা

উত্তর-(a) তরুণাস্থি দ্বারা




প্রশ্ন- স্টারফিস বা তারামাছের দেহে বাহুর সংখ্যা-

(a) চারটি (b) পাঁচটি


উত্তর-(b) পাঁচটি

প্রশ্ন-ডাইনোফ্ল্যাজেলেটরা কোন্ অঙ্গের সাহায্যে চলাফেরা করে?
(a) সিলিয়া (b) ফ্ল্যাজেলা


উত্তর-(b) ফ্ল্যাজেলা


প্রশ্ন-  সাগরকুসুম বা সি অ্যানিমোন প্রাণীর ফুলের পাপড়ির মতো অংশগুলি আসলে-


(a) কর্ষিকা (b)ফ্ল্যাজেলা

উত্তর-(a) কর্ষিকা


প্রশ্ন- সমুদ্রের গভীরে—

(a) জলচাপ কম (b) সূর্যালোক প্রবেশ করে না

উত্তর-(b) সূর্যালোক প্রবেশ করে না

প্রশ্ন-  সমুদ্রে ডুবে থাকা মহাদেশের অংশ হল-
(a) মহাসোপান (b) মহীসোপান


উত্তর-b) মহীসোপান

প্রশ্ন- কেল্প (Kelp) হল-
(a) বৃহদাকার সামুদ্রিক বাদামি শ্যাওলা
(b) সামুদ্রিক মাছ

উত্তর-(a) বৃহদাকার সামুদ্রিক বাদামি শ্যাওলা


প্রশ্ন- সমুদ্রের গভীরে যে অংশ পর্যন্ত সূর্যের আলো পৌঁছায় তাকে বলে-

(a) ইউফোটিক অঞ্চল (b) কিউফোটিক অঞ্চল


উত্তর-a) ইউফোটিক অঞ্চল



প্রশ্ন-  জীবদেহ থেকে ঠাণ্ডা আলো নির্গত হওয়ার প্রক্রিয়াটিকে বলা হয়-
(a) লামোলুমিনেসেন্স(b) বায়োলুমিনেসেন্স


উত্তর-(b) বায়োলুমিনেসেন্স

প্রশ্ন-  কালি ছিটিয়ে শত্রুর হাত থেকে আত্মরক্ষা করে—

(a) অক্টোপাস (b) হাঙর


উত্তর-(a) অক্টোপাস


প্রশ্ন-  মানুষখেকো শার্ক-

(d) গ্রেট হোয়াইট শার্ক (c) হোয়েল শার্ক

উত্তর-(d) গ্রেট হোয়াইট শার্ক

প্রশ্ন- শ‍্যাগ্ৰিন কোন প্রাণীর থেকে পাওয়া যায় ?

(a) হাঙর (b) কাটল ফিস

উত্তর-(a) হাঙর

প্রশ্ন- তারামাছের টিউবফিট বা নালিপদের কাজ হল—

(a) শিকার ধরা (b) বাচ্চা প্রসব করে

উত্তর-(a) শিকার ধরা


প্রশ্ন-  সবচেয়ে বড়ো সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণীটি হল—
(a) হাঙর (b) স্কুইড

উত্তর-(b) স্কুইডb


প্রশ্ন- কোন্ জীবের অত্যধিক সংখ্যাবৃদ্ধির ফলে সমুদ্রের জল লাল হয়ে যায় ?

(a) কেল্প (b) ডাইনোফ্ল্যাজেলেট

উত্তর-(b) ডাইনোফ্ল্যাজেলেট

প্রশ্ন- কোন্ গ্যাস সমুদ্রের জলে বেশি পরিমাণে দ্রবীভূত হলে সমুদ্রজলের অম্লত্ব বেড়ে যায় ?

(a) নাইট্রোজেন (b) কার্বন ডাই-অক্সাইড

উত্তর-b) কার্বন ডাই-অক্সাইড

প্রশ্ন-  জলে জৈব পুষ্টি পদার্থের পরিমাণ বৃদ্ধিতে ফাইটোপ্ল্যাংটনের বৃদ্ধিকে বলে-
(a) অ্যালগাম ব্লুম (b) ইউটিভিফিকেশন

উত্তর-(a) অ্যালগাম ব্লুম

 প্রশ্ন- সমুদ্রের জলে দূষণ ঘটায় না-
(a) কীটনাশক (b)আর্সেনিক

উত্তর- আর্সেনিক


প্রশ্ন- অক্টোপাস গমন করে-
(a) নালিপদ (b)ক্ষণপদ

উত্তর (a) নালিপদ