অষ্টম শ্রেণী ভূগোল উত্তর আমেরিকা M C Q সহ বড় প্রশ্ন স্কুল পরীক্ষা সহ ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষা পরীক্ষা দ্বিতীয় পরীক্ষার জন্য/class 8 geography question answers - Online story

Sunday 14 August 2022

অষ্টম শ্রেণী ভূগোল উত্তর আমেরিকা M C Q সহ বড় প্রশ্ন স্কুল পরীক্ষা সহ ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষা পরীক্ষা দ্বিতীয় পরীক্ষার জন্য/class 8 geography question answers

 



ওশিয়ানিয়া মহাদেশের প্রশ্ন উত্তর গুলো দেখুন
            অষ্টম শ্রেণী
 ভূগোল

উত্তর আমেরিকা M C Q সহ বড় প্রশ্ন
 প্রশ্নের উত্তর সঠিক উত্তরের পাশে টিক (/) চিহ্ন দাও।

★আমেরিকা মহাদেশের আবিষ্কারক হলেন-
(a) কলম্বাস(b) আমেরিগো ভেসপুচি

উত্তর- (b) আমেরিগো ভেসপুচি


★উত্তর আমেরিকা সর্বোচ্চ শৃঙ্গের নাম-
(a) ম্যাক কিনলে (b)মিসিসিপি মিসৌরি

উত্তর (a)  ম্যাক কিনলে

◆ উত্তর আমেরিকার প্রধান নদী-
(a) মিসিসিপি মিসৌরি (b)কলরাডো

উত্তর(a) মিসিসিপি মিসৌরি


★পৃথিবীর দীর্ঘতম দ্বীপটির নাম -
(a)গঙ্গা ব্রহ্মপুত্র দ্বীপ(b) গ্রীনল্যান্ড

উত্তর(b) গ্রীনল্যান্ড

★গ্র্যান্ড ক্যানিয়ন দেখা যায় যে নদীতে- (a)ম্যাকেনজি(b) কলরাডো

উত্তর (b) কলরাডো


★উত্তর আমেরিকার বৃহত্তম হ্রদের নাম
(a) সুপিরিয়র(b) মিচিগান

উত্তর- (a) সুপিরিয়র

★ আলাস্কার জলবায়ু
(a) তুন্দ্রা প্রকৃতির(b) ক্রান্তীয় প্রকৃতির

উত্তর- (a) তুন্দ্রা প্রকৃতির


.★ভূ-পৃষ্ঠের ওপর মোট শীল্ড-এর সংখ্যা
(a) 9টি
b) 11 টি

উত্তর- b) 11 টি


★ কানাডীয় শিল্ড-এর আয়তন-

(a) 40 লক্ষ বর্গ কি.মি.(b) 46 লক্ষ বর্গ কি.মি.।

উত্তর- b) 46 লক্ষ বর্গ কি.মি.।



★ কানাডীয় শীল্ড অঞ্চলের গড় উচ্চতা-
(a) 250 মি..(b) 350 মি

উত্তর- b) 350 মি


★ কানাডীয় শীল্ডের অধিকাংশ নদী—
(a) উত্তর বাহিনী (b)দক্ষিণ বাহিনী

উত্তর- (a) উত্তর বাহিনী


★. কানাডার রাজধানী-
(a) অটোয়া(b) শিকাগো

উত্তর- (a) অটোয়া



★অ্যালুমিনিয়াম শিল্পে বিখ্যাত—
(a) চার্চিল (b) আরভিজ

উত্তর- (b) আরভিজ


35. কানাডার প্রধান শিল্পটি হল—
(a) রেশম (b) কাগজ।

উত্তর- (b) কাগজ



★মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম আকরিক লোহার খনি-
(a) কুইবেক
(b) মেসাবি

উত্তর- (b) মেসাবি


★ পৃথিবীর বৃহত্তম মোটরগাড়ি নির্মাণকেন্দ্র-
(a) ক্লিভল্যান্ড
(b) ডেট্রয়েট

উত্তর- (b) ডেট্রয়েট



★) পৃথিবীর ‘রবার রাজধানী’ বলা হয়।

(a) অ্যাক্রন (b) বাফেলো

উত্তর- (a) অ্যাক্রন

★ পৃথিবীর বৃহত্তম নিকেল খনি-
(a) সাডবেরি(b) ক্লিভল্যান্ড

উত্তর- (a) সাডবেরি(

★ হ্রদ অঞ্চলে অবস্থিত ডেয়ারি রাজ্য বলা হয়-
(a) উইনিপেগ-(b) উইসকনসিন

উত্তর-(b) উইসকনসিন


★. মাছ আমদানিতে পৃথিবীতে উত্তর আমেরিকার স্থান-
(a) প্রথম (b) ষষ্ঠ।

উত্তর- (b) ষষ্ঠ।


★. রূপা উৎপাদনে উত্তর আমেরিকার স্থান পৃথিবীতে
(a) দ্বিতীয়
(b) প্রথম

উত্তর- (b) প্রথম

 

★. উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের
★ অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডটি হল—
(a) পানামা যোজক
(b) জিব্রাল্টার প্রণালী

উত্তর- (a) পানামা যোজক

★  উত্তর আমেরিকা মহাদেশের মোট দেশের সংখ্যা-
(a) 13টি (b) 23টি

উত্তর- (b) 23টি

★ অ্যাপালেশিয়ান পার্বত্য অঞ্চলটি প্রকৃতপক্ষে
(a) স্তূপ পর্বত (c) ভঙ্গিল পর্বত

উত্তর-★(c) ভঙ্গিল পর্বত


★ সেন্ট লরেন্স নদীর উৎস স্থল-
(a) সুপিরিয়র হ্রদ (b) অন্টারিও হ্রদ

উত্তর- a) সুপিরিয়র হ্রদ




★ রকি পার্বত্য অঞ্চল থেকে সৃষ্ট নদী হল-
(a) কলোরাডো (b) ম্যাকেঞ্জি

উত্তর- (a) কলোরাডো

★ মিসিসিপি নদীর প্রধান উপনদী—
(a) মিসৌরি
(b) ইউকন

উত্তর- (a) মিসৌরি

★ পৃথিবীর ‘রুটির ঝুড়ি' বলা হয়—
(a) পম্পাস অঞ্চলকে (b) প্রেইরি অঞ্চলকে

উত্তর- (a) পম্পাস অঞ্চলকে

★ পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ-
(a) সুপিরিয়র (b) মিচিগান

উত্তর- (a) সুপিরিয়র


★উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের জলবায়ু
(a) উয় ও আর্দ্র প্রকৃতি
(b) শীতল ও নাতিশীতোয় প্রকৃতির

উত্তর- (b) শীতল ও নাতিশীতোয় প্রকৃতির



★হ্রদ অঞ্চলের প্রধান খনিজ সম্পদটি হল—
(a) লৌহ-আকরিক (b) তামা।

উত্তর- ((a) লৌহ-আকরিক

★. হ্রদ অঞ্চলের প্রধান শিল্পটি হল—
(a) লৌহ-আকরিক (b) ডেয়ারি

উত্তর-((a) লৌহ-আকরিক


★ বিশ্বের বৃহত্তম কসাইখানা-
(a) শিকাগো।(b) ডেট্রয়েট

উত্তর-((a) শিকাগো

★চিনুক শব্দের অর্থ -
(a) তুষার ভক্ষক (b)গরম বায়ু উত্তর

উত্তর-(a) তুষার ভক্ষক

★উত্তর আমেরিকার কোন রাজ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়
.(a)ডাকোটা (b) ইউক্রেন
উত্তর-(.(a)ডাকোটা


★মোটরগাড়ির শহর বলা হয়—
(a) ডুলুথ (b) ডেট্রয়েট।

উত্তর-((b) ডেট্রয়েট


★হ্রদ অঞ্চলের প্রধান নদী—
(a) সেন্ট লরেন্স (b) নায়াগ্রা।

উত্তর-(a) সেন্ট লরেন্স