মাকু গল্পের তৃতীয় ইউনিক টেস্ট পরীক্ষার প্রশ্নের উত্তর/maku story question answer 3rd examination - Online story

Tuesday 23 August 2022

মাকু গল্পের তৃতীয় ইউনিক টেস্ট পরীক্ষার প্রশ্নের উত্তর/maku story question answer 3rd examination

 




দ্বিতীয় পরীক্ষার জন্য প্রশ্নের উত্তর দেখুন
প্রথম পরীক্ষার জন্য প্রশ্নের উত্তর গুলো দেখুন
  মাকু গল্পের

তৃতীয় ইউনিক টেস্ট
পরীক্ষার প্রশ্নের উত্তর

 অধ্যায় আট


১.প্রশ্ন-"  ষষ্ঠী ঠাকরুন ওকে  খেয়ে ফেলেনি তো"- কথাটি কে কাকে কার উদ্দেশ্য করে বলেছিল?
 উত্তর- টিয়া সোনাকে বলেছিল ।
মাকুর উদ্দেশ্য কথাটি বলা হয়েছে


প্রশ্ন -"ময়ূর নেচো না "-কথাটি কে বলেছিল? কেন বলেছিল ?
উত্তর- কথাটি টিয়া বলেছিল ।
কারণ ময়ূর না দিলে যদি বৃষ্টি পড়ে তাহলে বটতলার উনুন নিভে যাবে ।ঘাস জমিতে খেলা বন্ধ হয়ে যাবে।

 প্রশ্ন -"কেউ দেখবার রইল না "-এখানে কি দেখবার কথা বলা হয়েছে?

 উত্তর -গাছ তলায় গামলা ভরা মাছ ,বালতি ভরা মশলা মাখা মাংস ,থলি ভরা বাসমতি চাল পড়েছিল ।সেগুলি দেখবার কেউ ছিল না।


 প্রশ্ন -হোটেল ওয়ালা সোনাটিয়াকে জন্মদিনে কি উপহার দিয়েছিল ?


উত্তর -সরু লেন্সের পাড় -দেওয়া ছোট্ট দুটি সাদা রেশমি রুমাল।


প্রশ্ন- টিকিট বিক্রি করে সং দের থলিতে কত টাকা জমা হয়েছিল ?


উত্তর -দেড় হাজারেরও বেশি দশ পয়সা জমা হয়েছিল।


প্রশ্ন -জাদুকর হোটেল ওয়ালা জন্মদিনে সোনাটিয়াকে কি উপহার দিয়েছিল ?


উত্তর -দুটি সাদা খরগোশের বাচ্চা।


প্রশ্ন- মাকুকে পাওয়া গেছে শুনেছো?  কে কিভাবে মাকুকে পেয়েছিল?

 উত্তর- হোটেলওয়াল  বাঁশ বনেতে খরগোশ ধরার ফাঁদে আটকে পড়া মাকুকে পেয়েছিল।

 প্রশ্ন- মাকুকে কতদিনর চাবি দেয়া হয়েছিল?

 উত্তর- পনেরো দিনের ।


প্রশ্ন-" তাকে আমরা বাঘ ধরার ফাঁদে ফেলে দিয়েছি"- কারা কাকে বাঘ ধরার ফাঁদে ফেলে দিয়েছিল ?

উত্তর- সোনাটিয়া পেয়াদাকে বাঘ ধরার ফাঁদে ফেলে দিয়েছিল।
প্রশ্ন- "টিয়ার সবটাতেই সর্দারী -"এখানে টিয়া কি সর্দারি করেছিল?

 উত্তর- ঘড়িয়ালা কিছু বলার আগেই মাকুর পুট করে নাকের কলটা টিপে দিয়েছিল।


 প্রশ্ন মাকু বলল-" বাপ"- কখন মাকু বাপ বলেছিল?

 উত্তর -যখন ঘড়িওয়াল গম্ভীর গলায় "ছেলে" বলেছিল ?

প্রশ্ন- ঘাস জমির মাঝখানে পুরনো যে গাছটির কথা বলা হয়েছে সেই গাছটির নাম কি ?


উত্তর- শিরীষ


প্রশ্ন -খেলায় কে রিং মাস্টার হয়েছিল ?

উত্তর- হোটেল ওয়ালা।

 প্রশ্ন-" ওই ইঁদুর ধরো"- কে কাকে উদ্দেশ্য করে কাকে নির্দেশ দিয়েছিল ?

উত্তর -ঘড়ি ওয়ালা হোটেল ওয়ালা কে উদ্দেশ্য করে মাকুকে নির্দেশ দিয়েছিল ।

প্রশ্ন -ঘাস জমিতে রাতে খেলা দেখানোর সময় কিসের আলো জ্বালানো হয়েছিল ?

উত্তর -ডে-লাইটের আলো জালানো হয়েছিল।

 প্রশ্ন -পরীদের রানীর সঙ্গে কার বিয়ে হয়েছিল?

 উত্তর -মাকুর।

 প্রশ্ন- হোটেলে মালিক আসলে কি ছিল?

 উত্তর- নোটো মাস্টার অর্থাৎ নোটো অধিকারী ।

প্রশ্ন -খেলা শেষে সবাই কি বলেছিল ?

উত্তর -সাধু সাধু বলেছিল।

প্রশ্ন -পেয়াদ আসলে কে ছিল?


 উত্তর -পোস্টঅফিসের পিয়ন

 প্রশ্ন- পোস্ট অফিসের পিয়ন বনের মধ্যে এসেছিল কেন ?


উত্তর -কারণ সং এর লটারি তে টাকা পড়েছিল।সেই খবর দিতে।

 প্রশ্ন -সং এর লটারিতে কত টাকা পড়েছিল?


 উত্তর -পাঁচ হাজার টাকা।

 প্রশ্ন- সং এর লটারি টিকিটিরের আধখানা কে খুঁজে দিয়েছিল?

 উত্তর -টিয়া।

 প্রশ্ন-" তাইতো ওটাকে বটতলা থেকে তুলে মাকুর চাবিকাঠি বানিয়েছি "-এখানে  মাকুর চাবিকাঠি টা আসলে কি ছিল?

 উত্তর -লটারি টিকিট।


 প্রশ্ন- মাকু গল্পে পুলিশ সাহেব সোনাটিয়ার সম্পর্কে কে ছিল?

 উত্তর- পিসেমশাই।

 প্রশ্ন -"ও তোমরা পারবেনা দাড়ি-মোচ দিয়ে করতে হয়। "-কি করার কথা কে বলেছে ?

উত্তর-" এখানে স্বর্গের শুরুয়া রান্নার কথা বলা হয়েছে কথাটি কে বলেছিল ?

প্রশ্ন- মাকু আসলে কে ছিল?


 উত্তর -সোনাটিয়ার পিসেমশাই অর্থাৎ পুলিশ অফিসার।

 প্রশ্ন- আমাকে কিন্তু বাঘের গর্তে ফেলেছিল কথাটি কে কাঁধে উদ্দেশ্যে বলেছিল এবং কাকে বলেছিল?


উত্তর- কথাটি পোস্ট অফিসের পিয়ন সোনাটিয়াদের উদ্দেশ্যে পুলিশ সাহেবকে বলেছিল ।

প্রশ্ন -পোস্ট অফিসের পিয়ন কিভাবে বাঘ ধরার ফ‍্যাঁদ থেকে উঠেছিল?


 উত্তর- যখন তিনি ধপস করে গর্তের মধ্যে পড়ে গিয়েছিলেন সেখানে আরও তিনটি পেয়াদা ছিল ।তাদের সাহায্য নিয়ে ঠেলে ঠেলে উঠেছিল।

প্রশ্ন -জন্মদিনে পরীদের নেমন্তন্ন হয়নি কেন?

 উত্তর পরিরা মধু ছাড়া অন্য কিছু খায় না।


প্রথম পরীক্ষার জন্য প্রশ্নের উত্তরগুলি দেখুন

অন্য গুলি দেখন

(১) ছন্দে শুধু কান রাখো (১)

ছন্দে শুধু কান রাখো (২)

(২) কার দৌড় কদ্দুর

(৩) বঙ্গভূমির প্রতি

বঙ্গভূমির প্রতি (২)

(৪) পাগলা গণেশ

(৫) আত্মকথা

(৬) চিরদিনের কবিতা

(৭) ভানু সিংহের পত্রাবলী

(৮) নোট বই 

(৯) স্মৃতি চিহ্ন

(১০) দেবাতাত্মা হিমালয়

(১১) আঁকা- লেখা

(১২) খোকনের প্রথম ছবি

(১৩) ভারত তীর্থ

(১৪) স্বাধীনতা সংগ্ৰামে নারী

(১৫) রাস্তায় ক্রিকেট খেলা

(১৬) দিন ফুরালো

(১৭) গাধার কান

(১৮) পটল বাবু ফ্লিমস্টার

(১৯) মেঘ-চোর

 (২০) কুতুব মিনারের কথা

(২১) চিন্তা শীল

(২২) একুশের কবিতা


প্রথম পরীক্ষার নমুনা প্রশ্ন

আর ও প্রশ্ন প্রথম পরীক্ষা

ভাষাচর্চা অনুশীলন

মাকু প্রশ্ন (১)

মাকু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর

মাকু প্রথম পরীক্ষা

মাকু হাতে কলমে অনুশীলন প্রশ্নের উত্তর

মাকু গল্পের সকল প্রশ্নের উত্তর

মাকু বইয়ের প্রশ্নের উত্তর

মাকু ছোট প্রশ্ন বড়ো পাতা ধরে